Ammia's Diary

Ammia's Diary Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ammia's Diary, Digital creator, Feni.
(1)

গ্রামের তুলনায় শহরের মানুষ অধিক সহজসরল এবং উদার হয়ে থাকে। শহরের মানুষের মধ্যে হিংসাও সাধারণত কম থাকে। এর কারণ হচ্ছে, শহর...
07/06/2024

গ্রামের তুলনায় শহরের মানুষ অধিক সহজসরল এবং উদার হয়ে থাকে। শহরের মানুষের মধ্যে হিংসাও সাধারণত কম থাকে। এর কারণ হচ্ছে, শহরের মানুষকে জীবনধারণের জন্য অনেক বেশি ব্যস্ত সময় পার করতে হয়! তারা অন্যের সমালোচনা করার মতো সময়ই পায় না।

আর গ্রামের অধিকাংশ মানুষ বছরের অধিকাংশ সময় তেমন কোনো কাজই করে না। দিনের কিছু সময় টুকটাক কাজ করে বিকেলে চা দোকানের আড্ডাকে তারা গিবতের কারখানা বানিয়ে ছাড়ে! পরিবারের কেউ না কেউ শহরে বা বিদেশে থেকে টাকা পাঠায়, আর পরিবারের সবাই মিলে তাতে ফুটানি করে!!

গ্রামে অধিকাংশ ক্ষেত্রে একটি পরিবার আরেকটি পরিবারের বিরুদ্ধে যুগের পর যুগ অকারণেই লেগে থাকে। একজন লোক আরেকজন লোকের বিরুদ্ধে লেগে থাকাটাই যেন স্বাভাবিক। বাকীরা কখনো সে সব বিরোধ মিটাবার চেষ্টাও করে না। বরং গ্রাম্য বিরোধগুলো টিকিয়ে রাখাকেই তারা নিজেদের ঐতিহ্য বানিয়ে নিয়েছে।

একটি মেয়ের বিয়ে দিতে গেলে বুঝা যায় গ্রামের মানুষ কতো সহজসরল। আর যদি কেনো মেয়ের সংসার ভেঙ্গে যায় কোনো কারণে তাহলে বুঝতে পারবেন ও সমাজের মানুষকে মুখে কতো বিষ! একটি পরিবার যদি একটু ভাল আয় উন্নতি করে তাহলে আত্মীয় অনাত্মীয় প্রতিবেশী ও দূরবর্তী সবাই তাদের ক্ষতি কামনায় উঠেপড়ে লাগে!! শহরে সাধারণত এমনটি দেখা যায় না।

এদের অলস মস্তিষ্ক গ্রামের নির্মল প্রাকৃতিক সবুজ পরিবেশকে বাস অনুপযোগী দুষিত করে ছাড়ে! দীর্ঘ দিন শহরে থাকা মানুষ তাই ইচ্ছে করলেও গ্রামে শান্তিতে থাকতে পারে না। অথচ অনেকেই স্বপ্ন দেখেন, কর্মজীবন শেষে আবার গ্রামের সবুজ শ্যামল পরিবেশে বাকী জীবনটা কাটাবেন!! গ্রামের পরিবেশ যতো সুন্দর, মানুষগুলোর চিন্তাধারা ততোধিক জটিল। কিছু ব্যতিক্রম আছেই!!

— ডক্টর মুহাম্মদ আনোয়ারুল হক।

এই বছরের শেষ কাঁচা আমের পানা।🥭🥭🥭
01/06/2024

এই বছরের শেষ কাঁচা আমের পানা।🥭🥭🥭

What a fantastic idea! These are made by furniture company TMC and in Fairfield Area Library in Herico County, Virginia ...
31/05/2024

What a fantastic idea! These are made by furniture company TMC and in Fairfield Area Library in Herico County, Virginia 📚

Photo: Chris Cunningham
আর আমাদের দেশে একটা daycare এর পর্যন্ত ব্যবস্থা নেই
কত নারী নিজের বাচ্চা কথা চিন্তা করে নিজের ক্যারিয়ার জীবনের সমাপ্তি ঘটিয়েছে।


একই ফলের তিন ধরনের টেস্ট। আলহামদুলিল্লাহ ♥️♥️♥️
29/05/2024

একই ফলের তিন ধরনের টেস্ট।
আলহামদুলিল্লাহ ♥️♥️♥️

25/05/2024

কখনো জানতে চেয়েছেন? কেমন আছে সেই পিতা ও পুত্র যাদের বয়সের সমষ্টি ছিল ৬০ বছর!! 👨‍👦

তৈলাক্ত বাঁশের সেই বানর কি তেল ছাড়া বাঁশের খোঁজ পেয়েছে???🐒

চৌবাচ্চা গুলো কি এখনো পূর্ন হতে পেরেছে???🪣

স্রোতের বিপরীতে চলা মাঝি সাহেব কেমন আছেন!!! 🛶

পৃথিবীতে পড়ালেখার চেয়ে সেইফ ইনভেস্টমেন্ট আর কিছু নাই। যেহেতু এটা সেইফ, তাই এটার আর্থিক রিটার্ন মিডিয়াম।কিন্তু পড়ালেখা না...
10/05/2024

পৃথিবীতে পড়ালেখার চেয়ে সেইফ ইনভেস্টমেন্ট আর কিছু নাই। যেহেতু এটা সেইফ, তাই এটার আর্থিক রিটার্ন মিডিয়াম।

কিন্তু পড়ালেখা না করে টিকটক, ফেইসবুক কিংবা ব্যবসা করা খুব ই রিস্কি ইনভেস্টমেন্ট। তাই এর রিটার্ন ও খুব ই হাই।

বাংলাদেশে হাজার হাজার টিকটকার, ইউটিউবার, ব্যবসায়ী আছে যাদের কোনো উপার্জন নাই।

কিন্তু মোটামুটি পড়ালেখা করছে ভালভাবে এরকম সবার ই চলার মতন একটা উপার্জনের ব্যবস্থা হয়ে যায়।

তাই, একজন দুইজন সফল "ইনফ্লুয়েন্সার" কে দেখে পড়ালেখার নাম ডুবাইয়েন না, আর নতুন প্রজন্মকে পড়ালেখা বিমুখ কইরেন না।

"পুরো জাপান জেনে গেছিলো"এক ভারতীয় লোক জাপানে ঘুরতে গিয়ে সেখানকার এক ফাইভ স্টার হোটেলে উঠেছে। সে যখন সুইমিংপুলে নেমেছে, ত...
29/04/2024

"পুরো জাপান জেনে গেছিলো"
এক ভারতীয় লোক জাপানে ঘুরতে গিয়ে সেখানকার এক ফাইভ স্টার হোটেলে উঠেছে। সে যখন সুইমিংপুলে নেমেছে, তখন আর কোনো গেস্ট ছিলো না। একা সুইমিংপুলে সাঁতার দিতে গিয়ে ইন্ডিয়ান বদমাইশটার মাথায় চ্যাগান দিয়ে উঠলো শয়তানি। ভাবলো, "একটা ফাইভ স্টার হোটেলের সুইমিংপুলে হিসু করে রেখে যাই। আমার মূত্রে বাকি গেস্টরা অবগাহন করবে, অনেক মজা হবে।"

মজা পাওয়ার জন্য ভাইটি মূত্রবিসর্জন করামাত্র দেখলেন, পুলের ওই অংশের পানি গোলাপি হয়ে গেছে এবং এলার্ম বেজে উঠেছে। হোটেল স্টাফরা এসে সাথে সাথে তাকে পুল থেকে তুলে ফেললো। কারণ, এখন পুরা সুইমিংপুলের পানি ফেলে দিয়ে পরিষ্কার করতে হবে। এরপর নতুন করে পানি ভরা হবে।

ঘটনা ঘটার দশ মিনিটের মাথায় লোকটাকে রিসেপশনে ডেকে আনা হলো। তার হাতে পাসপোর্ট ধরিয়ে দিয়ে হোটেল থেকে বিদায় করে দেয়া হলো। লোকটা ভাবলো, সে সম্মানিত ট্যুরিস্ট এবং তার প্রচুর পয়সা আছে। অন্য হোটেলে গিয়ে উঠলেই হবে।

এখান থেকেই মূল খেলাটা শুরু। লোকটা প্রথমদিকে আশপাশের ফাইভ স্টার হোটেলগুলায় উঠার চেষ্টা করলো। মজা হলো, যেই হোটেলেই সে উঠার চেষ্টা করে, রিসেপশনিস্ট তার পাসপোর্টের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে ফেলে, "আচ্ছা, আপনিই সেই লোক যে সুইমিংপুলে.... আহ্, সরি স্যার, আপনাকে গেস্ট হিসেবে আমরা নিতে পারতেসি না। অন্য হোটেল দেখেন।"

লোকটা হোটেল দেখা শুরু করলো। প্রথমে সবগুলো ফাইভ স্টার, এরপরে ফোর স্টার, এরপর থ্রি স্টার.... প্রত্যেকটা হোটেলেই সেইম ঘটনা ঘটতেছে। কেউই তাকে গেস্ট হিসেবে নিচ্ছে না। সারাদিন ঘুরে জাপানের কোনো হোটেলেই থাকার জায়গা না পেয়ে লোকটা শেষমেশ নিজের এমব্যাসিতে আশ্রয় নিলো।

সেখানে তাকে পরামর্শ দেয়া হলো, জাপানের এমন কোনো হোটেলেই তুমি আর কোনোদিন উঠতে পারবা না, যেখানে সুইমিংপুল আছে। তারচেয়ে বড় কথা, তোমার এই অপরাধের ছাপ্পা তোমার পাসপোর্টের সাথে লেগে গেছে। তোমার জাপান ভ্রমণ এখানে সমাপ্ত করাটা হবে বুদ্ধিমানের সিদ্ধান্ত।

লোকটার অপমান সেখানেই শেষ হয় নাই। চলে যাওয়ার সময় এয়ারপোর্টে পাসপোর্ট অফিসার তার পাসপোর্টে সিল মারতে মারতে বললো, "আশা করি আপনি আপনার শিক্ষা পেয়েছেন। অন্য দেশে যাওয়ার সময় শিক্ষাটা ভুইলেন না।"

ইন্ডিয়া ফিরে গিয়ে লোকটা পুরো ঘটনাটা তার ফেসবুকে লিখেছে। সেই স্ট্যাটাসের লাস্ট লাইন ছিলো, "পুরো জাপান জেনে গেছিলো যে আমি ওদের হোটেলের সুইমিংপুলে হিসু করেছি।”

এদিকে আমাদের দেশের রাষ্ট্রীয় কোষাগার থেকে কারা আমাদের বিলিয়ন বিলিয়ন ডলার চুরি করে নিয়ে গেছে, সেটা আমাদের সরকার এখন পর্যন্ত বের করতে পারে নাই।

শীতের স্বন্ধ্যাগুলো ভয়ানক এবসার্ড।বাতাসে বিষাদ আর শীত শীত গন্ধ....
05/01/2024

শীতের স্বন্ধ্যাগুলো ভয়ানক এবসার্ড।

বাতাসে বিষাদ আর শীত শীত গন্ধ....

খিচুড়ি,গরুর মাংস ভুনা,আচার,সালাদ।🍽️🍴
17/11/2023

খিচুড়ি,গরুর মাংস ভুনা,আচার,সালাদ।
🍽️🍴

অভিনন্দন অভিনন্দন অভিনন্দন  !!! ইতিহাসের প্রথম আমেরিকায় মুসলিম হিজাবী মহিলা বিচারক হয়েছেন (রাফিয়া আরশাদ) যাকে নিয়ে ইতোমধ...
14/07/2023

অভিনন্দন অভিনন্দন অভিনন্দন !!!

ইতিহাসের প্রথম আমেরিকায় মুসলিম হিজাবী মহিলা বিচারক হয়েছেন (রাফিয়া আরশাদ) যাকে নিয়ে ইতোমধ্যে প্রত্যেক মুসলিম বিশ্বের নেতারা পোস্ট করছেন এবং সকল মুসলিম দেশ থেকে অভিনন্দন জানাচ্ছেন।১৭ বছর আগে তাঁর এক চাকরির ইন্টারভিউতে তাঁর মা বলেছিলো হিজাব খুলে যেতে না হলে তাঁকে সিলেকশন করবেনা। রাফিয়া আরশাদ বলেছিলেন আমার পর্দার জন্য আমাকে সিলেকশন না করলেও আমি কষ্ট পাবোনা কিন্তু দুনিয়ায় সাময়িক চাকরির জন্য ইসলামের মান ক্ষুন্ন হতে দিবোনা। সেই ইন্টারভিউ তে রাফিয়া আরশাদ হিজাবের জন্য সামান্য একটি (lawyer) আইন স্কুলের স্কলারশিপ'টি পায়নি কিন্তু (Lawyer) আইন বিভাগের ছাত্রী ছিলেন। আর আজ ১৭ বছরের আইন অভিজ্ঞতার পর সে ইতিহাসের প্রথম মুসলিম হিজাবী মহিলা জজ পদে নির্বাচিত হয়েছেন ট্রাম্পের দেশে 🇺🇸।
আপনার জন্য শুভ কামনা রাফিয়া আরশাদ।

আপনাকে নিয়ে আজ সমগ্র মুসলিম উম্মাহ গর্বিত।।।

11/07/2023



মাত্র ৫ দিন আগে ৫ জন ধনকুবেরসহ আটলান্টিক সমুদ্রের তলদেশে এডভেঞ্চার করতে যাওয়া টাইটান ডুবোযানের রহস্যজনক তিরোধানের ব্যাপা...
23/06/2023

মাত্র ৫ দিন আগে ৫ জন ধনকুবেরসহ আটলান্টিক সমুদ্রের তলদেশে এডভেঞ্চার করতে যাওয়া টাইটান ডুবোযানের রহস্যজনক তিরোধানের ব্যাপারটি ইতোমধ্যেই বিশ্ব মিডিয়া তোলপাড় করে ফেলেছে!

শুরুতে ধারনা করা হয়েছিলো, অক্সিজেন ফুরিয়ে হয়তো ভেতরের সবাই মারা গেছেন, কিন্তু গতকাল রাতে আমেরিকার কোষ্ট গার্ড বাহিনীর বরাতে সংবাদে প্রকাশ যে, ডুবোযানের অভ্যন্তরীন বিস্ফরণে সবাই মারা গেছেন!

২০১৮ সালে বানানো এই সাবমেরিনটা পৃথিবীবাসীকে ভয়ংকর দুটা সত্য চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেলো!

১. ক. পৃথিবীতে কোন কিছুই অবিনশ্বর নয়। যে টাইটানিকের ইঞ্জিনিয়াররা গর্ব করে বলেছিলো, ম্যাচের কাঠি ডুবতে পারে, কিন্তু টাইটানিক কোনোদিনও সমুদ্রে ডুববে না! সেই টাইটানিকই জীবনের প্রথম যাত্রা শেষ করার আগেই সামান্য আইসবার্গের সাথে ধাক্কা লেগে প্রায় আড়াই হাজার যাত্রী নিয়ে ডুবে যায়!

খ. আর এই টাইটানিকের ধ্বংসাবশেষ প্রদর্শন করতে বানানো সমুদ্র যানটি ৫ ইঞ্চি পুরু খাটিঁ কার্বন ফাইবার দিয়ে বানানো হয় যা ১৫০ লাখ পাউন্ড পানির চাপ সহ্য করে সমুদ্রের ১৩ হাজার ফুট গভীরে চলে যেতে পারে! এটিই পৃথিবীর একমাত্র যান ছিলো, যা সমুদ্রের একদম তলদেশ পযন্ত যেতে পারতো! কিন্তু এই ডুবোযানটিও আজ ইতিহাস হয়ে গেলো!!

২. পৃথিবীর সবচেয়ে মূল্যবান, সবচেয়ে ক্ষমতাবান বস্তু টাকা এই ছোট্ট সাবমেরিনটার ভিতরে একেবারেই মূল্যহীন ছিলো।

কারণ এর ভেতর যারা ছিলো তাদের আর যাই হোক, টাকার কোন অভাব ছিলো না। এর ভেতর একজন ছিলেন ব্রিটিশ বিলিওনিয়ার!

কারণ ভেতরে থাকা ৫ জনের ভেতর চারজনই জনপ্রতি আড়াই কোটি টাকা দিয়ে টিকেট কেটে তারপর এই বাহনে চড়েছিলো।

আর একজন ছিলো ওশেনগেটের সিইও এবং টাইটানের চালক, যিনি এই অভিযানেরও মূল উদ্যোক্তা ছিলেন, তার নাম Stockton Rush, তিনিও বেশ ধনী লোক ছিলেন।

উক্ত ৪ জনের ভেতর ছিলো পাকিস্থানী বংশোদ্ভুত ধনাঢ্য দাউদ পরিবারের দুইজন, বাবা ও ছেলে। ছেলের বয়স ছিলো মাত্র ১৯ বছর। বাকী ৪ জনের সবার বয়স ছিলো ৫০ এর উপরে!

তাদের সামনে যদি অপশন রাখা হতো, সারা জীবনের সব অর্জিত সম্পদ ও টাকা-পয়সা, নাকি একবার সমুদ্র পৃষ্ঠের উপরে ভেসে উঠে আকাশের দিকে তাকিয়ে বুক ভরা তাজা বাতাস?

আমার ধারনা, তারা এক সেকেন্ডও চিন্তা না করে ২য় অপশনটি বেছে নিতো!

৯৬ ঘন্টার অক্সিজেন (মানে ৪ দিন) এই বাহনের ভেতরে মজুদ ছিলো, তারপরেও সবাই মারা গেছে, ইউএস কোস্ট কার্ড মিডিয়াকে গতকাল বলেছে, অন্তঃবিস্ফরণে ভেতরের সবাই স্পটডেড হয়েছে! ধ্বংসাবশেষ কিছু খুঁজে পাওয়া গেছে!

মাটির উপর যে মানুষ হাজার কিলোমিটার জুড়ে রাজত্ব করছে, পানির নিচে মাত্র ৪ কিলোমিটার গভীরেই সেই মানুষ অসহায়!

বিশ্বমিডিয়া আজ বলছে, অক্সিজেন শেষ হবার আগেই খুব সম্ভবত টাইটান নামক এই যানের ভিতর থেকে বিস্ফোরণে ঘটনাস্থলেই এর ভেতরকার ৫ জন ধনকুবের আরোহীর সবাই মৃত্যুবরণ করেন!

এই ঘটনায় সমগ্র বিশ্ব হতবিহ্ববল হয়ে গেছে! পৃথিবীর প্রতিটা মেইনস্ট্রিম মিডিয়া ঘন্টায় ঘন্টায় এই টপিকে নিউজ পাবলিশ করে যাচ্ছে গত দুদিন ধরে!

বিশেষ এই নৌযানকে, ইংরেজীতে যাকে সাবমার্সিবল বলে বিশ্বমিডিয়াতে উল্লেখ করা হচ্ছে, সেটিতে মোট ৭টি ব্যাকাপ সিস্টেম ছিলো, যেমনঃ ইনফ্লাটেবল বেলুন, ভারী বালুর ব্যাগ, লিড পাইপস, ইত্যাদি! ডুবো যানটিকে নিয়ন্ত্রন করা হতো মাত্র ৩ হাজার টাকা মূল্যের ঠুনকো একটা কম্পিউটার গেইমিং কন্ট্রোলার দিয়ে!

কিন্তু এতে ছিলো না কোন জিপিএস system! সেটার প্রয়োজনও নেই, কারণ পানীর নীচে জিপিএস কাজ করে না। তবে জিপিএসের বদলে এতে ছিলো সোনার সিস্টেম যে প্রযুক্তি সমুদ্রের পানির নীচে শব্দ তরংগ ব্যবহার করে কাজ করতো।

টাইটানিকের ডেবরি দেখতে বানানো হয়েছিলো এই বাহন, অথচ রাসুল সাঃ বলেছেন, কাবার রবের আযাব দুনিয়ার যে স্থান গুলোতে পড়েছিলো, সে জায়গাগুলো দ্রুত অতিক্রম করতে! (অর্থাৎ, খুব প্রয়োজন না পড়লে সে জায়গাগুলো এড়িয়ে যেতে)

চিকেন ফ্রাই
20/06/2023

চিকেন ফ্রাই

Address

Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ammia's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share