13/01/2024
বর্তমান সময়কে বলা হয় তথ্য প্রযুক্তির যুগ । একটি স্মার্ট ফোন থাকলে পৃথিবী আমাদের হাতের মুঠোয়।যদি একটা স্মার্ট ফোন,ইন্টারনেট কানেকশন আর আমরা যদি সময় টাকে কাজে না লাগাই তো এটা বিলাসিতা ছাড়া আর কিছু না।।
আমরা এমন এক জাতি যে অনলাইন গেমের পিছনে হাজার হাজার টাকা নষ্ট করতে পারি কিন্তু নিজ কিছু শিখে নিজের ক্যারিয়ারের উন্নতি করতে চাই না।
অনেকে আছে ডিজিটাল মার্কেটিং করার আগে বলে কম্পিউটার বা ল্যাপটপ ছাড়া ডিজিটাল মার্কেটিং করা সম্ভব না। আমি নিজে মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং করি আর বড় কথা হচ্ছে আপনার শিখার চাহিদাটা কেমন।ভালো লাগা কি রকম।ভবিষ্যৎ এ কি করতে চান আর এসব ভাবনাই প্রধান কথা।যদি আপনার ইচ্ছে শক্তি থাকে তো মোবাইল ফোন দিয়ে অনেক দূরে যেতে পারবেন।
আপনি ফোন দিয়ে চেষ্টা করেন ।আপনার যদি ইচ্ছে শক্তি থাকে তো নিজের টাকায় কম্পিউটার বা ল্যাপটপ কিনতে পারবেন।
ফ্রিল্যান্সিং শেখার জন্য কি কি লাগবে?
১/ একটা স্মার্ট ফোন
২/ ইন্টারনেট কানেকশন
৩/ ধৈর্য্য
৪/ নিজের প্রতি বিশ্বাস
৫/ সততা
৬/ সময়
এই কয়েকটি বিষয় যদি মানতে পারেন তো আপনি ও একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন। আপনার অনেক বাধা দানকারী থাকবে কিন্তু তাদের উপেক্ষা করে চলতে হবে।।। কারণ আপনাকে তো আপনার স্বপ্ন পূরণ করতে হবে।
অনেক এ কোর্স করার জন্য সম্পূর্ণ প্রস্তুত কি যখন কোর্স ফি বলা হয় তথন বলে এখন তো এত টাকা নাই বা বাসা থেকে তো দিবে না। কিন্তু অনলাইন গেম এ টপ আপ বা মোবাইল কেনার জন্য কিন্তু ঠিকই টাকা জোগাড় করে।
পৃথিবীতে ফ্রি তে কোনো কিছু পাওয়া যায় না। আমি কি কখনো কাউকে ফ্রিতে টিউশন ই করাবো? কখনো না। তাহলে সেই আমি যখন কোনো কিছু শিখতে যায় তখন ফ্রীতে খুঁজি। এটাই আমাদের প্রব্লেম। এই যুগে ৫-৬ হাজার টাকা ম্যানেজ করার মত অ্যাবিলিটি আমাদের সবার আছে। আমরা ২০-২৫ হাজার টাকা দিয়ে ফোন কিনতে পারি কিন্তু নিজেকে ডেভেলপ করার জন্য কিছু টাকা খরচ করতে পারিনা। ব্যর্থতা আমাদের নিজের। নিজের ইচ্ছা , জেদ, সাহস, ধৈর্য্য দরকার। তাহলে সব কিছুই ম্যানেজ হয়ে যাবে। আর সেই আমি যেদিন সফল হবো সবাই আমার প্রশংসা করবে। এটাই বাস্তবতা।
ফ্রি সেমিনার করতে ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে ইনবক্স এ ম্যাসেজ করুন!!
#একটি_সঠিক_সিদ্ধান্তে_বদলে_যাবে_জীবন