Fenitv

Fenitv ফেনীর একমাত্র অনলাইন টেলিভিশন 󱢏
(1)

29/06/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

09/06/2024
09/06/2024
27/05/2024

ফেনীতে চলছে ব্যাপক ঘূর্ণিঝড় আর বৃষ্টি

Feni, Barisal, Bangladesh অথবা Feni (Town)না চাওয়া স্বত্বেও এই দুইটা অদ্ভুত জায়গার নাম আমাদের প্রোফাইলে সেট করতে হচ্ছে। ...
11/10/2023

Feni, Barisal, Bangladesh অথবা Feni (Town)
না চাওয়া স্বত্বেও এই দুইটা অদ্ভুত জায়গার নাম আমাদের প্রোফাইলে সেট করতে হচ্ছে। তবে এটার একটা সমাধান বের করেছি। নিচের এই ধাপগুলি ফলো করুন, আশা করি কাজ করবেঃ

* Chrome ব্রাউজার থেকে এই লিংকটি ওপেন করুনঃ https://mbasic.facebook.com
(যদি ফেসবুকে লগিন করা না থাকে লগিন করে নিন)

* এবার এই লিংকটি ওপেন করুনঃ https://mbasic.facebook.com/me

* About এ ক্লিক করুন

* একটু নিচে স্ক্রল করুন। দেখতে পাবেন Current City এর পাশে "Edit" আছে, ক্লিক করুন

* একটা ইনপুট বক্স থাকবে, সেখানে লিখুন "Feni, Bangladesh"

* এবার "Save" ক্লিক করুন

যথাক্রমে এই ধাপগুলি Hometown এর জন্যও এপ্লাই করুন।
আরো ভালোভাবে বুঝার জন্য স্ক্রিনশট গুলি ফলো করুন।

29/09/2023

ফেনীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদরের নিজকুঞ্জরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ লাঙলমোড় গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবু তাহের ও তার স্ত্রী ছালমা আক্তার এবং আরেকজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ফাজিলপুর হাইওয়ে থানার ওসি রাশেদ খাঁন চৌধুরী জানান, সন্ধ্যায় একটি সিএনজি অটোরিকশা ইকবাল পেট্রোল পাম্প থেকে গ্যাস নিয়ে মহাসড়কের পূর্বপাশ থেকে পশ্চিমপাশে ইউটার্ন নিচ্ছিল। এসময় একটি গাড়ি ধাক্কা সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ধুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। স্থানীয়দের সহযোগিতায় হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। তবে কোন গাড়ি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিয়েছে সেটি এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

তিনি আরও বলেন, নিহত তিনজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

29/09/2023

ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিন জন নিহত হয়েছেন।

ফেনী এসি মার্কেটের পিছনের রায়হান টাওয়ারেঅভিযান চালিয়ে ১৫ খদ্দেরসহ ৬ প'তিতাকে আটক করেছে পুলিশ।
21/08/2023

ফেনী এসি মার্কেটের পিছনের রায়হান টাওয়ারে
অভিযান চালিয়ে ১৫ খদ্দেরসহ ৬ প'তিতাকে আটক করেছে পুলিশ।

ফেনীতে রেমিট্যান্স যোদ্ধারা পদে পদে হয়রানির শিকার.....ফেনী আয়তনে অন্যান্য জেলা থেকে ছোট হলেও প্রবাসীর সংখ্যা এই জেলায় তু...
21/08/2023

ফেনীতে রেমিট্যান্স যোদ্ধারা পদে পদে হয়রানির শিকার.....

ফেনী আয়তনে অন্যান্য জেলা থেকে ছোট হলেও প্রবাসীর সংখ্যা এই জেলায় তুলনামূলক বেশি। রাজধানীর পর ফেনী রেমিট্যান্সের দিক থেকে দেশের প্রথম। তবে পদে পদে হয়রানির শিকার রেমিট্যান্স যোদ্ধারা। সার্ভার জটিলতা, জনবল সংকট ও ভবন অপ্রতুলতায় ভুগছে সংশ্লিষ্ট দপ্তর।

ফেনীর আয়তন ৯শত ২৭ দশমিক ৩৪ বর্গ কিলোমিটার। সরকারি নিবন্ধন অনুযায়ী, ফেনী জেলা থেকে বিশ্বের বিভিন্ন দেশে কর্মে নিয়োজিত রয়েছেন ৩ লাখ ১০ হাজার ৪১৫ জন।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত এক বছরে ছোট এই জেলায় রেমিট্যান্স এসেছে ৬ হাজার ১৭৩কোটি ৩২ লাখ টাকা। প্রবাসীদের পাঠানো টাকায় ফেনীতে গড়ে উঠেছে বড় বড় দালানকোঠা। শহর হয়েছে উন্নত ও আধুনিক। তবে স্বপ্ন পূরণে বিদেশ যেতে সেবা নিতে যান প্রবাসীদের কল্যাণে নিয়োজিত দপ্তরগুলো পাসপোর্ট অফিস, প্রবাসী কল্যাণ ব্যাংক এবং জেলা কর্সংস্থান ও জনশক্তি অফিসে। সেখানে তাঁদের হয়রানি ও ভোগান্তির শেষ নেই বলে অভিযোগ করেন রেমিট্যান্স যোদ্ধারা।

আগামীকাল এসএসসি ফলাফল জানবেন যেভাবে.....
27/07/2023

আগামীকাল এসএসসি ফলাফল জানবেন যেভাবে.....






দাগনভূঞায় ছাত্র বলৎকারের ঘটনায় মাদ্রাসা শিক্ষক গ্রেফতার!দাগনভূঞা মডেল হিফজ মাদ্রাসায় গত ২৩ জুলাই হিফজ খানা ছাত্রের সাথে ...
26/07/2023

দাগনভূঞায় ছাত্র বলৎকারের ঘটনায় মাদ্রাসা শিক্ষক গ্রেফতার!

দাগনভূঞা মডেল হিফজ মাদ্রাসায় গত ২৩ জুলাই হিফজ খানা ছাত্রের সাথে একই হিফজ খানার শিক্ষক কর্তৃক বলৎকারের ঘটনা ঘটে। গতকাল (২৫ জুলাই) রাতে বিষয়টি জানাজানি হলে হিফজ খানার ছাত্রদের অভিভাবক এবং স্থানীয় লোকজন অভিযুক্ত দায়ী শিক্ষককে আটক করলে হিফজ খানার অন্যান্য শিক্ষক সহ ম্যানেজম্যান্টের দায়িত্বাধীন সকলেই পালিয়ে যায়। তাৎক্ষণিক দাগনভূঞা থানা পুলিশ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমকে উদ্ধার ও অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসেন।

24/07/2023

ফেনী পরশুরাম সড়কের মুন্সির হাটে সড়ক মেরামতের ট্রাকের পিছনে যাত্রাবাহী সিএনজির ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন

19/07/2023

অসাধারণ এক শর্টফিল্ম






ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন
15/07/2023

ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন

বৈদেশিক রেমিট্যান্স প্রেরণে শীর্ষে ফেনী❤️
15/07/2023

বৈদেশিক রেমিট্যান্স প্রেরণে শীর্ষে ফেনী❤️




ছাগলনাইয়া থানা পুলিশ কর্তৃক ০৫ টি ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার......Source: 𝑷𝑶𝑳𝑰𝑪𝑬 𝑴𝑬𝑫𝑰𝑨 𝑪𝑬𝑳𝑳 𝑭𝑬𝑵𝑰 [12 JULY 2023]ছাগলনাই...
15/07/2023

ছাগলনাইয়া থানা পুলিশ কর্তৃক ০৫ টি ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার......

Source: 𝑷𝑶𝑳𝑰𝑪𝑬 𝑴𝑬𝑫𝑰𝑨 𝑪𝑬𝑳𝑳 𝑭𝑬𝑵𝑰
[12 JULY 2023]

ছাগলনাইয়া থানার এসআই-মাকসুদুর রহমান, এসআই-সুস্ময় দাশগুপ্ত, এএসআই-সুমন কুমার মল্লিক সঙ্গীয় ফোর্সসহ অদ্য ১২/০৭/২০২৩ খ্রিঃ খাগড়াছড়ি সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া কিশোর মাহম্মুদ ফরিদ প্রঃ শেখ ফরিদ (৩৪) পিতা-মৃত নূর আহম্মদ মিয়াজি, মাতা - ফিরোজা বেগম ,সাং- সোনাপুর (মিয়াজি বাড়ি), থানা- ছাগলনাইয়া, জেলা- ফেনীকে ওয়ারেন্টমূলে গ্রেফতার করেন।

14/07/2023

16/06/2023

দাগনভুঞার ১নং সিন্দুরপুর ইউনিয়নের দরবেশের হাট থেকে রঘুনাথপুর এর রাস্তার সিসি ডালাইকৃত অংশে ইট-বালু এর পরিবর্তে শুধু মাটি ব্যবহার করছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
এলাকাবাসীর তোপের মুখে পরবর্তীতে কাজ বন্ধ রাখা হয়।

12/05/2023

ঘূর্ণিঝড় মোখায় ফেনীকে ৮নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে।

ফেনী পল্লি বিদ্যুৎ এর লাইনম্যানকে স্যার সম্বোধন না করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে -
04/05/2023

ফেনী পল্লি বিদ্যুৎ এর লাইনম্যানকে স্যার সম্বোধন না করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে -

03/05/2023

ফেনী সেন্ট্রাল হাই স্কুলের পরীক্ষা কেন্দ্র থেকে ২ পরীক্ষার্থী প্রেমের টানে পালিয়েছে।

ছাগলনাইয়ায় বিদ্যুৎ এর দাবিতে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে উত্তেজিত জনতার হামলা, এসময় আমজনতা উত্তেজিত হয়ে ব্যাপক ভাংচুর ক...
16/04/2023

ছাগলনাইয়ায় বিদ্যুৎ এর দাবিতে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে উত্তেজিত জনতার হামলা, এসময় আমজনতা উত্তেজিত হয়ে ব্যাপক ভাংচুর করেছে! পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

ফেনীতে বিডিবি-১০ নামে কিশোর'গ্যাং গ্রুপের ৮ সদস্যকে গ্রে'ফ'তা'র করেছে র‌্যাব।
05/04/2023

ফেনীতে বিডিবি-১০ নামে কিশোর'গ্যাং গ্রুপের ৮ সদস্যকে গ্রে'ফ'তা'র করেছে র‌্যাব।

ফেনীর দাগনভূঞায় সৌদি প্রবাসীর স্ত্রী কেনিয়ে উধাও কুয়েত প্রবাসী...
28/03/2023

ফেনীর দাগনভূঞায় সৌদি প্রবাসীর স্ত্রী কে
নিয়ে উধাও কুয়েত প্রবাসী...

ফেনীর দাগনভূঞায় অস্র ও পিকাব ভ্যান সহ  ৪ ডাকাত গ্রেপ্তার!ফেনীর দাগনভূঁঞা থানা পুলিশ কর্তৃক ০১টি পিকআপ গাড়ী, ৯টি লোহার রড...
11/03/2023

ফেনীর দাগনভূঞায় অস্র ও পিকাব ভ্যান সহ ৪ ডাকাত গ্রেপ্তার!

ফেনীর দাগনভূঁঞা থানা পুলিশ কর্তৃক ০১টি পিকআপ গাড়ী, ৯টি লোহার রড, ২টি লোহার কাটার, ১টি চাপাতি এবং ৪টি মুখোশ উদ্ধার সহ ০৪ জন ডাকাত কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দাগনভূঞা থানার এসআই আরিফ উল্লাহ, এএসআই মোঃ সেলিম মিয়া, এএসআই নাজিম উদ্দীন, এএসআই আল মামুন সঙ্গীয় ফোর্স সহ দাগনভূঁঞা থানাধীন ১নং সিন্দুরপুর ইউপির রগুনাথপুর পাটোয়ারী বাড়ীর আব্দুল গফুরের বাড়ীর সামনে রাস্তার উপর হইতে ডাকাত দলের সক্রিয় আসামী ১.জুলফিকার খান প্রঃ বাবু(২৪), পিতা-মোঃ রফিক খান, মাতা-নিলুফা বেগম ,স্থায়ী: গ্রাম- হলদিবুনিয়া (মুন্সি বাড়ী, ১নং ওয়ার্ড, ৬নং চিলা ইউনিয়ন) , থানা- মংলা, জেলা -বাগেরহাট, ২. মোঃ শহিদুল ইসলাম রানা(২৮), পিতা-মোঃ বাহারুল ইসলাম, মাতা-রেহেনা বেগম, সাং- আফাজিয়া, থানা- হাতিয়া, জেলা -নোয়াখালী, বর্তমান: (আকবর শাহ কলোনী, শামীমের কলোনী), ৯নং ওয়ার্ড), থানা- আকবর শাহ্, জেলা -চট্টগ্রাম, ৩.কামরুল ইসলাম মামুন প্রঃ ডিজে(২৯), পিতা-রবিউল হক, মাতা-নুরুন নাহার , সাং- মধ্যম রামপুর, আলী আজগর পাটোয়ারী বাড়ী) , থানা- ফেনী সদর, জেলা -ফেনী, ৪. কাউছার শেখ(১৮), পিতা-মোঃ আনোয়ার শেখ, মাতা-ফারুল বেগম, সাং- বাজিকরখন্ড (শেখ বাড়ী, ৮নং ওয়ার্ড), থানা- মংলা, জেলা –বাগেরহাট গণ ডাকাতি করার জন্য পিকআপ গাড়ী যোগে যাওয়ার পথে সিগন্যাল দিয়া পিকআপ গাড়ীটি আটক সহ আসামীদের গ্রেফতার করা হয়। অপর পলাতক আসামী ৫. আব্দুল রহিম প্রঃ রহিম(৪৫), পিতা-আলী লোকমা প্রঃ রোখা মিয়া, মাতা-জাল্লু বিয়া , সাং- রঘুনাথপুর (নতুন পাড়া) , থানা- দাগনভূঁইঞা, জেলা -ফেনী, ৬. সাইফুল ইসলাম প্রঃ রব(৩৫), পিতা-মৃত আব্দুল মালেক , সাং- মাছিমপুর (ভূঞা বাড়ী), থানা- দাগনভূঁইঞা, জেলা –ফেনীগণদের বিরুদ্ধে মামলা রুজু করিয়া তাহাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে।

সেজেছে ফেনী শহীদ মিনার!  ফেনী টিভির পক্ষ থেকে ফেনীবাসি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা 💞
20/02/2023

সেজেছে ফেনী শহীদ মিনার!
ফেনী টিভির পক্ষ থেকে ফেনীবাসি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা 💞

ইন্নালিল্লাহ..!!ফেনীতে সড়ক দুর্ঘটনায় ৫ জন SSC পরীক্ষার্থী আহত।সবার অবস্থা আশংকাজনক।
26/09/2022

ইন্নালিল্লাহ..!!
ফেনীতে সড়ক দুর্ঘটনায় ৫ জন SSC পরীক্ষার্থী আহত।
সবার অবস্থা আশংকাজনক।

একটি মানবিক আবেদন, ইকবাল মেমোরিয়াল সরকারি কলেজের সাবেক মেধাবি ছাত্রী সুমাইয়ার(২০১৭) বাঁচাতে সবার সাহায্য চাই, বর্তমানে স...
03/09/2022

একটি মানবিক আবেদন,

ইকবাল মেমোরিয়াল সরকারি কলেজের সাবেক মেধাবি ছাত্রী সুমাইয়ার(২০১৭) বাঁচাতে সবার সাহায্য চাই,

বর্তমানে সে ফেনী সরকারি কলেজে অধ্যায়নরত আছে,

জানা যায়, করোনাকালীন সময় ২০১৯ সাল থেকে প্রথম ক্যান্সার সনাক্ত হয়। পরবর্তীতে জাতীয় ক্যান্সার ইনষ্টিটিউটে শরণাপন্ন হন। জাতীয় ক্যান্সার হাসপাতাল ২৭ /৬/২২ইং থেকে ১/৮/২০২২ইং শেষ থেরাপি প্রদান করা হয়। কিন্ত এ দীর্ঘ সময় অসহায় পিতার ১০/১২ লাখ টাকা চিকিৎসার ব্যায় বহনে নিঃস্ব হয়ে পড়েন পিতা দ্বীন মোহাম্মদ। দাগনভূইয়া মা ও শিশু হাসপাতালে বর্তমানে সাময়িক চিকিৎসারত অবস্থায় এ অসহায় পিতার মেধাবী মেয়ের চিকিৎসা চালিয়ে যেতে আশার আলো দেখছেন না অর্থনৈতিক সংকটের কারণে। দিনদিন মৃত্যুর পথে হয়তোবা এগুতে হবে এ মেধাবী শিক্ষার্থী ইয়াছমিনকে। ইয়াছমিন কোন কথা বলতে পারছেন না। নিদারুন কষ্ট নিয়ে কাতরাচ্ছেন হাসপাতালের বেডে। গতকাল ঢাকা ল্যাব হাসপাতালে এক প্রফেসরের শরণাপন্ন হলে তিনি দ্রুত ক্যামো থেরাপি নিতে পরামর্শ প্রদান করেন। তার বেচেঁ থাকার জন্য প্রয়োজন প্রায় ১৫ লাখ টাকা। এদেশে অনেক নজির রয়েছে যেখানে মানবিক সহায়তার কারণে অনেক অসহায় রোগী সুস্থ্য হয়েছেন। দেশ বা বিদেশের সকল মানবিক ব্যক্তিদের সার্বিক সহযোগিতায় এ দুনিয়ায় বেচেঁ থাকার আশাটুকু হয়তো ফিরে পাবেন অন্যথায় আমরা হারাতে পারি একটি বোন কিংবা সন্তানের মত শিক্ষার্থীকে। জীবনের সর্বশেষ চেষ্টাটুকু করতে বাড়িয়ে দিই সাহায্যর হাত। আপনাদের সবার সহযোগিতা কামনা করেন ইয়াছমিন এর বাবা দ্বীন মোহাম্মদ।

উল্লেখ্য, ২০১৯ সালে দাগনভূইয়া ইকবাল মেমোরিয়াল ডিগ্রী কলেজ থেকে কমার্স বিভাগে মেধাতালিকা দ্বিতীয় হয়েছিলেন ইয়াছমিন। সে দাগনভূইয়া উপজেলার ৫ নং ইয়াকুবপুর ইউনিয়ন (বাদামতলি) রশিদপুর গ্রামের কালাম মেম্বার বাড়ির দ্বীন মোহাম্মদ এর তৃতীয় সন্তান।

সহযোগিতাসহ সার্বিক যোগাযোগ
মোবা - 01828584203বিকাশ(মেয়ের বাবার নাম্বার)

Address

Feni

Alerts

Be the first to know and let us send you an email when Fenitv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share