23/11/2021
তামিমের জন্য কিছু সদকা করুন
ছোট্টো ছেলে তামিম, এখনও তার বয়স দুই মাস হয়নি! জন্মের সময় মাথায় ছোট একটা মেজ-এর মতো হয়েছিল। সেটা থেকে নালীর মাধ্যমে রক্ত জমাট হয়ে আলাদা দুটো মাথার মতো হয়ে গেছে। অপারেশন করে ফেলে দেওয়া ছাড়া বিকল্প কিছু নেই। অপারেশনই সমাধান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ ঝুঁকিপূর্ণ হওয়ায় ডাক্তার পরামর্শ দিয়েছেন নিউরোসাইন্স হাসপাতালে অপারেশন করাতে। সিরিয়াল দেরি হওয়ায় সেই হাসপাতালেও ভর্তি করাতে পারছেন না! দেরি এবং পরিবেশ ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানকার ডাক্তার প্রাইভেটে অপারেশন করার কথা বলছেন।
এদিকে দিন দিন বাবুটার মাথার টিউমারটি কয়েকগুণ বড় হয়ে যাচ্ছে! কয়েকটি হাসপাতাল ঘুরে দেখা গেল সবচেয়ে কম খরচ চেয়েছে গ্রীন রোডের একটি হাসপাতাল। তাও প্রায় সাড়ে তিন লক্ষ টাকা! ডাক্তার ৫০ হাজার টাকা ছাড় দিয়ে তিন লক্ষ টাকা চেয়েছেন।
সিটিস্কেন সহ বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা করা এবং প্রায় দেড় মাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে থাকতে তাদের এ পর্যন্ত প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়ে গেছে।
অপারেশনের আগে আরও কিছু পরীক্ষা এবং দ্বিতীয়বার সিটিস্কেন করাতে প্রায় ১০ হাজার টাকা লাগবে। ওষুধের খরচ আলাদা দিতে হবে।
তামিমের বাবা রাজ মিস্ত্রির যোগালী কাজ করে। ছেলেটার জন্য ঠিকভাবে কাজে যেতে পারেন না। হাসপাতালে থাকা, যাওয়া-আশা সহ তাকে অনেক খরচ করতে হচ্ছে।
সুস্থতার নিয়ামতে ডুবে আছেন এর সাদাকাহ হিসেবে অন্তত কিছু টাকা দান করুন। এককভাবে না পারলে দশজন মিলে করুন। চাইলে এককভাবেও কেউ তার অপারেশন করিয়ে দিতে পারেন।
বর্তমানে তামিম আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২০৪ নাম্বার ওয়ার্ডের ১৮ নাম্বার বেডে
সহায়তা করতে -
01910353336 নগদ, বিকাশ।
তামিমের বাবা +8801310121544