15/12/2021
⭕সবাই সতর্ক হই⭕
fb তে ঢুকলে এই টাইপের পোস্ট পাচ্ছি...💔
ভাই/বোনেরা একটু খেয়াল করুন,,,এটা আপনাকে বলে দিচ্ছে যে ৬ বছরে আপনার কি কি হবে!!
ভবিষ্যৎ বলে দিচ্ছে,,অথচ,, আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা ছাড়া কেউ গায়েবের খবর জানে না,,আপনি হয়ত বলবেন মজা করে খেলছি,,কিন্তু ভাই/বোন সতর্ক হোন..
সাফিয়া বিনতে আবু উবাইদ (রা.) নবীজীর জনৈক স্ত্রী থেকে বর্ণনা করে বলেন, নবীজী (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি কোনো গণক ও জ্যোতিষীর কাছে যায় এবং তাকে কোনো বিষয়ে প্রশ্ন করে তার চল্লিশ দিনের নামাজ কবুল হয় না।’
(মুসলিম : ২২৩০)
শাইখ সালেহ উছাইমীন রাহিমাহুল্লাহ বলেন:
“জ্যোতিষীর কাছে গমনকারী মানুষ তিন ভাগে বিভক্ত:
তার মধ্যে প্রথম প্রকার: জ্যোতিষীর কাছে এসে তাকে জিজ্ঞেস করে; কিন্তু তাকে বিশ্বাস করে না। এটি হারাম। এর শাস্তি হচ্ছে চল্লিশ দিনের নামায কবুল না হওয়া। এ মর্মে সহিহ মুসলিমে (২২৩০) সাব্যস্ত হয়েছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যে ব্যক্তি কোন গণকের কাছে এসে তাকে কোন কিছু সম্পর্কে জিজ্ঞেস করল তার চল্লিশ দিনের নামায কবুল হবে না”।
[মাজমুউ ফাতাওয়া ওয়া রাসায়িলিস শাইখ ইবনে উছাইমীন (২/১৮৪)]
দেখুন ভাই/বোন আপনি হয়ত বিশ্বাস করছেন না কিন্তু জানতে চাচ্ছেন মজার ছলে এটাও হারাম!
তাই আমরা সর্তক হই।
আল্লাহ আমাদের হেফাজত করুন।আমীন।
সংগৃহীত....
#জান্নাহ্: সফলতার পথে আহবান।