১৪ ই আগস্ট মহান রবের সান্নিধ্যে চলে গিয়েছিলেন কোটি কোটি তাওহীদী জনতার হৃদয়ের স্পন্দন, মুকুটহীন সম্রাট, দূরদৃষ্টি সম্পন্ন আল্লাহর ওলী, কুরআনের পাখি, শহীদ আল্লামা সাঈদী রাহি.।
যার অনেকগুলো ভবিষ্যৎ বাণী আজ অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা তার গোলামকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করুন। আমীন।😭😭😭 #inspiration #reelsvideoシ #FacebookReelsContest #islamic #furyou
আল্লাহ তুমি প্রিয় রাহবারটিকে দান করুন জান্নাতের সুমহান মর্যাদা🥹🤲
প্রিয় আল্লামা তোমাকে গত আগস্টে ১৪ তারিখে তারা নাই করে দিয়েছিল আজ ১৪ আগস্ট তারা নাই হয়ে গেল হে আল্লাহর পরিকল্পনা ছিল অহংকারী পতনের মূল এটা ক্ষমতা যাওয়ার পর ভুলে যায় ফেরাউনের দল
হায় আল্লাহ একি দেখলাম! গণভবনের মধ্যে গণকবর। খু*নি হাসিনা কেমন ভয়াবহ হ*ত্যাযজ্ঞ চালিয়েছে দেখুন।
৪/৮/২০২৪ সরকার পতনে এক দফা দাবি নিয়ে চরমোনাই পীর রাজপথে নেমেছে ছাত্রদের আন্দোলনের সমর্থন জানিয়ে।
৪ আগস্ট ২০২৪, বিমানবন্দর!
আনুমানিক সকাল ১১:২৫ এর আগে।
উনি বোধহয় আর দেশ এ নাই,
শেয়ার করুন সবাই!
( ফান/গুজব না, সবাইকে সচেতন করার জন্য দেয়া। )
আজ এক দফার ভবিষ্যৎ নির্ধারিত হবে। দল-মত নির্বিশেষে ছাত্র-জনতাকে আজকের কর্মসূচি সফল করার আহ্বান জানাচ্ছি।
-আসিফ মাহমুদ
স্বাধীন দেশের প্রথম রাতে আমরা এভাবে একসাথে এটা গাইবো!
রাতের শাহবাগ!
আমার মাথায় আসতেছে না, এরা কি আসলে গ্রুপ নওফেল গ্রুপ, নাকি ছাত্রদের উপর স্টিম রোলার চালাচ্ছে
তোদের এত বড় কলিজা তোরা আমার মা বোনদের গায়ে হাত দিয়ে চেক করস
এত বড় কলিজা তোর আমার মা বোনদের গায়ে হাত দিয়ে ছেক করস
দেখুন একবার। তাদের মনে এতটাই ভয় ঢুকেছে যে ভবনের আগুন লাগা স্বত্বেও আশ্বস্ত করার পরও তারা বেরোচ্ছে না।
#