05/04/2024
পারমিট ভিসার নামে এন্ট্রি ভিসা দিয়ে প্রতারণা, প্রশাসনের সহযোগিতা কামনা করেন ভুক্তভোগীরা
বিশেষ প্রতিনিধি>>
পারমিট ভিসার ভুয়া কাগজপত্র দেখিয়ে এন্ট্রি ভিসা দিয়ে প্রতারণা করে যাচ্ছে একটি প্রতারক চক্র। এই চক্রের কয়েকজন সদস্য হলো সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের সাতবাড়ীয়া গ্রামের সাইফুল ইসলাম রনি, পৌরসভার ২নং ওয়ার্ডের রাকিব পাটোয়ারী, একই বাড়ীর আবদুল আজিজ নিশাত, সোনাগাজী সদর ইউনিয়ন তারেক।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, জীবন পরিবর্তনে আশায় নিজের স্বর্বস্ব দিয়ে ভালো কাজের আশায় ৭/৮ লক্ষ টাকা তুলে দেন উক্ত প্রতারকদের হাতে। কিন্তু প্রতারকরা ভুয়া কাগজপত্র দেখিয়ে প্রতারণা করে এন্ট্রি ভিসা দিয়ে প্রতারণা করে।
হোটেল-রেস্টুরেন্টে চাকুরী দেওয়ার নাম করে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। প্রতারকদের কারণে বহু যুবকের জীবন তছনছ হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। সাইফুল, রাকিব, নিশাত, তারেক এর প্রতারণার ফাঁদে পড়ে নিঃস হওয়া বেশ কয়েকজনের ভিডিও বক্তব্য প্রতিবেদকের হাতে এসেছে। একই সাথে ভুক্তভোগীরা মৌখিক অভিযোগ ও সহযোগিতা চেয়েছেন সাইপ্রাস সোনাগাজী ফোরামের কাছে।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, প্রতারকরা হোটেলে/রেস্টুরেন্টে কাজ দিবে বলে ৭ লাখের ও বেশি টাকা হাতিয়ে নিয়ে ভুয়া কাগজপত্রে দিয়ে সাইপ্রাস নিয়ে আসে। পরে একটা রুমে ২/৩ মাস আটক রেখে পাসপোর্ট নিয়ে তাদের রাস্তায় ছেড়ে দিয়ে তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ভুক্তভোগী অভিযোগ করেন, সাইপ্রাস মাগুসা নামক শহরে একটা রুমে ১০/১৫ জনকে এখনো আটক রেখেছে প্রতারকরা।
এই বিষয়ে সাইপ্রাস সোনাগাজী ফোরামের কাছে ভুক্তভোগীরা আসলে সাইপ্রাসে আইনী সহয়তা ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন সভাপতি, সম্পাদক সহ সংশ্লীষ্টরা। এছাড়াও বাংলাদেশে এর প্রতিকারের জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।
ভুক্তভোগীরা প্রবাসে ছন্নছাড়া হওয়ায় তাদের পরিবারের পক্ষ থেকে আইনী সহায়তার জন্য আবেদন করবেন বলে জানান।