Jannat pharmacy

Jannat pharmacy ❤️❤️Follow me❤️❤️ welcome to my page
(4)

ক্বীন ব্রীজ হলো বাংলাদেশের সিলেট শহরের মধ্য দিয়ে প্রবাহিত সুরমা নদীর উপর স্থাপিত একটি লৌহ নির্মিত সেতু। এটি সিলেটের অন্...
21/12/2023

ক্বীন ব্রীজ হলো বাংলাদেশের সিলেট শহরের মধ্য দিয়ে প্রবাহিত সুরমা নদীর উপর স্থাপিত একটি লৌহ নির্মিত সেতু। এটি সিলেটের অন্যতম দর্শনীয় এবং ঐতিহ্যবাহী স্থান হিসাবে সবার কাছে পরিচিত। সুরমা নদীর ওপর নির্মিত এই স্থাপনাটি একটি ঐতিহাসিক নিদর্শন হিসাবেও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই ব্রীজটিকে সিলেট শহরের "প্রবেশদ্বার" বলা হয়। উইকিপিডিয়া
ঠিকানা: ক্বীন ব্রীজ পুলের মুখ, ক্বিন ব্রীজ পুলের মুখ, ক্বীন সেতু
উদ্বোধনের তারিখ: ১৯৩৬
মোট দৈর্ঘ্য: ৩৫১ m
প্রস্থ: ৫.৪ m
Sylhet
18th December 2023
©

বাংলাদেশের কোন ক্রিকেটারের এতো বড় ইনিংসের পর এতো কনফিউজড কখনো হইনি। আগে দেখি সৌম্য কী করেছেন:১) সৌম্যর ১৬৯ বাংলাদেশের দ...
21/12/2023

বাংলাদেশের কোন ক্রিকেটারের এতো বড় ইনিংসের পর এতো কনফিউজড কখনো হইনি।
আগে দেখি সৌম্য কী করেছেন:
১) সৌম্যর ১৬৯ বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ওডিআই স্কোর (সেরা লিটনের ১৭৬)।
২) সৌম্যর ১৬৯ নিউজিল্যান্ডের মাঠে কোন এশিয়ান ব্যাটারের সর্বোচ্চ স্কোর (ভেঙ্গেছেন শচীনের ২০০৯ এ করা অপরাজিত ১৬৩ এর রেকর্ড)।
এই বিশাল অর্জনের জন্য টুপিখোলা অভিনন্দন।
কিন্তু!
এরপরেও কিন্তু?

জ্বী, এরপরেও কিন্তু।
এই ইনিংস যদি সৌম্যর কামব্যাক ইনিংস হয়, বাংলাদেশের অপরাপর ক্রিকেটপ্রেমীদের মতো আমিও যারপরনাই খুশি হবো।
কিন্তু সৌম্য ধারাবাহিক হবেন, এই আশা করতে পারছি না। ধারাবাহিক বলতে প্রতিদিন ১৬৯ করা নয়, এমনকি প্রতিদিন ৬৯ করাও নয়, অন্তত প্রতি তিন ইনিংসে একটা ভালো স্কোর! পাঁচ ইনিংসে একটা!

সৌম্য তেমনটি করতে পারলে খুশি তো হবোই, তবে তারচেয়ে অনেক অনেক বেশি হবো অবাক। সৌম্য আমাকে অবাক করবেন এই বুকভরা প্রত্যাশা।
©

ক্রিকেটার রাহুল দ্রাবিড়কে ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয় ডক্টরেট উপাধি দিয়েছিল, রাহুল দ্রাবিড় সেটা ফিরিয়ে দিয়েছেন।শুধু ...
15/12/2023

ক্রিকেটার রাহুল দ্রাবিড়কে ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয় ডক্টরেট উপাধি দিয়েছিল, রাহুল দ্রাবিড় সেটা ফিরিয়ে দিয়েছেন।
শুধু ফিরিয়ে দিয়েছেন তা নয়, তার সাথে চমৎকার একটি বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন- আমার স্ত্রী ডাক্তার, সে এই ডাক্তার ডিগ্রীর উপাধি পেতে অসংখ্য বিনিদ্র রজনী ও দিবস কাটিয়েছে। আমার মা স্থাপত্য বিভাগের অধ্যাপক, তিনি এই ডিগ্রীর জন্য দীর্ঘ পঞ্চাশ বছর অপেক্ষা করেছেন, অধ্যবসায় করেছেন। ক্রিকেট খেলতে অনেক পরিশ্রম করেছি ঠিক, কিন্তু সেই পরিমাণ পড়াশুনা আমি করিনি, কাজেই এই ডিগ্রী আমি নেই কীভাবে?
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার ফলে ভারতীয় ক্রিকেট বোর্ড দলের প্রত্যেক খেলোয়াড়কে ৩০ লাখ এবং কোচিং স্টাফদের ২০ লাখ রুপি করে পুরস্কার দেওয়ার ঘোষণা করে। প্রধান কোচ দ্রাবিড় হওয়ার দ্রাবিড়কে ৫০ লাখ রুপি দেওয়ার ঘোষণা করা হয়। বিষয়টি দ্রাবিড়ের কাছে বৈষম্যের মনে হয়। তার মতে, দলকে জেতাতে দলের অন্যান্য কোচিং স্টাফরাও সমান ভূমিকা রেখেছে। তবে এই বৈষম্য কেন? পরে তার অনুরোধে দ্রাবিড়সহ দলের অন্যান্য কোচিং স্টাফদের সবাইকে ২৫ লাখ রুপি অর্থ পুরস্কার হিসেবে প্রদান করা হয়।

💙"মানুষ তো সবার ঘরে জন্মায় ,
কিন্ত মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না |"💙
( মানুষের ধর্ম ) কবিগুরু

লেখা ও ছবি সংগৃহীত।

বিপিএল ২০২৪ ইং
15/12/2023

বিপিএল ২০২৪ ইং

একেই বলে গরু মেরে জুতো দান..প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে ৩৩ সেঞ্চুরি করায় ছক্কা নাইমকে একটা কাঁচের টুকরো উপহার দিয়েছ...
09/12/2023

একেই বলে গরু মেরে জুতো দান..

প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে ৩৩ সেঞ্চুরি করায় ছক্কা নাইমকে একটা কাঁচের টুকরো উপহার দিয়েছে বিসিবি। যে লোকটি ১ম শ্রেণিতে দেশের সর্বোচ্চ সেঞ্চুরি করলেন সেই তিনি কয়টা আন্তর্জাতিক টেস্ট খেলেছেন জানেন? হাতে গুণে গুণে ৮টা, অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। তার চেয়েও অবাক করা ব্যাপার হলো তিনি যে সিরিজের পর দল থেকে বাদ পড়েছেন, সেই সিরিজেই করেছিলেন দারুন এক সেঞ্চুরি। ২০১২ সালে সেই সেঞ্চুরির পর তিন ইনিংস খারাপ করায় তাকে চিরতরে দল থেকে ছুঁড়ে ফেলা হয়। ৮ টেস্টে ৩২ গড়ে প্রায় ৫০০ রান যেখানে টেস্ট ক্রিকেটের প্রতিভা প্রকাশের শুরু মাত্র, সেখানেই তার ক্যারিয়ার শেষ করে দিয়ে বিসিবি এখন কাঁচের ‍টুকরো উপহার দিচ্ছে।

১০ বছর আগে দল থেকে বাদ পড়ে ঘরোয়া চারদিনের ম্যাচে তিনি কখনোই অফফর্মে পড়েননি, প্রতি মৌসুমে একের পর এক সেঞ্চুরি তুলেছেন, তবে কখনোই তাকে সাদা পোশাকের ক্রিকেটের জন্য জাতীয় দলে ফেরায়নি নান্নুর নির্বাচক প্যানেল। নতুনের কেতন উড়ানোর বুলি আউরে তার জায়গায় যাদের ই সুযোগ দেওয়া হয়েছে, কেউই এখন অব্দি আহামরি কিছু করতে পারেননি কিংবা এই নান্নুরাই করতেও দেননি। মার্শাল আয়ুব থেকে মিথুন, মোসাদ্দেক, ইয়াসির- কেউ এখনো সেই ৫০০ রানও করতে পারেননি।

নাঈম তো অতীত হয়েই গেছেন, এখন যে দীপুদের সুযোগ দেওয়া হচ্ছে তাদের সাথেও যেন এমন কিছু না ঘটে, এটাই কামনা। এমন কিছু ঘটলেও অবশ্য অবাক হওয়ার কিছু থাকবে না, নান্নুদের দ্বারা তো অসম্ভব কিছুই না...

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে কমলাপুর স্টেডিয়াম ছিল উম্মুক্ত। জনসাধারণ চাইলেই প্রবেশ করতে পারতেন মাঠে। কিন্তু, স্টেডিয়ামের অ...
06/12/2023

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে কমলাপুর স্টেডিয়াম ছিল উম্মুক্ত। জনসাধারণ চাইলেই প্রবেশ করতে পারতেন মাঠে। কিন্তু, স্টেডিয়ামের অর্ধেকও ভরেনি। এরপর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনের কথাই ধরুণ। র‌্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরের মতো দলের বিপক্ষে ৮-০ গোলে জয়। এমন সংবাদ সম্মেলনে ছিল একটি মাত্র বুম।
ব্যাপারটি ক্রিকেটে ঘটলে, কী হতো? বিশ্বকাপে বাংলাদেশে ভরাডুবির পরও ক্রিকেটারদের পেছনে সাংবাদিকরা যেভাবে ছুটছে, তার সিকিভাগও ফুটবলে নেই। বাংলাদেশের বেশ কিছু বড় অর্জনের সাক্ষী নারী ফুটবলাররা। তারাই বেশি অবহেলার শিকার।

05/12/2023
৮৮ বছর বয়সের  চার্লি চ্যাপলিন- আমাদের জন্য চারটি গুরুত্বপূর্ণ কথা রেখে গেছেন।১) জগতে কোনো কিছুই চিরস্থায়ী না। এমনকি আমাদ...
02/12/2023

৮৮ বছর বয়সের চার্লি চ্যাপলিন- আমাদের জন্য চারটি গুরুত্বপূর্ণ কথা রেখে গেছেন।

১) জগতে কোনো কিছুই চিরস্থায়ী না। এমনকি আমাদের সমস্যাও না।

২) আমি বৃষ্টিতে হাঁটি যেন কেউ আমার অশ্রু দেখতে না পায়।

৩) যেদিন হাসলাম না সে দিনটি নষ্ট করলাম। দেহের যন্ত্রণা থেকে তাই মুখের ঠোঁটকে সবসময় আলাদা রাখি।

৪) জগতে সবচেয়ে ভালো ছয় জন ডাক্তার হলোঃ
সূর্য,
বিশ্রাম,
শরীর চর্চা,
পরিমিত খাবার,
আত্ম মর্যাদা এবং
বিশ্বস্ত বন্ধু।

এই ছয় ডাক্তারের সাথে সুসম্পর্ক যার, সুন্দর শরীর আর দেহ মন তার।

তুমি যদি চাঁদের সৌন্দর্য্য দেখো, তবে স্রষ্টার সৌন্দর্য্য কিছুটা হলেও অনুভব করতে পারবে।
যদি তুমি সূর্য দেখো, তবে মহাপরাক্রমশালী বিধাতার ক্ষমতার নিদর্শন একটু হলেও বুঝতে পারবে।
আর তুমি যদি আয়নায় নিজের চেহারার প্রতিফলন দেখো, তবে ঈশ্বরের সবচেয়ে সুন্দর সৃষ্টি তুমি দেখতে পাবে।

আমরা সবাই যার যার গন্তব্যের পথে অভিযাত্রী। স্রষ্টা এই যাত্রাপথের মহাপরিকল্পনাকারী। কারো যাত্রা শুরু হচ্ছে, কারো যাত্রা শেষ হয়ে যাচ্ছে। মহাকালের হিসাবে এই যাত্রাপথ খুবই ক্ষণস্থায়ী ভাই। আজ আছি কাল নাই। ঘৃণায় সময় নষ্ট না করে তাই, এই যাত্রাপথটুকু ভালোবাসা দিয়েই উপভোগ করে যাই।

ঘটনার সত্যতা ঠিক কতটা আমি জানি না। কিন্তু সত্যিই যদি সেদিন এমন কিছু হয়ে থাকে আর বিসবির কেউই যদি এটি আমলে না নিয়ে থাকে বি...
01/12/2023

ঘটনার সত্যতা ঠিক কতটা আমি জানি না। কিন্তু সত্যিই যদি সেদিন এমন কিছু হয়ে থাকে আর বিসবির কেউই যদি এটি আমলে না নিয়ে থাকে বিশেষ করে প্রেসিডেন্ট পাপন সাহেব তবে বলতে হচ্ছে,

বাংলাদেশ ক্রিকেট দলের ব্যার্থতা বিশ্বকাপে এতগুলো ম্যাচ হারা নয়। এই দল, ম্যানেজমেন্টের ব্যার্থতা দলের ভাবমূর্তি রক্ষার্থে একজন প্লেয়ারের প্রতি হওয়া অন্যায় ও অবিচারকে এড়িয়ে যাওয়া।

হাতুরু সিংহ বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা কোচ। তার হাত ধরেই এসেছে সর্বোচ্চ সাফাল্য। হ্যাঁ, তিনি যে কড়া মাস্টার সেটা সবাই জানে কিন্তু তিনি কোন স্কুলের মাস্টার নন যে বাচ্চা ছেলেকে মে/রে মানুষ করবেন।

ভাবমূর্তি রক্ষার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিলো দল ও তার খেলোয়াড়দের প্রতি ম্যানেজমেন্টের সমর্থন। তারা ব্যার্থ হয়েছেন এই জায়গায়। তাদের লজ্জায় পদত্যাগ করার কথা এই দুয়েকদিন।

সাকিব আল হাসান এত হ্যা/ড/ম প্লেয়ার দেশের। তাকে নিয়ে দেশ ও দেশের বাইরে আলোচনা হয় তারা সাহসিকতা বা বেয়েদবি নিয়ে। কিন্তু দলের অধিনায়ক হিসাবে তিনি তার দলের অন্যতম খেলোয়াড়ের সাথে হওয়া এই অন্যায়ের বিরুদ্ধে কোন প্রতিবাদ করলেন না। নেই তার কোন সাড়াশব্দ। আমি বাকরুদ্ধ।

দাবি একটাই, দফা একটাই— চল পাল্টাই।. ........

৯ বছর আগের শুভমান গিলের একটা ইন্টারভিউ  মুগ্ধ করেছে। গিল তখন আন্ডার সিক্সটিনে খেলতো মোহালির হয়ে।  এমএল মারকান ট্রফিতে তি...
29/11/2023

৯ বছর আগের শুভমান গিলের একটা ইন্টারভিউ মুগ্ধ করেছে। গিল তখন আন্ডার সিক্সটিনে খেলতো মোহালির হয়ে। এমএল মারকান ট্রফিতে তিনি এক ম্যাচে ৩৫৩ ও আরেক ম্যাচে ৪০৫ রান করেছিলো । সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলো চারশো রান সে কিভাবে করেছিল ।

শুভমান বলেছিলো টেস্ট ক্রিকেটে তাড়াতাড়ি আউট হওয়া মানে সারাদিন মাঠের বাহিরে বসে থাকতে হবে। সুতরাং আমি চেষ্টা করেছি বলের আচরণ অনুযায়ী ব্যাটিং করতে। যাতে মাঠের বাহিরে ইনিংস শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে না হয়।

১৫-১৬ বছর বয়সী একজন ক্রিকেটারের চিন্তাভাবনা কতটা এডভান্স ছিলো চিন্তা করা যায়?

এই যে আমাদের নাজমুল শান্ত একটা ফ্লাইং স্টার্ট এনেছিলো কিন্তু লং টাইম সার্ভাইব করতে পারলো না দায়িত্ব জ্ঞানহীন শট খেলে। লং টাইম সার্ভাইব করার বিন্দুমাত্র চেষ্টা ও দেখলাম না তার ভিতরে।

টেস্ট ক্রিকেটে লিমিটেড ওভারের খেলা নয় যে ভুলভাল শট খেলে আউট হবেন আর দল তাড়াতাড়ি কামব্যাক করবে। টেস্ট ক্রিকেট আপনার ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা নেয় আর সার্ভাইব করার সক্ষমতা যাচাই করে।

আর আমাদের বাংলাদেশী প্লেয়াররা এখানেই ব্যর্থ।

শান্ত ৩৫ বলে টেস্টে করেছেন ৩৭ রান৷.

প্রখ্যাত শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্য একবার বাউল শাহ আবদুল করিমকে জিজ্ঞাসা করেছিলেন, "মানুষ আপনার গান বিকৃত সুরে গায়।...
27/11/2023

প্রখ্যাত শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্য একবার বাউল শাহ আবদুল করিমকে জিজ্ঞাসা করেছিলেন, "মানুষ আপনার গান বিকৃত সুরে গায়। আপনার সুর ছাড়া অন্য সুরে গায়। অনেকে আপনার নামটা পর্যন্ত বলে না। এসব দেখতে আপনার খারাপ লাগে না?"

শাহ আবদুল করিম বললেন, "কথা বোঝা গেলেই হইল। আমার আর কিচ্ছু দরকার নাই।"

কালিকাপ্রসাদ ভট্টাচার্য আশ্চর্য হয়ে বললেন, "আপনার সৃষ্টি, আপনার গান। মানুষ আপনার সামনে বিকৃত করে গাইবে। আপনি কিছুই মনে করবেন না। এটা কোনো কথা, এটার কোনো অর্থ আছে!"

জবাবে শাহ আবদুল করিম বললেন, "তুমি তো গান গাও, আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। ধরো, তোমাকে একটা অনুষ্ঠানে ডাকা হলো। হাজার হাজার চেয়ার রাখা আছে, কিন্তু গান শুনতে কোনো মানুষ আসেনি। শুধু সামনের সারিতে একটা মানুষ বসে আছে। গাইতে পারবে?" কালিকাপ্রসাদ কিছুক্ষণ ভেবে উত্তর দিলেন, "না, পারব না।"

শাহ আবদুল করিম হেসে বললেন, "আমি পারব। কারণ আমার গানটার ভেতর দিয়ে আমি একটা আদর্শকে প্রচার করতে চাই, সেটা একজন মানুষের কাছে হলেও। সুর না থাকুক, নাম না থাকুক, সেই আদর্শটা থাকলেই হলো। আর কিছু দরকার নাই৷ সেজন্যই বললাম শুধু গানের কথা বোঝা গেলেই আমি খুশি।"

কালিকাপ্রসাদ ভট্টাচার্য জানতে চাইলেন, "সেই আদর্শটা কী?"

শাহ আবদুল করিম আবার হেসে বললেন, "একদিন এই পৃথিবীটা বাউলের পৃথিবী হবে।"

বৃহত্তর সিলেটের সুনামগঞ্জের হাওরাঞ্চলের একটি এলাকা দিরাই। সেই দিরাইয়ের উজানধল নামক গ্রামে আজ থেকে শতাধিকবর্ষ পূর্বে এক হতদরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন শাহ আবদুল করিম। ছোটবেলা থেকেই দারিদ্র আর ক্ষুধার যন্ত্রণা নিয়ে বেড়ে উঠেছেন, দেখেছেন অর্থনৈতিক বৈষম্য। পরিবারের হাল ধরতে রাখাল বালকের চাকরি নেন। কিন্তু তার ছিলো গানের প্রতি, সুরের প্রতি প্রচণ্ড ঝোঁক। কালনী নদীর পাড়ে বসে একসময় তাই গান লিখতে আর সুরে সুরে গাইতে শুরু করেন। এভাবে গাইতে গাইতেই হয়ে ওঠেন ভাটি-বাংলার অন্যতম বাউল ও গণমানুষের কণ্ঠস্বর।

মাত্র আট দিন ব্রিটিশদের পরিচালিত নৈশ বিদ্যালয়ে পড়েছিলেন তিনি। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে গুজব রটানো হলো বিদ্যালয়ের ছাত্রদের ব্রিটিশ বাহিনীতে যোগ দিয়ে যুদ্ধ করতে হবে। সেই আশঙ্কায় সকল ছাত্রের সাথে সাথে তিনিও ছাড়লেন বিদ্যালয়। কিন্তু নিজের চেষ্টা আর সাধনায় কাজ চালানোর মতো পড়াশোনা ঠিকই শিখেছিলেন তিনি। সেই পড়াশোনা আর জীবনের বাস্তবতাকে কাজে লাগিয়ে রচনা করে ফেলেন প্রায় দেড় হাজার গান। যার অনেকগুলোই এখন মানুষের মুখে মুখে ফেরে।

আপাদমস্তক অসাম্প্রদায়িক এই বাউল গানের মধ্যেও করেছেন সাম্য ও মানবাধিকারের চর্চা। পুরোপুরি নির্লোভ মানুষটি কখনো টাকার নেশায় মশগুল হননি। সারাজীবন অভাব-অনটন ও কষ্টে-সৃষ্টে কাটালেও নির্লোভ ছিলেন জীবনের শেষদিন পর্যন্ত। তার গান গেয়ে কতজন কতভাবে টাকা কামিয়েছে, কতজন তাকে কেন্দ্র করে কত ধরনের ব্যবসা করেছে, কিন্তু তিনি এসব জেনেও ছিলেন নির্বিকার। তাকে তার গানের অ্যালবাম থেকে প্রাপ্ত সোয়া তিন লাখ টাকা দেয়া হলে তিনি নিতে চাননি। বলেছিলেন, এত টাকা তার দরকার নেই, তাকে যে সম্মান দেওয়া হচ্ছে এটাই যথেষ্ট। এমন নির্লোভ মানুষ আজকাল খুঁজে পাওয়া সত্যি বিরল!

ক্রিস গেইল, বীরেন্দর শেবাগদেরও আগেই ওয়ানডে ক্রিকেটটা টি২০ স্টাইলে খেলতেন তিনি!উনার নাম রিকার্ডো পাওয়েল। যাদের বয়স ৩০ হয়ন...
26/11/2023

ক্রিস গেইল, বীরেন্দর শেবাগদেরও আগেই ওয়ানডে ক্রিকেটটা টি২০ স্টাইলে খেলতেন তিনি!

উনার নাম রিকার্ডো পাওয়েল। যাদের বয়স ৩০ হয়নি তারা বুঝবে না রিকার্ডো পাওয়েল কি জিনিস ছিলেন। বহুবছর পর রিকার্ডো পাওয়েলের ব্যাটিং দেখলাম এবং সে সেঞ্চুরি করলো! ১০-১৫ বছর আগে থেকেই মনে মনে ভাবতাম রিকার্ডো পাওয়েল যদি ম্যাক্সওয়েলদের প্রজন্মের হতেন! তাহলে আইপিএলে তাকে নিয়েও কাড়াকাড়ি হতো!

Congratulations Ricardo Powell.

23/11/2023

Back to back Jannat pharmacy Jannatul Raisha vlog Follow & change Sumaya Sejuti

22/11/2023

গোটা একটা জেনারেশন বড় হচ্ছে
দেশ ত্যাগের সপ্ন নিয়ে।

সম্ভবত তিলাকরত্নে দিলশান আমাদের জেনারেশনের সবচাইতে আন্ডাররেটেড প্লেয়ার। যখনই সেরা ওপেনারদের কথা আসে, দিলশানের নামটা কোথা...
22/11/2023

সম্ভবত তিলাকরত্নে দিলশান আমাদের জেনারেশনের সবচাইতে আন্ডাররেটেড প্লেয়ার।

যখনই সেরা ওপেনারদের কথা আসে, দিলশানের নামটা কোথায় জানি হারিয়ে যায়। অথচ দিলশান ওয়ানডেতে ওপেনে নেমে ১৭৬ ইনিংসে ৪৯.১১ এর গড়ে ৭৩৬৭ রান করেছে। যেখানে ২১টা সেঞ্চুরি ও ৩৪টা ফিফটি রয়েছে। স্ট্রাইকরেট ৮৯.০৮ এর মতন। এই স্ট্যাটস এখনের অনেক ওপেনারের জন্যও একটা স্বপ্নের মতন।

পুরা ওয়ানডে ক্যারিয়ারে দিলশান ৩০৩ ইনিংসে ৪০ গড়ে ১০২৯০ রান করেছে। ২২ সেঞ্চুরি আর ৪৭ ফিফটি আছে তার ব্যাটে।

তাকে ক্রিকেটের লুইস সুয়ারেজ বললেও সম্ভবত ভূল হবে না।🤔🤔🤔

21/11/2023

আলহামদুলিল্লাহ
৫ হাজার ফলোয়ার এর বিশাল পরিবার,
সবার ভালোবাসায় এগিয়ে যেতে চাই।

Jannat pharmacy Follow & change Jannat's Dairy Sumaiya philosophy Juned Ahmed Jannatul Raisha vlog
21/11/2023

Jannat pharmacy Follow & change Jannat's Dairy Sumaiya philosophy Juned Ahmed Jannatul Raisha vlog

১৯৯৯ বিশ্বকাপ ফাইনালওয়াসিম আকরামের পাকিস্তান। প্রতিভা আর সামর্থ্যে ঠাসা দারুণ অলরাউন্ড দল। প্রায় পরিপূর্ণ ও ব্যালান্সড এ...
21/11/2023

১৯৯৯ বিশ্বকাপ ফাইনাল

ওয়াসিম আকরামের পাকিস্তান। প্রতিভা আর সামর্থ্যে ঠাসা দারুণ অলরাউন্ড দল। প্রায় পরিপূর্ণ ও ব্যালান্সড এক দল...

ফাইনালে তাদেরকে স্রেফ গুঁড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া...

২০০৩ বিশ্বকাপ ফাইনাল

সৌরভ গাঙ্গুলির 'টিম ইন্ডিয়া।' ভারতীয় ক্রিকেটে নতুন দিনের গান। অবিশ্বাস্য ফর্মের সাচিন টেন্ডুলকার, দুর্দান্ত ব্যাটিং লাইন আপ আর শ্রীনাথ-জহির-নেহরার পেসত্রয়ীর ভেলায় এগোতে থাকা দল...

ফাইনালে তাদেরকে বিধ্বস্ত করেছে অস্ট্রেলিয়া...

২০০৭ বিশ্বকাপ ফাইনাল

বলাবলি হচ্ছিল, অস্ট্রেলিয়ান ব্যাটিং আর লঙ্কান বোলিংয়ের লড়াই। ভাস-মালিঙ্গা-ফার্নান্দো-মুরালি-জয়াসুরিয়াকে নিয়ে গড়া বৈচিত্রময় বোলিং লাইন আপ। ব্যাটিংয়ে তো জয়ার সঙ্গে সাঙ্গা-মাহেলা-থারাঙ্গা-দিলশান ছিলেনই...

ওই বোলিং লাইন আপ আর ওই দলকে দাঁড়াতেই দেয়নি অস্ট্রেলিয়া...

২০১৫ বিশ্বকাপ ফাইনাল

ব্রেন্ডন ম্যাককালামের নিউ জিল্যান্ড। দুর্দান্ত স্কিল, আগ্রাসী শরীরী ভাষা, দারুণ স্পিরিটেড ক্রিকেট খেলতে উড়তে থাকা দল...

অস্ট্রেলিয়া স্রেফ মাটিতে আছড়ে ফেলেছে তাদের..

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল

বেশ কম্প্যাক্ট নিউ জিল্যান্ড। শক্তির গভীরতা অনেক বেশি নয়, তবে অনেক কৌশলি। যারা খেলে পরিকল্পিত ক্রিকেট। যথারীতি স্পিরিটেড দল। অসাধারণ একজনের নেতৃত্বে খুব গোছানো দল। ফাইনালে সেই অধিনায়কের ব্যাটিং মাস্টারক্লাস... তার পরও...

রান তাড়ায় তাদেরকে লড়াই করার সুযোগই দেয়নি অস্ট্রেলিয়া...

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল

টানা ১০ জয়ে ফাইনালে ওঠা ভারত, যাদেরকে মনে হচ্ছিল অপ্রতিরোধ্য, ভারতীয় সংবাদমাধ্যম বলাবলি করছিল, তাদের বিশ্বকাপ ইতিহাসের সেরা দল, কেউ কেউ তো রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার সঙ্গে তুলনা শুরু করে দিয়েছিল...

১ লাখ ৩০ হাজার দর্শককে চুপ করিয়ে সেই দলকেই বাস্তবতা শেখাল অস্ট্রেলিয়া...

স্রেফ ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ব্যতিক্রম...

বড় টুর্নামেন্টের ফাইনালে অস্ট্রেলিয়া ভিন্ন দল। ডিফারেন্ট বিস্ট। প্রতিপক্ষের জন্য নির্মম-নিষ্ঠুর। অস্ট্রেলিয়ান ক্রিকেটের ডিএনএ-তেই আছে এটা...

আরও উঁচুতে, শ্রেষ্ঠত্বের নতুন সোপানে, সবার ধরাছোঁয়ার আরেকটু বাইরে, ওয়ানডে বিশ্বকাপের ষষ্ঠ শিরোপা...

অভিনন্দন প্রিয় অস্ট্রেলিয়া...

(📷 ICC)

Congratulations Australia Champions 2023
19/11/2023

Congratulations Australia Champions 2023

ঝটপট উত্তর দাও?
17/11/2023

ঝটপট উত্তর দাও?

পাকিস্তান দলের প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ ✌️
17/11/2023

পাকিস্তান দলের প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ ✌️

17/11/2023

Back to back
Backyard farming Sumaya Sejuti Jannat pharmacy Jannat's Dairy Jannatul Raisha vlog

দুই বিশ্বকাপে ৩০০+ রান করা একমাত্র বাংলাদেশি ব্যাটসম্যান।তিন বিশ্বকাপে ২০০+ রান করা একমাত্র বাংলাদেশি ব্যাটসম্যান।বিশ্বক...
14/11/2023

দুই বিশ্বকাপে ৩০০+ রান করা একমাত্র বাংলাদেশি ব্যাটসম্যান।
তিন বিশ্বকাপে ২০০+ রান করা একমাত্র বাংলাদেশি ব্যাটসম্যান।
বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরি(৩টি) করা বাংলাদেশি ব্যাটসম্যান।
দুই বিশ্বকাপে সেঞ্চুরি করা একমাত্র বাংলাদেশি ব্যাটসম্যান।

বাংলাদেশী ব্যাটসম্যানদের মদজ্যে বিশ্বকাপে সবচেয়ে বেশি গড়(৫২), সবচেয়ে বেশি সিক্স(২৫টি)।

বিশ্বকাপের স্কোয়াড থেকে সবার আগে বাদ পরা, সবার চেয়ে বুড়ো, সবচেয়ে আনফিট, লো স্ট্রাইক রেইটেড স্লো প্লেইয়াটা বিশ্বকাপে বাংলাদেশের টপ স্কোরার। ইয়ো ইয়ো টেস্টে ১৯-২০ পাওয়া তাগড়া অ্যাথলেটদের চেয়ে বেটার ফিল্ডিং ইন্টেন্ড সে দেখিয়েছে।

ডি ভিলিয়ার্সের পর বাটলারকে আমার সবচেয়ে পার্ফেক্ট স্লগার মনে হয়। ইন্ডিয়ার মাঠিতে আইপিএলের গত আসরে ৮৩২ রান করা বাটলার এই বিশ্বকাপের ফ্লপ প্লেয়ার। বাংলাদেশের ফিট প্লেয়াররা কি চুল চিরছে সেদিকে যাচ্ছি না আমি আর।

তামিমের পর বাংলাদেশের যে প্লেয়ারটা সবচেয়ে বেশি অবহেলিত হয়েছে, সে মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বকাপে বাংলাদেশীদের মাঝে সর্বোচ্চ গড়ে রান করা ব্যাটসম্যানকে এশিয়া কাপে ক্যারি করা হয়নি। বিশ্বকাপে না নেওয়ার জন্য তামিমের সাথে যে অন্যায় করা হয়েছে মাহমুদউল্লাহকে স্কোয়াডে নেওয়ার পর তারচেয়ে বেশি অন্যায় করা হয়েছে। পুরো বিশ্বকাপে তাকে প্রপার কোনো ব্যাটিং পজিশন দেওয়া হয়নি।
টপ-মিডল অর্ডারের ব্যাটসম্যানরা ব্যাট ধরা ভুলে যাওয়ার মতো অবস্থা হওয়ার পরও তাকে উপরে ব্যাট করার সুযোগ দেওয়া হয়নি।

৬-৭ নাম্বারে আপনি শেখ মাহেদি, নাসুমের সাথে ডন ব্র্যাডম্যানকে নামিয়ে দিলেও বেস্ট আউটপুট পাবেন না। কিন্ত আমরা সেটা করেছি ১৭৩ গড়ে রান করা প্লেয়ারকে মিরাজের পরে নামিয়েছি। সাউথ আফ্রিকার সাথে সেঞ্চুরি করার পরের ম্যাচে নেদারল্যান্ডসের সাথে তাকে নামানো হলো ৭ নাম্বারে।
কেউ ভালো করলে, ফর্মে থাকলে তাকে উপরে প্রমোট করা হয়, তার টাচে থাকার সর্বোচ্চ ইউটিলাইজ করা হয়। আর আমরা কি করি? তাকে আরো ১ ধাপ নিচে নামিয়ে দেয়।
সে যাতে আর ভালো করতে না পারে, তার পাছার লুঙ্গি টেনে নিতে চাইছি যেন নিজেদের ব্যর্থতার নগ্নতা আড়াল করতে পারি।

৬ এ নেমে মাহমুদউল্লাহর(২টি) চেয়ে বেশি সেঞ্চুরি আছে ৩ জনের; ধোনি ৩টি, ম্যাক্সওয়েল ৩টি এবং বাটলার ৫টি। মাহমুদউল্লাহ তো বাটলার, ম্যাক্সওয়েলের মতো ডেস্ট্রাক্টিভ স্ট্রোক মেকার না, ব্যাটিং কলাপ্সে আইসা আপনারে ১৫ বলে ফিফটি আর ৪০ বলে সেঞ্চুরি করে দিবে। কিন্তুু সে আপনার কলাপ্স আটকানোর ব্যাটসম্যান হতে পারতো। এমনও না সে গত বিশ্বকাপে খারাপ করেছে, ২০১৫ বিশ্বকাপে রেকর্ড ৩৬৫ রান করে যেটা কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের এক আসরে সর্বোচ্চ রান।

মাত্র ৫৬ রানের জন্য সে বিশ্বকাপে ১০০০ রান করা ব্যাটসম্যান হতে পারেনি। ব্যক্তিগত পারফর্মেন্স ছাড়া আমরা বিশ্বকাপ থেকে আর কি অর্জন করতে গেছি? আমাদের টার্গেট তো নেক্সট বিশ্বকাপ ছিলো।
তাহলে মাহমুদউল্লাহকে কেন যথাযথ সুযোগ দেওয়া হয়নি? এটার উত্তর কে দিবে?

আপনার জন্য গত ৬ মাসে অনেক লেখালেখি প্রতিবাদ করেছি দলে ফেরানোর জন্য। আপনি সেই আস্থার প্রতিদান
দিয়েছেন।
অভিনন্দন মি.সাইলেন্ট কিলার, ক্রাইসিসম্যান, মি.কনসিস্টেন্স অফ ওয়ার্ল্ড কাপ Mahmudullah Riyad.

নতুন রপে এলাট্রল সিরাপ
14/11/2023

নতুন রপে এলাট্রল সিরাপ

14/11/2023

আর মাত্র ৪০০ ফলোয়ার হলেই ৫ হাজার হবে,
আসেন সবাই,
Back to back Jannat pharmacy

মিস্টার আই সি এল হাবিবুল বাশার সুমন, জিনি বাংলাদেশের জাতীয় দল থেকে বাদ পরা মাত্রই জাতীয় দলের নতুন ভালো খেলোয়াড়দের ভুল ভা...
14/11/2023

মিস্টার আই সি এল হাবিবুল বাশার সুমন, জিনি বাংলাদেশের জাতীয় দল থেকে বাদ পরা মাত্রই জাতীয় দলের নতুন ভালো খেলোয়াড়দের ভুল ভাল বুঝিয়ে বেশি টাকার লোভ দেখিয়ে ইন্ডিয়ার নিষিদ্ধ বিদ্রোহী ক্রিকেট লীগ খেলতে নিয়ে গেছিল। অপরাধাদের দিক বিচার করলে আশরাফুলের থেকে কোটি গুণ বড় অপরাধ সেদিন এই হাবিবুল বাশার করেছিলো, দেশের সাথে করেছিলো বেঈমানি, আশরাফুল ক্ষমা চেয়েছিলেন কিন্তু কাজ হয়নি তার ক্যারিয়ার খেয়ে দেয়া হয়েছিল অথচ জাতীর কাছে ক্ষমা না চেয়ে হাবিবুল বাশার জমিদারদের মতো এখনও আছেন ক্রিকেটের বড় জায়গায়, আমরা দেখেছি বিশ্বকাপে তামিম কে বাদ দিয়ে দেশের কি ক্ষতিটাই করেছে তারা। দিন শেষে হাবিবুলরাই সিস্টেম করে থেকে যাবে, আমরা আসলেই সব সইতে পারা জাতী।

দলের ভেতরের খবর, সাকিবের ভুয়া অধিনায়কত্বে সবাই এতটাই বিরক্ত যে বিশ্বকাপ চলাকালীন একজন জুনিয়র ক্রিকেটার ড্রেসিংরুমে সাকিব...
12/11/2023

দলের ভেতরের খবর, সাকিবের ভুয়া অধিনায়কত্বে সবাই এতটাই বিরক্ত যে বিশ্বকাপ চলাকালীন একজন জুনিয়র ক্রিকেটার ড্রেসিংরুমে সাকিবের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এরপর সাকিব সেই ক্রিকেটারের ক্যারিয়ার খাওয়ার হুমকি দেন।

বিশ্বকাপের পর আবার তামিম ইকবালকে দলে ফেরানোর কথা বললে তিনি টিম ম্যানেজমেন্টকে সোজাসাপটা জানিয়ে দিয়েছেন, কোন অযোগ্য এবং বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ অধিনায়কের নেতৃত্বে তিনি একটা বলও খেলবেন না।

সাকিবের এমন ভুয়া এবং অযোগ্য নেতৃত্বের কারণে টিম ম্যানেজমেন্টও বিরক্ত, তাই শিগগিরই তাকে কিকআউট করতে পারে বিসিবি।

Jannat pharmacy

10/11/2023

Back to back
Follow & change Jannat pharmacy Jannatul Raisha vlog Sumaiya philosophy Royalblog Backup Page

10/11/2023

প্রত্যেক গ্রামেই একটা লি'জে'ন্ড পোলা থাকে যার কাজ হলো বিনা মজুরিতে সবার ফোনের স'ম'স্যা'র সমাধান করে দেওয়া।🙂

৪৮ বছরের বিশ্বকাপের ইতিহাসে সর্বপ্রথম ২০০+ রান, ডাবল সেঞ্চুরি করা ক্রিকেটার হচ্ছেন ক্রিস গেইল। প্রথম সেঞ্চুরি করার জন্য ...
10/11/2023

৪৮ বছরের বিশ্বকাপের ইতিহাসে সর্বপ্রথম ২০০+ রান, ডাবল সেঞ্চুরি করা ক্রিকেটার হচ্ছেন ক্রিস গেইল। প্রথম সেঞ্চুরি করার জন্য গেইল ১০৫ বল খেলেছিলেন, তারপর ১৩৬ বলে ডাবল সেঞ্চুরি করেছেন, মোট করেছেন ২১৫ রান।

মানে পরের সেঞ্চুরি করার জন্য মাত্র ৩১ বল খেলেছিলেন গেইল।

ক্রিস গেইলকে মিস করি!❤️

10/11/2023

ঘুম হইতে নামাজ উত্তম

নান্নু যেভাবে এক ঢিলে দুই পাখি মেরেছিলেন!!ঠিক ৮ বছর আগে উভয় ইনিংসে ১৬০+ সহ প্রথম শ্রেণীর ক্রিকেটে ১ ম্যাচে সবচেয়ে বেশি র...
09/11/2023

নান্নু যেভাবে এক ঢিলে দুই পাখি মেরেছিলেন!!

ঠিক ৮ বছর আগে উভয় ইনিংসে ১৬০+ সহ প্রথম শ্রেণীর ক্রিকেটে ১ ম্যাচে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছিলেন শাহরিয়ার নাফিস। ২০১৩-২০১৭ ঐ ৪ বছরে ঘরোয়া লিগে সবচেয়ে বেশি রান করেছিলেন শাহরিয়ার নাফিস। তারপরও কেন জাতীয় দলে ফিরতে পারেননি জানেন? কারণ নান্নু তাকে ব্লাক লিস্টেড করে রেখেছিলেন! কেন ব্ল্যাক লিস্টেড করে রেখেছিলেন সেটার উত্তর কেবল নান্নুই দিতে পারবেন। সবচেয়ে মজার বিষয় ঐ সময়গুলোতে সাদা বলের পারফেক্ট প্লেয়ার সৌম্য সরকারকে দিয়ে টেস্ট খেলানো হয়েছিলো তবুও শাহরিয়ার নাফিসকে ফিরতে দেননি নান্নু। এতে করে শুধু যে শাহরিয়ার নাফিসের ক্যারিয়ার খেয়ে দিয়েছেন তা নয় বরং সাদা বলের পারফেক্ট প্লেয়ার সৌম্যকে অযথা লাল বলে খেলিয়ে সৌম্য সরকারের ক্যারিয়ারও ধ্বংস করে দেন নান্নু! ঠিক এভাবেই অনেক ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছিলেন। তার ব্ল্যাক লিস্টে আশরাফুল, নাঈম ইসলামের নামও ছিলো। বর্তমানে তার ব্ল্যাক লিস্টের বড়ো দুটো নাম ইমরুল কায়েস ও এনামুল হক বিজয়।

10 জানুয়ারি 2023, ভারত-শ্রীলঙ্কা প্রথম ওডিআই ম্যাচে শ্রীলঙ্কাকে 374 রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল ভারত। রান তারা করতে নেম...
08/11/2023

10 জানুয়ারি 2023, ভারত-শ্রীলঙ্কা প্রথম ওডিআই ম্যাচে শ্রীলঙ্কাকে 374 রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল ভারত। রান তারা করতে নেমে শ্রীলঙ্কা 8 উইকেট হারিয়ে 306 রান করেছিল এবং তারা 67 রানে ম্যাচটি হেরে যাই।
ওই ম্যাচে শ্রীলঙ্কার ইনিংসের শেষ ওভারে দাসুণ শানাকা যখন 98* রানে ব্যাটিং করছিল সেই সময় শামি নন স্ট্রাইকার এন্ডে তাকে আউট করতে চেয়ে আবেদন করেছিল, কিন্তু অধিনায়ক রোহিত শর্মা সেই আবেদন তুলে নিয়েছিলেন।
পরে ম্যাচ শেষে রোহিত শর্মা বলেছিলেন, "আমি জানতামই না যে শামি ওকে আউট করেছে, সে 98 রানে ব্যাটিং করছিল এবং খুব ভালো খেলছিল। আমরা তাকে এইভাবে আউট করতে পারি না। "

এবং তারপর শানাকা তার শতরান পূর্ণ করেছিল। ক্রিকেটের নিয়মে সেটা আউট হলেও মনুষ্যত্বের দিক থেকে কিছুটা হলেও খটকা লাগবে এমন ভাবে কাউকে আউট করলে। 💙🙂

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জয়ের পর সাকিব আল হাসানের পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্স দেখলাম। টানা ৬ ম্যাচ হারার পর ১ ম্যাচ জিতে...
08/11/2023

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জয়ের পর সাকিব আল হাসানের পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্স দেখলাম। টানা ৬ ম্যাচ হারার পর ১ ম্যাচ জিতে সেই চিরচেনা নির্লজ্জ সাকিব আল হাসান কে আবারো দেখা গেল প্রেস কনফারেন্সে সাংবাদিক দের পাল্টা প্রশ্ন করতে…

যাই হোক সেটা অন্য আলোচনা। সাকিব আল হাসান কে সেই প্রেস কনফারেন্সে একজন বাংলাদেশী সাংবাদিক প্রশ্ন করলেন ২০১৯ বিশ্বকাপে তিন নম্বরে খেলে আপনি ভালো করেছিলেন তাহলে এবারো তো তিনে আসতে পারতেন। সাকিব আল হাসান উত্তর দিলেন আমি ২ বছর ৪/৫ এ ব্যাটি করছি। তাই হঠাৎ করে তিন নম্বরে আসা কঠিন।

কিন্তু এই সাকিবই ১৭ বছর ধরে ওপেন করা তামিম ইকবাল কে বলে মিডল অর্ডারে নামতে। তিনি ২ বছর ৪/৫ এ খেলার কারণে ৩ এ আসতে পারবেন না কিন্তু ১৭ বছর ওপেন করা তামিম ইকবাল কে নিচে নামতে বলেন!! যেখানে তামিম ইকবাল কখনোই ওপেনিং ছাড়া অন্য পজিশনে ব্যাটিং করে নি।

ইংরেজিতে এটাকে বলে Double Standard, বাংলায় বলে দ্বিমুখী তত্ব আর ইসলাম বলে মুনাফেকি…

©Collected

অভিনেত্রী সারা আলী খানের সঙ্গে মন দেওয়া-নেওয়া চলছে শুবমান গিলের, এমন গুঞ্জন অনেক দিনের। তবে সম্প্রতি সারা আলী খানের নাম ...
08/11/2023

অভিনেত্রী সারা আলী খানের সঙ্গে মন দেওয়া-নেওয়া চলছে শুবমান গিলের, এমন গুঞ্জন অনেক দিনের। তবে সম্প্রতি সারা আলী খানের নাম পেছনে ফেলে সামনে চলে এসেছে আরেক সারা—সারা টেন্ডুলকারের নাম। চলমান ক্রিকেট বিশ্বকাপে গ্যালারিতে সারা টেন্ডুলকারের উপস্থিতি, গিল বাউন্ডারি লাইনের কাছে এলেই দর্শকদের ‘সারা সারা’ রব—তাঁদের সম্পর্ক নিয়ে হয়ে গেছে অনেক কিছুই। তবে তৈরি হয়েছে ধোঁয়াশাও—আসলে কোন সারার সঙ্গে প্রেম করছেন গিল? এত দিন পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সারা আলী খান। গিলের সঙ্গে শচীন-কন্যার প্রেমের গুজব রটার পর কোন কোন গণমাধ্যম জানিয়েছে, আগে থেকেই দুজনের সম্পর্ক ছিল।

মাঝে কিছুদিন সারা আলী খানের সঙ্গে প্রেম করেছেন গিল। সেই সম্পর্ক ভেঙে যাওয়ায় পুরোনো সম্পর্কে ফিরছেন গিল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ‘কফি উইথ করণ’-এর নতুন পর্বের টিজার। যে পর্বে হাজির হবেন সারা আলী খান ও অনন্যা পাণ্ডে। সেখানে গিলের সঙ্গে প্রেম করছেন কি না এমন প্রশ্নের উত্তরে সারাকে বলতে শোনা যায়, ‘আপনারা ভুল সারাকে নিয়ে পড়ে আছেন। পুরো দুনিয়াই ভুল সারার কথা ভেবেছে।’ এই বার্তা দিয়ে স্পষ্টতই সারা টেন্ডুলকারের দিকে ইঙ্গিত করলেন অভিনেত্রী। গিলের সঙ্গে প্রেমের ইস্যুতে এই প্রথমবার মুখ খুললেন সারা।

সারা আলী খান ও শুবমান গিলের প্রেমের পুরোটাই কি গুজব ছিল? এই বছরখানেক আগেও তাঁদের একসঙ্গে দেখা গেছে মুম্বাইয়ের বিভিন্ন রেস্তোরাঁয়। পুরোনো সেসব ছবি শেয়ার করে কেউ কেউ আবার লিখেছেন, এক সারার সঙ্গে প্রেম ভাঙার পর অন্য সারার কাছে ফিরেছেন গিল।

07/11/2023

Mexwell show

07/11/2023

Back to back
Sumaya Sejuti Sumaiya philosophy Jannatul Raisha vlog Jannat's Dairy Jannat Miraj Blogging Follow & change

এই বোলিং ইউনিটের বিরুদ্ধে ৩০০ করার ক্ষমতা নাই বিশ্বের কোনো ব্যাটসম্যানদের।আফ্রিকা-অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন এখন গুনার সম...
06/11/2023

এই বোলিং ইউনিটের বিরুদ্ধে ৩০০ করার ক্ষমতা নাই বিশ্বের কোনো ব্যাটসম্যানদের।
আফ্রিকা-অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন এখন গুনার সময় আছে এদের সামনে?

শেষ কবে আপনি এমন বোলিং ইউনিট দেখেছেন ক্রিকেট বিশ্বে? যারা এরকম এক তরফা ম্যাচে রাজত্ব করেছে।
অসাধারণ। জাস্ট অসাধারণ।

নিজের জন্মদিনে শচীনের রেকর্ড ভেঙে ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ সেঞ্চুরি মালিক এখন বিরাট কোহলি।বিরাটিয়ানদের জন্য বিরা...
05/11/2023

নিজের জন্মদিনে শচীনের রেকর্ড ভেঙে ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ সেঞ্চুরি মালিক এখন বিরাট কোহলি।
বিরাটিয়ানদের জন্য বিরাটের জন্মদিনে এর চাইতে ভালো গিফট আর কি হতে পারে? 🥰 ❤️

ওয়ানডে ক্রিকেটে ৪৯ সেঞ্চুরি ডান।
আন্তর্জাতিক ক্রিকেটে ৭৯ সেঞ্চুরি ডান। 🥰

ফিটনেস বলছে এখনো ৪-৫ বছর ক্রিকেট খেলা বাকি। কোহলি ঠিক কোথায় থামবে সেটা স্বয়ং কোহলি নিজেও জানেনা।
রিমেম্বার দ্যা নেম "কিং কোহলি"।
সর্বোকালের সেরা ওয়ানডে ব্যাটসম্যান "কোহলি"।

Address

Fenchuganj
3116

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jannat pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Fenchuganj

Show All

You may also like