Md Rahim Uddin

Md Rahim Uddin Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md Rahim Uddin, Digital creator, feni, Feni.

বর্তমান সময়কে বলা হয় তথ্য প্রযুক্তির যুগ । একটি স্মার্ট ফোন থাকলে পৃথিবী আমাদের হাতের মুঠোয়।যদি একটা স্মার্ট ফোন,ইন্টারন...
13/01/2024

বর্তমান সময়কে বলা হয় তথ্য প্রযুক্তির যুগ । একটি স্মার্ট ফোন থাকলে পৃথিবী আমাদের হাতের মুঠোয়।যদি একটা স্মার্ট ফোন,ইন্টারনেট কানেকশন আর আমরা যদি সময় টাকে কাজে না লাগাই তো এটা বিলাসিতা ছাড়া আর কিছু না।।
আমরা এমন এক জাতি যে অনলাইন গেমের পিছনে হাজার হাজার টাকা নষ্ট করতে পারি কিন্তু নিজ কিছু শিখে নিজের ক্যারিয়ারের উন্নতি করতে চাই না।
অনেকে আছে ডিজিটাল মার্কেটিং করার আগে বলে কম্পিউটার বা ল্যাপটপ ছাড়া ডিজিটাল মার্কেটিং করা সম্ভব না। আমি নিজে মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং করি আর বড় কথা হচ্ছে আপনার শিখার চাহিদাটা কেমন।ভালো লাগা কি রকম।ভবিষ্যৎ এ কি করতে চান আর এসব ভাবনাই প্রধান কথা।যদি আপনার ইচ্ছে শক্তি থাকে তো মোবাইল ফোন দিয়ে অনেক দূরে যেতে পারবেন।
আপনি ফোন দিয়ে চেষ্টা করেন ।আপনার যদি ইচ্ছে শক্তি থাকে তো নিজের টাকায় কম্পিউটার বা ল্যাপটপ কিনতে পারবেন।
ফ্রিল্যান্সিং শেখার জন্য কি কি লাগবে?
১/ একটা স্মার্ট ফোন
২/ ইন্টারনেট কানেকশন
৩/ ধৈর্য্য
৪/ নিজের প্রতি বিশ্বাস
৫/ সততা
৬/ সময়
এই কয়েকটি বিষয় যদি মানতে পারেন তো আপনি ও একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন। আপনার অনেক বাধা দানকারী থাকবে কিন্তু তাদের উপেক্ষা করে চলতে হবে।।। কারণ আপনাকে তো আপনার স্বপ্ন পূরণ করতে হবে।
অনেক এ কোর্স করার জন্য সম্পূর্ণ প্রস্তুত কি যখন কোর্স ফি বলা হয় তথন বলে এখন তো এত টাকা নাই বা বাসা থেকে তো দিবে না। কিন্তু অনলাইন গেম এ টপ আপ বা মোবাইল কেনার জন্য কিন্তু ঠিকই টাকা জোগাড় করে।
পৃথিবীতে ফ্রি তে কোনো কিছু পাওয়া যায় না। আমি কি কখনো কাউকে ফ্রিতে টিউশন ই করাবো? কখনো না। তাহলে সেই আমি যখন কোনো কিছু শিখতে যায় তখন ফ্রীতে খুঁজি। এটাই আমাদের প্রব্লেম। এই যুগে ৫-৬ হাজার টাকা ম্যানেজ করার মত অ্যাবিলিটি আমাদের সবার আছে। আমরা ২০-২৫ হাজার টাকা দিয়ে ফোন কিনতে পারি কিন্তু নিজেকে ডেভেলপ করার জন্য কিছু টাকা খরচ করতে পারিনা। ব্যর্থতা আমাদের নিজের। নিজের ইচ্ছা , জেদ, সাহস, ধৈর্য্য দরকার। তাহলে সব কিছুই ম্যানেজ হয়ে যাবে। আর সেই আমি যেদিন সফল হবো সবাই আমার প্রশংসা করবে। এটাই বাস্তবতা।

ফ্রি সেমিনার করতে ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে ইনবক্স এ ম্যাসেজ করুন!!


#একটি_সঠিক_সিদ্ধান্তে_বদলে_যাবে_জীবন

ছোটবেলা থেকেই জেনে আসছি শেখার কেনো শেষ নেই👈💁‍♂️ফ্রিল্যান্সিং হচ্ছে এমন একটি বিষয় যা শিখে শেষ করা সম্ভব না🤷‍♂️কিন্তু কোনো...
01/01/2024

ছোটবেলা থেকেই জেনে আসছি শেখার কেনো শেষ নেই👈💁‍♂️
ফ্রিল্যান্সিং হচ্ছে এমন একটি বিষয় যা শিখে শেষ করা সম্ভব না🤷‍♂️
কিন্তু কোনো একটি নির্দিষ্ট বিষয় কে ফলো করে আমরা কাজ করতে পারি✅
ফ্রিল্যান্সিং জগতে অনেক ধরনের দক্ষতা রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট এবং ওয়েব ডিজাইন ইত্যাদি🤷‍♂️👈

তবে,
বর্তমান অনলাইন প্লাটফর্মে গ্রাফিক্স ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং এর ডিমান্ড সবচেয়ে বেশি💁‍♂️

আপনি চাইলে এই দুটি সেক্টর এর যেকোনো একটির মাধ্যমে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার কে এগিয়ে নিয়ে যেতে পারেন💵✅

যারা নতুন করে ফ্রিল্যান্সিং শিখতে চান ইনবক্স করেন ইনশাআল্লাহ সুন্দর একটি গাইডলাইন দিবো। 🥰

সবাই কে পড়ার জন্য অনুরোধ করছি। 👉** ফ্রী তে ফ্রিল্যান্সিং শিখুন। ❌**  ১০০ টাকায় ফ্রিল্যান্সিং শিখুন। ❌** ১০টি কোর্স ২০০ ট...
29/12/2023

সবাই কে পড়ার জন্য অনুরোধ করছি। 👉

** ফ্রী তে ফ্রিল্যান্সিং শিখুন। ❌

** ১০০ টাকায় ফ্রিল্যান্সিং শিখুন। ❌

** ১০টি কোর্স ২০০ টাকা।❌

** ইনকামের গ্যারান্টি। আরো কত কী?❌

** যারা এই রকম মলম পার্টির খপ্পরে পড়েছেন তাদের এবং যারা পড়তে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা।

১ঃ মনে রাখবেন ফ্রী তে অনেক কিছু পাওয়া গেলেও ক্যারিয়ার গড়া যায় না।

২ঃ আপনি ১৫/১৬ বছর পড়াশোনা করছেন বা তারও বেশি, আপনার পিছনে কত টাকা খরচ হয়েছে তা কী আপনি জানেন? না জানলেও সংখ্যাটি কিন্তু কম না।

চাকরি কী পেয়েছেন? যদি পেয়েও থাকেন বেতন কত? উত্তরে বলবেন কোন রকম চলতেছে। তাহলে এত টাকা ব্যয় করেও কী পেলেন? আর যাই পান, কেরিয়ার পান নাই। এদিকে মাত্র কয়েক হাজার টাকা এবং কয়েকটা মাস ব্যয় করে যে আপনি উজ্জ্বল একটি ভবিষ্যৎ পাচ্ছেন, সেখানে এসে আপনি ফ্রী খুজেন, ১০০,২০০ টাকার কোর্স খুজেন। নিঃসন্দেহে আপনি ভুলের সাগরে হাবুডুবু খাচ্ছেন। এর কারণ হলো ফ্রিল্যান্সিং সম্পর্কে সম্পর্কে বিস্তারিত না জানার কারণে।

আসুন সঠিকটা জানি এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করি।
আমাদের আইটি প্রতিষ্ঠান থেকে স্কলারশিপ নিয়ে কমপ্লিট একটা কোর্স করে যোগ্য হিসেবে নিজেকে গড়ে তুলুন ।
প্যাকেজের দাম দেখে আগেই ভরকে গেলে এরকম বাটপারদের মাধ্যমে প্রতারিত হবেন৷

মনে রাখবেন শস্তার অবস্থা ভয়াবহ, এটা দুনিয়া ফ্রী তে কিছু হয়না৷











04/12/2023

#আপনার_যোগ্যতা_অনুযায়ী_চাকরি_আছে_তো?🤔
তাহলে উপায় কি আছে?😀 👇

💁‍♂️ পড়ালেখার পাশাপাশি নিজের স্কিল বাড়িয়ে আপনিও হয়ে উঠতে পারেন "ফ্রিলান্সার"

💁‍♂️ যেই সময়টা অবসর বসে না থেকে, আড্ডা পরিহার করে, খেলাধুলায় সময় না দিয়ে Facebook,Youtube, Free_Fire, PUBG খেলায় সময় না দিয়ে।
ফেসবুক এবং ইউটিউব কে কাজে লাগিয়ে আয় করতে পারেন।

💁‍♂️ বিস্তারিত জানতে ইনবক্স করতে পারেন। ১০০% সহযোগিতা করবো ইনশাআল্লাহ্।
চাকরি খোঁজে নয়
👉 উদ্দোক্তা হয়ে নিজের স্কিল গড়ুন💪
তাই উক্ত ফ্রি সেমিনারটি করতে এখুনি ইনবক্স করুন...!💯

21/10/2023

Hello everyone 🥰🥰

02/10/2023

Welcome to my page

02/10/2023

Address

Feni
Feni
[email protected]

Telephone

+8801889682748

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Rahim Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Rahim Uddin:

Videos

Share



You may also like