01/10/2022
ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল), জনাব থোয়াই অং প্রু মার্মা মহোদয় এবং ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নিজাম উদ্দিন স্যারের সার্বিক তত্ত্বাবধানে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মাহফুজুর রহমান এর দিক-নির্দেশনায় অভিযান পরিচালনা করিয়া --------------
> নিয়মিত মামলা নং-০১(১০)২২ মূলে আসামী-মো: রিপন মিয়া (৩৫), পিতা-মৃত আ: সামাদ, সাং-বয়রা উত্তর মালিপাড়া, থানা-সরিষাবাড়ী, জেলা-জামালপুর, এপি-দেবীপুর, শর্শদী, থানা ও জেলা-ফেনী,
> নিয়মিত মামলা নং-০৩(১০)২২ মূলে আসামী-১) সোলেমান (৩৫), পিতা-মৃত হারুন মিয়া, মাতা-ছেনুয়ারা বেগম, সাং-লামপুর, ২) মো: মাকসুদুল ইসলাম (২৩), পিতা-মো: হাবিবুর রহমান, মাতা-খালেদা আক্তার, সাং-গোয়ালগাও, উভয় থানা-কুমিল্লা সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা,
> জিআর নং-১৩২/১৩ মূলে আসামী-ওবায়দুল হক রিপন (২৬), পিতা-নুরুল হক, সাং-বারাহীপুর, ৭নং ওয়ার্ড, থানা ও জেলা-ফেনী,
> জিআর নং-৬৭৪/২০ মূলে আসামী-রবিউল হক (৬৫), পিতা-মৃত নাছির আহাম্মদ, সাং-বাগাইয়া, থানা ও জেলা-ফেনী,
> সিআর সাজা নং-৬৩৬/১২ মূলে (০৬ মাসের সাজাপ্রাপ্ত) আসামী-মজিবুর রহমান, পিতা-মিজানুর রহমান, সাং-ভালুকিয়া, দিঘীরপাড়, থানা ও জেলা-ফেনী,
> ননএফআইআর মামলা মূলে আসামী-১) মো: রাজিব (১৮), পিতা-মহিম মাঝি, সাং-চরপাড়া, মাঝিবাড়ী, ৩নং ওয়ার্ড, থানা-পূর্ব দাসুদ্দা, জেলা-শরীয়তপুর, এপি-বিরিঞ্চি, থানা ও জেলা-ফেনী, ২) মো: মুছা মিয়া, পিতা-মৃত রবিউল হক, সাং-কদলগাজী রোড, আনসার আলী হাজী বাড়ী, বিরিঞ্চি, ৩নং ওয়ার্ড, ফেনী পৌরসভা, থানা ও জেলা-ফেনী সহকারে মোট ০৮ জন আসামীকে গ্রেফতার পূর্বক অদ্য ০১/১০/২০২২ইং তারিখ বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।©️