Hridoy

Hridoy Fazlul Karim Hridoy

24/11/2024

সৃষ্টিকর্তা আপনাকে স্ত্রীর ভরণ-পোষণের, এবং তালাকের ক্ষমতা দিয়েছেন বলে, সেটা নিয়ে অহংকার এবং গর্ব করা দেখাবেন না। কথায় কথায় ছেড়ে দেওয়ার হুমকিও দিবেন না।

নারী শুধু ডিভোর্সি নয় ,বিধবাও হয়। আক্ষেপ এখানেই ,যে নারী আপনার সমস্ত যন্ত্রণা সয়েও বিচ্ছেদ বা বিধবাও হতে চায় না। অথচ সে নারীকেই আপনার ছেড়ে দেওয়ার কতো আপ্রাণ চেষ্টা।

16/11/2024

যে ঠকানোর সে যে কোন পরিস্থিতিতে ঠকাতে পারে,ইমোশন বাস্তবতা তার কাছে কিছুই না,সে তখন নেশার ঘোরে থাকে।

12/11/2024

এককালে দুঃখ থাকলে আর এককালে সুখ হয়, আরেহ না যার দুঃখ তার একাল-ওকাল সব কালে দুঃখ থাকে।

10/11/2024

নিখোঁজ মুনতাহার লাশ উদ্ধার, বেঁচে নেই আর আমাদের মাঝে।

09/11/2024

মুনতাহা নামের ছোট্ট মেয়েটার প্রাণের বিনিময়ে তার পরিবার সবকিছু দিতে রাজি কিন্তু কেউই মুনতাহাকে ফিরিয়ে দিচ্ছেনা। মুনতাহাকে ফিরে না পেয়ে, সে কোথায় আছে কেমন আছে জানতে না পেরে তার পরিবার পাগলের মত কান্না করে দিকবিগিগ ছুটে বেড়াচ্ছে। উল্লেখ্য আজ প্রায় ৭ দিনের অধিক সময় সিলেটের কানাইঘাট থেকে মুনতাহা নিখোঁজ 😭। ধারণা করা হচ্ছে মুনতাহাকে বাড়ির পাশ থেকে কেউ নিয়ে গিয়েছে।
#মুনতাহাকে ফিরে পেতে তার পরিবার সকল ফেসবুক ব্যবহারকারী ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সহযোগিতা প্রয়োজন। আপনারা মুনতাহাকে আদরের ছোট্ট মেয়ে, ছোট বোন মনে করে পোস্টটি শেয়ার করে পুরো বাংলাদেশে ছড়িয়ে দিন। আপনাদের একটা শেয়ার ই পারে ছোট্ট মেয়েটাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে হবে।
যোগাযোগ নাম্বার-
মাহবুব মোরশেদঃ ০১৭৯৯৬৭৫৬২৭
সেলিম আহমদঃ ০১৭৩২৪৭৩৪২৬
শামীম আহমদঃ ০১৭২৮১৮৭৬৫৫
শাহাবুদ্দিন আহমদঃ ০১৭৫৩১১২৪৪৮

27/10/2024
জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ধর্য্যসহকারে সামনে এগিয়ে যাওয়া🙏
13/10/2024

জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়
ধর্য্যসহকারে সামনে এগিয়ে যাওয়া🙏

একজন ডিজাইনার হিসেবে এটি অসাধরণ একটি অর্জন । খুব কম সময়ে প্রিমিয়াম কোয়ালিটির 48SKU কাজ সম্পূর্ণ পূর্বক বাজারে রাজত্ব ।সি...
08/10/2024

একজন ডিজাইনার হিসেবে এটি অসাধরণ একটি অর্জন । খুব কম সময়ে প্রিমিয়াম কোয়ালিটির 48SKU কাজ সম্পূর্ণ পূর্বক বাজারে রাজত্ব ।

সিনিয়র ডিজাইনার Fazlul Karim Hridoy, হেড অব ডিজাইন সুজিত দাদা, হেড অব ব্যান্ড Hasan Sarker স্যার ও সম্মনিত সিইও আলী হাসান আলম স্যারসহ পুরো টিমটি অভাবনীয়-অতুলনীয় ।

Chiffon Bread & Cake
বাংলার স্বাদ, যখন তখন

07/10/2024

চারদিকে শুধু অসুস্থতার খবর শুনছি,
আমি চাই সৃষ্টিকর্তা আমার শত্রুকেও সুস্থ রাখুক ।

21/09/2024

কুমিল্লা-ফেনীর বন্যার্তদের সবজির চারা ও সার দেবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগ |

পয়েন্ট এ জয়েন্ট এ রং ডং😃
14/09/2024

পয়েন্ট এ জয়েন্ট এ রং ডং😃

বৎস . . .
09/09/2024

বৎস . . .

Address

S. S. K Road
Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hridoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies