H F Siyam

H F Siyam ভাই আমার Page টা কে follow করো প্লিজ ��

না পাওয়ার যন্ত্রণা🥺
13/04/2024

না পাওয়ার যন্ত্রণা🥺

02/03/2024

সেই আমারে আমার হতে দেয় না









🥺🕛🌸

10/01/2024

আমার অনেক কষ্ট লাগছে এই ভিডিও টা দেখে সবাই শেয়ার করে দাও অন্য ভাই বোনেরা দেখার সুযোগ করে দাও








Everyone

07/01/2024

মেয়ে : তোমার চোখে চশমা নেই কেন?🤔

ছেলে : হারিয়ে গেছে !😞

মেয়ে : কিভাবে??🤔

ছেলে : যেদিন থেকে তুমি হারিয়ে গেছ আমার জীবন থেকে, সেদিন থেকে !😞

মেয়ে : চশমা ছাড়া তোমার সমস্যা হয়না? 🤔

ছেলে : তুমি ছাড়া যেখানে জীবনটাই অন্ধকার হয়ে গেছে সেখানে চশমা দিয়ে কি হবে,!🥲

মেয়ে : তোমার কথাগুলো কেমন জড়িয়ে যাচ্ছে কেন? 🤔

ছেলে : গলাটা চেপে আসছে, 🥲

মেয়ে : কেন? পানির পিপাশা পেয়েছে, পানি দেব কি? 🤔

ছেলে : যেখানে সাগর শুকিয়ে কস্টের পাহার গড়েছে, সেখানে এক গ্লাস পানিতে কি আর
হবে,। 🥲

মেয়ে : চোখ কচলাচ্ছ কেন,,? 🤔

ছেলে : মনে হয় ভ্রু ভেংগে পরেছে,,,,! 🥲

মেয়ে : কাছে এসো দেখি চোখে কি পরেছে? 🤔

মেয়েটি ছেলেটির চোখের কোণ থেকে একফো টা অশ্রু নিয়ে অবাক, দৃষ্টিতে তাকিয়ে আছে,🥺🥺

ছেলে: কি দেখছ এভাবে? 🤔

মেয়েটি চোখের জল ছেড়ে দিয়ে ছেলেটি কে বলল,,
মেয়ে: তুমি কি আমাকে ভালবাস? 🤔

ছেলে : আমার চোখের অশ্রু কে প্রশ্ন কর, শোন অশ্রু কিবলে.........😓
মন ছুয়ে যেতে নতুন








H F Siyam
F SiyamsH F SiyamH F Siyam@followers

😢বেস্ট ফ্রেন্ড নিয়ে একটা কষ্টের গল্প 😓 পড়লে কাদবেন ছেলে : হ্যালো দোস্ত কেমন আছিস...!😊মেয়ে : কু*ত্তা - বিড়াল এত দিনে মনে ...
06/01/2024

😢বেস্ট ফ্রেন্ড নিয়ে একটা কষ্টের গল্প 😓 পড়লে কাদবেন

ছেলে : হ্যালো দোস্ত কেমন আছিস...!😊

মেয়ে : কু*ত্তা - বিড়াল এত দিনে মনে পড়লো বেস্ট ফ্রেন্ড এর কথা...,🤬

ছেলে : সরি রে দোস্ত ~ আমি হাসপাতালে ছিলাম...😥

মেয়ে : কি হয়েছে রে তোর... 🥺

ছেলে : তেমন কিছুনা ~ এমনি এখন ঠিক আছি...!
ছেলে আর মেয়েটার বন্ধুত্ব এতটাই গভির ছিলো যে তা বাকিরা সবাই দেখে হিংসা করতো 🥰 ওরা একে অপরের সাথে কথা না বলে থাকতে পারতো না 😩 ভালই ছিলো ওদের বন্ধুত্বের দিন গুলো ~💜🥰🤩

কিন্ত হঠাৎ একদিন মেয়েটা অসুস্হ্য হয়ে পরে ~ আর ডাক্তার জানায় মেয়েটার দুটো কি*ড*নি ডে'মে'জ হয়ে গেছে 😊 যদি তারা তারি অপারেশন না করে কিডনি প্রতিস্থাপন না করা হয় তাহলে মেয়েটাকে বাচাঁনো যাবে না 😭
চারদিকে কি*ড*নি*র জন্য লোক পাঠানো হলো ~ কিন্ত কি*ড*নি পাওয়া গেল না ~ প্রায় সবাই যখনি আশা ছেড়ে দিয়েছিলো তখনি কি*ড*নি পাওয়া গেলো 🙁 মেয়েটার অপারেশন হলো আর মেয়েটা সুস্থ হয়ে উঠলো ~🙄🥰

সুস্হ হয়েই মেয়েটা ওর মা বাবার কাছে ওর বেস্ট ফ্রেন্ড এর কথা জানতে চায় ~ কিন্ত কেউ কোনো কথা বলছে না ~ সবাই মাথা নিচু করে চোখের জল ফেলছে ~ মেয়েটার মা মেয়েটাকে একটি চিঠি দিলো ~ আর তাতে লেখা ছিলো ~ সরি রে দোস্ত আমার ক্যা/ন্সা/র ছিলো ~ ডাক্তার বল ছিলো আমি আর তিন মাস বাচঁবো ~😏🙁

কিন্ত আমার তিন মাস বাচাঁর থেকে তোর সারা জীবন বাচাটা জরুরি ~ তাই কি*ড*নি দুটি তোকে দিয়ে গেলাম ~ কাদিস না কিন্ত ~ মনে রাখিস তোর ফ্রেন্ড সব সময় তোর সাথেই আছে ~ মেয়েটা চিঠিটাকে বুকে জড়িয়ে চিৎকার করে কাদছে আর বলছে ফিরে আয় দোস্ত ফিরে আয় ~ হয়তো এর নামই বন্ধুত্ব ~ বেস্টফ্রেন্ড হারানারো কষ্ট টা কতোটা যন্ত্রণার তা যারা হারিয়েছে শুধু তারাই জানে ~💜😿

মন ছুঁ'য়ে যেতে নতুন নতুন গল্প পেতে আমার আইডি ফলো করে রাখুন 🥰







H F Siyam@followersH F SiyamH F SiyamH F Siyam

10/10/2023

মা এখনও অংক বোঝেনা,

১ টা রুটি চাইলে ২ টো নিয়ে আসে।
কোথাও যাওয়ার সময় ২০ টাকা চাইলে ৫০ টাকা পকেটে ঢুকিয়ে দেয়।

মা ইংরেজিও বোঝে না,

I hate u বললে উল্টে না বুঝে ছেলেকে ভালোবেসে বুকে টেনে নেয়।

মা মিথ্যেবাদী,

না খেয়ে বলে খেয়েছি। পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা ছেলের জন্য যত্ন করে তুলে রাখে।

মা বোকা,

সারাজীবন কলুর বলদের মতো রান্নাঘর আর আমাদের ভালোমন্দের পিছনে কাটিয়ে দেয়।

মা চোর,

বন্ধুদের সাথে পিকনিকে যাব বললে রাতেই বাবার পকেট থেকে টাকা চুরি করে আমাকে দিয়ে দেয়।

মা নির্লজ্জ,

মাকে কতবার বলি আমার জিনিষে যেন হাত না দেয়। তবুও মা নির্লজ্জের মতো আমার এলোমেলো পড়ে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে।

মা বেহায়া,

আমি কথা না বললেও জোর করে এসে বেহায়ার মতো গায়ে পড়ে কথা বলে। রাতে ঘুমের ঘোরে আমাকে দরজা দিয়ে উঁকি মেরে দেখে যায়।

মায়ের কোন কমনসেন্স নেই,

আমার প্লেটে খাবার কম দেখলে কেমন জানি করে। খোকা এতো খাবার কম কেন? এই বলে প্লেটটা ভর্তি করে দেয়। এতো খাওয়ার পরেও মায়ের চোখে যেন কত দিনের না খাওয়া ছেলে।

মা কেয়ারলেস,

নিজের কোমরের ব্যথা, পিঠের ব্যথায় ধুঁকে ধুঁকে মারা গেলেও কখনো ঔষধের কথা বলে না। অথচ আমাদের একটা কাশিতে তাঁর দিনটা যেন ওলটপালট হয়ে যায় ডাক্তার, হাকিম, বৈদ্য সব এক করে বসে।

মা আনস্মার্ট,

অনেকের মায়ের মতো করে মা দামী দামী শাড়ি পড়ে না। ভ্যানিটিব্যাগ ঝুলিয়ে, স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায়না। সারাদিন খালি রান্নাঘর আর আমাদের ভালোমন্দের চিন্তায় পুরোনো হয়েই জীবনটা কাটিয়ে দেয়।

মা স্বার্থপর,

নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে।

পৃথিবীর সবচেয়ে খারাপ বোধহয় মা। তাই বুঝি আমরা সন্তানেরা তাঁদের এত কষ্ট দেই। তবুও তাঁদের পরিবর্তন হয়না। প্রতিদিন এসব আচরণগুলো বারবার তাঁরা করে। একটু বড় হয়ে গেলেই আমরা তাদের বৃদ্ধাশ্রমে বা জীবন থেকে দূরে রাখি। তবুও তারা বোকার মতো আল্লাহুর কাছে আমাদের জন্য প্রার্থনা করে।
সারাজীবনটা আমাদের খালি ভালোবাসা দিয়েই যায় বিনিময়ে দিনে একবার হলেও সন্তানের মুখে আদর করে 'মা' ডাক শুনতে চান। তাঁরা কতো নির্বোধ তাই না😥😥
আসুন যাদের মা বেঁচে আছেন তাদের কে সন্মান করুন নিঃস্বার্থ ভালোবাসা মূল্য করুন।যাদের মা মারা গেছেন তাদের জন্য নিয়মিত দোয়া করেন।
আমিন
মা ছাড়া দুনিয়া অন্ধকার,,
❤️❤❤️❤️❤

08/10/2023

একটি মধ্যবিত্ত পরিবারের মিনিমাম মাসিক খরচের তালিকা...

১। চাউল ১ বস্তা = ৩,০০০/-
২। তৈল ৪ লিটার = ৮০০/-
৩। বাসা ভাড়া = ৮০০০/-
৪। সবজি = ৪,০০০/-
৫। মাছ = ৪,০০০/-
৬। গ্যাস সিলিন্ডার = ১,৮০০/-
৭। শ্যাম্পু,সাবান৷ = ১০০০/-
৮। মুদি বাজার = ২০০০/-
৮। বিদ্যুৎ বিল = ১০০০/-
৯। মোবাইল খরচ। = ১০০০/-

সাথে বাচ্চাদের পড়াশুনা, চিকিৎসা খরচ, যাতায়াত, পিতা মাতার জন্য নির্দিষ্ট একটা খরচ সহ আরও অন্যান্য খরচ = ৫০০০/-
মোট খরচ = ৩১,৬০০/হাজার

কিন্তু,
যাদের বেতন ৮,০০০/-
যাদের বেতন ১০,০০০/-
যাদের বেতন ১২,০০০/-
যাদের বেতন ১৫,০০০/-

কি করবে তারা ? যেমন, আমি!!!

দাবি আমাদের একটাই,

""নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমান""
দেশ বাচাঁন,,, দেশের মানুষ বাচাঁন....!!"" এ দেশের মানুষ এখন আর মেট্রোরেল, পদ্ধা সেতু, টানেল , ফ্লাইওভার চায় না। তারা দুই বেলা ডাল ভাত খেয়ে বাচতে চায়।
মধ্যবিত্ত এবং নিম্নআয়ের মানুষের জন্য সকল পণ্যের দাম কমানো উচিত। এটাই বর্তমান সময়ে মধ্যবিত্ত পরিবারের আশা।(রাজনৈতিক গন্ধ খুজবেন না প্লিজ কেউ)

সংগৃহীত ।

21/07/2023

আমার জীবন নিজেই গুছিয়েছি 😞🍂

Address

Feni
FENI

Telephone

+8801324591668

Website

Alerts

Be the first to know and let us send you an email when H F Siyam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share