07/08/2023
আজ ৩/৪ দিন সোশাল মিডিয়াতে একটা পোস্ট খুব ঘুরপাক খাচ্ছে, বহু পরিচিত অপরিচিত লোক জনকে দেখছি এই পোস্টটা করতে
"নারী আসলে কিসে আটকায়"??
এটা একটা অসম্মানজনক উক্তি,, নারী কি বন্যপ্রাণী নাকি সমুদ্রের হাঙ্গর তিমি?? যে তাকে আটকাতে হবে??,
জাস্টিন ট্রুডোর মত ক্ষমতা শীল ব্যাক্তির বউ চলে গেছে কেন?
বিল গেটসের মত ধনী ব্যাক্তির ডিভোর্স হয়ে গেলো কেন?
হুমায়ুন ফরিদির মতো প্রেমিক বউ ছাড়া শেষ জীবন কাটিয়েছে কেন?
ঠিক তেমনি হৃত্বিক রোশন,তাহসান ইত্যাদি ইত্যাদি সুনাম ধন্য ব্যাক্তি বর্গের সংসার টিকেনি বলে নিটিজেনরা জানতে চাচ্ছেন নারী কিসে আটকায়??
নারীরা যদি বলে পুরুষ কিসে আটকায়?? জবাব আছে?
সংসার টিকিয়ে রাখার দায়িত্ব কি নারীর একার?? পুরুষের কোন দায় নেই??
একটা গাড়ির দু'টো চাকা যখন সমান তালে চলেনা তখনই গাড়িটা এ্যাক্সিডেন্ট করে,,
একটা সংসার ভাঙ্গার ক্ষেত্রে নারী যদি অপরাধী হয় তবে পুরুষও সমান অপরাধী,,
কোন মেয়ে সংসার ভাঙ্গার জন্য সংসার শুরু করেনা,, প্রতিটা দম্পতির বিচ্ছেদের পিছনে একটা করে গল্পটা আছে,,
যা সবার জানার কথা নয়,,আর আমাদের সমাজ কি করে, সবকিছুর জন্য নারীকেই দায়ী করে,, সেক্রিপাইজ, কমপ্রোমাইজ, সংসার টিকিয়ে রাখা সব কিছুর জন্য নারীকে দোষী সাব্যস্ত করা হয়,,
পিছনে কি হলো- স্বামী ড্রিংক করে ঘরে ফিরে কিনা, বউ পিটায় কিনা,পরকিয়া আছে কিনা, যৌতুক দাবী করছে কিনা,,মা বাবা তুলে গালাগাল করে কিনা,, ব্যাবহার খারাপ কিনা, এগুলো দেখারও বিষয় না, আলোচনারও কিছু নেই,
আর তা কেউ জানতে চায়না,,
এগুলো নিয়ে কথা বলতে গেলেই বউ খারাপ,, সংসার রক্ষা হবেনা,, একটাই সমাধান ডিভোর্স দিয়ে দাও,।
আজকের যুগে মেয়েরা পড়াশোনা জানে, শিক্ষিত স্বাবলম্বী, আত্ম মর্জাদা বা সম্মানের জায়গাটা সব সময় কমপ্রোমাইজ করতে পারেনা বলেই সমাজে ডিভোর্সে মাত্রাটা এখন বেড়ে চলেছে,,
এক্ষেত্রে নারীকে একক ভাবে কাঠগড়ায় দাঁড় করানোর কোন সুযোগও নেই ---।। তেমনি একক ভাবে ছেলেদের ও দোষ দেয়া যাবেনা -সুখি সংসারের দায়িত্ব পালনের ক্ষেত্রে উভয়ের সম্মিলিত মেনে নেয়া বা মানিয়ে চলার কোন বিকল্প নেই --------
নারী কোথায় আটকায় জানেন!!
নারী সম্মানে, মর্জাদায় আটকায়,, নারী সন্তানের মায়ায় আটকায়, নারী স্বামীর ভালোবাসায় আটকায়, নারী সংসারে দায়িত্বে আটকায়,, সবশেষে বলবো আটকে নয় নারীকে আগলে রাখতে শিখুন ❤️❤️❤️ ভালোবাসার জয় হোক