23/01/2023
আজকে ২৩ শে জানুয়ারি মাগরিবের পর থেকে রজব মাস শুরু। হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বারো মাসে বছর। তার মধ্যে চারটি মাস সম্মানিত। তিনটি ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মহররম আর চতুর্থটি হলো রজব; যা জুমাদাল উখরা ও শাবান মাসের মধ্যবর্তী।’ -বুখারি, হাদিস নং ৬৭২।
হযরত আনাস রা. বলেন, রাসুলুল্লাহ (সা.) রজব মাসের শুরু থেকেই নিম্নোক্ত দোয়াটি বেশি বেশি করে পাঠ করতেন।
اَللهُمَّ بَارِكْ لَنَا فِىْ رَجَبَ وَ شَعْبَانَ وَ بَلِّغْنَا رَمَضَانَ
উচ্চারণ: ‘আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা’বান, ওয়া বাল্লিগনা রমাদান।’ অর্থ : হে আল্লাহ! আমাদের জন্য রজব ও শাবান মাসকে বরকতময় করুন এবং আমাদের রমজান মাস পর্যন্ত (হায়াত বৃদ্ধি করে) পৌঁছে দিন।’ (আল-মুজামুল আওসাত :৩৯৩৯)।
আবদুল্লাহ ওমর রা.বলেন, এমন পাঁচটি রাত আছে যেগুলোতে আল্লাহ বান্দার দোয়া ফিরিয়ে দেন না। জুমার রাত, রজবের প্রথম রাত, শাবানের ১৫ তারিখের রাত ও দুই ঈদের রাত। -সুনানে বায়হাকি, হাদিস নং ৬০৮৭।
তাই আসুন আমরা সকলে মিলে এই রাতে ইবাদত করে এবং উপরের দোয়াটি বেশি বেশি করে পড়ে আল্লাহ তাআলাকে রাজি-খুশি করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন।