Tareq Rahman

Tareq Rahman .

12/05/2024

রিজাল্ট খারাপ হলে ভুল সিদ্ধান্ত নিওনা!
কারণ! রেজাল্ট একটা কাগজের টুকরা,
আর, তুমি তোমার মা-বাবার কলিজার টুকরা।

03/05/2024
সফল হতে হলে যা কিছু করণীয় তা আমরা সবাই জানি কিন্তু আমরা বেশিরভাগ মানুষই তা করি না। করি-করবো করে আর করা হয় না| অমূলক আশংক...
16/04/2024

সফল হতে হলে যা কিছু করণীয় তা আমরা সবাই জানি কিন্তু আমরা বেশিরভাগ মানুষই তা করি না। করি-করবো করে আর করা হয় না| অমূলক আশংকা, অজানা আতংক, অকারণ আলস্য সাফল্যের অন্যতম
প্রধান প্রতিবন্ধকতা.......

26/03/2024

শুভ জন্মদিন বাংলাদেশ ❤️❤️

আলহামদুলিল্লাহ ❤️❤️
30/01/2024

আলহামদুলিল্লাহ ❤️❤️

23/01/2024

অফার অফার অফার 🥰
এক বিশাল অফার 🥰
আমাদের প্রতিষ্ঠানের 5️⃣ বছর পদার্পণ উপলক্ষে.....
সম্মানিত প্রিয় কাস্টমারদের জন্য থাকছে ১০০০ টাকার উপরে যেকোন শপিংয়ের সাথে
শীতকালীন আকর্ষণীয় একটা 😱গিফট 😱
তাই আর ধেরি না করে ঝটপট শপিং করে ফেলুন

বিস্তারিত জানতে ইনবক্স করুন,
ধ্যনবাদ

🥰🥰🥰🥰
17/01/2024

🥰🥰🥰🥰

13/01/2024

লাইফে ৭ টা জিনিস কখনোই অনলাইন শপিং করার সময়ে করবেন না প্লিজ ⚠️⚠️⚠️

নিজের রেপুটেশন ধরে রাখতে শিখুন ✨🌻

১! ১৫০-২০০ টাকার জিনিসে কালার গ্যারান্টি ❌

২! ৪০০-৫০০ টাকার ব্যাগে অরিজিনাল লেদার ❌

৩! "Book for Me" পালিয়ে যাওয়া ❌

৪! ফ্রেন্ড এর বিজনেস তাই যখন ইচ্ছে অর্ডার Cancel করা বা ডিসকাউন্ট চাওয়া ⚠️

৫! ফিক্সড প্রাইজ বলে দেওয়া স্বত্তেও দামাদামি করা ❌

৬! ডেলিভারি ম্যান প্রোডাক্ট দেওয়ার জন্য আপনাকে কল দিচ্ছে কিন্তু আপনি প্রোডাক্ট নিবেন না তাই কল রিসিভ না করা। এই ধরনের কাজ করবেন না প্লিজ - অন্তত পক্ষে কল রিসিভ করে জানিয়ে দিবেন।

৭! "& Most Importantly" এক পেইজের সাথে অন্য পেইজের Price Compare করবেন না। সবার Costing এক রকম হয়না। একেকজন একেকভাবে প্রোডাক্ট স্টোর করে।

Collected

03/01/2024

হারার জন্য অনেক মানুষ আছে, আমি নও!

30/12/2023

ফেসবুক আপনার মার্কেটিং টুলস ছাড়া আর কিছু না। অতএব ব্যক্তিগত আবেগ থেকে বেড়িয়ে নিজেকে প্রচার করার কাজে ব্যবহার করুন ফেসবুককে। আপনার জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা অন্য মানুয়ের সাথে শেয়ার করুন। আজেবাজে মন্তব্য, ছবি, ভিডিও শেয়ার করে আপনার ফেসবুককে ডাস্টবিনে রুপান্তর করবেন না। আর যেহেতু ফেসবুক সম্পূর্ণ মার্কেটিং টুলস হিসেবে ব্যবহারিত হয় তাই যতটা সম্ভব এটিকে উন্মুক্ত রাখুন প্রফেশনাল কন্টেন্ট দিয়ে।

29/12/2023

অনেকেই ভালো করছেন & এই সংখ্যাটা আরও বেশী হবে কেননা বেশী বেশী ইউনিক & প্রফিটেবল প্রোডাক্ট যুক্ত হচ্ছে আমাদের ক্যাটালগে ❤
Dreamer Online Shop

আপনি একজন ভালো মানুষ, এটাই আপনার ব্র্যান্ড!
29/12/2023

আপনি একজন ভালো মানুষ, এটাই আপনার ব্র্যান্ড!

18/12/2023

যে কখনও ভুল করেনা। সে নতুন কিছু করার চেষ্টা করে না। ”

-অ্যালবার্ট আইনস্টাইন

14/12/2023

আমরা অনেকেই মন খারাপ করে থাকি। কত কাষ্টমার প্রাইস জেনে, চলে যায় অর্ডার করে না। পোডাক্টের দাম ১৫০০ টাকা কাষ্টমার বলে ১০০০ টাকা 😔 তখন আপনি তাকে ১ হাজারের মধ্যে যেই পোডাক্ট গুলো আছে সেই পোডাক্ট গুলো সাজেষ্ট করবেন। আমরা ব‍্যবসায়ী আমাদের কাজ হচ্ছে, পোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানানো এবং প্রোডাক্ট তার বাজেট অনুযায়ী সাজেস্ট করা।নেওয়া না নেওয়া সম্পন্ন কাষ্টমারের ব‍্যাপার। তবে আমরা কাষ্টমার কে সুন্দর ভাবে বিস্তারিত জানিয়ে দিবো এইটা আমাদের দ্বায়ীত্ব। 💖বিশ্বাস রাখুন নিজের উপর ইনশাআল্লাহ আপনি সফল হবেন। বিজনেস করতে হলে কিছু সমস্যা থাকবেই।সমস্যা গুলো কিন্তু চিরস্থায়ী নয়, সমস্যা গুলো কে পিছিয়ে ফেলে সামনে এগিয়ে যেতেই হবে।

প্রিয় কাষ্টমার 💐❤️❤️❤️
13/12/2023

প্রিয় কাষ্টমার 💐❤️❤️❤️

হিংসা নয় চেষ্টা করুন, আপনিও পারবেন সফলতা অর্জন করতে, ইনশাআল্লাহ।
07/12/2023

হিংসা নয় চেষ্টা করুন, আপনিও পারবেন সফলতা অর্জন করতে, ইনশাআল্লাহ।

🥹😢এক জন বাবা জীবনে শেষ মুহুত্তে বলেন ⬇️" আমি খুব ভালো ছাত্র ছিলাম কিন্তু পরিবারের আর্থিক সমস্যা আমি উচ্চ শিক্ষা শিক্ষাত ...
05/12/2023

🥹😢এক জন বাবা জীবনে শেষ মুহুত্তে বলেন ⬇️
" আমি খুব ভালো ছাত্র ছিলাম কিন্তু পরিবারের আর্থিক সমস্যা আমি উচ্চ শিক্ষা শিক্ষাত হতে পারিনাই, আমাকে কর্ম জীবনে চলে যেতে হয়। তখন আমি শপত করি। আমি জীবনে যাই করি না কেনো আমি আমার সন্তানদের উচ্চ শিক্ষা শিক্ষিত করবো, আল্লাহ রহমতে আমি উচ্চ শিক্ষা শিক্ষিত করেছি। কিন্তু আমি এর মাঝে ভুলে গিয়েছি উচ্চ শিক্ষা দেয়ার আগে সুশিক্ষা দেওয়া প্রয়োজন ছিলো।আসলে আমাদের সবার উচিত উচ্চ শিক্ষা দেয়ার আগে সু শিক্ষা দেয়া".

বি:দ্রি: এটি একটি বাস্তব ও সত্য। ✅
C

জীবনে শুধু ১ টা চাকরী বা ১টা ব্যবসা করার জন্য আপনার জন্ম হয়নি, আপনার ভিতরে অনেক সম্ভাবনা ঘুমিয়ে আছে সেই গুলোকে জাগিয়ে তু...
01/12/2023

জীবনে শুধু ১ টা চাকরী বা ১টা ব্যবসা করার জন্য আপনার জন্ম হয়নি, আপনার ভিতরে অনেক সম্ভাবনা ঘুমিয়ে আছে সেই গুলোকে জাগিয়ে তুলুন !

আমাদের মধ্যে অনেকেই মনে করেন, কোন রকম একটা চাকরী পেলে, ৯-৫ টা অফিস করে জীবনটা কাঁটিয়ে দিতেই পারলেই হল – এই টুকুই শুধু স্বপ্ন!

অথচ আপনার ভিতর এমন কিছু সম্ভাবনা ও মেধা আছে যে আপনি কিছু দক্ষতা অর্জন করে একটু বেশী সময় দিয়ে পরিশ্রম করলে হয়ত আপনি শত বা হাজারো মানুষের কর্মসংস্থান করতে পারেন উদ্যোক্তা হয়ে বা ব্যবসা করে।

অথবা আপনি চাইলে একটা চাকরীর পাশাপাশি পার্ট টাইম একটা ব্যবসা বা আরও ৩-৪ ঘণ্টা আরেকটা কাজ করতে পারেন, জীবনে অন্তত ৫ টা বছর। পরে এই পার্ট টাইম ব্যবসা আপনাকে ফুল টাইম দিতে ডিমান্ড করতে পারে।

কিন্তু স্বপ্নটা ছোট করে দেখলে আপনি কোন দিন বড় কিছু অর্জন করতে পারবেন না। স্বপ্নটা বড় করে দেখুন এবং তা বাস্তবায়ন করার জন্য যা যা দরকার সব কিছু করুন এবং লেগে থাকুন... আপনার স্বপ্ন আপনাকে ধরা দিবে।
©

30/11/2023

যখন তুমি অন্যের অনুগ্রহে জীবনযাপন করবে, যখন অন্যের দয়ায় বাঁচবে তা সে যত কাছের মানুষই হোক না,তখন তোমার নিজস্বতা বলে আর কিছু থাকবে না!

সব কিছুর সাথে শুধু তোমাকেই এডজাস্ট করে চলতে হবে! ইচ্ছে না থাকলেও কারো হ্যাঁ তে হ্যাঁ মেলাতে হবে, কারো না তে না মেলাতে হবে!

খুব কান্না করতে ইচ্ছে করলেও হাসতে হবে আবার খুব আনন্দের সময়ে তোমাকে মুখভার করে বসে থাকতে হবে!

স্বপ্ন দেখো,পরিশ্রম করো,নিজের মর্যাদা রক্ষার লড়াই নিজে করো!

নিজের ভাল থাকার চাবি কখনো অন্যের পকেটে দিয়ে ফেলো না!

29/11/2023

এক্সট্রা পরিশ্রম না করলে এক্সট্রা মাইলেজ পাবেন না।

সবাই যেভাবে কাজ করে বা পড়াশুনা করে, আপনি একই রকম করলে আপনিও আর সবার মতো সাধারণ হয়েই থাকবেন। অন্যদের চেয়ে একটু এগিয়ে যেতে হলে আপনাকে একটু বেশী কাজ করতে হবে ও পড়াশুনা করতে হবে।

তবে বেশী কাজ মানেই বেশী সময় ধরে কাজ নয়, বেশী সময় ধরে দক্ষতার সাথে কাজ করতে হবে।

ধরুন আপনি ৮ ঘণ্টায় দক্ষতার সাথে ৮ টা কাজ করতে পারেন – অন্য জনও হতো একই রকম পারফর্ম করে, তাহলে একই দিন আপনি যদি আরও ৪ ঘণ্টা কাজ করে ১২ টা কাজ সেদিন করে ফেলতে পারেন, আপনি এগিয়ে যাবেন।

আবার কেউ ৮ ঘণ্টায় যে কাজ করে, আপনি সেটা আপনার দক্ষতা দিয়ে ৪ ঘণ্টায় করতে পারেন, তাহলে আপনি যদি প্রতিদিন ১২ ঘণ্টা কাজ করেন, তাঁর থেকে ৩ গুণ বেশী কাজ করতে পারবেন। তাঁর মানে আপনি ৩ গুণ এগিয়ে থাকবেন।

এভাবে প্রতি সপ্তাহে ৫/৬ দিন যদি এগিয়ে যান আপনি অবশ্যই এক্সট্রা মাইলেজ পাবেন।

®©

20/11/2023

জীবনে সফলতার প্রতিযোগিতায় তবেই গতি পাবে 🏃‍♂️❤️
যদি তোমার কাছে দৃঢ় মনোবল থাকে৷ ❤️🥀
C

19/11/2023

পেছনে সমালোচনা করার লোকের অভাব পাবেন না। কিন্তু দুই বেলা না খেয়ে থাকেন দেখবেন কেউ খোঁজ নিতে আসবে না।

এটাই বাস্তবতা।।।

18/11/2023

যিনি একটু বেশি বিনয়ী,
তিনিই এগিয়ে থাকবেন একটু বেশি!

যিনি বেশি জ্ঞানী,
তিনি অবশ্যই বিনয়ী হবেন।।।।

17/11/2023

শুধু কথা দিয়ে নিজের গন্তব্যে পৌঁছানো যায় না!
কাজ করতে হয়!

জানোই তো! পরিশ্রম ছাড়া মেধা কিছুই নয়!

জুম্মা মোবারক।।

Address

Feni
Feni

Telephone

+8801810308171

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tareq Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tareq Rahman:

Share



You may also like