Department of Mathematics, FGC - Unofficial

Department of Mathematics, FGC - Unofficial This is an unofficial page of Department of Mathematics, Feni Govt. College under National University
(3)

This page has been made for service to the students of department of mathematics. All the information related about students of this department will be published here.

১৮তম নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
15/05/2024

১৮তম নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

গণিত বিভাগের ২০১৬-১৭ সেশনের নিয়মিত ছাত্র  Fazlul Karim বাবুর জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। উক্ত জানাজায় গণিত বিভাগ এর শ্র...
11/05/2024

গণিত বিভাগের ২০১৬-১৭ সেশনের নিয়মিত ছাত্র Fazlul Karim বাবুর জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। উক্ত জানাজায় গণিত বিভাগ এর শ্রদ্ধেয় শিক্ষক Didoanul Kabir স্যার সহ গণিত পরিবারের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।

মহান আল্লাহ তায়ালা বাবুকে জান্নাতুল ফেরদৌস দান করুক।

ঠিকানা: তরব উদ্দিন মিঝি বাড়ি, রাজাপুর পূর্ব ঘোনা, রাজাপুর ইউনিয়ন, দাগনভূইয়া, ফেনী।🛺 মহিপাল থেকে রাজাপুর এর সিএনজি করে বা...
10/05/2024

ঠিকানা: তরব উদ্দিন মিঝি বাড়ি, রাজাপুর পূর্ব ঘোনা, রাজাপুর ইউনিয়ন, দাগনভূইয়া, ফেনী।

🛺 মহিপাল থেকে রাজাপুর এর সিএনজি করে বানাপুকুর নামক জায়গায় নামবেন, জনপ্রতি ২০/- ভাড়া নিবে। সেখান থেকে রোড ক্রস করে উত্তর দিকে ৭-৮ মিনিট হাঁটা দূরত্বে বাবুদের বাড়ি। মহিপাল থেকে রিজার্ভ সিএনজি নিলে ১২০-১৫০/- পর্যন্ত নিতে পারে।

গণিত বিভাগ, ফেনী সরকারি কলেজ এর ২০১৬-১৭ সেশন এর নিয়মিত ছাত্র  #ফজলুল_করিম_বাবু এর জানাজার নামাজ আগামীকাল সকাল ১০:০০ ঘটিক...
10/05/2024

গণিত বিভাগ, ফেনী সরকারি কলেজ এর ২০১৬-১৭ সেশন এর নিয়মিত ছাত্র #ফজলুল_করিম_বাবু এর জানাজার নামাজ আগামীকাল সকাল ১০:০০ ঘটিকায় তার নিজ বাড়ির দরজায় অনুষ্ঠিত হবে।

সবাই বাবুর জন্য দোয়া করবেন এবং সম্ভব হলে তার জানাজায় অংশগ্রহণ করবেন।

ঠিকানা: রাজাপুর উত্তর ঘোনা, পাঁছগাছিয়া ইউনিয়ন, ফেনী।

🛺 মহিপাল থেকে বিরলী কিংবা রাজাপুর এর সিএনজি করে বানাপুকুর নামক জায়গায় নামবেন জনপ্রতি ২০/- ভাড়া নিবে। সেখান থেকে রোড ক্রস করে উত্তর দিকে ৭-৮ মিনিট হাঁটা দূরত্বে বাবুদের বাড়ি। মহিপাল থেকে রিজার্ভ সিএনজি নিলে ১২০-১৫০/- পর্যন্ত নিতে পারে।

আমাদের প্রিয় ছোটো ভাই Fazlul Karim বাবু (২০১৬-১৭) মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে কিছুক্ষণ পূর্বেই দুনিয়া ত্যাগ করেছেন; ইন্ন...
10/05/2024

আমাদের প্রিয় ছোটো ভাই Fazlul Karim বাবু (২০১৬-১৭) মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে কিছুক্ষণ পূর্বেই দুনিয়া ত্যাগ করেছেন; ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ফজলুল করিম বাবুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সবাই দোয়া করবেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
আমিন।

[জানাজার নামাজ এর সময় নির্ধারণ করা হলে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।]

09/05/2024
গণিত বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ এর রজতজয়ন্তী উৎসব এর কার্যক্রম শুরু হয়েছে। আমাদের পেজের পক্ষ থেকে শুভকামনা রইলো।
30/04/2024

গণিত বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ এর রজতজয়ন্তী উৎসব এর কার্যক্রম শুরু হয়েছে। আমাদের পেজের পক্ষ থেকে শুভকামনা রইলো।

ফেনী জেলা প্রাইমারি তে যারা উত্তীর্ণ হয়েছেন তাঁদের কাগজপত্র জমা দান সংক্রান্ত নোটিশ।
30/04/2024

ফেনী জেলা প্রাইমারি তে যারা উত্তীর্ণ হয়েছেন তাঁদের কাগজপত্র জমা দান সংক্রান্ত নোটিশ।

ছাত্র-শিক্ষক ❤️
28/04/2024

ছাত্র-শিক্ষক ❤️

গণিত বিভাগ, ফেনী সরকারি কলেজ এর যারা ১৮তম নিবন্ধন এর সহকারী শিক্ষক (গণিত) লিখিত পরীক্ষা দিতে যাচ্ছেন আপনাদের প্রস্তুতি স...
16/04/2024

গণিত বিভাগ, ফেনী সরকারি কলেজ এর যারা ১৮তম নিবন্ধন এর সহকারী শিক্ষক (গণিত) লিখিত পরীক্ষা দিতে যাচ্ছেন আপনাদের প্রস্তুতি সহায়তার জন্য একটি মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে।

নিজে প্রস্তুতি নিবেন পাশাপাশি একে অন্যের প্রস্তুতি তে সহযোগিতা করবেন এমন মানসিকতার গণিত পরিবার (ফেসক) এর সদস্যদের গ্রুপে নিমন্ত্রণ জানানো হলো।

গ্রুপ লিংক: https://m.me/j/AbbprO3k7tM0Mtdr/

[বি.দ্র: ফেনী কলেজ এর বাহিরের কারো জন্য প্রযোজ্য নয়।]

বিভিন্ন কলেজ এর অনার্স ১ম বর্ষের ক্যালকুলাস - ১ নন-মেজর ফলাফল।
08/04/2024

বিভিন্ন কলেজ এর অনার্স ১ম বর্ষের ক্যালকুলাস - ১ নন-মেজর ফলাফল।

ফেনীর বিভিন্ন মসজিদ ও ঈদগাহেঈদ-উল-ফিতরের নামাজের সময়সূচি।
08/04/2024

ফেনীর বিভিন্ন মসজিদ ও ঈদগাহে
ঈদ-উল-ফিতরের নামাজের সময়সূচি।

যাদের কলেজ নিবন্ধন আছে তাঁদের জন্য ভালো সুযোগ।
08/04/2024

যাদের কলেজ নিবন্ধন আছে তাঁদের জন্য ভালো সুযোগ।

সিভিল সার্জন এর কার্যালয়, ফেনী।নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
03/04/2024

সিভিল সার্জন এর কার্যালয়, ফেনী।
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

৫ম নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৪শূন্য পদ এর সংখ্যা:স্কুল ও কলেজ- ৪৩,২৮৬মাদ্রাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠান- ৫৩,৪৫০...
31/03/2024

৫ম নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৪

শূন্য পদ এর সংখ্যা:

স্কুল ও কলেজ- ৪৩,২৮৬
মাদ্রাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠান- ৫৩,৪৫০

সর্বমোট: ৯৬,৭৩৬

শিক্ষাপ্রতিষ্ঠান এর তালিকা প্রকাশ: ১৭/০৪/২০২৪ ইং
আবেদন এর সময়সূচি: ১৭/০৪/২০২৪ থেকে ৯/০৫/২০২৪ ইং পর্যন্ত।

28/03/2024

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ - ২০২৩

আগামীকাল এর সকল পরীক্ষার্থীর জন্য শুভকামনা।

৫ম গণবিজ্ঞপ্তি এর জন্য ফেনী জেলার গণিত (সহকারী শিক্ষক) শূন্য পদের সম্ভাব্য তালিকা।
27/03/2024

৫ম গণবিজ্ঞপ্তি এর জন্য ফেনী জেলার গণিত (সহকারী শিক্ষক) শূন্য পদের সম্ভাব্য তালিকা।

 #একটি_মানবিক_আবেদনগণিত বিভাগ, ফেনী সরকারি কলেজ এর ২০১৬-১৭ সেশন এর নিয়মিত ছাত্র ফজলুল করিম (বাবু) এর জন্য জরুরি রক্তের প...
24/03/2024

#একটি_মানবিক_আবেদন

গণিত বিভাগ, ফেনী সরকারি কলেজ এর ২০১৬-১৭ সেশন এর নিয়মিত ছাত্র ফজলুল করিম (বাবু) এর জন্য জরুরি রক্তের প্রয়োজন।

💁রোগীর সমস্যা: ক্যান্সার
🔴রক্তের গ্রুপ: A+
🩸 হিমোগ্লোবিন: ৭
💉রক্তের পরিমাণ:
‌🏥রক্তদানের স্থান: মিশন হাসপাতাল, ফেনী
📅 রক্তদানের তারিখ: আজকের জন্য ম্যানেজ হইছে
পরবর্তীতে আবার লাগবে।
☎️যোগাযোগ: +880 1820-930277

১৮তম নিবন্ধনে স্কুল থেকেও কলেজ প্রিলি পাশের সংখ্যা অনেক বেশি হবে। তাই প্রতিযোগিতার মাত্রাও অত্যধিক হবে। ১৭ তম নিবন্ধনে য...
19/03/2024

১৮তম নিবন্ধনে স্কুল থেকেও কলেজ প্রিলি পাশের সংখ্যা অনেক বেশি হবে। তাই প্রতিযোগিতার মাত্রাও অত্যধিক হবে। ১৭ তম নিবন্ধনে যারা পাশ করেছিল তাদের মাঝে কলেজ এর লিখিত নাম্বার পেয়েছিল ৫৯ থেকে ৯৮ পর্যন্ত এবং স্কুলের ক্ষেত্রে ৬২ থেকে ৯৭ পর্যন্ত।

কলেজ নিবন্ধন কম নাম্বার পেয়ে পাশ করলেও জব হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কলেজে চাকরি পেতে হলে ৯০ + অথবা - এর কাছাকাছি নাম্বার প্রয়োজন হয়। অন্যদিকে স্কুলের যিনি ৬২ পেয়েছেন উনিও জব পাবেন কারণ পূর্বের নিবন্ধনে ৬২ পেয়েও অনেকেই জব পেয়েছেন। স্কুলের ক্ষেত্রে পাশ করলেই জব পাওয়া সম্ভব তবে নাম্বারের তারতম্য ভালো এবং মোটামুটি মানের স্কুল নির্ধারণ করে দিবে।

কলেজ নিবন্ধন সিলেবাস কে ১৭তম নিবন্ধন থেকে পরিবর্তন করে প্রশ্ন প্যাটার্ন আলাদা করা হয়েছে। এর পূর্ববর্তী নিবন্ধন গুলোর প্রশ্নে দেখা যেতো তিনটি বিভাগ থাকতো সেখান থেকে প্রতি বিভাগের ২টা করে ৬টা উত্তর দিতে হতো কিন্তু ১৭ তম নিবন্ধনে এসে এটিকে পরিবর্তন করে ১০ টি বিভাগ করা হয় এবং প্রতি বিভাগ থেকে একটা করে ১০টা উত্তর দিতে হবে।

কলেজ নিবন্ধন এবং স্কুল এর সিলেবাস দুটির মাঝে অনেকাংশে মিল রয়েছে। স্কুল এবং কলেজের কমন অংশ হচ্ছে Fundamental, linear algebra, geometry, calculus-1 এবং Ordinary। শুধু স্কুলের ক্ষেত্রে অতিরিক্ত Applied mathematics থেকে ফ্যুরিয়ার সিরিজ এবং ল্যাপ্লাস এর অংশ টুকু করতে হবে। অন্যদিকে কলেজ এর ক্ষেত্রে অতিরিক্ত fortran, numerics এবং linear programming এর কিছু অধ্যায় করতে হবে।

সিলেবাস এর যে অংশ টুকু স্কুল এবং কলেজ উভয় এর জন্য কমন সেখানকার অধ্যায় ও একই। তাই বলা যায় কলেজ এর প্রস্তুতির ভেতর স্কুলের অংশ টুকু রয়েছে। যে কেউ চাইলে দুটি বিষয় একইসাথে প্রস্তুতি নিতে পারবেন। তবে লিখিত পরীক্ষায় শুধু পাশ করলেই স্কুলে জব পাওয়া গেলেও কলেজে আপনাকে সর্বোচ্চ নাম্বার অর্জন করে নিতে হবে অন্যথায় পাশ করলেও জব পাওয়া সম্ভব নয়!

যাদের পূর্বে স্কুল নিবন্ধন রয়েছে তাঁরা কলেজ কে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই প্রস্তুতি নিবেন কিন্তু যারা নতুন উনাদের ক্ষেত্রে স্কুল এবং কলেজ দুটি প্রিলি পাশ করলে হয় সিলেবাস এর সমন্বয় করবেন অন্যথায় স্কুল কে বেশি গুরুত্ব দিবেন। মনে রাখবেন স্কুলে পাশ করলেই জব পাওয়া সম্ভব কিন্তু কলেজের ক্ষেত্রে এমনটা নয়!

বি.দ্র: সামনের সপ্তাহে প্রাইমারি পরীক্ষা আছে সেটা দিয়েই লিখিত প্রস্তুতি শুরু করতে পারেন। গোছানো প্রস্তুতি পরীক্ষায় ভালো করার সহায়ক ভূমিকা পালন করবে।

আপনারা যারা গতকাল ১৮তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে পরীক্ষা দিয়েছেন তাঁরা ইতোমধ্যে অবগত হয়েছেন আপনি পাশ করবেন নাকি করবেন...
16/03/2024

আপনারা যারা গতকাল ১৮তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে পরীক্ষা দিয়েছেন তাঁরা ইতোমধ্যে অবগত হয়েছেন আপনি পাশ করবেন নাকি করবেন না এবং লিখিত পরীক্ষা দিবেন নাকি দিবেন না!

প্রিলি ফলাফল প্রকাশের সম্ভাব্য সময় রমজানের ঈদের পূর্বে হওয়ার সম্ভাবনা বেশি অন্যথায় ঈদের পরে। আর লিখিত পরীক্ষা কুরবানি ঈদের অল্প কিছুদিন পরেই হয়ে যাবে এটা মাথায় রেখেই আপনার লিখিত প্রস্তুতি সাজাতে হবে।
আপনি যদি অনার্স এর পড়াশোনা ভালোভাবে করে থাকেন অর্থাৎ আপনার যদি অনার্সের একাডেমিক ভিত্তি ভালো হয় তাহলে আপনার প্রস্তুতি হবে একধরনের এবং সেটা আপনার জন্য সহজ এবং সহায়ক। আর যদি অনার্সে খুব একটা পড়াশোনা না করে থাকেন কোনোভাবে পাস করে বের হয়ে আসেন তাহলে আপনাকে একটু পরিশ্রম করতে হবে। আমাদের একাডেমিক পড়াশোনা গুটিকয়েক জব এক্সামে কাজে লাগে তার মাঝে একটা শিক্ষক নিবন্ধন।

লিখিত পরীক্ষায় ৪ ভাগে প্রশ্ন আসে:
১. Fundamental + linear Algebra - 25
২. Geometry -25
৩. Calculus 1 - 25
৪. Ordinary Differential Equation + Fourier Series and Laplace - 25
প্রতিটি বিভাগে ৫টি প্রশ্ন দেওয়া থাকবে সেখান থেকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হয় প্রথমটি আবশ্যিক।

প্রস্তুতি নেওয়ার শুরুতেই আপনি রেঁনেসা অথবা দিক দর্শন প্রকাশনীর একটা গাইড বই কিনে নিবেন। আমার পরামর্শ রেঁনেসা নিবেন। তার পাশাপাশি অনার্স এর ফান্ডামেন্টাল, লিনিয়ার এলজেবরা, ক্যালকুলাস-১, অর্ডিনারী এবং এপ্লাইড বই এবং ক্লাস কিংবা প্রাইভেটে করা আপনার নোট খাতা গুলো একসাথে সমন্বয় করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সিলেবাস এবং বিগত ইয়ারের প্রশ্ন এনালাইসিস করে অধ্যায় বা টপিক নির্দিষ্ট করে ফেলা। সব অধ্যায় বা টপিক থেকে প্রশ্ন আসে না। আবার যেসব অধ্যায় থেকে আসে তা নির্দিষ্ট করে ফেলবেন। মনে রাখবেন ৫টার ভেতর আপনাকে তিনটা উত্তর দিতে হবে তাই যথাসম্ভব ৪টা প্রশ্ন টার্গেট রাখবেন যাতে হাতে একটি অতিরিক্ত থাকে।

অধ্যায় বা টপিক ভিত্তিক উপপাদ্য এবং অংক নোট করে ফেলবেন। সম্ভব হলে উপপাদ্য গুলো আলাদাভাবে নোট করার চেষ্টা করবেন। লিখিত পরীক্ষার নাম্বার এর উপর ভিত্তি করেই আপনার জব বা স্কুল নির্ধারণ করা হয়। মনে রাখবেন লিখিত যত ভালো নাম্বার পাবেন আপনার শিক্ষাপ্রতিষ্ঠান ততই ভালো হবে। অধ্যায় বা টপিক ভিত্তিক পড়ার সময় এমনভাবে পড়ুন যাতে এই অধ্যায় থেকে প্রশ্ন যেমনি আসুক আপনি উত্তর দিতে পারেন। লিখিত পরীক্ষায় কোনো প্রশ্ন ছাড় দেওয়া যাবে না। যতটুকু আর যাই পারবেন তাই উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। লিখিত সর্বোচ্চ নাম্বার আপনাকে নিজের পছন্দমতো স্কুল পাইয়ে দিতে সহায়ক ভূমিকা পালন করবে।

NTRCA এর মাধ্যমে বেসরকারি এমপিও স্কুলে জব পেতে যদিও দীর্ঘসূত্রতা লাগে কিন্তু এখানে কোনো সুপারিশ কিংবা আর্থিক লেনদেন ছাড়াই আপনি জব পাবেন। আপনার স্কুল কাছে বা দূরে হবে, ভালো বা মোটামুটি লেভেলের প্রতিষ্ঠান হবে তবে জব হবে। যারা প্রফেশনালি এই লাইনে আসতে ইচ্ছুক আপনারা ঘুছিয়ে সুন্দর একটা প্রস্তুতি নিন যাতে সর্বোচ্চ নাম্বার পেয়ে ভালো প্রতিষ্ঠানে নিয়োগ পেতে পারেন।

উপরে উল্লিখিত পরামর্শ নিজ অভিজ্ঞতার আলোকে একান্তই ব্যক্তিগত তাই আপনি চাইলে দ্বিমত করতে পারেন। গণিত পরিবার, ফেনী সরকারি কলেজ এর যারা লিখিত পরীক্ষা দিবেন সবার জন্য শুভকামনা রইলো।

আগামীকাল যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন আপনাদের জন্য পরামর্শ:গণিতের শিক্ষার্থীদের জন্য সুবিধা হচ্ছে যে, ২৫ এর মাঝে মো...
14/03/2024

আগামীকাল যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন আপনাদের জন্য পরামর্শ:

গণিতের শিক্ষার্থীদের জন্য সুবিধা হচ্ছে যে, ২৫ এর মাঝে মোটামুটি ২০ তুলতে পারবেন প্রশ্ন যেমনি হোক। বাংলা আর সাধারণ জ্ঞান মিলিয়ে বাকি পাশ মার্কস তুলে নিতে পারেন। আপনি যদি ইংরেজিতে দুর্বল হোন অথবা না পারেন এটা বাদ দিয়েও ৪০ তুলতে পারবেন। এতে সবচেয়ে সহায়ক ভূমিকা রাখবে আপনার নিজের সাবজেক্ট গণিত। মনে রাখবেন আপনার পাস মার্ক কিন্তু মাত্র ৪০!

একজন ৯০ পেয়েও যা আপনি ৪০ পেলেও তা। প্রশ্ন হাতে পাওয়ার পর আপনার ভালো প্রস্তুতি যেই বিষয়ে সেই বিষয় থেকে দাগানো শুরু করবেন। একদম মাথা নিচু করে ১০০ ভাগ নিশ্চিত এমন কোশ্চেনগুলো দাগাবেন। কোনভাবেই ১% সন্দেহ নিয়েও কোন কোশ্চেন দাগাতে যাবেন না। মনে রাখবেন এখানে ১০০ পাওয়াও যা ৪০ পাওয়াও তা। এখানে শুধু আপনাকে ৪০ পেয়ে লিখিত পরীক্ষার এডমিটটা হাতে নিতে হবে। মাথা নিচু করে ১০০ ভাগ নিশ্চিত কোশ্চেনগুলো সহজ অংশ থেকে দাগানো শুরু করবেন। এরপর কাউন্ট করবেন আপনি কতটা কোশ্চেন নির্ভুল দাগালেন, সেটা যদি আপনার ৫০+ হয় তাহলে ভুলেও আর সন্দেহ নিয়ে কোন কোশ্চেন দাগাতে যাবেন না। আর যদি মনে হয় আপনার দাগানো সংখ্যা ৪০ বা তার আশেপাশে তাহলে একটু রিস্ক নিয়ে নিশ্চয়তার দিকে আপনি বেশি নিশ্চিত এমন কিছু কোশ্চেন দাগাবেন তবুও যেন তা ৬০ বা ৬৫ এর বেশি না হয়।

প্রিলি নাম্বার পরবর্তীতে আর কাউন্ট করা হবে না তাই এই যাত্রায় ৪০ পেয়ে পার হতে পারলেই হলো। নিবন্ধন পরীক্ষায় রিটেন সবকিছুর মূল। তাই প্রিলিতে আন্দাজে দাগিয়ে অত্যধিক নাম্বার তোলার ইচ্ছে বাদ দিয়ে শুধু পাস কেন্দ্রিক চিন্তা করুন।

সবার জন্য শুভকামনা রইল।

নিজকুঞ্জরা, ছাগলনাইয়া, ফেনী।ঢাকা-চট্রগ্রাম বিশ্বরোড এর পাশেই এটি অবস্থিত।
15/02/2024

নিজকুঞ্জরা, ছাগলনাইয়া, ফেনী।

ঢাকা-চট্রগ্রাম বিশ্বরোড এর পাশেই এটি অবস্থিত।

মাস্টার্স ফাইনাল (২০২১) পরীক্ষার সংশোধিত রুটিন।
26/01/2024

মাস্টার্স ফাইনাল (২০২১)
পরীক্ষার সংশোধিত রুটিন।

গণিত বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী Fazlul Karim   এর বাবা আজ সকাল ১০:৩০ টায়  উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ...
21/12/2023

গণিত বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী Fazlul Karim এর বাবা আজ সকাল ১০:৩০ টায় উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ বিকাল ৪:৩০ মিনিটে উনার নিজ বাড়ির দরজায় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। আল্লাহ তা'আলা উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।

যারা ভবিষ্যতে নিবন্ধন দিয়ে শিক্ষকতা পেশায় আসতে ইচ্ছুক তারা বি.এড করে নিতে পারেন।
13/12/2023

যারা ভবিষ্যতে নিবন্ধন দিয়ে শিক্ষকতা পেশায় আসতে ইচ্ছুক তারা বি.এড করে নিতে পারেন।

২০২৪ শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণির নতুন কারিকুলামে নির্ধারিত গণিত এবং বিজ্ঞান বই।
07/11/2023

২০২৪ শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণির নতুন কারিকুলামে নির্ধারিত গণিত এবং বিজ্ঞান বই।

30/08/2023

১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

Address

কলেজ রোড, ফেনী সদর, ফেনী-৩৯০০
Feni
3900

Alerts

Be the first to know and let us send you an email when Department of Mathematics, FGC - Unofficial posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share