04/01/2024
"আবাবিল"
ওরা তো বলে আবাবিল কোথা
ব্যাঙ্গ করে সুরা ফিল,
দাও জানিয়ে
সাহায্য এসেছে
জেগেছে যুগের আবাবিল।
দাও ঘোষণা করিয়ে এবার
ইহুদিরে দাও জানিয়া,
পাখিরা হয়েছে প্রবল সাহসী
যাচ্ছে আঘাত হানিয়া।
পাখিরা জেগেছে পাক-পাহাড়ে
জেগেছে সাহেল মরুতে,
অবরুদ্ধ থেকেও গাজার পাখিরা
শিখেছে এবার উরিতে।
দাও জানিয়ে ইউরোপীদের
বাদ দিয়ে নয় মার্কিনী,
আর সবো না আঘাত শুধু
পাল্টা আঘাত যাব হানি।
আফগান হতে তারিয়ে দিয়েছি
সাহেল হতেও তারাবো,
আরব হতে তারাবো এবার
খাইবার হয়ে দাড়াবো।
আকসার তরে জেগেছি মোরা
আকসার তরে লড়িবো,
সালাউদ্দীনের সৈনিক হয়ে
আবারো তোদের হারাবো।
মুষ্টি মাটিও দেব না তোদের
পথ খুঁজে নে পালাবার,
পাইলে ধরা কতল হবে
হবে না কভু ক্ষমা আর।
ছোট্ গে তবে ঘোড়ায় চড়ে
ছুটিয়ে কোথায় পালাবি?
পাখিরা জেগেছে চতুর্দিকে
এবারে কল্লা হারাবি!
তোদের রক্তে লাল করিবো
আরবের ও-নীল দরিয়া,
জেগেছে পাখিরা
জেগেছে আজি
প্রতিশোধ নিতে মরিয়া।
Copy post
**লেখক-আইনুল হক মোজাফ্ফর
-Aqsa Flood