Bristi,s Vlog

Bristi,s Vlog আমি একজন ক্ষুদ্র উদ্যোক্তা �

সবাই কে সকাল সকাল পিঠা পুলির শুভেচ্ছা 😋🥰
03/01/2025

সবাই কে সকাল সকাল পিঠা পুলির শুভেচ্ছা 😋🥰

Happy new year 2025❤️
31/12/2024

Happy new year 2025❤️

🌸ভোরের স্নিগ্ধতা বাড়ায় মনের প্রফুল্লতা,শুভ সকালের শুভেচ্ছা বার্তা বাড়ায় বন্ধুত্বের বন্ধনতা🌸🌸Good Morning 🌸🌸
30/12/2024

🌸ভোরের স্নিগ্ধতা বাড়ায় মনের প্রফুল্লতা,শুভ সকালের শুভেচ্ছা বার্তা বাড়ায় বন্ধুত্বের বন্ধনতা🌸🌸Good Morning 🌸🌸







মহা উৎসবে মা ছেলে 🙏🙏
29/12/2024

মহা উৎসবে মা ছেলে 🙏🙏

শুভ অপরাহ্ণ সবাই কেমন আছেন অনেক দিন পর আবার শুরু করলাম সবাই পাশে থাকবেন।
27/09/2024

শুভ অপরাহ্ণ
সবাই কেমন আছেন অনেক দিন পর আবার শুরু করলাম সবাই পাশে থাকবেন।

শুভ সকাল সবাই কে ☕☕
18/08/2024

শুভ সকাল সবাই কে ☕☕

14/08/2024

সর্ষে শাপলা কার কার পছন্দ কমেন্ট জানাও বন্ধুরা ❤️

শুভ রাত্রি সবাই অনেক অনেক ভালো থাকুন ❤️
02/08/2024

শুভ রাত্রি সবাই অনেক অনেক ভালো থাকুন ❤️

মানুষজন যখন আপনাকে নিয়ে অদ্ভুত ভয়ানক বানোয়াট কথা বলে মজা পায় ,আপনি কখনও সেটা মিথ্যা প্রমান করতে গিয়ে নিজের এনার্জি নষ্ট ...
11/07/2024

মানুষজন যখন আপনাকে নিয়ে অদ্ভুত ভয়ানক বানোয়াট কথা বলে মজা পায় ,আপনি কখনও সেটা মিথ্যা প্রমান করতে গিয়ে নিজের এনার্জি নষ্ট করবেন না । একমাত্র নিরব থাকাই তার শ্রেষ্ঠ সমাধান ।

তারা জানে সত্যিটা কি , তাই এই ধরনের কথা বলে আপনাকে শুধু মাত্র দমন করার উদ্দেশ্যে । তাদের মতবাদে এটা প্রমান করে না যে আপনার পরিচয় কি ? অথবা আপনি কে? আপনাকে হেয় করতে তারা যে সব পদ্ধতি অবলম্বন করেন , সেগুলো তাদের কর্মের ফল হিসেবে প্রকৃতি ব্যাক করে তাদের কাছে পাঠিয়ে দিবে ভরসা করুন উপরওয়ালার প্রতি ।

এই ধরনের মানুষগুলো ছাড়াও আপনার পৃথিবীতে কিছু মানুষ অবশ্যই আছে , যাদের কাছে আপনাকে ব্যাখ্যা করতে হয়না । যারা আপনাকে হাজারো সমালোচনায় বিশ্বাস করে ।যারা আপনার আত্নাকে ভালোবাসে । ঠিক সেই মানুষ গুলোকে নিয়ে বাঁচুন এবং জীবনটাকে ভালোবাসুন ।
কারন জীবন সুন্দর ।

একটা মানুষ হোক, যে দিনশেষে সম্পূর্ণ আমার, আমিতেই যার তৃপ্তি, আমার মধ্যেই যে মানসিক শান্তি খুঁজে পাবে। যে আমার চেয়ে শ্রেষ...
13/05/2024

একটা মানুষ হোক, যে দিনশেষে সম্পূর্ণ আমার, আমিতেই যার তৃপ্তি, আমার মধ্যেই যে মানসিক শান্তি খুঁজে পাবে। যে আমার চেয়ে শ্রেষ্ঠ কাউকে খুঁজবে না, একটা মানুষ হোক একান্তই নিজের। 🖤

আমি যাকে ভালোবেসে ছিলাম তার চোখে আমি আমার জন্যে সম্মান দেখেছিলাম,আর যার সাথে আমার এই সম্পর্কটা শেষ হয়েছিল;তার চোখে আমি আ...
11/05/2024

আমি যাকে ভালোবেসে ছিলাম তার চোখে আমি আমার জন্যে সম্মান দেখেছিলাম,
আর যার সাথে আমার এই সম্পর্কটা শেষ হয়েছিল;
তার চোখে আমি আবার নিজেকে তাচ্ছিল্য হতেও দেখেছিলাম!'🌸

বাস্তব বলে,এই দুজন মানুষ নাকি একজনই,
কিন্তু আমি মানি না! কারণ প্রথমজনকে
আমি আজও ভালোবাসি ;
আর দ্বিতীয়জনকে আমি আজও চিনি না!'🖤

🌸হুমায়ুন ফরিদী
📸সংগৃহিত

05/05/2024

এ গরমে এ গ্লাস ঠান্ডা ঠান্ডা লেবুর শরবতে প্রান জুরিয়ে যায়❤️

প্রাক্তন মুভিতে ছাড়াছাড়ির আগের একটা দৃশ্যে ঋতুপর্ণা প্রসেনজিৎকে বলে, "একটা জন্মদিন, একটা এনিভার্সারি। এই দিনগুলো কখনো ফি...
04/05/2024

প্রাক্তন মুভিতে ছাড়াছাড়ির আগের একটা দৃশ্যে ঋতুপর্ণা প্রসেনজিৎকে বলে, "একটা জন্মদিন, একটা এনিভার্সারি। এই দিনগুলো কখনো ফিরে আসেনা। প্ল্যান করতে হয়। ট্যুর পোস্টপোন করতে হয়। মিটিং ক্যান্সেল করতে হয়। সবকিছু ছেড়েছুড়ে মনটাকে এক জায়গায় নিয়ে আসতে হয়। কখনো দুই ঘন্টা আমার অপেক্ষায় ফোনের স্ক্রিনের দিকে চোখের জল ফেলো, সেদিন আমায় বলতে এসো " Accept me as I am".

মাঝে মাঝে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা প্রিয় মানুষগুলোর কাছে একটু সময় আর যত্ন চাই, একটুখানি আদরে আবদারে প্রশ্রয় চাই। বিশেষ দিনগুলোতে বিশেষ কিছু মুহূর্ত পেতে চাই। হয়ত সবার জীবনে সেরকম মানুষ থাকে না। আর থাকলেও সেটা তারা বুঝতে পারে না বা কখনো বুঝার প্রয়োজনীয়তাও মনে করে না।

অবহেলা কিংবা অনাগ্রহে বুকের ভিতর আস্ত একটা নদী শুকিয়ে গেলেও তা কেউ টেরই পায় না। যা আমরা কখনো পরিবার থেকে পাই না পরবর্তীতে আমাদের জীবনে আসা প্রিয় মানুষদের কাছ থেকে সেটা পাওয়ার প্রবল প্রত্যাশা আমাদের থাকে। সেখানেও প্রত্যাশার মৃত্যু মানিয়ে নেওয়ার নিধারুণ অভিনয়। মুহূর্তরা কেটে যায়, জীবন ঠিকই চলে।
তবুও প্রিয় মানুষগুলো যত্ন নিলে, আগ্রহ থাকলে সেই মুহূর্তগুলো প্রজাপতি হতে পারত, একটা আকাশ হতে পারত, রংধনু হতে পারত, ফুল হতে পারত, ক্যানভাসের খুব প্রিয় কোন ছবি হতে পারত। হতে পারত জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত। অথচ সবশেষে মুহূর্তরা বাঁচে অপেক্ষায়, অবহেলায়, অনাগ্রহে।

অবহেলায় মানুষ ভিতর থেকে ম*রে যায়, অভিমান জমতে জমতে একদিন পাহাড় হয়। একসময় মানুষ প্রত্যাশা করা ছেড়ে দেয়। অভিমান- অভিযোগ করা বন্ধ করে চুপ হয়ে যায়। ইচ্ছেদের উড়িয়ে দেয় আকাশে। কেবল দীর্ঘস্বাসে হঠাৎ হঠাৎ মনে হয় জীবন কিংবা মুহূর্তগুলো আসলেই অন্যরকম হতে পারত!

🎉 Facebook recognized me as a top rising creator this week!
29/04/2024

🎉 Facebook recognized me as a top rising creator this week!

Address

Feni

Alerts

Be the first to know and let us send you an email when Bristi,s Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bristi,s Vlog:

Videos

Share