National University is rich in information

02/02/2024

নীতিহীন মানুষ
কাঁটাহীন ঘড়ির মতোই।

30/01/2024

──༅༎﷽༎༅──∙
°❝ইসলাম যেমন সুন্দর, ইসলামের
শিক্ষাও তেমন সুন্দর❞°!
♡︎°আলহামদুলিল্লাহ°♡︎

24/01/2024

পিতার সম্পত্তি ভাগ করার সময় শরিফ জীবনেও নিজেকে শরীফা বলে পরিচয় দিবে না..!!

20/01/2024

মানুষ এক সময় না একসময় জয়ী হয়,
পরাজিত হওয়ার জন্য মানুষের জন্ম হয় নাই

17/11/2023

🟥 ২ টি ঘটনা:
১. Yahoo কোম্পানি Google কে প্রত্যাখ্যান করেছিল।
২. Nokia কোম্পানি Android কে প্রত্যাখ্যান করেছিল।

👉 কি শিখলাম:
২টি কোম্পানি আজ মার্কেটে খুব খারাপ অবস্থায় আছে।
√ সময়ের সাথে নিজেকে আপডেট করুন, অন্যথায় আপনি টিকতে পারবেন না।
√ কোন ঝুঁকি না নেওয়া সবচেয়ে বড় ঝুঁকি। ঝুঁকি নিন এবং নতুন প্রযুক্তি গ্রহণ করুন।

🟪 আরো ২ টি ঘটনা:
১. Google কোম্পানি YouTube এবং Android কিনে নিয়েছে।
২. Facebook কোম্পানি Instagram এবং WhatsApp কিনে নিয়েছে।

👉 কি শিখলাম:
√এত শক্তিশালী হয়ে যান যে আপনার শত্রুরা আপনার মিত্র হয়ে যায়।
√দ্রুত বড় হয়ে উঠুন। প্রতিযোগিতা আপনাথেকেই নির্মুল হয়ে যাবে।

🟨 আরো ২ টি ঘটনা:
১. বারাক ওবামা একজন আইসক্রিম বিক্রেতা ছিলেন।
২. এলন মাস্ক ছিলেন একটি কাঠের কারখানার শ্রমিক।

👉 কি শিখলাম:
√মানুষের অতীত কাজের ভিত্তিতে বিচার করবেন না।
√ আপনার বর্তমান আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না, আপনার সাহস এবং কঠোর পরিশ্রম তা নির্ধারণ করে।

🟦 আরো ২ টি ঘটনা:
১. কর্নেল স্যান্ডার্স ৬৫ বছর বয়সে KFC তৈরি করেছিলেন।
২. KFC কর্তৃক প্রত্যাখ্যাত জ্যাক মা আলিবাবা প্রতিষ্ঠা করেন।

👉 কি শিখলাম:
√বয়স শুধুমাত্র একটি সংখ্যা - আপনি যে কোন বয়সে সফল হতে পারেন।
√জীবনে কখনো হাল ছাড়বেন না - কেবল মাত্র তারাই জয়ী হবেন যারা কখনো হাল ছাড়েননি।

🟫 ২ টি শেষ ঘটনা:
১. ফেরারির মালিক একজন ট্রাক্টর প্রস্তুতকারককে অপমান করেছিলেন।
২. সেই ট্র্যাক্টর নির্মাতা ল্যাম্বোরগিনি তৈরি করেছেন।

👉 কি শিখলাম:
√কখনই কাউকে অবমূল্যায়ন করবেন না বা অসম্মান করবেন না।
√সাফল্য হল সেরা প্রতিশোধ।

∆ আপনি যে কোন বয়সে এবং যেকোনো পটভূমি থেকে সফল হতে পারেন।

∆ বড় স্বপ্ন দেখুন, লক্ষ্য স্থির করুন,কঠোর পরিশ্রম করুন।

✅ কখনোই হাল ছাড়বেন না, জীবনে আশা হারাবেন না। ✅ জয় নিশ্চিত। ইন-শা-আল্লাহ ।

[সংগৃহীত]

03/11/2023

শেয়ার করে টাইমলাইনে রেখে দিন,

03/11/2023

ভালো তাকেই বাসো,
যে টাকা নেই শুনলেই
বিকাশে টাকা পাঠিয়ে দেয় 💙

30/10/2023

তুমি যাকে ভালোবাসবে
তার সবটাই দিয়ে ভালোবাসবে
এডজাস্টমেন্ট মানে হেরে যাওয়া নয়

হয়তো  এমন-ই
09/10/2023

হয়তো এমন-ই

বাস্তবতা এমনই
28/09/2023

বাস্তবতা এমনই

Soরি স্যাR
26/09/2023

Soরি স্যাR

আসেন, সব বাদ দিয়ে দীপক লাল কাকার দুঃখের কাহিনি শুনেন। দীপক লাল মুম্বাইর প্রতিষ্ঠিত এক ব্যবসায়ী। তার কম্পানীতে প্রায় ৭০০ ...
24/09/2023

আসেন, সব বাদ দিয়ে দীপক লাল কাকার দুঃখের কাহিনি শুনেন। দীপক লাল মুম্বাইর প্রতিষ্ঠিত এক ব্যবসায়ী। তার কম্পানীতে প্রায় ৭০০ লোক কাজ করে। এই মেয়েও তাদের একজন।

মেয়েকে দেখে দীপক লালের ভাল লেগে যায়। কিছুদিন পর বিয়ের প্রস্তাব দেয়। মেয়ে রাজী হয় দুটি শর্তে।
১) কম্পানির অর্ধেক তার নামে লিখে দিতে হবে।
২) সেটা বিয়ের পরে বলবে।

যেহেতু দীপক লালের আর কোন ছেলে-মেয়ে-বউ নাই তাই কম্পানির অর্ধেক লিখে দিয়ে তাকে বিয়ে করে। মহা ধুমধামে তাদের বিয়ে হয়। মুহুর্তের মধ্যে মেয়ে হয়ে যায় অর্ধেক কম্পানির মালিক।

বিয়ের সব আয়োজন শেষে তাকে জিজ্ঞেস করা হয় তার দ্বিতীয় শর্ত কি?

মেয়ে বলে…..

মেয়ে বলে, দীপক লাল আমার কাছে আসতে পারবে না। আমাকে ছুতে পারবে না। আমাকে ছুতে হলে প্রত্যেকবার ৫ হাজার রুপি করে দিতে হবে।

সবাই বলে উঠে এটা আবার কেমন শর্ত?

মেয়ের স্পষ্ট কথা, দীপক লাল বুড়ো হয়ে গেছে, তার হারাবার কিছু নাই। কিন্তু আমার তো হারাবার অনেক কিছু আছে। সেগুলো আমি ফ্রি ফ্রি হারাতে চাই না। তাই টাকা দিতেই হবে। না হলে কাছে আসলে জবরদস্তি করার মামলা করবো 😂😂😂

কেনো?
23/09/2023

কেনো?

ঠিক আছে এবার
22/09/2023

ঠিক আছে এবার

🥰ছাত্রীকে প্রাইভেট পড়ানো শেষে চলে আসার সময় বললাম, "তোমার সাথে আমার কিছু কথা ছিল, কিছু দিন ধরেই বলতে চাচ্ছি। কিন্তু কিভাব...
21/09/2023

🥰

ছাত্রীকে প্রাইভেট পড়ানো শেষে চলে আসার সময় বললাম, "তোমার সাথে আমার কিছু কথা ছিল, কিছু দিন ধরেই বলতে চাচ্ছি। কিন্তু কিভাবে যে বলি !"

ছাত্রী বললো, "কি বলবেন, বলেন,
কোন সমস্যা নেই"

আমি বললাম, "না থাক, আরেক দিন বলবো ।"

এরপর থেকে ছাত্রী প্রতিদিন পড়ানো শেষ হলে চলে আসার সময় জিজ্ঞেস করতো, "স্যার
আপনি না আমাকে কি যেনো বলতে
চেয়েছিলেন, আজকে বলেন!"

আমি এখনও উত্তর দেই, "আরেকদিন বলবো ।"

পঞ্চম দিনের মাথায় ছাত্রী জানালো, "স্যার, কালকে দুপুর বেলা পড়তে পারবনা, আমরা বেড়াতে যাব । ওখান থেকে সন্ধার সময় আসবো । সন্ধ্যার পরে পড়বো ।"

আমি বললাম, "আচ্ছা আমি সন্ধ্যার দিকেই আসবো ।"

পরদিন সন্ধ্যার সময় ওদের বাসায় গেলাম, গিয়ে তো আমি অবাক ! বাসা পুরো খালি, বাসায় ছাত্রী ছাড়া কেউ নেই ! আরও অবাক হয়ে লক্ষ্য
করলাম ,যে ছাত্রী সারা বছর সেলোয়ার কামিজ পরে, সে আজকে সুন্দর করে সেজে গুজে শাড়ি পরেছে ! একেবারে কড়া সাজ দিয়েছে ! এমনিতেই
তো মেয়েটা অনেক সুন্দর, সাজার
কারনে আজকে আরও বেশী সুন্দর
লাগছে ।

আমি জিজ্ঞেস করলাম, "তোমার পরিবারের লোকজন কই ?? তাদের কে দেখছি না কেনো?

লাজুক হেসে ছাত্রী জবাব দিলো, "সন্ধ্যার দিকে বাড়ির সবাই মিলে মামাতো বোনের জন্মদিনে গেছে !
সবার আসতে আসতে রাত ১১ টা বেজে যাবে। আমি বলেছি আমার শরীর খারাপ লাগছে, আমি যেতে পারবো না, মিথ্যে বলে তাদেরকে পাঠিয়ে দিয়েছি !"

আমি বললাম, "আর আমাকে মিথ্যে
বলেছ যে দুপুরে তোমরা বেড়াতে যাবে ! এত মিথ্যে কথা শিখে গেছো ?!"

আমার কথা শুনে ছাত্রী খিল খিল
করে হাঁসতে লাগলো । বললো, "আপনার জন্যই তো এমন করলাম।
আপনি অনেক দিন ধরেই আমাকে কী যেনো একটা বলতে চাইছেন! অথচ লজ্জায় বলতে পারছেন না! আজকে বাসায় কেউ নেই, আজকে বলেন স্যার । কি বলতে চান ???"

আমি বললাম, "আসলে তোমাকে কথাটা কিভাবে যে বলি ! আমার
লজ্জা করছে । কিছু মনে করবে না
তো ?"

ছাত্রী বললো, "আপনার যা খুশি বলতে পারেন। আমার কোনো সমস্যা নেই, আমি কিছুই মনে করবো না । আপনার মনের কথাটা শোনার জন্যই তো আজকে সন্ধ্যার
দিকে আসতে বলেছি !"

আমি বললাম,"আসলে কথাটা হচ্ছে …
না থাক তুমি যদি ভুল কিছু মনে করো !"

ছাত্রী বললো , "প্লীজ স্যার বলেন, আমি কিছুই মনে করবো না ।"

বলেই গভীর দৃষ্টিতে আমার চোখের
দিকে তাকিয়ে রইলো !

আমি বললাম, "মানে কথাটা হচ্ছে
ইদানিং হাতটা খুব টানা টানি যাচ্ছে । তোমাদের এখানে প্রায় তিন মাসের বেতন আটকে আছে

বিক্রি করবোদাম;499 টাকাডেলিভারি চার্জ;150 টাকাইমারজেন্সি বই কিনা লাগবে তাই বিক্রি করতে চাচ্ছিকেউ নিলে বলেন,🙃😁
21/09/2023

বিক্রি করবো
দাম;499 টাকা
ডেলিভারি চার্জ;150 টাকা
ইমারজেন্সি বই কিনা লাগবে তাই বিক্রি করতে চাচ্ছি
কেউ নিলে বলেন,🙃😁

08/09/2023

মীর জাফরের বান্ধবীর নাম কি ছিল?🙂

07/09/2023

আচ্ছা বলুনতো,
২০৯৯ সাল এর পরের সালটি কি হবে.....?

সখ করে চাচাতো বোন কে বিয়ে করেছিলাম....হতোচ্ছাড়ি টা উঠতে বসতে ভাইয়া ডাকে....।আমিঃ ভাইয়া ডাকোস ক্যা...বর বলে ডাকতে পারোস ন...
03/09/2023

সখ করে চাচাতো বোন কে বিয়ে করেছিলাম....হতোচ্ছাড়ি টা উঠতে বসতে ভাইয়া ডাকে....।

আমিঃ ভাইয়া ডাকোস ক্যা...বর বলে ডাকতে পারোস নাহ...।

বউঃ নাহ আমার সরম করে...আমি ভাইয়াই বলবো...।

আমিঃ হায়রে আমার ফুডা কপাল....বউয়ের মুখে শুনতে হচ্ছে ভাইয়া...।

বিয়ের কয়েক মাস পর...আমি অফিসে বসে কাজ করতেছিলাম...হঠাৎ আম্মু ফোন দিয়ে বলে বউ আমার অসুস্থ হয়ে পড়েছে....। আমি তাড়াহুড়ো করে বাড়িতে চলে আসি...। বাড়িতে আসতেই দেখি সবাই আমার দিকে তাকিয়ে মিট মিট করে হাসতেছে...আমি কাউ কে কিছু নাহ বলে আমার রুমে চলে আসি....বিছানায় দেখি বউ আমার শুয়ে আছে...আমি বউয়ের কাছে গিয়ে কপালে হাত দিতেই...বউ ঘুম থেকে উঠে পড়লো...।

আমিঃ কি হয়েছে তোমার...।

বউ আমার কানে কানে ফিস ফিস করে বললো....আপনি মামা হতে চলেছেন!😐
©

যখন টাকার অভাবে স্কেল কিনতে পারি না। 🙂🥹
03/09/2023

যখন টাকার অভাবে স্কেল কিনতে পারি না। 🙂🥹

দরকারটা যখন রেগুলার হয়ে থাকে... মেনশন করুন সেই দরকারি বন্ধুরে
02/09/2023

দরকারটা যখন রেগুলার হয়ে থাকে...
মেনশন করুন সেই দরকারি বন্ধুরে

অসাধারণ প্রতিভা
02/09/2023

অসাধারণ প্রতিভা

যুক্তি আছে
01/09/2023

যুক্তি আছে

কেনো?🫣
30/08/2023

কেনো?🫣

13/07/2023

ডিগ্রি ২য় বর্ষ
সমাজকর্ম ৩য় পত্র সাজেশন
বিষয় কোড: ১২২১০১

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

১. জাতীয় শিক্ষানীতি কত সালে প্রণীত হয়?
উত্তর: জাতীয় শিক্ষানীতি ২০১০ সালে প্রণীত হয়।

২. ‘Social Policy’ গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘Social Policy’ গ্রন্থের লেখক Richard M.Titmass.

৩. ECNEC এর পূর্ণরূপ কী?
উত্তর: ECNEC এর পূর্ণরূপ হলো- Executive Committee on National Economic Counicil.

৪. যেকোনো নীতির চূড়ান্ত অনুমোদন কে করেন?
উত্তর: যেকোনো নীতির চূড়ান্ত অনুমোদন রাষ্ট্রপ্রধান করেন।

৫. বর্তমান জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রাথমিক শিক্ষার মেয়াদ হবে কত বছর?
উত্তর: বর্তমান জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রাথমিক শিক্ষার মেয়াদ হবে ৮ বছর।

৬. জাতীয় শিশুনীতি কত সালে প্রণীত হয়?
উত্তর: জাতীয় শিশুনীতি ২০১১ সালে প্রণীত হয়।

৭. জাতীয় যুব উন্নয়ন নীতি অনুসারে বাংলাদেশে যুবদের বয়সসীমা কত?
উত্তর: জাতীয় যুব উন্নয়ন নীতি অনুসারে বাংলাদেশে যুবদের বয়সসীমা ১৮ থেকে ৩৫ বছর।

৮. বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা কে?
উত্তর: বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. মো. ইব্রাহীম।

৯. সর্বপ্রথম কোথায় ‘Rupablic’ পরিকল্পনা ধারণাটি পাওয়া যায়?
উত্তর: সর্বপ্রথম ‘Rupablic’ পরিকল্পনা ধারণাটি পাওয়া যায়।

১০. উন্নয়ন পরিকল্পনার উদ্ভাবক কোন দেশ?
উত্তর: উন্নয়ন পরিকল্পনার উদ্ভাবক রাশিয়া দেশ।

১১. পঞ্চম পঞ্চবার্ষিকি পরিকল্পনার মেয়াদকাল কত?
উত্তর: পঞ্চম পঞ্চবার্ষিকি পরিকল্পনার ১৯৯৭- ২০০২ সাল পর্যন্ত।

১২. ষষ্ঠ পঞ্চবার্ষিকি পরিকল্পনার সময়সীমা লেখ।
উত্তর: ষষ্ঠ পঞ্চবার্ষিকি পরিকল্পনার সময়সীমা২০১১-’১৫ সাল পর্যন্ত।

১৩. বাংলাদেশে গ্রামীণ সমাজসেবা কর্মসূচি কবে চালু হয়?
উত্তর: বাংলাদেশে গ্রামীণ সমাজসেবা কর্মসূচি ১৯৭৪ চালু হয়।

১৪. জাতীয় সমাজকল্যাণ পরিষদ কখন গঠিত হয়?
উত্তর: জাতীয় সমাজকল্যাণ পরিষদ ১৯৫৬ সালে গঠিত হয়।

১৫. শিশুকল্যাণ কী?
উত্তর: সাধারণত শিশুদের আর্থসামাজিক ও মনোদৈহিক কল্যাণের লক্ষ্যে নিয়োজিত শিশুকল্যাণমূলক কার্যক্রমের সমষ্টিই শিশুকল্যাণ।

১৬. বাংলাদেশে সর্বপ্রথম কত সালে চিকিৎসা সমাজকর্ম চালু হয়?
উত্তর: বাংলাদেশে সর্বপ্রথম ১৯৫৪ সালে চিকিৎসা সমাজকর্ম চালু হয়।

১৭. জাতীয় জনসংখ্যা নীতির স্লোগান কী?
উত্তর: জাতীয় জনসংখ্যা নীতির স্লোগান হলো ‘ছেলে হোক বা মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট।

১৮. UNICEF- এর সদর দপ্তর কোথায়?
উত্তর: UNICEF- এর সদর দপ্তর নিউইয়র্ক।

১৯. ILO- এর সদর দপ্তর কোথায়?
উত্তর: ILO- এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়।

২০. NGO- এর পূর্ণরূপ কী?
উত্তর: NGO- এর পূর্ণরূপ হলো- Non- Governmental OrganiZation.

২১. ব্র্যাকের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ।

২২. কত সালে প্রবীণ হিতৈষী সংঘ প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৬০ সালে প্রবীণ হিতৈষী সংঘ প্রতিষ্ঠিত হয়।

২৩. কোন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশে আধুনিক সমাজকল্যাণেল সূত্রপাত ঘটে?
উত্তর: প্রশিক্ষণমূলক কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশে আধুনিক সমাজকল্যাণেল সূত্রপাত ঘটে।

২৪. ব্র্যাক কখন প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ব্র্যাক ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়।

২৫. ইউএনএফপিএর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: ইউএনএফপিএর সদর দপ্তর আমেরিকার নিউইয়র্কে অবস্থিত।

২৬. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।

২৭. CARE এর পূর্ণরূপ কী?
উত্তর: CARE এর পূর্ণরূপ হলো- Cooperative for American Relief Everywhere.

২৮. রেডক্রস সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: রেডক্রস সোসাইটি হেনরি ডুনান্ট প্রতিষ্ঠা করেন।

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি

১. সামাজিক নীতি বলতে কী বুঝ?
২. সামাজিক নীতির বৈশিষ্ট্য লৈখ।
৩. বাংলাদেশে UNFPA এর কার্যক্রম কী কী?
৪. কার্যকর পরিকল্পনার পূর্বশর্ত কী?
৫. পরিকল্পনার প্রকারভেদ উল্লেখ কর।

৬. হাসপাতাল সমাজসেবা বলতে কী বুঝায়?
৭. সরকারি ও স্বেচ্ছামূলক সমাজকল্যাণ বলতে কী বুঝ?
৮. বাংলাদেশে পরিকল্পনা প্রণয়ণের সমস্যাবলি চিহ্নিত কর।
৯. বাংলাদেশে সমাজসেবা কর্মসূচিসমূহ কী?

১০. গ্রামীণ সমাজসেবা বলতে কী বুঝায়?
১১. সংশ্ধেনমূলক কার্যক্রম বলতে কী বুঝায়?
১২. প্রবেশনের শর্তগুলেখ উল্লেখ কর।
১৩. বাংলাদেশেল বহুমূত্র সমিতির লক্ষ ও উদ্দেশ্যসমূহ লেখ।

১৪. বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ উল্লেখ কর।
১৫. বাংলাদেশে ইউনিসেফ এর কমূসূুচিগুলো কী?
অথবা, বালাদেশে ইউনিসেফ এর ভূমিকা লেখ।
১৬. রেড ক্রস ও রেড ক্রিসেন্টের মূল উদ্দেশ্য লেখ।
১৭. প্রশাসন বলতে কী বুঝায়?

১৮. বাংলাদেশের নারী উন্নয়ন নীতির লক্ষসমূহ কী?
১৯. সামাজিক নিরাপত্তার প্রকারভেদ আলোচনা কর।
২০. সমন্বয় বলতে কী বুঝায়?

গ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি

১. সামাজিক নীতির সংজ্ঞা দাও।
২. সামাজিক নীতি প্রণয়নে প্রভাব বিস্তারকারী উপাদানগুলোর বিবরণ দাও।
৩. জাতীয় স্বাস্থনীতি -২০০০এর মূলনীতি ও কর্মকৌশল আলোচনা কর।
৪. বাংলাদেশ রেড- ক্রিসেন্ট সোসাইটি কার্যক্রম বর্ণনা কর।
৫. জাতীয় শিশুনীতির সীমাবদ্ধতা দূরীকরণে তুমি কী সুপারিশ করবে?
৬. পরিকল্পনার সংজ্ঞা দাও।বাংলাদেমে পরিকল্পনা প্যণয়নের সমস্যা চিহ্নিত কর।

৭. যুব কল্যাণ ধারণাটি ব্যাখ্যা কর।যুবকল্যাণ ক্ষেত্রে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত কর্মসূচিসমূহের বিবরণ দাও।
৮. বাংলাদেশ সরকারের শিশুকল্যাণ কর্মসূচি আলেঅচনা কর।
৯. বাংলাদেশ প্রচলিত সংশোধনমূলক কার্যক্রমের বিবরণ দাও।
১০. হাসপাতাল সমাজসেবা বলতে কী বুঝ? হাসপাতাল সমাজসেবার গুরুত্ব আলোচনা কর।
১১. বাংলাদেশে প্রতিবন্ধী প্রশিক্ষণ ও পুনর্বাসন কর্মসূচিগুলেঅ বর্ণনা কর।

১২. বাংলাদেশে বিশ^ স্বাস্থ্য সংস্থার উদ্দেশ্য ও কার্যক্রম ব্যাখ্যা কর।
১৩. বাংলাদেশে শিশুকল্যাণ পরিষদের কার্যক্রম আলোচনা কর।
১৪. ইউনিসেফ কী? এর লক্ষ্য ও উদ্দেশ্য কী? বাংলাদেশে ইউনিসেফ এর কার্যক্রম আলোচনা কর।
১৫. কেয়ার কী? বাংলাদেশে এর কর্মসূচির বিবরণ দাও।
১৬. সমাজকল্যাণ প্রশাসন কী? সমাজকল্যান প্রশাসনের কার্যাবলি বর্ণনা কর।

১৭. সমন্বয় কী? বাংলাদেশে সমাজকল্যাণ কার্যাবলির সমন্বয় ব্যবস্থা আলোচনা কর।
১৮. বাংলাদেশে সমাজকল্যাণ কার্যাবলি সমন্বয়ের ক্ষেত্রে বিদ্যমান সমস্যাবলি চিহ্নিত কর।
১৯. সামাজিক নিরাপত্তা কী? বাংলাদেশে বিদ্যমান সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি সংক্ষেপে আলোচনা কর

12/07/2023

ডিগ্রি ২য় বর্ষ
সমাজবিজ্ঞান ৩য় পত্র
সাজেশন
বিষয় কোড: ১২২০০১

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. ‘The Republic’ গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘The Republic’ গ্রন্থের লেখক গ্রিক দার্শনিক প্লেটো।

২. প্লেটোর ন্যায়বিচারের ভিত্তি কী?
উত্তর: প্লেটোর ন্যায়বিচারের ভিত্তি যুক্তি ও প্রচলিত রীতি।

৩. প্লেটোর শিক্ষা ব্যবস্থার স্তর প্রধানত কয়টি?
উত্তর: প্লেটোর শিক্ষা ব্যবস্থার স্তর প্রধানত ২টি। যথা-১. প্রাথমিক শিক্ষা ও ২. উচ্চতর শিক্ষা।

৪. ‘The Politics’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘The Politics’ গ্রন্থের রচয়িতা গ্রিক পন্ডিত এরিস্টটল।

৫. দাসপ্রথাকে ‘Living tools’ হিসাবে আখ্যায়িত করেছেন কে?
উত্তর: দাসপ্রথাকে ‘Living tools’ হিসাবে আখ্যায়িত করেছেন গ্রিক দার্শনিক এরিস্টটল।

৬. এরিস্টটলের মতে সর্বোত্তম সরকার কোনটি?
উত্তর: এরিস্টটলের মতে সর্বোত্তম সরকার ‘পলিটি’ বা মধ্যতন্ত্র।

৭. কোন রাষ্ট্র দার্শনিককে মধ্যযুগের স্থপতি বলা হয়?
উত্তর: সেন্ট অগাস্টিনকে রাষ্ট্র দার্শনিককে মধ্যযুগের স্থপতি বলা হয়।

৮. অগাস্টিনের মতে পৃথিবী কয় ধরনের সমাজে বিভক্ত?
উত্তর: অগাস্টিনের মতে পৃথিবী দুই ধরনের সমাজে বিভক্ত।

৯. কৌটিল্য অন্য দুটির নাম কী?
উত্তর: কৌটিল্য অন্য দুটির নাম হলেঅ চাণক্য ও বিষ্ণুগুপ্ত।

১০. কৌটিল্য কে ছিলেন?
উত্তর: কৌটিল্য ছিলেন প্রচীন ভারতের বিখ্যাত দার্শনিক, রাষ্ট্রবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানী যিনি চাণক্য বা বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত।

১১. ‘সুম্মা থিওলোজিকা’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘সুম্মা থিওলোজিকা’ শব্দের অর্থ ধর্মের তত্ত্ব সমষ্টি বা ধর্মতত্ত্বের প্রধান কথা।

১২. সেন্ট টমাস একুইনাসের মতে আইন কত প্রকার?
উত্তর: সেন্ট টমাস একুইনাসের মতে আইন ৪ প্রকার। যথা-ক. শাশ্বত আইন, খ. প্রাকৃতিক আইন, গ. ঐশ্বরিক আইন এবং ঘ. মানবিক আইন।

১৩. একুইনাসের মতে, প্রাকৃতিক আইন কী?
উত্তর: একুইনাসের মতে, প্রাকৃতিক আইন হলো মানুষের ওপর ঐশ^রিক যুক্তি বা প্রজ্ঞার প্রতিফলন।

ধ্রুপদী সমাজচিন্তা সাজেশন ২০২২
১৪. আসাবিয়া কী?
উত্তর: মধ্যযুগীয় দার্শনিক ইবনে খালদুনের মতে, গোষ্ঠী সংহতির ধারণাই হচ্ছে আসাবিয়া।

১৫. ইবনে খালদুন ’আসাবিয়া’ বলতে কী বুঝিয়েছেন?
উত্তর: ইবনে খালদুন ’আসাবিয়া’ বলতে গোষ্ঠী সংহতিকে বুঝিয়েছেন।

১৬. গোষ্ঠী সংহতি কী?
উত্তর: বিশিষ্ট মধুযুগীয় দার্শনিক সমাজতাত্ত্বিক ইবনে খালদুনের মতে ’আসাবিয়া’ বা গোষ্ঠী সংহতি হলেঅ পারস্পরিক বন্ধন এবং কোনো রাষ্ট্রের ভিত্তি স্বরূপ।

১৭. কে সর্বপ্রথম ধর্ম ও নৈতিকতাকে রাজনীতি থেকে পৃথক করেছেন?
উত্তর: রাষ্ট্রদার্শনিক ম্যাকিয়াভেলি সর্বপ্রথম ধর্ম ও নৈতিকতাকে রাজনীতি থেকে পৃথক করেছেন।

১৮. ক্ষমতার রাজনীতির প্রবক্তা কে?
উত্তর: ক্ষমতার রাজনীতির প্রবক্তা হলেন দার্শনিক টমাস হবস।

১৯. আধুনিক গণতন্ত্রের পথিকৃৎ কে?
উত্তর: আধুনিক গণতন্ত্রের পথিকৃৎ বলা হয় জন লককে।

২০. জন লকের সামাজিক চুক্তি মতবাদের মূলনীতি কী?
উত্তর: হলো আইন দ্বারা আইনের শ্সন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।

২১. ’রেনেসাঁ’ কী?
উত্তর: রেনেসাঁ হলো মূলত একটি সাহিত্য ও সাংস্কৃতিক আন্দেলন।

২২. রেনেসাঁ শব্দের অর্থ কী?
উত্তর: রেনেসাঁ মব্দের অর্থ পুনজন্ম, পুনর্জাগরণ, নবজাগরণ।

২৩. ‘‘মানুষ স্বাধীন হয়েই জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্রই শৃঙ্খলিত।’’- উক্তিটি কার?
উত্তর: ‘‘মানুষ স্বাধীন হয়েই জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্রই শৃঙ্খলিত।’’- উক্তিটি রুশোর।

২৪. ‘‘রাষ্ট্রের চূরান্ত ইচ্ছাই হচ্ছে সার্বভৌমত্ব’’। উক্তিটি কার?
উত্তর: ‘‘রাষ্ট্রের চূরান্ত ইচ্ছাই হচ্ছে সার্বভৌমত্ব’’। উক্তিটি রাষ্ট্রবিজ্ঞানী উইলেবির।

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি

১. প্লেটোর সাম্যবাদ কী?
২. প্লেটোর ন্যায়বিচার কী?
৩. এরিস্টটলের বিকৃত সরকারের রূপগুলো আলোচনা কর।
৪. এরিস্টটলের মতে দাসপ্রথা কী?

৫. সেন্ট অগাস্টিনের দৃষ্টিতে বিধাতার রাষ্ট্রের বর্ণনা দাও।
৬. পার্থির রাষ্ট্র ও বিধাতার রাষ্ট্রের পার্থক্য কী?
৭. কৌটিল্যর কূটনীতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
৮. একুইনাসের মতে, প্রাকৃতিক আইন কী? আলোচনা কর।

৯. আসাবিয়া কী? আলোচনা কর।
১০. ইবনে খালদুনের মতে রাষ্ট্রের পতনের কারণসমূহ কী?
১১. রাষ্ট্র দর্শনের ভিত্তি কী কী?
১২. শাসকের গুণাবলি সম্পর্কে ম্যাকয়াভেলির ধারণা বিশ্লেষণ কর।
১৩. প্রাকৃতির রাজ্য সম্পর্কে টমাস হবসের ধারণা আলোচনা কর।

১৪. টমাস হবসের সামাজিক চুক্তি কী?
১৫. জন লকের সামাজিক চুক্তির প্রকৃতি ব্যাখ্যা কর।
১৬. সম্মতি তত্ত্বের গুরুত্ব লেখ।
১৭. রুশোর সামাজিক চুক্তির বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে বর্ণনা কর।

গ-বিভাগ: রচণামূলক প্রশ্নাবলি

১. সমালোচনাসহ প্লোটরের আদর্শ রাষ্টতত্ত্ব আলোচনা কর।
২. ‘‘মর্ধবিত্ত শ্রেণীর দ্বারা পরিচালিত সরকারই সর্বোত্তম ধরনের সরকার।’’Ñ এরিস্টটলের মতানুসারে উক্তিটি বর্ণনা কর।
৩. এরিস্টটলের বিপ্লব তত্ত্বটি পর্যালোচনা কর।
৪. সেন্ট অগাস্টিনের রাষ্টদর্শন আলোচনা কর।
৫. কৌটল্যর অর্থশাস্ত্রের প্রধান আলোচ্য বিষয়গুলো আলোচনা কর।
৬. সংক্ষেপে কৌটিল্যর প্রশাসণ আলোচনা কর।

৭. সেন্ট টমাস একুইনাসের সমাজ ও রাষ্টদর্শন আলোচনা কর।
৮. সেন্ট টমাস একুইনাসের মধ্যযুগের এরিস্টটল বলা হয় কেন?
৯. মধ্যযুগের সমাজচিন্তায় ইবনে খালদুনের অবদান মূল্যায়ন কর।
১০. ম্যাকয়াভেলিকে আধুনিক সমাজ চিন্তার জনক বলা হয় কেন আলোচনা কর।

১১. শক্তিশালী জাতিরাষ্ট্র সম্পর্কে ম্যাকয়াভেলির ধারনা পর্যালোচনা কর।
১২. সার্বভৌমত্ব সম্পর্কে টমাস হবসের ধারণা পর্যালোচনা কর।
১৩. জন লককে সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় কেন? আলোচনা কর।
১৪. জন লকের ক্ষমতা স্বতন্ত্র্যীকরণ নীতি আলোচনা কর।
১৫. জ্যাঁ জ্যাঁক রুশোর সামাজিক চুক্তি মন্তব্যটি পর্যালোচনা কর।

10/07/2023

বাংলা জাতীয় ভাষা
ডিগ্রী সাজেশন 2023
বিষয় কোড: ১৩১০০১

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. ‘চৈতি হাওয়া’ কবিতায় বউ কথা কও পাখি কোথায় বসে ডাকতো?
উত্তর: ‘চৈতি হাওয়া’ কবিতায় বউ কথা কও পাখি হিজল শাখায় বসে ডাকতো।

২. ‘চৈতি হাওয়া’ কবিতায় কবি কার খোঁপায় ফুল গুঁজে দিতেন?
উত্তর: ‘চৈতি হাওয়া’ কবিতায় কবি প্রিয়ার খোঁপায় ফুল গুঁজে দিতেন।

৩. ‘বনলতা সেন’ কবিতার কবি কত বছর ধরে পথ হাঁটছেন?
উত্তর: ‘বনলতা সেন’ কবিতার কবি হাজার বছর ধরে পথ হাঁটছেন।

৪. ‘বনলতা সেন’ কবিতায় শ্রাবস্তীর পরিচয় দাও?
উত্তর: ‘বনলতা সেন’ কবিতায় শ্রাবস্তীর প্রাচীন ভারতের সমৃদ্ধশালী নগরী বিশেষ যার সৌন্দর্যকে উপমিত করা হয়েছে?

৫. ডাহুকের সুরে কীসের ইঙ্গিত থাকে?
উত্তর: ডাহুকের সুরে শৃঙ্খল মুক্তির ইঙ্গিত থাকে।

৬. ‘ডাহুক’ কবিতায় ডাহুকের ডাককে কবি কীসের সাথে তুলনা করেছেন?
উত্তর: ‘ডাহুক’ কবিতায় ডাহুকের ডাককে কবি আত্মমুক্তির প্রেরণার সাথে তুলনা করেছেন।

৭. ‘বার বার ফিরে আসে’ কবিতাটি সামসুর রহমানের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তর: ‘বার বার ফিরে আসে’ কবিতাটি সামসুর রহমানের ‘দুঃসময়ের মুখোমুখি’ কাব্যগ্রন্থের অন্তর্গত।
৮. ‘সভতার সংকট’ প্রবন্ধে রবীন্দ্রনাথ প্রশংসার বিষয় নয় বলে কোন বিষয়কে বুঝিয়েছেন?
উত্তর: ‘সভতার সংকট’ প্রবন্ধে রবীন্দ্রনাথ পরনির্ভরতাকে প্রশংসার নয় বলে বিষয়কে বুঝিয়েছেন।

৯. ‘যৌবনে দাও রাজটিকা’ প্রবন্ধ অবলম্বনে কোন জীবনে ফাল্গুন চিরকাল বিরাজ করে?
উত্তর: ‘যৌবনে দাও রাজটিকা’ প্রবন্ধ অবলম্বনে সমগ্র সমাজ জীবনে ফাল্গুন চিরকাল বিরাজ করে।

১০. ‘বাংলার জাগরণ’ প্রবন্ধে রাজা রামমোহন রায়কে কীসের সাথে তুলনা করা হয়েছে?
উত্তর: ‘বাংলার জাগরণ’ প্রবন্ধে রাজা রামমোহন রায়কে প্রভাত।

১১. ‘রাজবন্দীর জবানবন্দী’ কবি কাজী নজরুল ইসলাম কোথায় বসে রচনা করেন।
উত্তর: ‘রাজবন্দীর জবানবন্দী’ কবি কাজী নজরুল ইসলাম কারাগারে বসে রচনা করেন।

১২. কে নীজের স্বর্গ নিজেই সৃষ্টি করে নেয়?
উত্তর: সংস্কৃতিবান মানুষের স্বর্গ নিজেউ সৃষ্টি করে নেয়।

১৩. ‘সংস্কৃতি- কথা’ প্রবন্ধে কারা নারী ও সংস্কৃতিকে পর ভাবে?
উত্তর: ‘সংস্কৃতি- কথা’ প্রবন্ধে বৈরাগীরা নারী ও সংস্কৃতিকে পর ভাবে।

১৪. ‘পুঁই মাচা’ ছোটগল্পে ক্ষেন্তির মায়ের নাম কী?
উত্তর: ‘পুঁই মাচা’ ছোটগল্পে ক্ষেন্তির মায়ের নাম অন্নপূর্ণা।

১৫. ‘প্রাগৈতিহাসিক’ ছোট গল্পের নায়ক কে?
উত্তর: ‘প্রাগৈতিহাসিক’ ছোট গল্পের নায়ক ভিখু।
১৬. ‘পথ জানা নাই’ ছোটগল্পে বর্ণিত গ্রামের নাম কী?
উত্তর: ‘পথ জানা নাই’ ছোটগল্পে বর্ণিত গ্রামের নাম মাউলতলা।

১৭. ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পের গল্পকারের নাম কী?
উত্তর: ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পের গল্পকারের নাম হাসান আজিজুল হক।

১৮. আত্মজা শব্দের অর্থ কী?
উত্তর: আত্মজা শব্দের অর্থ কন্যা, দুহিতা, মেয়ে।

১৯. ‘পত্র’ শব্দটির আভিধানিক অর্থ কী?
উত্তর: ‘পত্র’ শব্দটির আভিধানিক অর্থ চিহ্ন বা স্মারক।

২০. ‘আঁই ন যায়্যুম’- আঞ্চলিক ভাষারীতির বাক্যটির প্রমিত বাংলা রুপ রেখ।
উত্তর: আমি যাব না।

২১. নিম্নের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধরূপ লেখ: শশীশেখর, পৈত্রিক, অনুষরন, গীতাঞ্জলী, বুদ্ধিজীবি, আবিস্কার, আকাংখা, প্রাণীবিদ্যা, ইতিমধ্যে, দারিদ্রতা।
উত্তর: শশিশেখর, পৈতৃক, অনুসরন, গীতাঞ্জলি, বুদ্ধিজীবী, আবিষ্কার, আকাক্সক্ষা, প্রাণিবিদ্যা, ইতিমধ্য, দরিদ্রতা।

২২. নিম্নের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধরূপ লেখ: দূরাকাঙ্খা, দেবাশীষ, ভৌগলিক, শান্তনা, শিরোñেদ, দূরুহ, পূর্বাহ্ন, বিদূষী, সখ্যতা, শর্বশান্ত।
উত্তর: দূরাকাক্সক্ষা, দেবাশিস, ভৌগোলিক, সান্ত¡না, শিরñেদ, দুরূহ, পূর্বাহ্ণ, বিদুষী, সখ্য, সর্বস্বান্ত।

২৩. নিম্নের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধরূপ লেখ: দুরাকাংখা, পুস্পাঞ্জলী, দূরাবস্তা, সম্বর্ধণা, উপরোক্ত, দারিদ্র্যতা, পুরুস্কার, ঐক্যতান, ভূবণ।
উত্তর: দুরাকাঙ্ক্ষা, পুষ্পাঞ্জলি, দুরবস্তা, সংবর্ধনা, উপরিউক্ত, দরিদ্রতা, পুরস্কার, ঐকতান, ভুবন।

২৪. শুদ্ধ বানান লেখ:
উত্তর: আকাক্সক্ষা, শাশ্বত।

২৫. ষ-ত্ববিধি কাকে বলে?
উত্তর: বাংলা বানানে ‘ষ’ ব্যবহারের নিয়মকে ষত্ব বিধি বলে।

িভাগ সংক্ষিপ্ত প্রশ্ন

১. ‘আত্মবিলাপ’ কবিতায় কবির মর্মবেদনার স্বরূপ নির্ণয় করো।
২. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ঐকতান’ কবিতায় তরুণ কবিদের প্রতি দায়িত্ব অর্পণ করেছেন তা সংক্ষেপে আলোচনা করো।
৩. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ঐকতান’ কবিতার মূলভাব লেখ।
৪. ‘ঐকতান’ কবিতায় কবি কেন মাটির কাছাকাছি কান পেতে আছেন?
৫. ‘সব পাখি ঘরে আসে… বনলতা সেন’ – ব্যাখ্যা কর।

৬. ‘বারবার ফিরে আসে’ কবিতায় রক্তাপ্লুত শার্ট কোথায় কোথায় ফিরে আসে? সংক্ষেপে লেখ।
৭. শামসুর রাহমানের ‘বারবার ফিরে আসে’ কবিতাটির প্রেক্ষাপট বর্ণনা কর।
৮. ‘তবে কি আমার বাংলাদেশ শুধু এক সুবিশাল শহীদ মিনার হয়ে যাবে?” – ব্যাখ্যা কর।
৯. ‘সভ্যতার সংকট’ প্রবন্ধে রবীন্দ্রনাথ মানব সভ্যতার কোন সংকটের দিকে গুরুত্ব দিয়েছেন?

১০. ‘মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব।’ – ব্যাখ্যা কর।
১১. ‘আমি সামান্য সৈনিক, যতটুকু ক্ষমতা ছিল তা দিয়ে তারা আদেশ পালন করেছি।’ – ব্যাখ্যা কর।
১২. ধার্মিক আর কালচার্ড মানুষের মাঝে পার্থক্য সংক্ষেপে আলোচনা কর।
১৩. ‘সুরবালা আমার কিনা হইতে পারিত’ – ব্যাখ্যা কর।
১৪. এমদাদের সংক্ষিপ্ত পরিচয় দাও।

১৫. ‘তোমরা নিতান্ত মূর্খ, এই ভণ্ডের চালাকি বুঝতে পারতেছ না।’ – বিষয়টি বিশ্লেষণ কর।
১৬. ‘প্রাগৈতিহাসিক’ গল্প অবলম্বনে পাঁচী চরিত্র আলোচনা কর।
১৭. ‘পৃথিবীর আলো আজ পর্যন্ত তাহার নাগাল পায় নাই, কোনদিন পাবেও না।’ – উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর।
১৮. ‘দাম চড়িল সব জিনিসের কমল কেবল জীবনের।’ – ব্যাখ্যা কর।

১৯. ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পটি এক বৃদ্ধের জীবনের মর্মান্তিক পরিণতি। – আলোচনা কর।
২০. সাধু ও চলিত রীতির পার্থক্য লিখ।
২১. বিদেশি শব্দ ব্যবহারের চারটি নিয়ম লেখ।

২২. ণ-ত্ব বিধানের যে কোন চারটি নিয়ম লেখ।
২৩. Books are man’s Best companions in life… Nothing but give us much.
২৪. Knowledge is faster than an ocean. The more… ocean of knowledge.
২৫. Truthfulness is the greatest of all virtue in a….. world to peace and happiness.

িভাগ: রচনামূলক প্রশ্ন

১. ‘চৈতী হাওয়া’ কবিতা অবলম্বনে কাজী নজরুল ইসলামের কবি মানুষের পরিচয় দাও।
২. কবি কাজী নজরুল ইসলামের ‘চৈতী হাওয়া’ কবিতার কোভিদ ফুটে উঠেছে উক্তিটি বিশ্লেষণ কর।
৩. কবির ক্লান্ত পথিক সত্ত্বা কীভাবে শান্তি লাভ করেছিল? ‘বনলতা সেন’ কবিতা অবলম্বনে বর্ণনা কর।
৪. ‘বনলতা সেন’ কবিতা নারীর চিরায়ত সৌন্দর্যের মহিমা গান – এ উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
৫. ডাহুক কবিতার মূল বিষয়বস্তু আলোচনা কর।

৬. শামসুর রহমানের বারবার ফিরে আসা কবিতায় কবির মর্মবেদনার স্বরূপ উদঘাটন কর।
৭. সনেট কী? সনেট হিসেবে ‘সোনালী কাবিন: ৫’ কবিতার সার্থকতা মূল্যায়ন কর।
৮. ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধ অবলম্বনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাষা-চিন্তার বৈশিষ্ট্য বিশ্লেষণ কর।
৯. ‘তৈল’ প্রবন্ধ অনুসারে এর অসামান্য মহিমা বর্ণনা কর।
১০. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সভ্যতার সংকট’ প্রবন্ধের মূল বক্তব্য লেখ।

১১. পাশ্চাত্য সভ্যতার প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের মোহভঙ্গের কারণ ‘সভ্যতার সংকট’ প্রবন্ধ অবলম্বনে বিশ্লেষণ কর।
১২. কাজী আবদুল ওদুদের ‘বাংলার জাগরণ’ প্রবন্ধের মূল বক্তব্য বিশ্লেষণ কর।
১৩. বাংলার জাগরণ এ রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা কর।
১৪. ‘রাজবন্দীর জবানবন্দী’ প্রবন্ধের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্বদেশপ্রেমের যে ছবি ফুটে উঠেছে তা বিশ্লেষণ কর।
১৫. -ধর্ম সাধারণ লোকের কালচার আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম’ – উক্তিটির আলোকে ধর্ম ও সংস্কৃতির পার্থক্য নির্দেশ করে এ সম্পর্কে প্রবন্ধকারের বক্তব্য বিশ্লেষণ কর।

১৬. রবীন্দ্রনাথের ‘একরাত্রি’ গল্পের নামকরণের সার্থকতা বিশ্লেষণ কর।
১৭. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘একরাত্রি’ গল্প অবলম্বনে প্রেমের স্বরূপ আলোচনা কর।
১৮. ‘পুঁই মাচা’ গল্পটি অবলম্বনে ক্ষেন্তির চরিত্র বিশ্লেষণ কর।
১৯. ‘হুযুর কেবলা’ গল্প অবলম্বনে পীর সাহেবের চরিত্র বিশ্লেষণ কর।
২০. মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘প্রাগৈতিহাসিক’ গল্পটির নামকরণের সার্থকতা বিশ্লেষণ কর।

২১. ‘ভিখু প্রবলভাবে সংগ্রামশীল ও অস্তিত্ববাদী’ – মন্তব্য বিশ্লেষণ কর।
২২. ‘প্রাগৈতিহাসিক’ গল্পের ভিখু চরিত্র আলোচনা কর।
২৩. ‘নয়নচারা’ গল্পে নগরজীবনের যে স্বার্থান্ধ বিকৃত রূপ নয়নচারা গ্রাম নিবাসী আমুর চোখে ধরা পড়েছে, তা নিজের ভাষায় লেখ।
২৪. ‘পথ জানা নাই’ ছোটগল্পে শামসুদ্দীন আবুল কালাম নগর সভ্যতার যে নগ্ন চিত্র তুলে ধরেছেন তা বর্ণনা কর।
২৫. রানা প্লাজা ট্রাজেডির বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুর নিকট একটি পত্র লেখ।

২৬. তোমার বোনের বিয়েতে বন্ধুকে নিমন্ত্রণ জানিয়ে একটি পত্র লেখ।
২৭. তোমাদের কলেজে নববর্ষ উদযাপনের বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুর নিকট একটি পত্র লেখ।
১৮. কলেজ থেকে শিক্ষা সফরের অনুমতি চেয়ে অধ্যক্ষ বরাবর একটি আবেদন পত্র লেখ।
১৯. কোন শিল্পপ্রতিষ্ঠানে ম্যানেজার পদের জন্য নিজের যোগ্যতার বিবরণ দিয়ে একটি আবেদন পত্র রচনা কর।

২০. তোমাদের কলেজে একজন বরেণ্য মুক্তিযোদ্ধার আগমন উপলক্ষে একটি মানপত্র রচনা কর।
২১. দৃষ্টান্তসহ সাধু ও চলিত ভাষার পার্থক্য লেখ।
অথবা, সংজ্ঞা ও উদাহরণসহ সাধু ও চলিত ভাষারীতির পার্থক্য আলোচনা কর।
২২. চলিত ভাষারীতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

প্রিয় ডিগ্রি পরীক্ষার্থীরা,
আমরা ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষার্থীদের জন্য সকল বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশন তৈরি করেছি। যা আমাদের ফেসবুক পেজে পাওয়া যাবে।

09/05/2023

কলেজ থেকে বের হয়ে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ একটা ছেলেকে দেখে খুব ভালো লেগে গেল। বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম।
তারপর ভাবলাম,
" সাহস করে মোবাইল নাম্বার চেয়ে দেখি, আজকের পর আর যদি কোনদিন দেখা না হয়। "

যেই ভাবনা সেই কাজ।
আমি তার কাছে গিয়ে বললাম,
" আপনার নামটা জানতে পারি? "

" কেন? "

" কারণ আপনাকে আমার ভালো লেগেছে, আমি তো প্রথম দেখেই মুগ্ধ হয়ে গেছি। "

ছেলেটা খানিকটা অপ্রস্তুত হয়ে গেল। আশেপাশে ভালো করে তাকিয়ে আবার আমার দিকে তাকালো।
বললো,
" তুমি কিসে পড়ো? "

" ইন্টার সেকেন্ড ইয়ার। "

" নিউটনের সূত্র তিনটা জানো? "

" জানতাম ভুলে গেছি। "

" সামান্য তিনটি সূত্র মনে রাখতে পারো না, আবার রাস্তায় ছেলেদের পছন্দ করো। "

আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আমাদের কাছে এক আঙ্কেল গভীর মনোযোগ দিয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি আরো লজ্জা পেলাম।

এরপর ছেলেটা তার কলম বের করলো। তারপর একটা কাগজে কি যেন লিখলো। লেখা শেষ করে সেই কাগজটা আমাকে দিয়ে বললো,

" বাসায় যাবার সময় সূত্র তিনটা মুখস্থ করতে করতে বাসায় যাবে। এখন হচ্ছে পড়াশোনা করার বয়স, এসব প্রেম ভালো লাগা অনুভব করার বয়স নয়। "

আমি কাগজটা নিয়ে অপমানিত হয়ে চলে এলাম। বেশ খারাপ লাগছে, একটু পরে বাস আসে আর আমি তখন বাসে উঠে বসি।

বাসে বসে বসে কাগজটা বের করলাম। কি ঘোড়ার আন্ডা সূত্র লিখেছে দেখতে ইচ্ছে হলো। কাগজটা বের করে আমি বোকা হয়ে বসে রইলাম।
সেখানে লেখা ছিল,

" আমার পাশে আমার বাবা দাঁড়িয়ে আছে। চাইলেও তোমার সঙ্গে ভালো করে কথা বলতে পারবো না। তুমি কিছু মনে করো না, আমার মোবাইল নাম্বার দিলাম। বাসায় গিয়ে কল দিও। তোমাকেও আমার খুব পছন্দ হয়েছে। "🙂💙

05/05/2023

ব্যাক্তিত্ব ধরে রাখবেন কীভাবে

Address

গাজি
Feni

Telephone

+8801821898569

Website

Alerts

Be the first to know and let us send you an email when National University is rich in information posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to National University is rich in information:

Videos

Share



You may also like