Fatema Akter

Fatema Akter I am Fatema Akter.I am a professional Digital Marketer.

18/03/2024

March 16, 2024
আপওয়ার্ক মার্কেটপ্লেস থেকে দ্রুত কাজ পাওয়ার ১৯ টি টিপস :

১) আপনি যেই কাজ পারেন তার উপরে তার উপর ভিত্তিএমন অম্তত ১০ টা প্রোফাইল দেখে নিজের প্রোফাইল সাজাবেন। ছোট Niche এর উপর কাজ শুরু করুন। যেমন : যারা ওয়ার্ডপ্রেস এর কাজ পারেন, ওয়ার্ডপ্রেস এর সব কাজ এর উপর প্রোফাইল না সাজিয়ে শুধু “এলিমেন্টর বিল্ডার” কিংবা “ওয়ার্ডপ্রেস অপ্টিমাইজেশন” এর কাজ গুলোর উপর প্রোফাইল সাজান। এবং অন্তত প্রথম ২০ টি কাজ ওই রিলেটেড কাজের উপর প্রপোসাল পাঠান। তাহলে ছোট niche এ আপনার প্রোফাইল দ্রুত Rank এ আসবে। ইনভাইটেশন পাওয়া শুরু করবেন দ্রুত।

upwork success

২) আপনার niche এ কাজ করে এমন প্রোফাইল গুলো দেখুন, তারা কিভাবে তাদের প্রোফাইল, পোর্টফোলিও, প্রজেক্ট সাজিয়েছে তা ফলো করুন। এবং নিয়মিত প্রোফাইল ডেসক্রিপশন আপডেট করুন ও প্রোফাইল এ পর্যাপ্ত কীওয়ার্ড ব্যবহার করুন। specialized প্রোফাইল গুলোতেও কীওয়ার্ড সঠিকভাবে পুশ করুন।

৩) নতুন অবস্থায় প্রতিদিন অন্তত ১০ জব পোস্ট পড়বেন যা অবশ্যই আপনার নিশ এর হতে হবে, এবং ডেমো এপ্লিকেশন লিখবেন, সাবমিট করার দরকার নাই, অর্থাৎ ১০ টা কভার লেটার লিখবেন, পাঠাবেন একটি। এটি আপনাকে দ্রুত কভার লেটার লিখায় অভস্থ করে তুলবে, পাশাপাশি ওই সময়ে আপওয়ার্ক প্রোফাইল এ আপনাকে একটিভ দেখাবে। প্রোফাইল ভিউ বাড়ার সম্ভাবনা থাকবে।

upwork success

৪) ইনিশিয়ালি আপনি অবশ্যই দেখে দেখে ছোট খাটো কাজগুলোতে কিংবা কম বাজেট এর কাজ গুলোতে এবং যে কাজ গুলোতে আর্জেন্ট হায়ারিং হচ্ছে সেই কাজ গুলো তে প্রপোসাল পাঠান। কারণ এই ছোট কাজ গুলোতে বিড কম হবে, আপনার কম্পিটিশন কমে যাবে।

৫) আপওয়ার্ক এ প্রপোসাল পাঠানোর আগে ক্লায়েন্ট এর অ্যাভারেজ আওয়ারলি রেট, লোকেশন, প্রিভিয়াস অ্যাভারেজ রেটিং, প্রিভিয়াস জব হিস্ট্রি ও রিভিউ অবশ্যই দেখে নিন।

upwork success

৬) যে জব পোস্ট এ ক্লায়েন্ট এর রিকুইরেমেন্ট অনেক বড় থাকে সেগুলোতে প্রপোসাল পাঠান। অনেকেই সময়ের অভাবে এত বড় জব পোস্ট এর রিকুইরেমেন্ট গুলো স্কিপ করে যায়, তাই দেখবেন এই জব গুলোতে প্রপোসাল ও কম জমা পড়ে।

upwork success

৭) আপওয়ার্ক এ মেম্বারশিপ প্লাস নেয়া থাকলে আপনি প্রতিটি জব এ বিড করার সময় ম্যাক্সিমাম ও মিনিমাম বিড রেট দেখতে পাবেন। অর্থাৎ আপনার আগে যারা ওই জব এ বিড করেছে তাদের ম্যাক্সিমাম ও মিনিমাম বিড রেঞ্জ দেখতে পাবেন। আইডিয়া পাওয়ার পর আপনি দেখুন ক্লায়েন্ট এর বাজেট কত? ফিক্সড প্রাইস এর কাজে ক্লায়েন্ট এর এস্টিমেটেড বাজেট দেখতে পাবেন।

upwork success

৮) যদি ক্লায়েন্ট এর বাজেট ২০০ ডলার হয়, আপনি ওই কাজ ৫০০-৬০০ ডলার এ বিড করলে ইন্টারভিউ বা ইনবক্স এ knock পাওয়ার চান্স থাকবে না বললেই চলে। ধরা যাক আপনার বাজেট মন মতো হলো না, তারপর ও বিড করার সময় ক্লায়েন্ট এর এস্টিমেটেড বাজেট এর কাছাকাছি এমাউন্ট এ বিড করুন। তারপর ক্লায়েন্ট ইনবক্স এ আসলে আপনি ভিডিও কল এ নিয়ে আসুন, আপনি সুন্দর ভাবে ভিডিও কল এ যদি ক্লায়েন্ট এর সাথে কম্যুনিকেট করতে পারেন, আপনি কি কি ফীচার দিবেন বুঝিয়ে বলতে পারেন, আপনার আগের কাজের স্যাম্পল দেখতে পারেন, ক্লায়েন্ট এর বাজেট এমনিতেই বাড়িয়ে নিতে পারবেন।

৯) একই কভার লেটার বার বার কপি পেস্ট না করে প্রতিটি কভার লেটার আলাদা ভাবে লিখুন, ক্লায়েন্ট যা চাইবে শুধু তার প্রতিটি লাইনের উত্তর দিয়ে যাবেন ক্রিয়েটিভলি, কিভাবে কাজটি করবেন পুরো প্রসেস লিখে ফেলুন কভার লেটার এ। কত সময় নিবেন, কাজের প্রসেস গুলো কি হবে ডিটেল এ লিখুন। পাশাপাশি আপনার আগের করা কিছু সিমিলার কাজের পোর্টফোলিও লিংক অ্যাড করুন প্রপোসাল এর সাথে। এখন আপওয়ার্ক এ পোর্টফোলিও হাইলাইট অপসন চালু করেছে, তা ব্যবহার করুন।

upwork success

১০) সাধারণত একটা জব পোস্ট করার পর ১৫-২০ মিনিট ক্লায়েন্ট অনলাইন এ থাকে। যদি এই সময়ের মধ্যে বিড করে ফেলা যায় তাহলে কম্পিটিশন কম থাকে, ক্লায়েন্ট এর নজরে পড়ার চান্স ও বেশি থাকে এবং সর্বোপরি হায়ার হওয়ার চান্স বেড়ে যায়। বিশেষ করে নতুন ক্লায়েন্টদের ক্ষেত্রে এই ট্রিকসটি চমৎকার কাজে দেয়। ২০-৫০ জন এপলাই করে ফেলার পর বিড করলে কাজ পাওয়ার সুযোগ যথেষ্ট কমে যায়। কারণ ততক্ষনে অনেক এক্সপার্টরা বিড করে ফেলে, ক্লায়েন্ট এর হাতে যথেষ্ট অপসন চলে আসে। সাধারণত ভোরের দিকে US, UK সহ ভালো ক্লায়েন্টদের জব পোস্ট গুলো আসতে থাকে।

upwork success

১১) ক্লায়েন্ট এর মেনশন করে দেয়া স্কিল এন্ড এক্সপার্টাইস দেখে নিন :

আপওয়ার্ক এর জব ডেসক্রিপশন এর একটু নিচেই পাবেন ক্লায়েন্ট কি কি স্কিল চাচ্ছে। দেখে নিন আপনার প্রোফাইল এ এই স্কিলসেট গুলো অ্যাড করা আছে কিনা। তাহলে অনেকের মাঝে বা অনেকের পরে বিড করেও আপনি চলে আসতে পারেন টপ এ (বেস্ট ম্যাচ) সেকশন এ। সাধারণত অনেক প্রপোসাল এর মাঝে আপওয়ার্ক ১-২ জনকে বেস্ট ম্যাচ দেখিয়ে সবার উপরে নিয়ে আসে। তবে বেস্ট ম্যাচ আপনার টোটাল ইনকাম, জব সাকসেস স্কোর, টপ রেটেড ব্যাজ ও সেই স্কিল এর কয়টি কাজ করেছেন তার উপরও নির্ভর করে।

upwork success

১২) বেশিরভাগ ফ্রিল্যান্সার বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও ফিলিপাইন থেকে কাজ করে, আর এই দেশ এর টাইম জোন কাছাকাছি। রাতের দিকে অর্থাৎ রাত ১ তা থেকে সকাল ৬-৭ টা পর্যন্ত টপ রেটেড বা এস্টাব্লিশড ফ্রীলান্সাররা ঘুমিয়ে থাকেন। এই পুরো সময়টা জুড়ে প্রপোসাল পাঠান। একটু পর পর রিলোড দিয়ে জব পোস্ট পড়ুন, কভার লেটার লিখুন, সব কভার লেটার পাঠানোর দরকার নাই। কভার লেটার লিখে মুছে ফেলুন, আপনার পছন্দের ২-৩ টি জব এ প্রপোসাল পাঠান প্রতিদিন।

১৩) ক্লায়েন্ট এর সাথে ইন্টারভিউ তে ভিডিও কল এ আসার চেষ্টা করুন। এবং ভিডিও কল এ ক্লায়েন্ট এর কাজের সম্পর্কে পর্যাপ্ত ইনসাইট প্রদান করুন। বাজেট বলুন ও কতদিন এ কাজ ডেলিভারি দিতে পারবেন তা জানান। আওয়ারলি কাজ গুলোতেও টোটাল কেমন বাজেট লাগতে পারে তা ক্লায়েন্ট কে জানান। পারবেন কিছু সিমিলার কাজের পোর্টফোলিও শেয়ার করুন ক্লায়েন্ট এর সাথে। ভিডিও কল এ আপনাকে অনেক ভালো ইংরেজি বলতে হবে এমন নয়, আপনার ভাঙা ইংরেজি দিয়ে ক্লায়েন্ট কে বুঝতে পারলেই চলবে। মনে রাখবেন ভিডিও কোনভার্সেশন এ কাজ পাওয়ার চান্স ৭০% বেড়ে যায়।

১৪) ক্লায়েন্ট এর অফার পেয়েই কাজ একসেপ্ট করে ফেলবেন না, আগে এ দেখুন কাজটি আপনি শতভাগ পারবেন কিনা। কারণ প্রথম ৫-৮ টি কাজের রেটিং রিভিউ এর উপর আপনার জব সাকসেস স্কোর(JSS) ডিপেন্ড করবে। প্রথমেই জব সাকসেস স্কোর(JSS) কমে গেলে সেই প্রোফাইল নিয়ে আপনাকে ভুগতে হবে।

upwork success

১৫) আপনার প্রোফাইল এ যথেষ্ট পোর্টফোলিও ও প্রজেক্ট আপলোড করুন। পোর্টফোলিও আপলোড করার ক্ষেত্রে সুন্দর করে মক-আপ তৈরী করে পোর্টফোলিও তৈরী করুন, আর আপনি যত ধরণের কাজ পারেন সব গুলোর উপর আপওয়ার্ক এ প্রজেক্ট দেওয়ার চেষ্টা করুন। আপওয়ার্ক এর প্রজেক্ট ফাইভার এর গিগ এর মতো। তাই প্রপোসাল পাঠানো কিংবা বিড করা ছাড়াই আপনি যথেষ্ট ক্লায়েন্ট এর নক পেতে থাকবেন আপওয়ার্ক এর প্রজেক্ট এর মাধ্যমে। পাশাপাশি আপওয়ার্ক এ ৩০ ও ৬০ মিনিটের কন্সালটেন্সি সেট করুন। চাইলে কিছু প্রজেক্ট এ বুস্ট ফীচার ব্যবহার করতে পারেন।

upwork project

১৬) আপনার আপওয়ার্ক প্রোফাইল এর Available ব্যাজ ও প্রোফাইল বুস্ট অপসন সব সময় চালু রাখুন। কিছু কানেক্ট খরচ হলেও আপনার প্রোফাইল এর ভিউ ও যথেষ্ট ইনভাইটেশন আপনি পেতে থাকবেন, তাই দ্রুত কাজ পাওয়া অনেকটাই সহজ হয়ে যাবে।

upwork success

১৭) আপওয়ার্ক এ মেম্বারশিপ প্লাস ব্যবহার করুন, এটি আপনাকে কিছু হিডেন বেনিফিট দিবে। তাছাড়াও কানেক্ট শেষ হয়ে গেলে দ্রুত কানেক্ট কিনুন। কারণ প্রথম মাসের ফ্রি কানেক্ট শেষ হওয়ার পর থেকে আপনাকে কানেক্ট কিনতেই হবে।

upwork membership

১৮) আমাদের অনেকের মধ্যে নতুন অবস্থায় একটি আলসেমি কাজ করে। একদিন সারারাত জেগে প্রপোসাল সেন্ড করি তো ২-৩ দিন ভুলে যাই। এই কাজটি করা যাবে না। অন্তত ২-৩ মাস প্রতিদিন আপনার নতুন আপওয়ার্ক একাউন্ট এ সময় দিন। উপরের স্টেপ গুলো ফলো করুন। ইনশাল্লাহ আপনার আপওয়ার্ক একাউন্ট খুব দ্রুত বুস্ট হবে, প্রতিনিয়ত কাজ আসা শুরু করবে। পর্যাপ্ত ইনভাইটেশন আসা শুরু করলে এমনেই আপনার প্রোফাইল দাঁড়িয়ে যাবে।

১৯) আবার অনেকে প্রতিনিয়ত কাজ আসা শুরু করলে প্রপোসাল পাঠানো বন্ধ করে দেন, আপনি মনে রাখবেন আপনি সফল ভাবে যত কাজ রোল-আউট করতে পারবেন (৫ ষ্টার রেটিং/রিভিউ সহ) তত বেশি কাজ পেতে থাকবেন। কারণ মার্কেটপ্লেস এলগোরিদম-ই হলো এটি। মার্কেটপ্লেস চায় তার ক্লায়েন্ট হ্যাপি থাকুক। তাই প্রপোসাল পাঠানো বন্ধ করা যাবে না।

16/03/2024

worry is a misuse of imagination, focus on what you can do🫶🌼

08/03/2024

Expecting success without hard work is nothing but luxury 🫶

11/12/2023

👉Benefits of freelancing...

Being your own boss as a freelancer comes with many potential perks, including:

Flexibility. As a freelancer, you are able to choose your own hours and decide when and where to work. For example, you can work from home or when you’re at the beach. Freelancing flexibility helps promote a better work-life balance.
Choice of clients and projects. Working as a freelancer allows you to select the projects that match your skills and interests. You can also pick clients who fit particular criteria.
Setting your own rates. You may enjoy greater control of your earnings potential since you generally set your own rates as a freelancer. The amount of work you’re able to handle daily or weekly is another factor that is likely to determine your earnings.
Improved skill set. As a freelancer, you may have the opportunity to work on more specialized projects, giving you greater experience with niche subject areas.
Exposure to global brands. Because you can choose your clients and projects, you have the opportunity to develop meaningful relationships with businesses from around the world.

Advantages of Freelancing:1. The biggest advantage of freelancing is freedom. There is no liability for the work.2. You ...
10/12/2023

Advantages of Freelancing:
1. The biggest advantage of freelancing is freedom. There is no liability for the work.
2. You can work at home. No office required.
3. There is no work limit. The more work the more
money
4. Multiple payments are available per month. Which is not possible to get from any offline job.
5. It is possible to earn much more money than a normal job.Advantages of Freelancing:
1. The biggest advantage of freelancing is freedom. There is no liability for the work.
2. You can work at home. No office required.
3. There is no work limit. The more work the more
money
4. Multiple payments are available per month. Which is not possible to get from any offline job.
5. It is possible to earn much more money than a normal job.



লজ্জাবতী 🌸
09/12/2023

লজ্জাবতী 🌸

আসসালামু আলাইকুম 💕Trust Community এর  পক্ষ থেকে আজ রাত ১০:০০ টায় লোকাল মার্কেটপ্লেস এর উপর বিশেষ সাপোর্ট ক্লাস এর আয়োজ...
08/12/2023

আসসালামু আলাইকুম 💕
Trust Community এর পক্ষ থেকে আজ রাত ১০:০০ টায় লোকাল মার্কেটপ্লেস এর উপর বিশেষ সাপোর্ট ক্লাস এর আয়োজন করা হয়েছে।
উক্ত ক্লাসে অংশগ্রহণ করলে লোকাল মার্কেটপ্লেস নিয়ে বিস্তারিত জানতে পারবেন।
👍তাই সকলের প্রয়োজন উক্ত ক্লাসে অংশগ্রহণ করে নিজের স্কিল কে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া।
🧑‍✈️ট্রেইনার হিসেবে উপস্থিত থাকবেন আমাদের সকলের প্রিয় স্যার ইমাজ উদ্দিন স্যার 💕
তাই সকলকে যথা সময়ে মানসিক প্রস্তুতি নিয়ে এবং ডাইরি, কলম নিয়ে প্রফেশনাল গেটআপে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।✍️🤳
ধন্যবাদান্তে:

08/12/2023

ডিজিটাল মার্কেটিং ‌শিখ‌লে মূলত, যে বিষয় গু‌লোর উপর কাজ কর‌তে পা‌রবেন:
1) Facebook marketing
2) You tube marketing
3) Instagram marketing
4) Linkind marketing
5) Twitter marketing
6) Gmail marketing
7) E-commerce marketing
8)Affiliate marketing
09) Content writing & marketing
10) Banner making
11) Vartual assistant
12) Page management
13) CPA marketing
14) Website marketing
15) Customer Relationship M-anagement(CRM)
16) Data entry
17) Video editing
18) Photo editing
19) Lead generation
বিষয়গুলা নি‌য়ে কাজ করতে পারবেন দেরি না করে কাজটা শুরু করতে হবে সিদ্ধান্ত নিতে হবে।


👉এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ডিজিটাল মার্কেটিং এর একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় যেটির মাধ্যমে যেকোন ওয়েব পেজ শত শত ক...
06/12/2023

👉এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ডিজিটাল মার্কেটিং এর একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় যেটির মাধ্যমে যেকোন ওয়েব পেজ শত শত কিওয়ার্ডের জন্যে সার্চ ইঞ্জিনে জায়গা নিয়ে থাকে যাকে আমরা ইংরেজিতে RANK বলে থাকি।

আজকে আমরা এসইও কি এবং কেন করা হয়, সাথে সাথে এসইও কিভাবে করা হয় আর কেনই বা আপনি এসইও শিখবেন, এসব জরুরী বিষয় নিয়ে আলোচনা করবো। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।


✅এসইও কি?
এসইও এর পূর্ণরূপ হচ্ছে “সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন”। সহজ কথায় আমরা যখন গুগল কিংবা অন্য যেকোন সার্চ ইঞ্জিনে কোন কিছু লিখে সার্চ দিই, তখন গুগল কিংবা ঐ সার্চ ইঞ্জিন কতগুলো রেজাল্ট দেখায়।

সেখান থেকে আমরা আমাদের পছন্দমত লিংকে ক্লিক করে আমার কাঙ্ক্ষিত ওয়েবসাইটে ভিজিট করে আমাদের দরকারি তথ্য খুঁজে পাই। আর যেই কারণে গুগল কিংবা কোন সার্চ ইঞ্জিন ওই রেজাল্টগুলো দেখায়, সেই কারণ কিংবা পদ্ধতিকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।


✅কেন এসইও করা হয়?
আমরা স্বাভাবিকভাবে আমাদের ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে RANK করানোর জন্যে এসইও করি। এসইও করার মাধ্যমে আমরা সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজের প্রথমে থাকার চেষ্টা করি। কারণ মানুষ যখন কোনকিছু নিয়ে সার্চ দেয় তখন রেজাল্ট পেজের প্রথমে যারা থাকে তাদের লিংকেই ক্লিক করে।

একটি উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে আশা করি,

মনে করুন, আপনার একটি ই-কমার্স ওয়েবসাইট আছে যেখানে আপনি বিবাহিত নারীদের থ্রি-পিস কাপড় বিক্রি করেন। এখন আপনি অবশ্যই চাইবেন যে গুগলে কেউ যখন বিবাহিত নারীদের থ্রি-পিস লিখে সার্চ দিবে তখন যেন গুগলে আপনার ওয়েবসাইটকেই প্রথমে দেখায়। তাহলে আপনার ওয়েবসাইটের লিংকে ক্রেতারা এসে আপনার পণ্যটি কিনবে।

এখন এইযে পুরো প্রক্রিয়া যেটার মাধ্যমে আপনার ওয়েবসাইটকে গুগল “বিবাহিত মেয়েদের থ্রি-পিস” এই কিওয়ার্ডের জন্যে দেখাবে সেটাই আমরা ডিজিটাল মার্কেটিং এর ভাষায় এসইও বলে থাকি। এখন তো আপনি বুঝতে পারছেন, যে কেন এসইও করা হয়?


👉এসইও কত প্রকার ও কি কি?
ডিজিটাল মার্কেটিং এর ভাষায় এসইও বিভিন্ন ধরনের হতে পারে। তবে মৌলিক প্রকারগুলো আমরা আজকে আলোচনা করার চেষ্টা করবো।

১/ টেকনিক্যাল এসইও (Technical SEO)
২/ অন-পেজ এসইও (On-Page SEO)
৩/ কন্টেন্ট এসইও (Content SEO)
৪/ অফ-পেজ এসইও (Off-Page SEO)
৫/ লোকাল এসইও (Local SEO)
৬/ মোবাইল এসইও (Mobile SEO)
৭/ ই-কমার্স এসইও (E-commerce SEO)

🖥️It is possible to earn a lot of good income only by doing lead generation (data collection)😱Lead generation is a proce...
06/12/2023

🖥️It is possible to earn a lot of good income only by doing lead generation (data collection)😱

Lead generation is a process or activity by which a company or business can generate interested and potential affiliate customers for their products or services.

✅Lead generation is a marketing preparation process that can be done in the following ways:

✅Increasing Website Traffic: Attracting people through the website using different types of content, landing pages, and forms.

✅Social Media Marketing: Different social media platforms are used to motivate people through technology.

Email Marketing: Contacting interested customers using email campaigns and own email lists.

✅Content Marketing: Creating quality content with quality and technical means to get people interested in a specific topic.

Webinars and Events: Invite people to come together using virtual or temporary events or webinars.

Through these processes, the company is updated and a potential customer base is created, who may be able to stimulate the purchase of the company's products or services in the future.



আসসালামু আলাইকুম 💕💕Dynamic Community💕 এর  পক্ষ থেকে আজ শুক্রবার রাত ১১:০০ টায় লোকাল মার্কেটপ্লেস Linkedin এর উপর বিশেষ ...
24/11/2023

আসসালামু আলাইকুম 💕
💕Dynamic Community💕 এর পক্ষ থেকে আজ শুক্রবার রাত ১১:০০ টায় লোকাল মার্কেটপ্লেস Linkedin এর উপর বিশেষ সাপোর্ট ক্লাস এর আয়োজন করা হয়েছে।

উক্ত ক্লাসে অংশগ্রহণ করলে Linkedin মার্কেটিং নিয়ে বিস্তারিত জানতে পারবেন।

👍তাই সকলের প্রয়োজন উক্ত ক্লাসে অংশগ্রহণ করে নিজের স্কিল কে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া।

🧑‍✈️ট্রেইনার হিসেবে উপস্থিত থাকবেন আমাদের সকলের প্রিয় স্যার ইমাজ উদ্দিন স্যার 💕

তাই সকলকে যথা সময়ে মানসিক প্রস্তুতি নিয়ে এবং ডাইরি, কলম নিয়ে প্রফেশনাল গেটআপে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।✍️🤳

ধন্যবাদান্তেঃ
ডায়নামিক কমিউনিটি💕




The man is from Amazon's human resources department. The man knocks me and says he will give me three jobs, in the begin...
23/11/2023

The man is from Amazon's human resources department. The man knocks me and says he will give me three jobs, in the beginning he will give me 120taka. And later I can earn 0-10000 taka in just 5-10 minutes a day.

And then he asked me to provide personal information.

Beware of scammers and be prudent rather than greedy, seek expert advice if you don't understand it yourself.



কি কি দক্ষতা লাগবে ফ্রিল্যান্সিং করতে? (What are the skills do you need for Freelancing?)অনেকেরই কনফিউশন থাকে যে আসলেই ক...
22/11/2023

কি কি দক্ষতা লাগবে ফ্রিল্যান্সিং করতে? (What are the skills do you need for Freelancing?)

অনেকেরই কনফিউশন থাকে যে আসলেই কি আমি ফ্রিল্যান্সিং (Freelancing) করতে পারবো? কি কি জিনিস দরকার এই কাজের জন্য?

সত্যি কথা বলতে কিছু টুলস আর কাজের দক্ষতা ছাড়া তেমন কিছুই লাগবে না আপনাকে এই পেশা শুরু করার জন্য। প্রথম যে জিনিসটা আপনার লাগবে সেটি হলো ইচ্ছাশক্তি ও ধৈর্য্য। এগুলো থাকলেই আপনি এই সেক্টরে নিমিষেই সফল হবেন।

এর পাশাপাশি আপনার দরকার হবে সঠিক গাইডলাইন, ক্লায়েন্টের সাথে যোগাযোগের দক্ষতা এবং কাজ চালানোর মতো ইংরেজি জানা। ইন্টারনেট সম্পর্কিত ভালো ধারনা ও গুগল এবং ইউটিউব থেকে বিভিন্ন রিসোর্স খুঁজে বের করার দক্ষতা এক্ষেত্রে আপনাকে অনেক সহায়তা করবে। এই ছিল মুলত প্রয়োজনীয় বিষয়াবলী যা আপনাকে ফ্রিল্যান্সিং এর জন্য যোগ্য করে তুলবে।



22/11/2023

This is my new page.Please stay and tuned🥰

Address

Dagon Bhuiyan
Feni
4119

Alerts

Be the first to know and let us send you an email when Fatema Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fatema Akter:

Share