Crush & Confessions Of Dagonbhuiyan

  • Home
  • Crush & Confessions Of Dagonbhuiyan

Crush & Confessions Of Dagonbhuiyan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Crush & Confessions Of Dagonbhuiyan, News & Media Website, .

Crush & Confession of Dagonbhuiyan পেইজে আপনাদের স্বাগতম।
পেইজের কিছু রুলস রয়েছে,সেগুলো তুলে ধরা হলঃ
১. কনফেশন পাঠানোর সময় ক্রাসের নাম,স্কুল,কলেজ,ভার্সিটি ইত্যাদির সম্পূর্ণ তথ্য দিবেন।তথ্য না জানলে ভুল তথ্য দিবেন না,এতে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে।।
২. কনফেশন অবশ্যি রিয়েল আইডি থেকে দিতে হবে।ফেইক আইডির কোনো পোস্ট গ্রহনযোগ্য না।।নতুন আইডি,এটা অন্য আইডি,সিকিউরিটি প্রবলেম তাই রিয়েল আইডি থেকে দিতে পারছ

ি না এগুলা বলে লাভ নেই,পোস্ট করা হবে না।
৩. কনফেশন কারীর নাম সম্পূর্ণ গোপন থাকবে।তাই কেউ জিজ্ঞাস করবেন না কে অমুক পোস্ট করছে।নাম প্রকাশ কখনো হবে না।সেই ভরসা রাখতে পারলেই মেসেজ দিবেন।
৪. এডমিন দের নাম জানতে চাইবেন না অথবা তাদের সম্পর্কে কোনো তথ্য জানতে চাইবেন না।সময় হলে আমরাই জানাবো।
৫. কমেন্ট করুন,মজা করুন কিন্তু কোনো পারসোনাল হ্যারাসমেন্ট করবেন না।বাজে কমেন্টের কারণে ব্যান করা হতে পারে।
৬. কনফেশন নিয়ে সমস্যা থাকলে এডমিন কে জানাবেন,এর জন্য এডমিন সর্বদা সাহায্যে প্রস্তুত।
৭. ছবি দিয়ে কনফেশন দেওয়া যাবে,এতে অন্যের প্রাইভেসি নষ্ট যেন না হয়।
৮. কনফেশন দিলে সেটা সময়মত পোস্ট করা হবে,এর জন্য বারেবারে মেসেজ দিয়ে বলতে হবে না।আমরাই সময়মত পোস্ট করে দিব।কিন্তু যদি দেখেন পোস্ট করা হয় নি তাহলে আমাদের জানাবেন।
৯. ফেইক আইডি থেকে পোস্ট,ছেলে হয়ে ছেলের নামে অথবা মেয়ে হয়ে মেয়ের নামে পোস্ট করলে বা পোস্ট করার জন্য অনুরোধ করলে তা গ্রহন যোগ্য হবে না।আর বেশি জোরাজুরি করলে আমরা সেই মেসেজের স্ক্রিনসট নিয়ে পেইজে আপ্লোড দিয়ে দিব,তখন নিজেই বুঝবেন ঠেলা।

১০.আর যাদের এই পেইজের কাজকর্ম ভালো লাগবে না তাদের জন্য আনফলো/আনলাইক অপশন আছে।

১১.পেইজটি সম্পূর্ণ মজার জন্য,এটাকে মজা হিসেবেই নিন।বিনোদনকে কলুষিত করবেন না।

22/08/2024

দাগনভূঁঞা একাডেমি, দাগনভূঁঞা বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজ এগুলা খোলা আছে। আশেপাশে যাদের বাড়িতে পানি বাড়ছে আপনারা দয়া করে এইখানে এসে অবস্থান গ্রহন করুন। তাহলে ইনশাআল্লাহ বড় বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে। আমরা আছি আপনাদের সেবায় ইনশাআল্লাহ।

28/01/2024
When you are heartbroken and exam tomorrow 😪
01/06/2023

When you are heartbroken and exam tomorrow 😪

03/03/2023

হ্যাপি বার্থডে তাহেরি ভাই ✌✌😎😂

আন্তর্জতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।২১-০২-২০২৩ সফল হোক ।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফে...
20/02/2023

আন্তর্জতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
২১-০২-২০২৩ সফল হোক ।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারের প্রস্তুতি পর্ব।

আম্মু..
22/06/2022

আম্মু..

15/03/2022

৭০০কোটি মানুষের মধ্যে যাকে ভালোবেসেছি
সে মানুষটাকে না পেলে অভিযোগ তো থাকবেই !

03/12/2021

কেন বিয়ে করতে হলে প্রতিষ্ঠিত হতে হবে..!

মানিয়ে নেয়ার মত একজন হলেই তো জীবনটা সুন্দর..!❤

26/11/2021
16/09/2021

পৃথিবী ভর্তি এতো এতো সুদর্শন পুরুষ, কিন্তু আমার শুধু নিজের প্রেমিকরেই ভাল্লাগে। সে হয়ত পৃথিবীর সবথেকে সুদর্শন পুরুষ না। কিন্তু আমি অন্য কারো দিকে তাকালে এতোটা মুগ্ধ হইনা, প্রেমে পরিনা। আমার খুব অপ্রিয় রঙ গায়ে মোড়ালেও তার দিক থেকে আমি চোখ ফেরাতে পারিনা।
ভালোবাসার পর অন্য কাউকে চোখের দেখায় ভালো লাগলেও এই মুগ্ধতা আসেনা।

-Syeda Ipa

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Crush & Confessions Of Dagonbhuiyan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share