Rimon & Kashpia

04/01/2025

আমার হাতের রান্না খেয়ে আমার হাসবেন্ডের রিয়েকশান 😭

,
এই ভিডিওটা আমার নানু যখন লাস্ট আমাদের এইখানে বেড়াতে এসেছিল তখন করেছিলাম। ওনার জন্য আমি স্যুপ রান্না করছিলাম,, উনি আমাদের সাথে শেষবার টেবিলে একসাথে বসে স্যুপও খাইসে। রিমনকে কি খাওয়াই দিসি এটা নিয়ে আমাকে বকা দিচ্ছিলো শুধু 😊😊আল্লাহ ওনাকে জান্নাতবাসি করুক আমিন।

মানুষের সাথে সম্পর্ক রক্ষা করাটা ইদানীং একটা হাই-মেইন্টেইনেন্স ফুল টাইম জব হয়ে যাচ্ছে। রাগ দেখালেও মাথা ঠান্ডা রাখা লাগব...
23/12/2024

মানুষের সাথে সম্পর্ক রক্ষা করাটা ইদানীং একটা হাই-মেইন্টেইনেন্স ফুল টাইম জব হয়ে যাচ্ছে।

রাগ দেখালেও মাথা ঠান্ডা রাখা লাগবে। অসোভন কথা বললেও বড়-ছোট হিসেব করে চুপ থাকা লাগবে, মিথ্যে বললে ইগ্নোর করা লাগবে। আর এসবের প্রতিবাদ করে উচিৎ কথা বললে সম্পর্ক ভেঙে যাওয়ার আশংকা করা লাগবে।

মানুষের সাথে সমলোচনা করছে খারাপ কথা বলছে ভিতরে ভিতরে দেখতে পারে না জানার পরও চুপ থাকতে হবে । সে মিথ্যা বলতেসে জেনেও চুপ থাকতে হবে, তার মনে এক আর বাইরে আরেক জেনেও কিছু করার নাই। যখনই মুখ ফসকে যায় তখনই বোমা বিস্ফোরণ হয় আর আপনি নিজেই তখন ভিলেন হয়ে যাবেন, বাকি সবাই ধোঁয়া তুলশী পাতা🙃🙃🙃

I can conquer the world  easily as long as your hand is holding mine.🥀
23/12/2024

I can conquer the world easily as long as your hand is holding mine.🥀

এই বছরের শেষপ্রান্তে দাঁড়িয়ে ভাবি, কত কিছু পেলাম, কত কিছু হারালাম।সুখের স্মৃতিগুলো রোদ্দুরের মতো উষ্ণতা দিল, আর বিষাদগুল...
11/12/2024

এই বছরের শেষপ্রান্তে দাঁড়িয়ে ভাবি, কত কিছু পেলাম, কত কিছু হারালাম।

সুখের স্মৃতিগুলো রোদ্দুরের মতো উষ্ণতা দিল, আর বিষাদগুলো ছিল কুয়াশার মতো অদৃশ্য বাঁধা।
কিছু প্রাপ্তি আনন্দের শিখায় প্রাণ জ্বালালো, আবার কিছু হারানো কষ্টের গভীরে ডুবালো।
সময় চলেছে তার নিয়মে, রেখে গেছে স্মৃতির মায়াজাল।🖤

09/12/2024

আমি তো চেয়েছিলাম শুধু একটা নরম শিমুলতুলার জীবন। বসন্তের নরম বাতাসে উড়তে চেয়েছিলাম প্রজাপতির ডানায়।ফাল্গুনের কাঁচা হলুদ রোদে শুনতে চেয়েছিলাম এক শুভ্র কাকাতুয়ার বেঁচে থাকার গান......

28/11/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

Some people are special because they never use your weaknesses against you. They don’t make you feel small or take advan...
27/11/2024

Some people are special because they never use your weaknesses against you. They don’t make you feel small or take advantage of your struggles. They’re not trying to prove they’re better than you. Instead, they just want to understand, support, and help you grow. With them, you can be yourself without fear of judgment or rejection. You can be honest about who you are, and they’ll still care for you just the same.,,,,,,,,,,
& they are my husband, my parents, my siblings 💘💘

খেয়াল করলাম আমি যতটা গুরুত্ব দিয়ে কাউকে বোঝার চেষ্টা করি,  আমাকে ততটা গুরুত্ব নিয়ে বুঝতে চায়না তারা । ব্যথায় আমার কেমন ল...
27/11/2024

খেয়াল করলাম আমি যতটা গুরুত্ব দিয়ে কাউকে বোঝার চেষ্টা করি, আমাকে ততটা গুরুত্ব নিয়ে বুঝতে চায়না তারা । ব্যথায় আমার কেমন লাগছে; আমি কি অনুভব করছি, সেটা ভাবার প্রয়োজনবোধ খুব একটা করে না।

আমার সাথে খুব সহজেই অভিমান করা যায়; সেই অভিমান ভাঙানোর যে অস্থিরতা আমার থাকে, আমার বেলায় ওই হাঁসফাঁস করা অনুভূতি কারো কাজ করে না। আমি দেখলাম আমিই শুধু ভাবি, আমার বেলায় খুব একটা ভাবে না 🦋

সব মিলিয়ে মানুষ বেঁচে থাকার আশা রাখেকাহারো সব আছে মনের মাঝে,কিন্তু নিয়ে বেঁচে থাকেযেমন নদী ভাঁঙ্গনের দলিল আছে, তবে ঠিকান...
23/11/2024

সব মিলিয়ে মানুষ বেঁচে থাকার আশা রাখে
কাহারো সব আছে মনের মাঝে,কিন্তু নিয়ে বেঁচে থাকে
যেমন নদী ভাঁঙ্গনের দলিল আছে, তবে ঠিকানা নেই,নেই কোনো অস্তিত্ব!! এই নদীর ধারে কেউ ঘর বাধবে?এই নদীর কাছে কেউ অস্তিত্ব খুঁজবেন?
সে বলবে আমার স্রোতের সামনে যা আসবে সবই অস্তিত্বহীন।শুধু কাগজের ঠিকানাতেই হাতে দিয়ে সব নিয়ে যাবো!!!ঠিক এই জাতির কিছু মানুষ আছে না বুঝে আপন আর না বুঝে পর!! যার যা হারিয়েছে সে নিজেই জানে🖤

That moment when you think you’re finally okay, but then a memory hits you, and it’s like everything falls apart again. ...
18/11/2024

That moment when you think you’re finally okay, but then a memory hits you, and it’s like everything falls apart again. You realize the people you thought you could count on are nowhere to be found, and you’re left with just your own sadness. It’s like the world moves on, but you’re stuck in the same place, replaying what went wrong, wishing things were different, but knowing there’s nothing you can do to fix it........

Congratulations for your graduation 🎓 🎓 🎉 🎉 🎉 my love! 😘 😘 I'm so proud of you Jan ❤️ Watching you achieve your dreams i...
17/11/2024

Congratulations for your graduation 🎓 🎓 🎉 🎉 🎉 my love! 😘 😘
I'm so proud of you Jan ❤️
Watching you achieve your dreams is a joy. Here's to many more successes and endless adventures ahead! 😘😘
আজকে তোমার এত বছরের স্ট্রাগল এর সুফল পাইসো।
জীবনে আপস-ডাউনের কারণে পড়ালেখায় পিছিয়ে পরলেও তুমি হাল ছাড়ও নাই, ধৈর্য্য ধরে ছিলা তাই ধৈর্য্যর ফলও আল্লাহ তোমাকে দিয়েছে।
অনেক অনেক দোয়া আর ভালোবাসা🫶🫶

Amran Hossain Rimon

04/09/2024

আমার হাসবেন্ডের পছন্দের রোস্ট ❤️ তাই তো সহজভাবে কিছু দিন পরপরই রান্না করে ফেলি।😊

এইটা ফেনীর ফায়ার সার্ভিস এবং ডাক্তার পাড়ার এখন এর সিচুয়েশান।  কালকে রাতে এই এরিয়া দিয়ে আমার নাক পর্যন্ত পানি ছিল।  একটু ...
24/08/2024

এইটা ফেনীর ফায়ার সার্ভিস এবং ডাক্তার পাড়ার এখন এর সিচুয়েশান। কালকে রাতে এই এরিয়া দিয়ে আমার নাক পর্যন্ত পানি ছিল। একটু একটু করে অনেক পানি কমতেসে। কিন্তু মানুষ খাবার এবং পানির অনেক কষ্ট করতেসে। সবাই ভাবসে শহরে কোনো ত্রাণ লাগবে না কিন্তু শহরের মানুষদেরও লাগবে। সবার মধ্যে শুধু একটু পানি খাওয়ার হাহাকার। সবাই যে যেখানে যেভাবে পারেন খাওয়া আর পানি দিয়ে সাহায্য করেন।

©Faria

⛔⛔ফেনীর আপডেট ::::::কালকে মধ্য রাত থেকে সকাল ১২টা পর্যন্ত পানি বাড়সে।  হঠাৎ করে আমাদের পুরো বাগান আর উঠান পানিতে ভরপুর। ...
23/08/2024

⛔⛔ফেনীর আপডেট ::::::
কালকে মধ্য রাত থেকে সকাল ১২টা পর্যন্ত পানি বাড়সে। হঠাৎ করে আমাদের পুরো বাগান আর উঠান পানিতে ভরপুর। আমাদের বাড়ির পিছনে আর রাস্তাঘাট তো আগেই কোমর সমান পানি হয়ে গেছে শুধু আমাদের উঠান ছাড়া। পরে রাতে আমাদের উঠানও ভরে গেসিলো। আমরা সকাল থেকে সবাই আতংকিত ছিলাম। কারেন্ট কালকে রাত থেকেই নাই। নেটওয়ার্ক নাই। সকাল ১২টা পর্যন্ত পানি বাড়ার পর আর কমতেসিলো ও না কিন্তু আবার আল্লাহর রহমতে বাড়তেসিলো ও না। তারপর আল্লাহর রহমতে ১:৩০টায় কারেন্ট আসছে আর বিকাল ৪টা থেকে পানি কিছুটা কমা শুরু করসে। কিন্তু আশেপাশে আর কোথাও নেটওয়ার্ক নাই কারেন্ট ও নাই, খাবার পানিও নাই। শুধু মাত্র আমরা আর আমার জ্যাঠার ফ্যামিলি ছাড়া আর কেউই ভালো অবস্থায় নাই। আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো।
মহিপালে হাজার হাজার মানুষ শুধু খাওয়ার জন্য মুড়ি আর পানি খুজতেসে। মহিপাল পানি উন্নয়ন বোর্ডের পর থেকে গলা সমান পানি। ফেনীর একাডেমি, কদলকাজী রোড, রামপুর সব জায়গায় একতলা ডুবে গেছে। সবার দোয়া ছাড়া আর কিছুই করার নেই। আজকে দুপুরে আল্লাহর রহমতে রোদ উঠসিলো। এখন পানি কমতেসে দেখে একটু স্বস্তি লাগতেসে। আর সবাই যেভাবে পারেন প্লিজ পানি আর শুকনো খাবার দিয়ে সহায়তা করেন।

23/08/2024

ফেনীর আপডেট ::::::
কালকে মধ্য রাত থেকে সকাল ১২টা পর্যন্ত পানি বাড়সে। হঠাৎ করে আমাদের পুরো বাগান আর উঠান পানিতে ভরপুর। আমাদের বাড়ির পিছনে আর রাস্তাঘাট তো আগেই কোমর সমান পানি হয়ে গেছে শুধু আমাদের উঠান ছাড়া। পরে রাতে আমাদের উঠানও ভরে গেসিলো। আমরা সকাল থেকে সবাই আতংকিত ছিলাম। কারেন্ট কালকে রাত থেকেই নাই। নেটওয়ার্ক নাই। সকাল ১২টা পর্যন্ত পানি বাড়ার পর আর কমতেসিলো ও না কিন্তু আবার আল্লাহর রহমতে বাড়তেসিলো ও না। তারপর আল্লাহর রহমতে ১:৩০টায় কারেন্ট আসছে আর বিকাল ৪টা থেকে পানি কিছুটা কমা শুরু করসে। কিন্তু আশেপাশে আর কোথাও নেটওয়ার্ক নাই কারেন্ট ও নাই, খাবার পানিও নাই। শুধু মাত্র আমরা আর আমার জ্যাঠার ফ্যামিলি ছাড়া আর কেউই ভালো অবস্থায় নাই। আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো। সবাই প্লিজ সাহায্যে করেন

Address

Feni

Alerts

Be the first to know and let us send you an email when Rimon & Kashpia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rimon & Kashpia:

Videos

Share

Category