InvinciB PlayS

InvinciB  PlayS This is a Gaming page

06/11/2020

Thanks All
For 500 like and supporting our

Are You Know That
18/09/2020

Are You Know That

আপনি কী জানেন??
18/09/2020

আপনি কী জানেন??

17/09/2020
আপনি কী জানেন?? মেনশন করুন আপনার সেই বন্ধুকে যে ম্যাথ কম পারে
14/09/2020

আপনি কী জানেন?? মেনশন করুন আপনার সেই বন্ধুকে যে ম্যাথ কম পারে

  আপনি কী জানেন??মানুষের বসতবাড়িতে একজোড়া ইঁদুর বিনা বাধায় বংশ বিস্তার করলে বছর শেষে ইঁদুরের সংখ্যা দাঁড়াবে ৮৮০ টিতে
15/05/2020



আপনি কী জানেন??

মানুষের বসতবাড়িতে একজোড়া ইঁদুর বিনা বাধায় বংশ বিস্তার করলে বছর শেষে ইঁদুরের সংখ্যা দাঁড়াবে ৮৮০ টিতে

  Rectangle আপনি জানেন কি Golden Rectangle কি ?উত্তর : যে আয়তের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত           1:1.618 হয় তাকে Go...
14/05/2020

Rectangle

আপনি জানেন কি Golden Rectangle কি ?

উত্তর : যে আয়তের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত
1:1.618 হয় তাকে Golden Rectangle
বলে আর এই অনুপাতকে Golden Ratio
বলে

11/05/2020

জীবনকে সবসময় সহজভাবে নিবেন তাহলে দেখবেন কোনো কিছুই কঠিন লাগবে না। 🥰🥰

03/05/2020

আমরা সবাই বিভিন্ন দিবসের কথা শুনেছি। যেমন :বিশ্ব নারী দিবস, বিশ্ব পানি দিবস ইত্যাদি ইত্যাদি। কিন্তু কেউ কী বিশ্ব ""ইমোজি দিবস 😊"" নাম শুনছেন। আমরা প্রতিদিন ফেসবুক,ইন্সট্রাগ্রাম, মেসেঞ্জার ইত্যাদিতে ইমোজি ব্যাবহার করি। কী সবাই কী অবাক হচ্ছেন। অবাক হবার কিছু নেই । প্রতিবছর ১৭ জুলাই বিশ্ব ""ইমোজি😊 ""দিবস পালন হয়ে থাকে।
এখন অনেকেই বলতে পারেন যে ১৭ জুলাই কেন হলো? উওরটা হলো, "জুলাই 17 হল একটি তারিখ যা তার নিজস্ব ইমোজিতে প্রদর্শিত হয়। 📅 ক্যালেন্ডার ইমোজিতে বিখ্যাতভাবে প্রদর্শিত, এটি জুলাই 17 E বিশ্ব ইমোজি দিবসের সঠিক তারিখ তৈরি করে। কেন পঞ্জিকা ইমোজি 17 জুলাই দেখায়। ২০০২ সালে ম্যাকওয়ার্ড এক্সপোতে ম্যাকের জন্য আইকালটি প্রথম ঘোষণা করার তারিখটি। আমরা এখন বিশ্ব ইমোজি দিবসে এটি ব্যবহার করি।বিশ্ব ইমোজি দিবস কে তৈরি করেছেন?🌍 বিশ্ব ইমোজি দিবসটি ইমোজিপিডিয়া প্রতিষ্ঠাতা জেরেমি বুর্গ দ্বারা ২০১৪ সালে তৈরি করা হয়েছিল 📙 mo ইমোজিপিডিয়া এই বিশ্বব্যাপী ছুটির রক্ষক এবং এই ওয়েবসাইটটির জন্য দায়ী।ইমোজিপিডিয়া প্রতি মাসে 25 মিলিয়নেরও বেশি ইমোজি লুকআপ সরবরাহ করে এবং আমরা আমাদের সময় we ইমোজি সংজ্ঞাগুলি আপডেট করতে, ইমোজি 🔄 পরিবর্তনগুলি ট্র্যাক করতে এবং বিশ্বকে সর্বশেষতম ইমোজি সংযোজন এবং অনুমোদনের বিষয়ে অবহিত করতে ব্যয় করি।...

All information collect from worldemojday.com

আমরা সবাই গুগল সার্চ ইঞ্জিন ব্যাবহার করি কিন্তু মজার ব্যাপার হলো আপনি যদি গুগলে সার্চ করেন askew তাহলে দেখা যাবে যে পুরো...
02/05/2020

আমরা সবাই গুগল সার্চ ইঞ্জিন ব্যাবহার করি কিন্তু মজার ব্যাপার হলো আপনি যদি গুগলে সার্চ করেন askew তাহলে দেখা যাবে যে পুরো সার্চ ইঞ্জিনটা হেলানো। তাই দেরি না করে এখনি সার্চ ইঞ্জিনে সার্চ করে দেখুন 😀😀

30/04/2020

জীববিজ্ঞান
(নবম ও দশম শ্রেণী )
-------------------------------------------------------
একাদশ অধ্যায়
( জীবের প্রজনন)
🚩১ম পর্ব 🚩
🔺🔺🔺
১. প্রজনন কী ?
উওর: যে প্রক্রিয়ায় তার বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বলে।
২. প্রজনন কত প্রকার ও কী কী?
উওর :২ প্রকার। যথা : যৌন ও অযৌন।
৩. সহবাসী উদ্ভিদ কী ?
উওর :উন্নত উদ্ভিদে পুং জননকোষ ও স্ত্রী জননকোষ একই দেহে সৃষ্টি হয়। এরা সহবাসী উদ্ভিদ।
৪. ভিন্নবাসী উদ্ভিদ কী ?
উওর : পুং ও স্ত্রী জননকোষ আলাদা দেহে সৃষ্টি হয় তখন সেই উদ্ভিদকে ভিন্নবাসী উদ্ভিদ বলে।
৫. ফুল কী ?
উওর :প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপই হলো ফুল।
৬. সম্পূর্ণ ফুল বা আদর্শ ফুল কাকে বলে ?
উওর : যে ফুলের পাঁচটি স্তবক (পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক)উপস্থিত থাকে, তাকে সম্পূর্ণ ফুল বা আদর্শ ফুল বলে।যেমন :জবা, ধুতুরা।
৭. অসম্পূর্ণ ফুল কাকে বলে ?
উওর : যে ফুলের পাঁচটি স্তবেরক (পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক)একটি অনুপস্থিত থাকলে, তাকে অসম্পূর্ণ ফুল বলে। যেমন : লাউ, কুমড়া।
৮.সবৃন্তক ফুল কাকে বলে ?
উওর : বৃন্তযুক্ত ফুলকে সবৃন্তক ফুল বলে। যেমন : জবা, কুমড়া।
৯. অবৃন্তক ফুল কাকে বলে ?
উওর : বৃন্তহীন ফুলকে অবৃন্তক ফুল বলে। যেমন : হাতীশুঁড়।
১০.উভলিঙ্গ ফুল কাকে বলে ?
উওর : যে ফুলে পুংওস্ত্রী স্তবক উভয় লিঙ্গ উপস্থিত থাকে তাকে উললিঙ্গ ফুল বলে। যেমন : জবা, ধুতুরা।
১১.একলিঙ্গ ফুল কাকে বলে ?
উওর : পুংস্তবক বা স্ত্রীস্তবক এর যেকোনো একটি অনুপস্থিত থাকলে তাকে একলিঙ্গ ফুল বলে। যেমন : লাউ, কুমড়া।
১২.ক্লীব ফুল কাকে বলে?
উওর : পুংস্তবক বা স্ত্রীস্তবক দুটোই অনুপস্থিত থাকলে তাকে ক্লীব ফুল বলে। যেমন : কলাবতী।
১৩. বৃতি কাকে বলে ?
উওর :ফুলের বাইরের স্তবককে বৃতি বলে।
১৪.পরাগথলি কী ?
উওর : পুংকেশরের পুংদন্ডের মতো অংশটিই পরাগধানী বা পরাগথলি।
১৫. ফিটাস কী ?
উওর : প্রায় ৮ সপ্তাহ ভ্রুণকে ফিটাস বলে।

28/04/2020

জীবনে ভাগ্যে বলতে কিছু নেই 😌,
যা আছে তা হলো পরিশ্রমের ফসল 🙂,তাই ভাগ্যের পিছনে দৌড়ায়ে কোনো লাভ নেই😊🙃

28/04/2020

লোক কি বলবে ওই টা নিয়ে ভেবে বসে থাকলে 🙂🙃কারণ লোকের কথাই তো জীবন চলে না

25/04/2020

🙂অদৃশ্য মুদ্রার পিছনে দৌড়াইয়েন না 😀Keep Your Happiness Affordable 🙃

25/04/2020

প্রত্যেককে বিশ্বাস করা বিপদজনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশী বিপদজনক --- আব্রাহাম লিংকন। 😊😊

24/04/2020

যা তুমি নিজে করো না বা করতে পারো না, তা অন্যকে উপদেশ দিও না।😊😊---হযরত আলী (রাঃ)

24/04/2020

😀অজানাকে জানতে হবে, দেখতে হবে😀
😉😉গনিতের মজার প্রশ্ন ৩😃😃
🤔🤔১থেকে ১০০ পর্যন্ত কৃএিম সংখ্যা কয়টি? 🤔
উওর:১ থেকে ১০০ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা ২৫টি। ১ মৌলিকও না যৌগিকও না। কাজেই ১ থেকে ১০০ পর্যন্ত কৃএিম সংখ্যা ৭৪ টি।

23/04/2020

😀অজানাকে জানতে,দেখতে,শিখতে হবে😀
😉😉গনিতের মজার প্রশ্ন ২😃😃
😉😉গনিতের সম্রাট কাকে বলা হয়??🤔🤔
উওর:আদিকালেই গনিতের যাএা শুরু হয়।বিভিন্ন যুগে গণিতবিদের জন্ম হয়েছে এবং তাদের মাধ্যমে গনিতের উৎকর্ষ সাধন হয়ে আজকের অবস্থায় এসেছে। একক কারো অবদানে গনিতের উদ্ভব হয়নি বিধায় কাউকে গনিতের সম্রাট বলা হয় না। তবে আর্কিমিডিস, গাউস এবং নিউটনকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ গনিতবিদ বলা হয়।

23/04/2020

😍মা😍 কে নিয়ে ১০ টি উক্তি 🥰
মায়েরা এমনই হয়। ভালোবাসি সকল মায়েদেরকে 😍।ভালো থাকুক পৃথিবীর সকল মায়েরা 🥰😍

১. আব্রাহাম লিংকন– যার মা আছে সে কখনইগরীব নয়।
২. জর্জ ওয়াশিংটন– আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা হলেন আমার মা। মায়ের কাছে আমি চিরঋণী। আমার জীবনের সমস্ত অর্জন তারই কাছ থেকে
পাওয়া নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শারিরীক শিক্ষার ফল।
৩. জোয়ান হেরিস— সন্তানেরা ধারালো চাকুর মত। তারা না চাইলেও মায়েদের কষ্ট দেয়।আর মায়েরা তাদের
শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানদের সাথে লেগে থাকে।
৪. এলেন ডে জেনেরিস– -আমার বসার ঘরের দেয়ালে আমার মায়ের ছবি টাঙানো আছে, কারণ তিনিই আমার কাছে সবচেয়ে বড় আকর্ষণ।
৫. সোফিয়া লরেন— কোন একটা বিষয় মায়েদেরকে দুইবার ভাবতে হয়–একবার তার সন্তানের জন্য আরেকবার নিজের জন্য।
৬. মিশেল ওবামা–আমাদের পরিবারে মায়ের ভালোবাসা সবসময় সবচেয়ে টেকসই শক্তি। আর তার একাগ্রতা, মমতা আর বুদ্ধিমত্তাআমাদের মধ্যে দেখে আনন্দিত হই।
৭. নোরা এফ্রন–মা আমাদের সবসময় এটা বুঝাতে চাইতেন যে জীবনের চরম কষ্টের মূহুর্তগুলো তোমাদের হাসির কোন গল্পের অংশ হয়ে যাবে এক সময়।
৮. মাইকেল জ্যাকসন— আমার মা বিস্ময়কর আর আমার কাছে উৎকর্ষতার আরেক নাম।
৯. শিয়া লাবেউফ— সম্ভবত আমার দেখা সবচেয়ে আবেদনময়ী আমার মা।
১০. দিয়াগো ম্যারাডোনা— আমার মা মনে করেন আমিই সেরা আর মা মনে করেন বলেই আমি সেরা হয়ে গড়ে উঠেছি।

22/04/2020

বন্ধুত্ব নিয়ে কিছু উক্তি
ভালো থাকুক সব বন্ধুরা 😊🙃

বন্ধুদের মধ্যে সবকিছুতেই একতা থাকে --প্লেটো

বন্ধত্ব একমাত্র সিমেন্ট যা সবসময় পৃথিবীকে একত্র রাখতে পারবে --উইড্রো উইলসন

নিয়তি তোমার আত্মীয় বেছে দেয়, আর তুমি বেছে নাও তোমার বন্ধু --জ্যাক দেলিল

যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালবাসার সময় পাবে না --মাদার তেরেসা

অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে ভালো --হেলেন কেলার

যদি থাকে বন্ধুর মন গাং পাড় হইতে কতক্ষন --জীবনানন্দ দাশ

21/04/2020

বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমানের
দশটি উক্তি 😊😊
😊😊
(১) কোনো জেল জুলুমই কোনোদিন আমাকে টলাতে পারেনি, কিন্তু মানুষের ভালবাসা আমাকে বিব্রত করে তুলেছে

(২)ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না। বিদেশ থেকে ভিক্ষা করে এনে দেশকে গড়া যাবে না। দেশের মধ্যেই পয়সা করতে হবে।

(৩)এই স্বাধীনতা তখনি আমার কাছে প্রকৃত স্বাধীনতা হয়ে উঠবে, যেদিন বাংলার কৃষক-মজুর ও দুঃখী মানুষের সকল দুঃখের অবসান হবে

(৪)আমার দেশবাসীর কল্যাণের কাছে আমার মতো নগণ্য ব্যক্তির জীবনের মূল্যই -বা কতটুকু? মজলুম দেশবাসীর বাঁচার জন্য সংগ্রাম করার মতো মহান কাজ আর কিছু আছে বলিয়া মনে করি না

(৫) আমাদের চাষীরা হল সবচেয়ে দু:খী ও নির্যাতিত এবং তাদের অবস্হার উন্নতির জন্যে আমাদের উদ্যোগের বিরাট অংশ অবশ্যই তাদের পেছনে নিয়োজিত করতে হবে

(৬)জনগণকে ছাড়া, জনগণকে সংঘবদ্ধ না করে, জনগণকে আন্দোলনমুখী না করে এবং পরিস্কার আদর্শ সামনে না রেখে কোনোরকম গণ আন্দোলন হতে পারেনা।

(৭)আওয়ামিলীগ ক্ষমতা আটকে রাখার জন্য রাজনীতি করে না। ক্ষমতায় যাওয়ার ইচ্ছা থাকলে আইন করে ক্ষমতায় অধিষ্ঠিত থাকতে পারত।

(৮)আমি আমার জন্মদিনের উৎসব পালন করি না। এই দু:খিনী বাংলায় আমার জন্মদিনই-বা কি আর মৃত্যুদিনই-বা কি?

(৯)যার মনের মধ্যে আছে সাম্প্রদায়িকতা সে হলো বন্য জীবের সমতূল্য

(১০)সরকারী কর্মচারীদের জনগণের সাথে মিশে যেতে হবে। তাঁরা জনগণের খাদেম, সেবক, ভাই। তাঁরা জনগণের বাপ, জনগণের ভাই, জনগণের সন্তান। তাঁদের এই মনোভাব নিয়ে কাজ করতে হবে।

21/04/2020

প্রশ্নঃ বৃও ও শূন্য একই রকম হলেও আমরা শূন্যকে বৃও বলি না কেন??🤔🤔

উওরঃ বৃও ও শূন্য দেখতে একই রকম হলেও শূন্য ও বৃও এক কথা নয়। কারণ একটি বিন্দু আরেকটি বিন্দুকে কেন্দ্র করে একটি সমতলে সমান দূরত্ব বজায় রেখে ঘুরলে, ঐ বিন্দুর সঞ্চারপথকে বৃও বলা হয়।
আর শূন্য হলো একটি অংক।
.. Collect from :গনিত উৎসবের প্রশ্নোওর
(ইলিয়াস উদ্দীন বিশ্বাস)

16/04/2020

📢📢📢Attention📢📢📢
আস-সালামু আালাইকুম,
Open MinD AcademY পেজ এ আপনাকে স্বাগতম । Open MinD AcademY শিক্ষার্থীদের কৌতূহলী প্রশ্ন ও তাদের পাঠ্যপুস্তকের সমস্যা নিয়ে কাজ করে থাকে এবং সমাধান করে দিয়ে থাকে।
এছাড়াবিজ্ঞান,প্রযুক্তি,শিক্ষা,ইতিহাস,সংস্কৃতি ইত্যাদির বিষয়ে বিভিন্ন নিত্যনতুন তথ্য পেতে আমাদের পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। আমাদের পাশে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।😊😊
যোগাযোগ :০১৯৩২৫৯৩৭২৪
০১৭৩৫১০৪১৬৩

Send a message to learn more.

Address

Feni

Telephone

+8801932593724

Website

Alerts

Be the first to know and let us send you an email when InvinciB PlayS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to InvinciB PlayS:

Videos

Share


Other Gaming Video Creators in Feni

Show All