NS Ecom Helper

NS Ecom Helper Bongo Tech Academy provides all kinds of services including graphic design, marketing & web design.
(24)

20/10/2024

ই-কমার্স ব্যবসায় 'অফার / ডিসকাউন্ট' কতটা কাজে লাগে?
👇
ই-কমার্সে অফার বা ডিসকাউন্ট অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগে। নিচে কিছু পয়েন্ট লিখে দেওয়া হল 👇👇👇
১. নতুন গ্রাহক আকর্ষণ: ডিসকাউন্ট দিয়ে নতুন কাস্টমার সহজে পেতে পারেন।
২. বিক্রি বাড়ানো: অফারে বিক্রি বেড়ে যায়।
৩. স্টক ফাঁকা করা: পুরনো পণ্য দ্রুত বিক্রি করতে ডিসকাউন্ট কাজে লাগে।
৪. গ্রাহক ধরে রাখা: পুরনো ক্রেতারা ফেরে বিশেষ অফারে।
৫. কার্ট পূরণ করানো: ডিসকাউন্ট কুপনে গ্রাহক কেনাকাটা শেষ করে।
৬. প্রতিযোগিতায় মার্কেটে এগিয়ে থাকা: ডিসকাউন্ট দিয়ে ক্রেতার মনোযোগ টেনে নেওয়া যায়।
৭. অ্যাভারেজ অর্ডার বাড়ানো: "আরও কিনুন, আরও সাশ্রয় করুন" অফারে বিক্রি বাড়ে।
৮. দ্রুত বিক্রি: ফ্ল্যাশ সেলে দ্রুত বিক্রি সম্ভব।
৯. ব্র্যান্ড প্রচার: অফার ব্র্যান্ডের প্রচার বাড়ায়।
১০. অতিরিক্ত বিক্রি: ডিসকাউন্টে ক্রেতা আরও পণ্য কিনতে আগ্রহী হয়।

🚩 ই-কমার্সে ডিসকাউন্ট কৌশল খুবই কার্যকরী, তবে এটি ব্যবহারে সতর্ক হতে হবে। অতিরিক্ত ডিসকাউন্ট দেওয়া হলে, ব্র্যান্ড ভ্যালু কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সঠিক সময়ে, সঠিক কৌশল প্রয়োগ করলেই এটি লাভজনক হবে।

আলহামদুলিল্লাহ।🥰📢আরও একটি লারাবেল ওয়েবসাইটের ডেটালেয়ার এনাবল এবং ফেসবুক পিক্সেল সেটাপ কাজ সম্পন্ন করলাম।Website URL: htt...
19/10/2024

আলহামদুলিল্লাহ।🥰
📢আরও একটি লারাবেল ওয়েবসাইটের ডেটালেয়ার এনাবল এবং ফেসবুক পিক্সেল সেটাপ কাজ সম্পন্ন করলাম।
Website URL: https://quranicbooks.online/

👉👉চলুন একনজরে দেখে নিই সার্ভার সাইট ট্র্যাকিং কিভাবে করে:
📢প্রথমত, ওয়েবসাইট থেকে ডেটা লেয়ার এনাবল করতে হয়। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এর জন্য একটা প্লাগিন থাকে সেটা দিয়ে সহজে করা যায়। এছাড়া শপিফাই বা কাস্টম মেইড ওয়েবসাইট গুলার জন্য জাবাস্ক্রিপট কোড দিয়ে করতে হয়।

গোগল ট্যাগ ম্যানেজার দিয়ে ব্রাউজার সাইট থেকে ফেসবুক কে ডেটা পাঠাতে হয়। Page view, View Content, Add to cart, Initiate Checkout, Purchase এই ইভেন্টে গুলার জন্য ভেরিয়েবল, ট্রিগার, ট্যাগ সেটাপ করে ডেটা পাঠাতে হয়।
এমনকি এই ইভেন্ট গুলাতে প্রোডাক্টের ইনফরমেশন পাঠাতে হয়। যেমন: content ids, content category, content name, content type, contents, currency, value
এইখানে কন্টেন্ট বলতে প্রোডাক্ট কে বুঝায় ফেসবুক। তাই ফেসবুক কে কন্টেন্ট নামে প্রোডাক্টের ইনফরমেশন পাঠাতে হয়।

📢ব্রাউজার থেকে সেটাপ করার পর সার্ভার সাইট থেকে ডেটা পাঠাতে হয়। সার্ভার থেকে ডেটা পাঠালে তখন ফেসবুক সব ধরণের অডিয়েন্সের ডেটা পায়। যেমন: আইফোন ইউজার, সাফারি, ব্রেভ, অপেরা, মজিলা, ক্রোম সহ যে কোন ব্রাউজার ইউজার কারীদের ডেটা ফেসবুক পায়। তখন ফেসবুক এডস টা আরো ভালো অপটিমাইজ করে এবং সঠিক অডিয়েন্স দিয়ে কাস্টম অডিয়েন্স তৈরি করা যায়। বি.দ্র: সার্ভার সাইট টা প্রিমিয়াম। গুগগ ক্লাউড বা স্টেপ আয়ো প্ল্যাটফর্ম ব্যবহার করে এই সেটাপ করতে হয়। প্রতিমাসে সর্বনিম্ন চার্জ ২০ ডলার।

📢ডেটা লেয়ার এনাবল, ব্রাউজার সাইট, সার্ভার সাইট এই তিনটা জিনিস কমপ্লিট সেটাপ হইলে ফেসবুক প্রফার ডেটা পায়। আপনার এডস টা আরো ভালো অপটিমাইজ হয়। ধীরে ধীরে এডস কস্ট কমে আসে। রিটার্গেট করা যায়। এই প্রসেস কে বলা হয়: সার্ভার সাইট ট্র্যাকিং/ কনভারশন এপিয়াই।

💡𝐅𝐚𝐜𝐞𝐛𝐨𝐨𝐤 𝐂𝐨𝐧𝐯𝐞𝐫𝐬𝐢𝐨𝐧𝐬 𝐀𝐏𝐈 📈(𝐂𝐀𝐏𝐈) setup with 𝐆𝐨𝐨𝐠𝐥𝐞 𝐓𝐚𝐠 𝐌𝐚𝐧𝐚𝐠𝐞𝐫 🎯(𝐆𝐓𝐌) in ‍a Custom made website without the help of developer.💪

11/10/2024

💁‍♂️ টার্গেটিং
ফেসবুকের এআই (AI) ডে বাই ডে ডেভেলপ হচ্ছে এটা ওদের জন্য কন্টিনিউস প্রসেস। ফেসবুক তাদের অডিয়েন্সকে এতোভাবে সেগমেন্ট করেছে যার জন্য আপনি স্পেসিফিকভাবে টার্গেটিং করতে পারেন।
এখন প্রশ্ন হলো ফেসবুক কেন আবার "Advantage" শব্দ ইউস করে নিউ অনেকগুলো Feature আনলো?

🚀 চলুন তাহলে ভেতরের ইতিকথা কি একটু জানি:
আপনি যে এড একাউন্ট দিয়ে এড চালান Facebook সেই এড একাউন্টে ডেটা স্টোর করতে থাকে। ধরতে গেলে অডিয়েন্সের ডেটা, যেই এড পারফর্ম করে সেই এডে অডিয়েন্সের এক্টিভিটি অল এভ্রিথিং।

🤷‍♂️ কেনো করে এতোকিছু ?

এডভান্টেজ অফশনগুলো মূলত কাজ করে ডেটার এই হিস্ট্রির উপর। আপনি যদিও টার্গেটিং না দেন কোনো ক্যাম্পেইনে, ফেসবুক লার্ণ করতে থাকে, আপনার এডে কোন কোন সেগমেন্টের অডিয়েন্স ইন্টারেক্ট করতেছে কারা প্রডাক্ট ভিউ করতেছে, কারা এড টু কার্ট করতেছে, কারা চেকআউট পেজে গেছে, পারসেজ করতেছে, কারা কমেন্ট করতেছে, কারা শেয়ার করছে, কারা এনগেজড হচ্ছে সব ডেটাই ফেসবুক ট্রাক করে।

পরবর্তীতে এই ডেটার উপর বেস করেই ফেসবুক আপনার এডকে সিমিলিয়ার বিহেভিয়ার এর অডিয়েন্সের কাছে নিয়ে যায় যেন আপনার কাঙ্ক্ষিত এচিভমেন্টটা সহজ হয়।

এখানে বলে রাখি এর ভেতরে ফেসবুকের এলগরিদম লিড হয় ওয়েবসাইটের ক্ষেত্রে অডিয়েন্সের পারসোনালাইজড ডেটা ট্রাকিং এর উপর মানে বিষয়টি এমন যখন কোনো ওয়েবসাইটে আপনি ঢু মারেন তখন আপনার সমস্ত এক্টিভিটি ফেসবুক বলেন বা অন্যনা স্যোসাল প্লাটফর্ম বলেন সবাই ট্রাক করতে থাকে যদি সেই ওয়েবসাইটে বা লেন্ডিং-পেজে পিক্সেল এবং কনভারসন এপিআই এই দুটি ইন্সটল থাকে বা যদি সেট-আপ করা থাকে( শুধু সেটআপ থাকলে সবকিছু ট্রাক করতে পারবে বিষয়টা এমন না ট্রাক করার জন্যও ট্রাকিং প্যারামিটার এন্ড ইভেন্ট গুলোও সেট-আপ করতে হয়)।

এসব প্রপার সেট-আপ থাকলে এড তখন প্রপার ডেটা পাই এবং এই ডেটার উপরই বেস করে ফেসবুক বলেন বা অন্যন্য প্লাটফর্ম বলেন এভাবেই আপনার বিজনেসে হেল্প করে। ফেসবুক এই ডেটাকে প্রপার ইউস করার জন্য এডভান্টেজ এর সুবিধা এনেছে, এছাড়া আরো অনেক সুবিধা তো আছেই।

🤜তাহলে এখন কি আমি টার্গেটিং Use করবো না?

টার্গেটিং ইউস করুন। ম্যানুয়ালি-ই করে আসছি আমরা শুরুর দিক থেকেই। ফেসবুক নিজেই এতগুলো সেগমেন্ট করেছে যাতে আপনি আপনার এক্সেট অডিয়েন্সের কাছে আপনার নিসের প্রডাক্টটি দেখাতে পারেন।

তাহলে বড় বড় ব্রান্ডগুলো কেন কোনো টার্গেটিং করে না আই মিন কেন তারা তাদের তাদের প্রডাক্ট এক্সেট অডিয়েন্সের জন্য টার্গেটিং দেই না?
এখানে ব্রান্ডগুলো টার্গেটিং করে না এমনটা না তারা মূলত চাই তাদের ব্রান্ড সবার কাছে পৌঁছুক যেন আজ না হয় কাল বা ২-৩ বছর পর হলেও কাস্টমারে পরিণত হোক; মানে সাইকোলজিক্যাল ব্যাপার আর কি!!
তাহলে এখন ছোট ছোট উদ্দোক্তারা কি করবে? তারা কি বড় বড় ব্রান্ডগুলোর মতোই করবে?

ছোট ছোট উদ্দোক্তারা চাইলে ফেসবুকের ম্যানুয়াল টার্গেটিং ব্যবহার করে স্বল্প সময়ের ভেতর রেজাল্ট বের করুক। তবে একটা বিষয়; একটা কন্টেন্ট দিয়া আপনি বিশ্ব জয় করে ফেলিবেন সেটা ভাবাটা দুঃসাহসিক সিন্ধান্ত আই মিন হতাশ হতে হবে!!

👉করণীয় কি তাহলে?
১। কন্টেন্ট ঠিকমতো করতে হবে।
২। ফেসবুকের রিকমেন্ডেড রেশিও মতো কন্টেন্ট মেইক করতে হবে।
৩। কন্টেন্টে অল এভ্রিথিং রিয়্যাল, ব্যাপারটা ফিল থাকতে হবে।
৪। কন্টেন্ট এমন হবে যেন অডিয়েন্সের প্রডাক্টের প্রতি ট্রাস্ট বিল্ড হতে থাকবে।
৫। প্রডাক্টের শ্যুট এমন হতে হবে যেন অভারঅল সবকিছু ফুটে উঠে, যেন অডিয়েন্স সহজে বুঝতে পারে।

বিঃদ্রঃ মূলত এই আলোচনা খুব বেসিক এর ভেতরে আরো অনেক আছে লিখা ছোট করে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।🌿

©Shahedul Islam

Wordpress Website য়ে DataLayer Enable করার জন্য বেস্ট প্লাগিন হচ্ছে: GTM Kit. যে Featured গুলো পাবেন: 1. Value Number, আ...
03/10/2024

Wordpress Website য়ে DataLayer Enable করার জন্য বেস্ট প্লাগিন হচ্ছে: GTM Kit.

যে Featured গুলো পাবেন:

1. Value Number, আলাদা করে String to Number য়ে Convert করার প্রয়োজন নেই।
2. All Events Available, Page_view to Purchase
3. Contact Form 7 Easily Track করার Option পাবেন।
4. Order_count - Total Customer Order Count পাবেন ।
5. Customer Lifetime Value Parameter পাবেন।
6. Customer Info তো থাকছেই।
7. new_customer Parameter পাবেন GA4 এর জন্য লাগে।
8. Email, Phone, First name & Last name Hashed (required for Pinterest).
9. GA4 Schema হওয়ার কারনে যে কোনো Platforms এর জন্য সহজেই Required Schema তৈরি করা যাবে ।

আসাকরি Plugin এর মাধ্যমে ভালো Data Accuracy পাবো ।

Collected: Rohit Hasan RaFi

Set up server site tracking or conversion API to accurately track your website visitors data quickly. By doing this, you...
18/08/2024

Set up server site tracking or conversion API to accurately track your website visitors data quickly. By doing this, you can take your business one step further.

https://www.quranicbooks.com/

আলহাদুলিল্লাহ, গতকাল ঈদের দিন ও সেলস হয়েছে ২৩ পিছ টি-শার্ট। ক্লায়েন্টের এভারেজ এড খরচ লিমিট ছিলো প্রায় ২.৩ ডলার। ঈদের দি...
18/06/2024

আলহাদুলিল্লাহ, গতকাল ঈদের দিন ও সেলস হয়েছে ২৩ পিছ টি-শার্ট। ক্লায়েন্টের এভারেজ এড খরচ লিমিট ছিলো প্রায় ২.৩ ডলার। ঈদের দিনও খরচ ছিলো ১.৬০ ডলার।
ওয়েবসাইট লিংক: https://www.alzeena.com.bd/

আপনার ব্যবসায় কি কাঙ্খিত বিক্রি হচ্ছে না?🚀 কোনো চিন্তা করতে হবে না! এটা শুধু আপনার একার সমস্যা না। অনেক ব্যবসায়ীই এই সমস...
31/05/2024

আপনার ব্যবসায় কি কাঙ্খিত বিক্রি হচ্ছে না?
🚀 কোনো চিন্তা করতে হবে না! এটা শুধু আপনার একার সমস্যা না। অনেক ব্যবসায়ীই এই সমস্যার সম্মূখীন হচ্ছেন। কিন্তু, আপনি কি জানেন কেন সেলস হচ্ছে না? না জানলে চলুন নতুন কিছু জেনে নিই। আপনার ব্যবসায়ে বিক্রির জন্য শুধুমাত্র সঠিক পণ্য থাকলেই যথেষ্ট নয়, আপনাকে সঠিক টুলস ব্যবহার করে সঠিকভাবে মার্কেটিং করতে হবে। আচ্ছা একটা প্রশ্ন: আপনি কি কখনো GTM, GA4, Microsoft Clarity, ‍Server side tracking এবং Facebook API শব্দগুলি শুনেছেন? 🤔 যদি না শুনে থাকেন তবে হ্যাঁ আপনার বিজনেস এই কারণেই পিছিয়ে। অথচ এই টুলস গুলো ব্যবহার করেই একটা বিজনেসের এডভান্স মার্কেটিং করতে হয়। তবেই আপনার কাঙ্খিত সেলস পাবেন। আরো বিস্তারিত জানতে আমাদের পেইজে মেসেজ বা কল করতে পারেন।

আলহামদুলিল্লাহ।🥰📢আরও একটি লারাবেল ওয়েবসাইটের ডেটালেয়ার এনাবল এবং কনভারশন এপিয়াই সেটাপ কাজ সম্পন্ন করলাম।Website URL: htt...
28/05/2024

আলহামদুলিল্লাহ।🥰
📢আরও একটি লারাবেল ওয়েবসাইটের ডেটালেয়ার এনাবল এবং কনভারশন এপিয়াই সেটাপ কাজ সম্পন্ন করলাম।
Website URL: https://lajabab.com/

👉👉চলুন একনজরে দেখে নিই সার্ভার সাইট ট্র্যাকিং কিভাবে করে:

📢প্রথমত, ওয়েবসাইট থেকে ডেটা লেয়ার এনাবল করতে হয়। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এর জন্য একটা প্লাগিন থাকে সেটা দিয়ে সহজে করা যায়। এছাড়া শপিফাই বা কাস্টম মেইড ওয়েবসাইট গুলার জন্য জাবাস্ক্রিপট কোড দিয়ে করতে হয়।

গোগল ট্যাগ ম্যানেজার দিয়ে ব্রাউজার সাইট থেকে ফেসবুক কে ডেটা পাঠাতে হয়। Page view, View Content, Add to cart, Initiate Checkout, Purchase এই ইভেন্টে গুলার জন্য ভেরিয়েবল, ট্রিগার, ট্যাগ সেটাপ করে ডেটা পাঠাতে হয়।
এমনকি এই ইভেন্ট গুলাতে প্রোডাক্টের ইনফরমেশন পাঠাতে হয়। যেমন: content ids, content category, content name, content type, contents, currency, value
এইখানে কন্টেন্ট বলতে প্রোডাক্ট কে বুঝায় ফেসবুক। তাই ফেসবুক কে কন্টেন্ট নামে প্রোডাক্টের ইনফরমেশন পাঠাতে হয়।

📢ব্রাউজার থেকে সেটাপ করার পর সার্ভার সাইট থেকে ডেটা পাঠাতে হয়। সার্ভার থেকে ডেটা পাঠালে তখন ফেসবুক সব ধরণের অডিয়েন্সের ডেটা পায়। যেমন: আইফোন ইউজার, সাফারি, ব্রেভ, অপেরা, মজিলা, ক্রোম সহ যে কোন ব্রাউজার ইউজার কারীদের ডেটা ফেসবুক পায়। তখন ফেসবুক এডস টা আরো ভালো অপটিমাইজ করে এবং সঠিক অডিয়েন্স দিয়ে কাস্টম অডিয়েন্স তৈরি করা যায়। বি.দ্র: সার্ভার সাইট টা প্রিমিয়াম। গুগগ ক্লাউড বা স্টেপ আয়ো প্ল্যাটফর্ম ব্যবহার করে এই সেটাপ করতে হয়। প্রতিমাসে সর্বনিম্ন চার্জ ২০ ডলার।

📢ডেটা লেয়ার এনাবল, ব্রাউজার সাইট, সার্ভার সাইট এই তিনটা জিনিস কমপ্লিট সেটাপ হইলে ফেসবুক প্রফার ডেটা পায়। আপনার এডস টা আরো ভালো অপটিমাইজ হয়। ধীরে ধীরে এডস কস্ট কমে আসে। রিটার্গেট করা যায়। এই প্রসেস কে বলা হয়: সার্ভার সাইট ট্র্যাকিং/ কনভারশন এপিয়াই।
💡𝐅𝐚𝐜𝐞𝐛𝐨𝐨𝐤 𝐂𝐨𝐧𝐯𝐞𝐫𝐬𝐢𝐨𝐧𝐬 𝐀𝐏𝐈 📈(𝐂𝐀𝐏𝐈) setup with 𝐆𝐨𝐨𝐠𝐥𝐞 𝐓𝐚𝐠 𝐌𝐚𝐧𝐚𝐠𝐞𝐫 🎯(𝐆𝐓𝐌) in ‍a Custom made website without the help of developer.💪

আলহামদুলিল্লাহ।🥰📢আরও একটি লারাবেল ওয়েবসাইটের ডেটালেয়ার এনাবল এবং কনভারশন এপিয়াই সেটাপ কাজ সম্পন্ন করলাম।📢ওয়েবসাইটের পিক্...
16/05/2024

আলহামদুলিল্লাহ।🥰
📢আরও একটি লারাবেল ওয়েবসাইটের ডেটালেয়ার এনাবল এবং কনভারশন এপিয়াই সেটাপ কাজ সম্পন্ন করলাম।

📢ওয়েবসাইটের পিক্সেল সম্পূর্ণ রূপে ফেসবুকের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটাপ করার জন্য ওয়েবসাইটের ডেটা লেয়ার এনাবল করতে হয়। ডেটা লেয়ার এনাবল করলে ওয়েবসাইটের ডেটা গুলো ডায়নামিক ভাবে আসে। তখন ডেটা মিসিং হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়।

📢ডেটা লেয়ার এনাবল করার পরে গোগল ট্যাগ ম্যানেজার দিয়ে ব্রাউজার সাইট থেকে ফেসবুক কে ডেটা পাঠাতে হয়। Page view, View Content, Add to cart, Initiate Checkout, Purchase এই ইভেন্টে গুলার জন্য ভেরিয়েবল, ট্রিগার, ট্যাগ সেটাপ করে ডেটা পাঠাতে হয়।
এমনকি এই ইভেন্ট গুলাতে প্রোডাক্টের ইনফরমেশন পাঠাতে হয়। যেমন: content_ids, content_category, content_name, content_type, contents, currency, value
এইখানে কন্টেন্ট বলতে প্রোডাক্ট কে বুঝায় ফেসবুক। তাই ফেসবুক কে কন্টেন্ট নামে প্রোডাক্টের ইনফরমেশন পাঠাতে হয়।

📢ব্রাউজার থেকে সেটাপ করার পর সার্ভার সাইট থেকে ডেটা পাঠাতে হয়। সার্ভার থেকে ডেটা পাঠালে তখন ফেসবুক সব ধরণের অডিয়েন্সের ডেটা পায়। যেমন: আইফোন ইউজার, সাফারি, ব্রেভ, অপেরা, মজিলা, ক্রোম সহ যে কোন ব্রাউজার ইউজার কারীদের ডেটা ফেসবুক পায়। তখন ফেসবুক এডস টা আরো ভালো অপটিমাইজ করে এবং সঠিক অডিয়েন্স দিয়ে কাস্টম অডিয়েন্স তৈরি করা যায়। বি.দ্র: সার্ভার সাইট টা প্রিমিয়াম। গুগগ ক্লাউড বা স্টেপ আয়ো প্ল্যাটফর্ম ব্যবহার করে এই সেটাপ করতে হয়। প্রতিমাসে সর্বনিম্ন চার্জ ২০ ডলার।

📢ডেটা লেয়ার এনাবল, ব্রাউজার সাইট, সার্ভার সাইট এই তিনটা জিনিস কমপ্লিট সেটাপ হইলে ফেসবুক প্রফার ডেটা পায়। আপনার এডস টা আরো ভালো অপটিমাইজ হয়। ধীরে ধীরে এডস কস্ট কমে আসে। রিটার্গেট করা যায়। এই প্রসেস কে বলা হয়: সার্ভার সাইট ট্র্যাকিং/ কনভারশন এপিয়াই।

💡𝐅𝐚𝐜𝐞𝐛𝐨𝐨𝐤 𝐂𝐨𝐧𝐯𝐞𝐫𝐬𝐢𝐨𝐧𝐬 𝐀𝐏𝐈 📈(𝐂𝐀𝐏𝐈) setup with 𝐆𝐨𝐨𝐠𝐥𝐞 𝐓𝐚𝐠 𝐌𝐚𝐧𝐚𝐠𝐞𝐫 🎯(𝐆𝐓𝐌) in ‍a 𝐋𝐚𝐫𝐚𝐯𝐞𝐥 𝐰𝐞𝐛𝐬𝐢𝐭𝐞🌐 𝐰𝐢𝐭𝐡𝐨𝐮𝐭 𝐭𝐡𝐞 𝐡𝐞𝐥𝐩 𝐨𝐟 𝐚 𝐝𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐫.💪
Website URL: https://www.islamicgalleryart.com/
page Link: https://www.facebook.com/islamicgalleryart

আলহামদুলিল্লাহ।🥰📢একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ল্যান্ডিংপেইজ এর ডেটালেয়ার এনাবল এবং কনভারশন এপিয়াই সেটাপ কাজ সম্পন্ন করলাম...
12/05/2024

আলহামদুলিল্লাহ।🥰
📢একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ল্যান্ডিংপেইজ এর ডেটালেয়ার এনাবল এবং কনভারশন এপিয়াই সেটাপ কাজ সম্পন্ন করলাম।
Website Landing page URL: https://gingiva.store/step/checkout-woo/

বর্তমান ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট গুলোতে সার্ভার সাইট ট্র্যাকিং করলে পারচেজড ইউজার ইনফো গুলোতে ইরর আসে। তো সেই সমস্যা সমাধানে ইউজার ইনফো গুলো কে লোকাল স্টোরেজ করে গেট আইটেম করে তারপর ইউজার ইনফো গুলো নিতে হয়। এই সমস্যা সমাধানে কাস্টম জাবাস্ক্রিপট এর হেল্প নিতে হয়। অন্যথা ইরর টা থেকেই যায়।

💡𝐅𝐚𝐜𝐞𝐛𝐨𝐨𝐤 𝐂𝐨𝐧𝐯𝐞𝐫𝐬𝐢𝐨𝐧𝐬 𝐀𝐏𝐈 📈(𝐂𝐀𝐏𝐈) setup with 𝐆𝐨𝐨𝐠𝐥𝐞 𝐓𝐚𝐠 𝐌𝐚𝐧𝐚𝐠𝐞𝐫 🎯(𝐆𝐓𝐌) in ‍a Wordpress 𝐰𝐞𝐛𝐬𝐢𝐭𝐞🌐

আলহামদুলিল্লাহ।🥰📢আরও একটি লারাবেল ওয়েবসাইটের ডেটালেয়ার এনাবল এবং কনভারশন এপিয়াই সেটাপ কাজ সম্পন্ন করলাম।পাশাপাশি তাদের ল...
11/05/2024

আলহামদুলিল্লাহ।🥰
📢আরও একটি লারাবেল ওয়েবসাইটের ডেটালেয়ার এনাবল এবং কনভারশন এপিয়াই সেটাপ কাজ সম্পন্ন করলাম।
পাশাপাশি তাদের ল্যান্ডিং পেইজ ছিলো অনেক গুলো সেই ল্যান্ডিং পেইজ এ ও ডেটা লেয়ার এনাবল করে ইভেন্ট সেটাপ করছিলাম ডেভেলপার এর হেল্প ছাড়া গোগল ট্যাগ ম্যানেজার দিয়ে।
💡𝐅𝐚𝐜𝐞𝐛𝐨𝐨𝐤 𝐂𝐨𝐧𝐯𝐞𝐫𝐬𝐢𝐨𝐧𝐬 𝐀𝐏𝐈 📈(𝐂𝐀𝐏𝐈) setup with 𝐆𝐨𝐨𝐠𝐥𝐞 𝐓𝐚𝐠 𝐌𝐚𝐧𝐚𝐠𝐞𝐫 🎯(𝐆𝐓𝐌) in ‍a 𝐋𝐚𝐫𝐚𝐯𝐞𝐥 𝐰𝐞𝐛𝐬𝐢𝐭𝐞🌐 𝐰𝐢𝐭𝐡𝐨𝐮𝐭 𝐭𝐡𝐞 𝐡𝐞𝐥𝐩 𝐨𝐟 𝐚 𝐝𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐫.💪
Website URL: https://www.islamicstorehouse.com/

A custom-made website Data Layer Enable and Server-side tracking was completed without the help of Developer within one ...
03/05/2024

A custom-made website Data Layer Enable and Server-side tracking was completed without the help of Developer within one day.
Page Link: To Teddy Shop
Website Link: www.toteddyshop.com

আপনার ব্যবসায় কি কাঙ্খিত বিক্রি হচ্ছে না? 🚀 কোনো চিন্তা করতে হবে না! এটা শুধু আপনার একার সমস্যা না। অনেক ব্যবসায়ীই এই সম...
02/05/2024

আপনার ব্যবসায় কি কাঙ্খিত বিক্রি হচ্ছে না?
🚀 কোনো চিন্তা করতে হবে না! এটা শুধু আপনার একার সমস্যা না। অনেক ব্যবসায়ীই এই সমস্যার সম্মূখীন হচ্ছেন। কিন্তু, আপনি কি জানেন কেন সেলস হচ্ছে না? না জানলে চলুন নতুন কিছু জেনে নিই। আপনার ব্যবসায়ে বিক্রির জন্য শুধুমাত্র সঠিক পণ্য থাকলেই যথেষ্ট নয়, আপনাকে সঠিক টুলস ব্যবহার করে সঠিকভাবে মার্কেটিং করতে হবে। আচ্ছা একটা প্রশ্ন: আপনি কি কখনো GTM, GA4, Microsoft Clarity, Google Merchant, এবং Facebook API শব্দগুলি শুনেছেন? 🤔 যদি না শুনে থাকেন তবে হ্যাঁ আপনার বিজনেস এই কারণেই পিছিয়ে। অথচ এই টুলস গুলো ব্যবহার করেই একটা বিজনেসের এডভান্স মার্কেটিং করতে হয়। তবেই আপনার কাঙ্খিত সেলস পাবেন।

🚀পিক্সেল সেটাপ, এডস ম্যানেজমেন্ট, ফেসবুক কনভারশন এপিয়াই সেটাপ সার্ভিসের জন্য আমাদেরকে ম্যাসেজ করুন।

WhatsApp Messenger: More than 2 billion people in over 180 countries use WhatsApp to stay in touch with friends and family, anytime and anywhere. WhatsApp is free and offers simple, secure, reliable messaging and calling, available on phones all over the world.

Another custom-made website server-side tracking was completed without the help of Developer within one day. Page Link: ...
10/03/2024

Another custom-made website server-side tracking was completed without the help of Developer within one day.
Page Link: Tam's Collection
Website Link: www.tamsbd.com

A custom-made website server-side tracking completed without the help of Developer within one day. Page Link: StitchShop...
10/03/2024

A custom-made website server-side tracking completed without the help of Developer within one day.
Page Link: StitchShopbd.com
Website Link: www.stitchshopbd.com

কেন আমরা সার্ভার সাইড ট্র্যাকিং করব? সার্ভার সাইট ট্র্যাকিং এর মাধ্যমে আপনি ডাটার নিয়ন্ত্রণে থাকেন। এটি আপনাকে বিভিন্ন ...
25/02/2024

কেন আমরা সার্ভার সাইড ট্র্যাকিং করব? সার্ভার সাইট ট্র্যাকিং এর মাধ্যমে আপনি ডাটার নিয়ন্ত্রণে থাকেন। এটি আপনাকে বিভিন্ন ব্রাউজার এবং ডিভাইস থেকে ডাটা কালেক্ট করার অনুমতি দেয়। এছাড়াও নিচে কয়েকটি কারণ উল্লেখ করা হল:

🟩কুকি লাইফ এক্সটেন্ড: এটি বুঝার জন্য আপনাকে সহজ একটি বিষয় বলি-তা হল: আপনি ফেসবুকে একবার লগইন করেছেন, এখন বলেন তো এটা যতবার ইউজ করতেছেন ততবার কেন লগইন করা লাগছে না? কারণ এখানে আপনার জন্য একটা ইউনিক কুকি তৈরি হয়, সেই কুকিতে আপনার তথ্য জমা থাকে। যার কারণে পরবর্তী সময়ে আপনি যতবার ফেসবুক ব্যবহার করেন আপনাকে বারবার লগইন করতে হচ্ছে না।

এখন বর্তমান সময়ে আইফোন ব্যবহারকারী, সাফারি ব্রাউজার, ফায়ারফক্স, ব্রেভ এইসব ব্রাউজার ব্যবহারকারীদের ডেটা ৭ দিন বা ২৪ ঘন্টা পর মুছে দেওয়া হয়।
এমনকি ক্রোম ব্রাউজার ব্যবহার কারীদের ডেটাও মুছে দেয়া হচ্ছে। ২০২৪ সালে গুগল ক্রোমও সিদ্ধান্ত নেয় তারাও থার্ড পার্টি কুকি বন্ধ করে দিবে। বি.দ্র: বাংলাদেশে প্রেক্ষাপটে ক্রোম ব্রাউজার ব্যবহারকারী শতকরা ৮৩%. এখন গোগল ক্রোমও ডেটা ট্র্যাকিং অফ করে দেয়ার ফলে আপনি এই ইউজারদের পুরোপুরি ট্র্যাকিং করতে পারছেন না। আর যখন ফেসবুক এভাবে ইউজারদের ডেটা পাবে না তখন আপনার এড খরচ বেড়ে যাবে।

🟩অ্যাড ব্লকার ইউজ: বিশ্বের ৩২% লোক ইন্টারনেট ইউজ করার সময় এড ব্লকার ইউজ করে। তারা চায় না তারা ইন্টারনেট ইউজ করার সময় কোনো বিজ্ঞাপন তাদের কাছে শো হউক। যখন একজন ইউজার এভাবে অ্যাড ব্লকার ইউজ করে তখন ফেসবুক তাদের কাছে বিজ্ঞাপন দেখাতে পারেনা এবং তাদেরকে তথ্যও পায় না। কিন্তু অপরদিকে আপনি সার্ভার সাইট ট্র্যাকিং করলে আপনি এড ব্লকার ইউজারদের কাছে বিজ্ঞাপন পৌছাতে পারবেন। আর ফেসবুক ও প্রফার ডেটা পাবে।

🟩ওয়েবসাইটের লোডিং স্পিড কমে আসে। আপনারা জানেন যে গবেষণামতে একজন ইউজার যখন এক থেকে তিন সেকেন্ডের ভিতরে ওয়েবসাইটে ঢুকতে না পারলে তখন সে স্কিপ করে। যখন আপনি সার্ভার সাইট ট্র্যাকিং করবেন তখন আপনার লোডিং গতি কমে আসে। আর তখন আপনার ইউজার স্মুথলি ওয়েবসাইট ভিজিট করতে পারে।

🟩ডেটা নিরাপত্তা: সার্ভার-সাইড ট্যাগিংয়ের সবচেয়ে বড় সুবিধা হল ডেটার উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ। ব্রাউজার সাইট ট্র্যাকিং করলে আপনার পাঠানো ডেটা PII স্ক্র্যাপ করতে পারে বা হ্যাক করতে পারে কিন্তু সার্ভার সাইট ট্র্যাকিং করার মাধ্যমে আপনার পাঠানো ডাটা কেউ একসেস করতে পারবেনা। তাই অডিয়েন্সের ডাটার নিরাপত্তার জন্য আপনাকে সার্ভার সাইট ট্র্যাকিং করতে হবে।

Server-side tagging improves data accuracy, bypasses ad blockers, enhances privacy, enables data enrichment, utilizes fi...
10/02/2024

Server-side tagging improves data accuracy, bypasses ad blockers, enhances privacy, enables data enrichment, utilizes first-party cookies, reduces page load, scales efficiently, tracks data effectively, hides sensitive information, optimizes performance, and enhances data management.

Address

Feni Sadar
Feni
3900

Website

Alerts

Be the first to know and let us send you an email when NS Ecom Helper posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NS Ecom Helper:

Videos

Share