RIDU - রিদু ッ

RIDU - রিদু ッ তুমি তোমার মতো হও

জাস্ট কো/*পা🌬️
14/12/2023

জাস্ট কো/*পা🌬️

🫶🫶
10/12/2023

🫶🫶

07/12/2023

Hold my Hand🫶

মধু reminds me of you 🥹
17/10/2023

মধু reminds me of you 🥹

29/08/2023

কিছু কথা বলি!
আপনার পারসোনালিটি সবার চোখে ভালো লাগবেনা, আপনার কাছে আমি খারাপ লাগতে পারি আবার অনেকের চোঁখে মহাপুরুষও লাগতে পারি।

কথা হচ্ছে কখনো যদি কেউ আপনার সুন্দর ব্যক্তিত্বকে মানুষের সামনে ধুলোয় মিশিয়ে দেয়ার চেষ্টা করে অথবা মিশিয়ে দেয় তাহলে আপনি ট্রমাতে পড়বেন না। কারণ আপনি কেমন সেটা আপনার কাছের মানুষরা জানে, আপনার ব্যক্তিত্ব কেমন সেটা আপনার পরিবার আর অতি কাছের বন্ধুবান্ধবরা জানে। এর বাহিরে আপনার নামে যদি আজেবাজে রিউমরস্ ছড়ায় তাহলে ঐসব মাথায় নিয়েন না, কারণ ঐগুলা স্থায়ী না।

রাস্তাঘাটেও আমরা মানুষের চেহারা দেখলে ২মিনিট পর ভুলে যাই! আপনি বর্তমানে কেমন ব্যক্তিত্ব নিয়ে আছেন আর ভবিষ্যতে কেমন ব্যক্তিত্ব নিয়ে থাকবেন সেটা মেটার করে। দুইদিন পর আপনাকে নিয়ে আজেবাজে গুজব/রিউমরস্ গুলাও গায়েব হয়ে যাবে! কেউ তখন আপনার অতীত জিজ্ঞেস করতে আসবেনা। তাই সবসময় ফোকাসড থাকবেন নিজের লক্ষ্যে।

এই হলো অবস্থা🌚
15/04/2023

এই হলো অবস্থা🌚

আর বলবি?🥱
15/04/2023

আর বলবি?🥱

06/04/2023

হাইসেন নাহ কাস্টমার যাইবো গা😆

16/07/2022

কাউকে ভালোবাসলে তাকে বলে দেওয়া উচিত। জীবন খুবই ছোট, আজ আছেন কাল নাও থাকতে পারেন, তাকে বলে দিন, পৃথিবীতে সবচেয়ে সুন্দর শব্দটা। পুরো একটা জীবন একবুক আফসোস নিয়ে ম'রে যাওয়ার চেয়ে, আমি আপনাকে ভালোবাসি' বলে মরে যাওয়ায় ভালো।

পান আর না পান তবুও বলে দিন, নয়তো কোনো এক ক্লান্তি বিকেলে গোধূলির আলো আধারে বেলকুনিতে বেতের চেয়ারে চায়ের চুমুকের পর একটা দীর্ঘনিঃশ্বাস ফেলে ভাববেন, যদি সে দিন বলেই দিতাম 'ভালোবাসি', হয়তো আজ সে আমারই থাকতো!

পৃথিবীতে ভালোবাসার মানুষকে পেয়ে যাওয়ার মতো আনন্দ দ্বিতীয় আর কিছু নাই।” ❤️

14/07/2022

একটা পর্যায়ে এসে বন্ধুত্ব বিষয়টা খুব ওভাররেটেড লাগবে। কোনো একটা গ্রুপ আউটিং কিংবা প্ল্যানে আপনাকে ডাকলো না বলে আপনার আর মন খারাপ হবেনা। বহু পুরনো বন্ধুত্ব স্বার্থের কারণে ছুটে গেলেও আপনি সেটাকে খুব স্বাভাবিকভাবেই নিবেন।

এই পর্যায়ে এসে দুইদিনের পরিচিত কারো সাথেও আপনি সিগারেট ধরিয়ে কিংবা কফি নিয়ে বসে মন খুলে আলাপ করে খুশি মনে বাড়ি ফিরতে পারবেন। বন্ধুত্ব বিষয়টা তখন যেখানেই স্বস্তি পাবেন সেখানেই শুরু হবে। স্বস্তি নেই তো আপনারও থাকার দরকার নেই।

মানুষ বয়স বাড়লে এই পর্যায়ে আসে। এই বয়স অভিজ্ঞতার বয়স, এই বয়স মানুষ চেনার বয়স, বুলশিট না নেওয়ার বয়স।

কাউকে ভালোবাসলে তাকে বলে দেওয়া উচিত! জীবন খুবই ছোট,  আজ আছেন কাল নাও থাকতে পারেন, তাকে বলে দিন, পৃথিবীতে সবচেয়ে সুন্দর শ...
12/07/2022

কাউকে ভালোবাসলে তাকে বলে দেওয়া উচিত! জীবন খুবই ছোট, আজ আছেন কাল নাও থাকতে পারেন, তাকে বলে দিন, পৃথিবীতে সবচেয়ে সুন্দর শব্দটা! পুরো একটা জীবন একবুক আফসোস নিয়ে ম'রে যাওয়ার চেয়ে, আমি আপনাকে ভালোবাসি' বলে মরে যাওয়ায় ভালো! পান আর না পান তবুও বলে দিন,নয়তো কোনো এক ক্লান্তি বিকেলে গোধূলির আলো আধারে বেলকুনিতে বেতের চেয়ারে চায়ের চুমুকের পর একটা দীর্ঘনিঃশ্বাস ফেলে ভাব্বেন, যদি সে দিন বলেই দিতাম 'ভালোবাসি', হয়তো আজ সে আমারই থাকতো!

পৃথিবীতে ভালোবাসার মানুষকে পেয়ে যাওয়ার মতো আনন্দ দ্বিতীয় আর কিছু নাই।❤️

📷- Collected

সুবহানআল্লাহ 🖤
07/07/2021

সুবহানআল্লাহ 🖤

05/07/2021
09/06/2021

এই হলো অবস্থা 🤦‍♂️

30/04/2021

বৃষ্টির আগমন🌧️

এখন আর দেখা যায় না এইসব💔

🙂
06/04/2021

🙂

🙂🥀
15/03/2021

🙂🥀

14/03/2021

সিরিয়াস মোমেন্ট 🥺🥴

🥰🥀
13/03/2021

🥰🥀

🙂🙂
09/02/2021

🙂🙂

08/02/2021

🥰🥰

07/02/2021

ওরে নীল দরিয়া🌊

Uff🥰🧐
04/02/2021

Uff🥰🧐

28/01/2021

' আমি ও আমরা '

সিরিজে আমি মানুষের গল্প বলবো, সেইসব মানুষ নয়, যাদের শুধুমাত্র আমি-ই পছন্দ করি; বরং সেইসব মানুষ যারা আমাকেও পছন্দ করে।

কিছু মানুষের সাথে আমাদের পরিচয় ঘটে বেশ অদ্ভুতভাবে। হয়তো কৌতুহল থেকে, অথবা আচমকা শত্রুমনোভাবাপন্ন হতে। যেভাবেই পরিচয় ঘটুক না কেন, এই মানুষগুলো থেকে যায় পাশে। মেয়েটার নাম মৃত্তিকা। এই নামটা আমার ভীষণ পছন্দের। আমি ওকে মৃত্তিকা বলেই ডাকি। মৃত্তিকার সাথে প্রথম পরিচয় ক্লাস ফোর থেকে। মৃত্তিকা তখন সম্ভবত ক্লাস টুতে পড়ে। ও আমার মামাতো বোনের মামাতো বোন। সম্পর্কটা বেশি একটা দুরের না। দীর্ঘ আট বছর আমাদের যোগাযোগ হয়নি। কিন্তু মামাতো বোন শ্রাবনীর কাছে তার অনেক গল্পই শুনেছি। শ্রাবনী মাঝে-মাঝেই ফোন দিয়ে মৃত্তিকার গল্প শোনাতো। আমি ভীষণ লজ্জা পেতাম। কেন লজ্জা পেতাম জানিনা। এ বছর ফেব্রুয়ারী মাসের ২৭ তারিখে সে প্রথম ফেসবুকে আসে।কিন্তু শ্রাবণী তার আইডি আমাকে দিয়েছিলো মার্চের ৩ তারিখে। মনে হচ্ছিলো কোন একটা অপেক্ষার অবসান ঘটলো।

প্রথম মেসেজে- মনে আছে আমাকে? এই থেকেই শুরু। ছোট বেলায় দুজনে একসাথে মেলায় গিয়ে নাগোর দোলায় চড়ে ছিলাম। মৃত্তিকা ভয়ে প্রচুর চিৎকার করেছিল আর আমি চুপটি করে চোখ বন্ধ করে বসে ছিলাম। কথা বলতে বলতে কেমন এক অদ্ভুত শীতলতায় ছেঁয়ে গিয়েছিলো ভেতরটা।

মৃত্তিকা আমাকে প্রিতম প্যায়ারা বলে ডাকে। ছোট বেলায় নামটা অপছন্দ হলেও তার মুখে শুনতে এখন বেশ ভালোই লাগে। গত কয়েকমাস সকালে উঠেই তার মেসেজ পাই "গুড মর্নিং প্রিতম প্যায়ারা" এখন অবশ্য সংক্ষেপে (PP) বলেই ডাকে। এটা না শুনলে হয়তো আমার দিনটাই শুরু হয় না৷ ঠিক যেমন ঘুম থেকে উঠেই এক কাপ চা ছাড়া আমার সকাল শুরু হয় না।

মৃত্তিকা কে একদিন তার নামের অর্থ বলেছিলাম। প্রতিউত্তরে সে বলেছিলো "বাহ্!! তুমি অনেক গভীর ভাবে চিন্তা করো"। আমি খুব একটা লেখালেখি পারিনা তবে যেটুকু লিখি মৃত্তিকা কে দিই। মেয়েটা লেখাগুলো ভীষণ পছন্দ করে। সেও কিন্তু ভালো লেখে তবে আমার মতো প্রকাশ করেনা। লিখলেও তা ছিঁড়ে ফেলে। মেয়েটা দারুণ সেনসেটিভ। অভিমানীও বটে। জানেন? মাত্রাতিরিক্ত সেনসেটিভ মন আর অসম্ভব অভিমানী মানুষ গুলোর সাথে কথা বলার সময় একটা ভীতি কাজ করে। কখন যেন রাগ করে বসে থাকে। কিন্তু তার সাথে এখনো এই রাগ অভিমানের বিষয়টা ঠিক জমে ওঠেনি। যদি কখনো রাগ করেও থাকে তবে রাগ ভাঙানোর গোপন অস্ত্রও আমার কাছে আছে। আমি জানি কেউ তাকে ভালোবেসে চকোলেটস দিলে সে আর রাগ করে থাকবে না। দূরত্বের এই মানুষগুলো বড্ড রহস্যময়। একটা মানুষকে এতোটা গভীর ভাবে বুঝতে হলে তার সাথে মিশতে হয়। ওদের কাছে যেতে হয়। পারলে খুব কাছে।

প্রকৃতি মাঝে মাঝে মানুষকে দারুণ ভাবে সৃষ্টি করে। সে এমন একজন। নাচ, গান কিংবা অংকন সবেতেই তার দখল সমানভাবে। ভালোবাসে মানুষ আর ভালোবাসে সাহিত্য। তার আর্ট গুলো এতো টা বাস্তবিক লাগে যা দিয়ে অনায়েসেই কোন থিম লেখা যাবে। তবে আমি তার আর্ট গুলো নিজের আবৃত্তির ব্যাকগ্রাউন্ডেই ব্যবহার করি। এতে করে আবৃত্তি গুলো আরো বেশি জীবন্ত মনে হয়।

মেয়েটা একদিন আমায় বললো, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি? না মানে এমনি জিজ্ঞেস করতে হচ্ছে হলো। আমি বললাম বলো। ওর প্রশ্নটা ছিলো' তুমি কি আমার ওপর রাগ করে আছো?' এইরকম কথা সে আগে কখনো বলেনি। আমি অবশ্য অবাকও হইনি। বলাটা স্বাভাবিক। যতবড় হচ্ছি কাজের চাপ বাড়ছে, সময় কমছে। তাই বলে প্রিয় মানুষগুলোর প্রতি কখনো গুরুত্ব দেইনা এটা সম্পূর্ণ ভুল। সময় পাল্টেছে, দুরত্ব বেড়েছে কিন্তু ভালোবাসাটা ঠিক আগের জায়গাতেই আছে।

কথার প্রসঙ্গে কোনো একদিন তাকে বলেছিলাম 'জীবনে ভালোবাসাটা খুব করে দরকার'। মৃত্তিকা বলেছিলো 'ভালোবাসা দিয়ে কি হবে, ওটা জীবনকে নষ্ট করে দেয়'। মৃত্তিকার বলা এই লাইনটা আসলেও ঠিক নয়। আমি নিজেও একটা সময় ছিলো যখন বলতাম; ভালোবাসা বলতে কিছু হয়না, সুগন্ধিযুক্ত সময়মাত্র। এখন বুঝি। কিন্তু ভালোবাসার ডেফিনেশনই বলছে "an intense feeling of deep affection"। এই স্নেহের অনুভূতি জীবনকে নষ্ট নয় বরং নতুন করে গড়তে সাহায্য করে।

সর্বপরী একটা মানুষকে বর্ননা করা খুবই কঠিন। তাদের সাথে গভীরভাবে মিশতে হয়। সম্পর্কটাকে একটা অন্য পর্যায়ে নিতে না পারলে কখনোই তাকে নিয়ে লেখা যায়না। মানুটাকে ভালোবাসতে হয়, ভালোবাসা বাধ্যতামূলক। মেয়েটাকে সামনা-সামনি ভালো মতো দেখার সুযোগ হয়নি। কিন্তু গোঁটা মানুষটাকে ভালোবাসি। ভীষণ রকম!!!

~𝘗𝘳𝘪𝘵𝘰𝘮

অখেহ🥱
23/01/2021

অখেহ🥱

31/12/2020

এটাই ভালোবাসা🥰🥺

🥱🤫
28/12/2020

🥱🤫

10/11/2020

Winter is coming🤪🥶

08/11/2020

Will you miss me!!!🙂

😅💔
08/11/2020

😅💔

🥴
16/10/2020

🥴

16/10/2020

আসলেই🙂

15/10/2020

মশা মারার সহজ উপায়🐸

😐😐
13/10/2020

😐😐

Cuteness overloaded 🥰😍© Zaira Wasim
13/10/2020

Cuteness overloaded 🥰😍
© Zaira Wasim

13/10/2020

বাস্তব সত্য😑

Address

Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when RIDU - রিদু ッ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share