Nizamul Hoque Suman

Nizamul Hoque Suman business আই m আলু Currey..

হইলো কারবার টা
26/12/2023

হইলো কারবার টা

Nizamul Hoque Sumon
24/12/2023

Nizamul Hoque Sumon

24/12/2023
মানুষজন যখন আপনাকে নিয়ে অদ্ভূত ভয়ানক বানোয়াট কথা বলে মজা পায় আপনি কখনও সেটা মিথ্যা তা প্রমান করতে গিয়ে নিজের এনার্জি নষ্...
15/12/2023

মানুষজন যখন আপনাকে নিয়ে অদ্ভূত ভয়ানক বানোয়াট কথা বলে মজা পায় আপনি কখনও সেটা মিথ্যা তা প্রমান করতে গিয়ে নিজের এনার্জি নষ্ট করবেন না ।একমাত্র নিরব থাকাই তার শ্রেষ্ঠ সমাধান।

তারা জানে সত্যিটা কি , তাই এই ধরনের কথা বলে আপনাকে শুধু মাত্র দমন করার উদ্দেশ্যে ।তাই তাদের মতবাদে এটা প্রমান করে না আপনার পরিচয় কি ।আপনাকে হেয় করতে তারা যে সব পদ্ধতি অবলম্বন করেন , সে গুলো তাদের কর্মের ফল হিসেবে প্রকৃতি ব্যাক করে তাদের কাছে পাঠিয়ে দিবে ।

এই ধরনের মানুষ গুলো ছাড়াও আপনার পৃথিবীতে কিছু মানুষ অবশ্যই আছে , যাদের কাছে আপনাকে ব্যাখ্যা করতে হয়না । যারা আপনাকে হাজারো সমালোচনায় বিশ্বাস করে ।যারা আপনার আত্নাকে ভালবাসে । ঠিক সেই মানুষ গুলোকে নিয়ে বাঁচুন এবং জীবনটাকে ভালবাসুন । কারন জীবন সুন্দর..

07/12/2023

দুখের বোঝা বইবি যখন,
স্মরণ করিস তুই মোরে।।।

02/12/2023

মাকুয়ার স্মৃতিময় দিনগুলোতে।

দেশের ভবিষ্যত রক্ষা করুন মালিক।
02/12/2023

দেশের ভবিষ্যত রক্ষা করুন মালিক।

27/11/2023

যদি তুমি কারো অন্তর জয় করতেচাও,
তাহলে ভালবাসার বীজ বুনো।
যদি তুমি স্বর্গ চাও, তাহলে অন্যের
পথে কাটা বিছানো বন্ধ করে দাও।

মাওলানা জালাল উদ্দিন রুমি (র)।...

26/11/2023

অভিমান বড্ড খারাপ একটা জিনিস।
কিছু বলা ও যায় না আবার সহ্য ও
করা যায় না। কিন্তু ভেতরটাকে কুঁড়ে
কুঁড়ে খায়, আর শুধুই নিরবে কাঁদায়।
,
,
—হুমায়ূন আহমেদ

19/11/2023

অন্যকে বিদ্রুপ মন্তব্যে আক্রমণ করার আগে নিজেকে সুদরিয়ে নেয়া আবশ্যক।

29/10/2023

মক্কার আকাশটা আজ কয়দিন বড্ড অভিমানী হয়ে আছে।
২৯.১০.২০২৩.
সকাল
০৮:১০

25/10/2023

তোমার বন্ধু কিংবা নিকট আত্মীয়, যে হয়ত চায় তুমি ভালো থাকো। কিন্তু সে এটা চায় না , তুমি তার চেয়ে বেশি ভালো থাকো।
মানুষের সাধারণ মনের প্রবৃত্তি এভাবে কাজ করে।

কাজেই তুমি যখন পরিকল্পনা করো সবাইকে ছাড়িয়ে যাবার , খুব সাবধান - কেউ যেন জানতে না পায় !

Books of Zunayed Evan

"বিপিএলে মিরপুরে অনেক সময় তো ১১০ রানই করা কঠিন হয়ে যায়। উইকেটগুলো এমন কঠিন থাকে যে ডট বল খেলতেই হয়। ব্যাটসম্যানরা ক্রিজে...
20/10/2023

"বিপিএলে মিরপুরে অনেক সময় তো ১১০ রানই করা কঠিন হয়ে যায়। উইকেটগুলো এমন কঠিন থাকে যে ডট বল খেলতেই হয়। ব্যাটসম্যানরা ক্রিজে গিয়ে সেট হতে পারে না। সে কারণে ডট বল খেলে খেলে উইকেট বোঝার চেষ্টা করে। এরপর বাউন্ডারি থেকে রান করার চেষ্টা করে। জাতীয় দলেও খেলার ঠিক একই ধরন দেখা যায়।" -শোয়েব মালিক

এবং এটাই দুই ম্যাচে বাংলাদেশ দলের ৫০ ওভারের বেশি ডট বল খেলার কারণ।

12/10/2023

সাপের কাছে ব্যাংঙ সুন্দর,
ব্যাংঙের কাছে পোকা।
পৃথিবীটাই এমন একটার কাছে একটা সুন্দর,
সবকিছুই ধোকা।

আহ বাস্তবতা....
10/10/2023

আহ বাস্তবতা....

26/09/2023

যে পৃথিবীকে বিশ্বাস করে,
পৃথিবী তার সাথে চলনা করে।
(হযরত আলী রাঃ)

17/09/2023

রাসুল(স) বলেন,অচীরেই তোমাদের মাঝে এমন একটি যুগ উপস্থিত হবে যখন লোকেরা রাষ্ট্র থেকে দ্বীনকে পৃথক করবে।তখন তোমাদের মাঝে একটি দল থাকবে যারা আল্লাহর দ্বীনের জন্য জান-মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে এদেরকে বলা হবে মুজাহিদ। আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবে।আর একটা দল থাকবে যারা আল্লাহর পথে সংগ্রাম করবে তাদেরকে ভালোবাসবে। আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দিবেন।
আরেকটি দল থাকবে যারা আল্লাহর পথের মুজাহিদদের বিরোধিতা করবে,এবং তাদের উপর জুলুম নির্যাতন করবে আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে।

(মেশকাত)

17/09/2023

কোনো প্লেয়ার ব্যক্তিজীবনে আওয়ামীলীগ সাপোর্ট করতে পারে , কেউ বিএনপি করতে পারে। কেউ আবার ধর্মের দিক দিয়ে মুসলমান, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান হতে পারে। কেউ কেউ আইডিয়োলজির দিক দিয়ে লিবারেল হতে পারে, কেউ আবার ফেমিনিস্টও হতে পারে।

সেক্যুলার কমিউনিটির চোখে এই সবকিছুই জায়েজ। কিন্তু কেউ ইসলামিস্ট হতে পারবে না, এন্টি-লিবারেল, এন্টি-ফেমিনিস্ট হতে পারবে না। এটা তাদের চোখে জায়েজ নাই।

সদ্য অভিষেক করা ক্রিকেটার তানজিম হাসান সাকিব তার আগের একটি পোস্টে লিখেছে, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, সমাজ ধ্বংস হয়। এটা একান্ত তার ব্যক্তিগত মতামত। তার টাইমলাইনে সে তার মতামত শেয়ার করতেই পারে। সে তো এই মত কাউকে চাপিয়ে দিচ্ছে না। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, অলরেডি কালের কন্ঠে এটা নিয়ে নিউজ করে ফেলছে।

তারা বোঝাতে চায়, তাদের আইডিয়োলজির বাহিরে ভিন্ন কোনো আইডিয়োলজি কেউ লালন করতেই পারবে না। এই করাটাকে তারা অপরাধ হিসেবে নেয়। অসহ্যকর হিসেবে নেয়।

লিবারেলরা কখনোই অন্য আদর্শের ওপর সহিষ্ণু না। লিবারেলিজম নিজেই নিজের আদর্শের ক্ষেত্রে এক্সট্রিমিস্ট।

~Khijir Hayat

14/09/2023

পাঁচটি জিনিশ কখনও শেয়ার করতে নেই।
১- নিজের ইনকাম।
২-ব্যর্থতা।
৩- ফিউচার প্লান।
৪-নিজের দূর্বলতা এবং
৫-নিজের সঞ্চয়।

05/09/2023

ছেলের গায়ে হাত দেওয়ার আগে বাপের সাথে কথা বল।
জাওয়ান।

05/09/2023

বাবার হোটেলে খেয়ে নেতার পিছনে
না দৌড়ে,
বাজারের ব্যাগটা নিয়ে,
বাজারে গিয়ে দেখুন দেশ কতটা উন্নয়ন হয়েছে

26/08/2023

ইদানিং উঠতি মডেলদের হাব-ভাব ফলো করছি।
অধিকাংশই মিডেলক্লাস। কিন্তু সবাই মালয়েশিয়া, সিঙ্গাপুর আর দুবাই ঘুরতে যায়।
একাই ঘুরে।
সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি ছাড়া আর কারো ছবি দেয় না।

ডিয়ার বইন,
তোমার ড্যাডি কি করে?
শান্তনু কায়সার এর পেইজ থেকে

I've received 300 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
25/08/2023

I've received 300 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

মসজিদ আয়েশা।
23/08/2023

মসজিদ আয়েশা।

Address

Feni

Telephone

+8801815886548

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nizamul Hoque Suman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nizamul Hoque Suman:

Videos

Share