Allah Is Watching Me

Allah Is Watching Me উসমানী সালতানাত এবং সেলজুক সহ সকল ইসলামিক সিরিজ পেতে পাশে থাকুন ❤️ ধন্যবাদ।

09/03/2024

বুয়ুক সেলজুক (মাহান সেলজুক)
সিরিজ কি আপলোড দিব?
সবার মতামত আশা করছি 🥰

27/12/2023

সালাউদ্দিন আইয়ুবি ভলিয়ম ৬ বাংলা সাবটাইটেল।

21/12/2023
পায়িতাথ সুলতান আবদুল হামিদ 🎬ভলিউমঃ ০১  আগামীকাল থেকে আমরা পেইজে আপলোড দিব ইনশাআল্লাহ যিনি মুসলিম সালতানাতের শেষ সুলতান  ...
21/12/2023

পায়িতাথ সুলতান আবদুল হামিদ
🎬ভলিউমঃ ০১ আগামীকাল থেকে আমরা পেইজে আপলোড দিব ইনশাআল্লাহ যিনি মুসলিম সালতানাতের শেষ সুলতান এবং দ্বিতীয় আব্দুল হামিদ যায় ভয়ে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পযন্ত সকল শাসকরা তর তর করে কাপতো ✊ তিনি সুলতান আব্দুল হামিদ (রহঃ)

30/11/2023

Kurulus Osman সিজন ৫ ভলিয়ম ১৩৮

Send a message to learn more

29/11/2023

সালাউদ্দীন আইয়ুবী সিজন ১ ভলিয়ম ৩

24/11/2023

সালাউদ্দীন আয়ুবী সিজন ১ এপিসোড ২

পৃথিবীকে শেষ বার দেখা 🙂
27/08/2023

পৃথিবীকে শেষ বার দেখা 🙂

গুনাহ করার পর যদি আপনি ভিতরে ভিতরে দগ্ধ হোন, অনুতপ্ত হোন, যদি অনুশোচনায় কাতর হয়ে উঠে আপনার তনুমন, তাহলে জানুন— আপনার অন্...
27/08/2023

গুনাহ করার পর যদি আপনি ভিতরে ভিতরে দগ্ধ হোন, অনুতপ্ত হোন, যদি অনুশোচনায় কাতর হয়ে উঠে আপনার তনুমন, তাহলে জানুন— আপনার অন্তরের কোথাও এখনও জিইয়ে আছে একটুকরো সবুজ। সেই সবুজকে বাড়তে দিলে তা একদিন ঘন অরণ্যে পরিণত হবে। তাতে যদি পানি দেওয়া হয়, পরিচর্যা করা হয়, সেই সবুজের অরণ্যে মহীরুহের মেলা বসবে একদিন।

কোন গুনাহের পরে ‘আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো’— এই ভয়ে যদি প্রকম্পিত হয় অন্তর, তাহলে নিশ্চিত হোন— আপনার হৃদয়ের কোথাও এখনও মিটিমিটি করে জ্বলছে একটুকরো আলো। আলোটাকে নিভতে না দিয়ে যদি আরো ভালোভাবে জ্বলে উঠার ব্যবস্থা করা যায়, তাহলে অন্ধকার হৃদয় একদিন আলো ঝলমলে এক উঠোনে পরিণত হবে।

গুনাহের পরও আল্লাহ আপনাকে সুযোগ দেন। অনুতপ্ত হবার সুযোগ, অনুশোচনা করার সুযোগ। সুযোগগুলো লুফে নিন। কখনো হেলায় হারাবেন না।

27/08/2023

সবাই ভবিষ্যৎ নিয়ে চিন্তিত কিন্তু
মৃত্যুই যে ভবিষ্যৎ এর জন্য কি করলাম?

😥
22/07/2023

😥

একজন মানুষকে চেনার সবচেয়ে সহজ উপায় হলো তার অতীত সম্পর্কে সে কী ভাবে সেটা বোঝা।

ধরুন একটা সময়ে আর্থিকভাবে আপনি বেশ নাজুকতার মধ্য দিয়ে গেছেন৷ বেশ কষ্টে কেটেছে আপনার দিনগুলো৷ কষ্টের পরে একসময় আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা আপনার জীবনে বারাকাহ দিলেন, আপনার কিছু পয়সাপাতি হলো, আপনি মোটামুটি একটা অবস্থানে আসতে শুরু করেছেন সমাজে।

সামাজিক অবস্থান পরিবর্তনের সাথে সাথে যদি আপনার বন্ধুমহলও বদলে যায়— যেমন কোটিপতি মানুষ না হলে আপনি কারো জন্য সময় করেন না, লাখোপতি না হলে আপনি কারো বাসায় দাওয়াতে যান না, ব্র‍্যাণ্ডের জামা গায়ে না থাকলে যেকাউকে আপনার গরীব গরীব লাগে— এসব উপসর্গ যদি আপনার মধ্যে থাকে তাহলে বন্ধু হিশেবে আপনি অবশ্যই সুবিধের নন।

নবিজী সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত গোত্রের লোক, কিন্তু সমস্ত অসহায়, দরিদ্র আর গরীবদের জন্য তিনি এতোটাই নিবেদিতপ্রাণ ছিলেন যে— কারো ঘরে খাবার না থাকলে তারা সবার আগে নবিজীর কাছে চলে আসার কথা চিন্তা করতে পারতেন৷ তারা জানতেন— আবদুল মুত্তালিবের নাতির কাছে গেলে আর যাহোক খালি হাতে ফিরতে হবে না৷ একটুকরো রুটিও যদি থাকে, তিনি সেটাকে দুভাগ করে বন্টন করে দেবেন।

আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা মানুষকে সম্পদ দিয়ে যেমন পরীক্ষা করেন, সম্পদ না দিয়েও পরীক্ষা করেন৷ যাকে সম্পদ আর ক্ষমতা দেয় তার জন্যে পরীক্ষা হলো সে কতোটা ‘ডাউন টু দ্য আর্থ’ থাকছে৷ এর উজ্জ্বল উদাহরণ নবিজী সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা যেদিন বিজয় হলো, তিনি হয়ে গেলেন সবকিছুর একচ্ছত্র মালিক৷ অথচ— মক্কা বিজয়ের দিন নবিজী সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম কা’বা চত্বরে যখন ঢুকছিলেন তাঁর বাহনে চড়ে, তখন তিনি সিজদাবনত অবস্থায় ছিলেন৷ এটা হলো বিনয়, নিরহংকার আর সত্যিকার মাটির মানুষ হয়ে থাকার উদাহরণ।

পয়সাওয়ালার সাথে বন্ধুত্ব করতে দোষ নেই, যেমনি করে নবিজী সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুত্ব করেছেন আবু বকর, উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে৷ কিন্তু এ-ও তো সত্য— আবু বকর আর উসমানদের ভিড়ে, নবিজীর জীবন থেকে কখনোই বিলাল আর আবু হুরায়রারা হারিয়ে যাননি।

Address

Sylhet
Fenchuganj
3116

Telephone

+8801888561045

Website

Alerts

Be the first to know and let us send you an email when Allah Is Watching Me posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Allah Is Watching Me:

Videos

Share


Other Fenchuganj media companies

Show All