30/04/2020
জীববিজ্ঞান
(নবম ও দশম শ্রেণী )
-------------------------------------------------------
একাদশ অধ্যায়
( জীবের প্রজনন)
🚩১ম পর্ব 🚩
🔺🔺🔺
১. প্রজনন কী ?
উওর: যে প্রক্রিয়ায় তার বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বলে।
২. প্রজনন কত প্রকার ও কী কী?
উওর :২ প্রকার। যথা : যৌন ও অযৌন।
৩. সহবাসী উদ্ভিদ কী ?
উওর :উন্নত উদ্ভিদে পুং জননকোষ ও স্ত্রী জননকোষ একই দেহে সৃষ্টি হয়। এরা সহবাসী উদ্ভিদ।
৪. ভিন্নবাসী উদ্ভিদ কী ?
উওর : পুং ও স্ত্রী জননকোষ আলাদা দেহে সৃষ্টি হয় তখন সেই উদ্ভিদকে ভিন্নবাসী উদ্ভিদ বলে।
৫. ফুল কী ?
উওর :প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপই হলো ফুল।
৬. সম্পূর্ণ ফুল বা আদর্শ ফুল কাকে বলে ?
উওর : যে ফুলের পাঁচটি স্তবক (পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক)উপস্থিত থাকে, তাকে সম্পূর্ণ ফুল বা আদর্শ ফুল বলে।যেমন :জবা, ধুতুরা।
৭. অসম্পূর্ণ ফুল কাকে বলে ?
উওর : যে ফুলের পাঁচটি স্তবেরক (পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক)একটি অনুপস্থিত থাকলে, তাকে অসম্পূর্ণ ফুল বলে। যেমন : লাউ, কুমড়া।
৮.সবৃন্তক ফুল কাকে বলে ?
উওর : বৃন্তযুক্ত ফুলকে সবৃন্তক ফুল বলে। যেমন : জবা, কুমড়া।
৯. অবৃন্তক ফুল কাকে বলে ?
উওর : বৃন্তহীন ফুলকে অবৃন্তক ফুল বলে। যেমন : হাতীশুঁড়।
১০.উভলিঙ্গ ফুল কাকে বলে ?
উওর : যে ফুলে পুংওস্ত্রী স্তবক উভয় লিঙ্গ উপস্থিত থাকে তাকে উললিঙ্গ ফুল বলে। যেমন : জবা, ধুতুরা।
১১.একলিঙ্গ ফুল কাকে বলে ?
উওর : পুংস্তবক বা স্ত্রীস্তবক এর যেকোনো একটি অনুপস্থিত থাকলে তাকে একলিঙ্গ ফুল বলে। যেমন : লাউ, কুমড়া।
১২.ক্লীব ফুল কাকে বলে?
উওর : পুংস্তবক বা স্ত্রীস্তবক দুটোই অনুপস্থিত থাকলে তাকে ক্লীব ফুল বলে। যেমন : কলাবতী।
১৩. বৃতি কাকে বলে ?
উওর :ফুলের বাইরের স্তবককে বৃতি বলে।
১৪.পরাগথলি কী ?
উওর : পুংকেশরের পুংদন্ডের মতো অংশটিই পরাগধানী বা পরাগথলি।
১৫. ফিটাস কী ?
উওর : প্রায় ৮ সপ্তাহ ভ্রুণকে ফিটাস বলে।