নিখোঁজ মুনতাহার লাশ উদ্ধার, বেঁচে নেই আর আমাদের মাঝে।
মুনতাহা নামের ছোট্ট মেয়েটার প্রাণের বিনিময়ে তার পরিবার সবকিছু দিতে রাজি কিন্তু কেউই মুনতাহাকে ফিরিয়ে দিচ্ছেনা। মুনতাহাকে ফিরে না পেয়ে, সে কোথায় আছে কেমন আছে জানতে না পেরে তার পরিবার পাগলের মত কান্না করে দিকবিগিগ ছুটে বেড়াচ্ছে। উল্লেখ্য আজ প্রায় ৭ দিনের অধিক সময় সিলেটের কানাইঘাট থেকে মুনতাহা নিখোঁজ 😭। ধারণা করা হচ্ছে মুনতাহাকে বাড়ির পাশ থেকে কেউ নিয়ে গিয়েছে।
#মুনতাহাকে ফিরে পেতে তার পরিবার সকল ফেসবুক ব্যবহারকারী ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সহযোগিতা প্রয়োজন। আপনারা মুনতাহাকে আদরের ছোট্ট মেয়ে, ছোট বোন মনে করে পোস্টটি শেয়ার করে পুরো বাংলাদেশে ছড়িয়ে দিন। আপনাদের একটা শেয়ার ই পারে ছোট্ট মেয়েটাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে হবে।
যোগাযোগ নাম্বার-
মাহবুব মোরশেদঃ ০১৭৯৯৬৭৫৬২৭
সেলিম আহমদঃ ০১৭৩২৪৭৩৪২৬
শামীম আহমদঃ ০১৭২৮১৮৭৬৫৫
শাহাবুদ্দিন আহমদঃ
ভারতের বন্যার পানি উপেক্ষা করে চলছে মৃতদেহের শেষকৃত্য
বন্যার পানি
অবস্থা ভয়াবহ
১৯৮৪ সালের পর এই প্রথম গোমতী নদীর ডম্বুর গেট খুলে দিয়েছে ভা'রত!
পানির নিচে ফেনীর তিন উপজেলা।ডুবে যাচ্ছে সাথে সিলেটও।