Taskin Ahmed

Taskin Ahmed Assalamualikum. This is Taskin Ahmed. welcome to my fan page

16/06/2023

Assalamualaikum

13/01/2023

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

22/07/2022

19/07/2022

আত্মহত্যার প্রবণতা বাড়ছে শিক্ষার্থীদের মাঝে।
কুমিল্লা বোর্ডের সুইসাইড করা ১১ জন ছাত্রের মধ্যে ১ জনের সুইসাইড নোটঃ


"আগামি বছর আবার পরীক্ষা দিবো। মা, বাবাকে বুঝাইছি।

সবাই স্বাভাবিক ছিলো, আমিও। কিন্তু একের পর এক প্রতিবেশী সহপার্ঠীরা মিষ্টি আর কথার খোঁচা নিয়ে হাজির হতে লাগলো।

আমার মায়ের মাথা খারাপ হয়ে গেলো।


বাবাও আমাকে গালিগালাজ করলো। যে মা বাবা গতকাল আমার মাথায় হাত রেখে বলছিলো চিন্তা করিস না, বুড়ো হয়ে যাস নাই। সামনের বার আবার পরীক্ষা দিস, বছর যাইতে কয়দিন।

অথচ, প্রতিবেশীদের মিষ্টি পেয়ে সেই বাবা মা আমাকে জুতা দিয়ে পিঠলো, শুধু তাই নয়, আমার উপর রাগ করে বাবাপাতের ভাত লাথি মেরে ফেলে দিলো।


অনেক চেষ্টা করেছি লুকিয়ে থাকার, পারলাম না।

প্রতিবেশীরা এক হাত জিহ্ববা বের করে অনুশোচনা করলো, শুধু অনুশোচনা নয়, আমার জন্য নাকি আমার মা দায়ী। মায়ের আস্কারা পেয়ে আমি নষ্ট হয়ে গেছি।


তাদের কৈফিয়ত পেয়ে আমার বাবা মাকে উঠানে প্রচুর মেরেছে। মা এখনো বেহুঁশ। মার জ্ঞান ফিরার আগেই পৃথিবীকে বিদায় জানালাম।

ভালো থাকবেন প্রতিবেশীরা,
ভালো থেকো সহপার্ঠী বন্ধুরা...

(সংগ্রহ করা)

Nature
16/07/2022

Nature

I am looking at the amazing beauty of nature🥰🥰
15/07/2022

I am looking at the amazing beauty of nature
🥰🥰

আজ রাতে ঘটবে অপার্থিব ঘটনা! দেখতে হলে খোলা কোন স্থানে অথবা আপনার ছাদে চলে যান রাতে!!আজ 13-07-2022 তারিখ রাতের আকাশে চলতি...
13/07/2022

আজ রাতে ঘটবে অপার্থিব ঘটনা!
দেখতে হলে খোলা কোন স্থানে অথবা আপনার ছাদে চলে যান রাতে!!
আজ 13-07-2022 তারিখ রাতের আকাশে চলতি বছরের বৃহত্তম সুপার মুনের দেখা মিলবে।
চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে।
সুপার মুনের রাতে চাঁদ সাধারণের তুলনায় বড়, উজ্জ্বল ও গোলাপি আভা ছড়াতে দেখা যাবে।
জানা গেছে, আজ আকাশে যে সুপার মুন দেখা যাবে- পৃথিবী থেকে তার দূরত্ব হবে মাত্র ৩ লাখ ৫৭ হাজার ২৬৪ কিলোমিটার। চাঁদের এই কাছাকাছি আসা ও সুপার মুনের প্রভাব সমুদ্রে জোয়ার-ভাটায় পড়বে। এর ফলে পৃথিবীতে জোয়ারের প্রভাব বেশি হবে।

আজ যে সুপার মুন দেখা যাবে- সেটিই বছরের সবচেয়ে বড় সুপার মুন। একে বাক মুনও বলা হয়। ইংরেজি বাক শব্দের অর্থ হলো পুরুষ হরিণ। বহু পশ্চিমী দেশে এই সময়কালে হরিণের শিং বৃদ্ধি পেতে শুরু করে। আর সেই ঘটনা থেকেই এই চাঁদের নাম বাক মুন। এছাড়া হরিণ চাঁদ, থান্ডার মুন, হে মুন ও উইর্ট মুন হিসেবেও এটি পরিচিত। আমেরিকায় এই চাঁদকে সলমন মুন, রাস্পবেরি মুন ও ক্যালমিং মুনও বলা হয়।

আজ মধ্যরাত ১২টা ৮ মিনিটে এই চাঁদ দেখা যাবে। পরবর্তীকালে ২০২৩ সালে ৩ জুলাই আবার এই বাক মুন দেখা যাবে। চাঁদ যখন পৃথিবীর খুব কাছে অবস্থান করে, তখন চাঁদকে পৃথিবী থেকে তুলনামূলকভাবে অনেক বড় ও উজ্জ্বল দেখায়। পূর্ণ গোলাকার চাঁদের এই অবস্থাকেই সুপার মুন বলা হয়। সুপার মুন শব্দটার উৎপত্তি আধুনিক জ্যোতিষশাস্ত্রে, জ্যোতির্বিদ্যার সঙ্গে এর কোনো যোগসূত্র নেই।

১৯৭৯ সালে রিচার্ড নোল্লে প্রথম সুপার মুন শব্দের উল্লেখ করেন। এরপর আমেরিকার নাসার তরফে সুপার মুন শব্দটিকে গ্রহণ করা হয়। ১৯৭৯ সালের পর থেকে কার্যত জনপ্রিয় হয়ে ওঠে সুপার মুন শব্দটি। বলা হয়, এই দিনে পৃথিবীর সবচেয়ে কাছে হাজির হয় চাঁদ।
(collected)

02/04/2022
27/03/2022

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، قَالَ أَخْبَرَنَا حَنْظَلَةُ بْنُ أَبِي سُفْيَانَ، عَنْ عِكْرِمَةَ بْنِ خَالِدٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ بُنِيَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَإِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالْحَجِّ، وَصَوْمِ رَمَضَانَ ‏

ইবন ‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ:

তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেন, ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি।
১. আল্লাহ ব্যতীত প্রকৃত কোন উপাস্য নেই এবং নিশ্চয়ই মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আল্লাহর রসূল-এ কথার সাক্ষ্য প্রদান করা।
২. সলাত কায়িম করা।
৩. যাকাত আদায় করা।
৪. হাজ্জ সম্পাদন করা এবং
৫. রমযানের সিয়ামব্রত পালন করা (রোজা রাখা)।

(৪৫১৪; মুসলিম ১/৫ হাঃ ১৬, আহমাদ ৬০২২, ৬৩০৯) (আধুনিক প্রকাশনীঃ ৭, ইসলামী ফাউন্ডেশনঃ ৭)

ফুটনোটঃ
[১] কোন কোন ফকীহদের নিকট ঈমান বাড়েও না কমেও না। বরং সমান থাকে। তাদের নিকট একজন নবীর ঈমান ও ইবলিসের ঈমান এক সমান। তাদের এই ‘আকীদাহ কুরআন ও সুন্নাহ বিরোধী। এটা মুরজি’আহ সম্প্রদায়ের ভ্রান্ত ‘আকীদাহর অন্তর্ভুক্ত।

সহিহ বুখারী, হাদিস নং ৮
হাদিসের মান: সহিহ হাদিস
Source: আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD

PHOTO: A cat rests in the courtyard of Masjid Al Nabawi, MadinahThe great Sahabi Abu Hurayrah (“Father of the Kitten”) w...
18/02/2022

PHOTO: A cat rests in the courtyard of Masjid Al Nabawi, Madinah

The great Sahabi Abu Hurayrah (“Father of the Kitten”) was so called because he used to love cats and keep them. He became well known by this name that people forgot his real name, until the scholars disputed concerning his real name and there were nearly thirty different opinions as to what it was. Ibn ‘Abd al-Barr said in al-Isti'ab: “The most correct view is that his name was ‘Abd al-Rahman ibn Sakhr but none of them disputed that he was Abu Hurayrah (May Allah be pleased with him).

©Haramain sarvents

Night view of Macca
01/02/2022

Night view of Macca

01/02/2022

রাতের পর রাত মেয়েটার সাথে মেসেঞ্জারে চ্যাট করে ছেলেটার বেশ শিক্ষা হয়েছে। একেতো রাত জেগে স্বাস্থ্য নষ্ট, তার ওপরে মূল্যবান সময়ও নষ্ট। বিনিময়ে সাময়িক বিনোদন ছাড়া প্রোডাক্টিভ তেমন কিছুই নেই।মাঝেমধ্যে বেশ অস্থিরতা অনুভব হয় তার। তার কাছে মনে হয় মাথার উপরে আসমানটা এই বুঝি ভেঙে পড়বে কিংবা কোন এক অন্ধকার চোরাগর্তে তার এখনই পতন হবে। সর্বক্ষণ এক অদেখা অস্থিরতায় ভোগান্তি হয় তার। গুনাহের দুনিয়াবি শাস্তি হয়ত একেই বলে।
হঠাৎ ছেলেটির মাঝে এক আমূল পরিবর্তন দেখা গেলো। সে আর মেয়েটির সাথে যোগাযোগ করে না। মেসেঞ্জার থেকে তাকে ব্লক করে দিলো। মোবাইল নম্বরটাও চেইঞ্জ করে ফেলে গুনাহের কারাগার থেকে তার জামিন হলো। কুরআনের একটি মাত্র আয়াত এর পিছনে মূল চালিকাশক্তি। দ্বিধা ভেঙে ছেলেটি জমিনের সম্পর্কে চুকিয়ে আসমানের সম্পর্ক বুননে মনযোগ দিলো। এখন তার মনটা বেশ ফুরফুরে। আগের মতো আর অস্থিরতা নেই। বেশ সতেজতাও কাজ করে ভিতরে। - আশ্চর্য! দেখা যায় না, ছোঁয়া যায় না - তবুও অনুভব করা যায় সেই ঐশ্বী শান্তির পরশ। এটাকেই হয়ত সুকুন বলে।
যে আয়াতে ছেলেটির আমূল পরিবর্তন হয়েছিল,
"আর তোমরা যিনা-ব্যভিচারের কাছেও যেও না, তা হচ্ছে অশ্লীল কাজ আর অতি জঘন্য পথ।" (আল-ইসরা, আয়াতঃ ৩২)
#আল্লাহর_কাছে_আসার_গল্প

শয়নে স্বপ্নে আঁকি দুনয়নেযতনে তোমার ছবি🖤তোমারি প্রেমে পাগল এই ক্ষণে দিওয়ানা হলো যে কবি🥰
28/12/2021

শয়নে স্বপ্নে আঁকি দুনয়নে
যতনে তোমার ছবি🖤
তোমারি প্রেমে পাগল এই ক্ষণে
দিওয়ানা হলো যে কবি🥰

🥰🥰
27/12/2021

🥰🥰

27/12/2021

COS2πc😁

15/12/2021

⭕সবাই সতর্ক হই⭕

fb তে ঢুকলে এই টাইপের পোস্ট পাচ্ছি...💔
ভাই/বোনেরা একটু খেয়াল করুন,,,এটা আপনাকে বলে দিচ্ছে যে ৬ বছরে আপনার কি কি হবে!!
ভবিষ্যৎ বলে দিচ্ছে,,অথচ,, আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা ছাড়া কেউ গায়েবের খবর জানে না,,আপনি হয়ত বলবেন মজা করে খেলছি,,কিন্তু ভাই/বোন সতর্ক হোন..

সাফিয়া বিনতে আবু উবাইদ (রা.) নবীজীর জনৈক স্ত্রী থেকে বর্ণনা করে বলেন, নবীজী (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি কোনো গণক ও জ্যোতিষীর কাছে যায় এবং তাকে কোনো বিষয়ে প্রশ্ন করে তার চল্লিশ দিনের নামাজ কবুল হয় না।’

(মুসলিম : ২২৩০)

শাইখ সালেহ উছাইমীন রাহিমাহুল্লাহ বলেন:

“জ্যোতিষীর কাছে গমনকারী মানুষ তিন ভাগে বিভক্ত:

তার মধ্যে প্রথম প্রকার: জ্যোতিষীর কাছে এসে তাকে জিজ্ঞেস করে; কিন্তু তাকে বিশ্বাস করে না। এটি হারাম। এর শাস্তি হচ্ছে চল্লিশ দিনের নামায কবুল না হওয়া। এ মর্মে সহিহ মুসলিমে (২২৩০) সাব্যস্ত হয়েছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যে ব্যক্তি কোন গণকের কাছে এসে তাকে কোন কিছু সম্পর্কে জিজ্ঞেস করল তার চল্লিশ দিনের নামায কবুল হবে না”।

[মাজমুউ ফাতাওয়া ওয়া রাসায়িলিস শাইখ ইবনে উছাইমীন (২/১৮৪)]

দেখুন ভাই/বোন আপনি হয়ত বিশ্বাস করছেন না কিন্তু জানতে চাচ্ছেন মজার ছলে এটাও হারাম!

তাই আমরা সর্তক হই।
আল্লাহ আমাদের হেফাজত করুন।আমীন।

সংগৃহীত....
#জান্নাহ্: সফলতার পথে আহবান।

15/12/2021

নতুন এক ধর্মের আবির্ভাব হয়েছে
Religion name :- BTS
চোখের সামনে ৪ বছরের ৭ বছরের বন্ধুত্ব নষ্ট হয়ছে শুধু মাত্র BTS নিয়ে বলায় ,

অনেকে পারলে ইসলাম ত্যাগ করে ফেলে BTS এর জন্য ! আবার অনেকে সরাসরি ইসলামকে কিছু না বলতে পারলেও আমাকে ধুয়ে দিচ্ছে

অনেকের কলিজা ছিরে যাচ্ছে BTS নিয়ে বলায়। এরাই হবে রাসূল (স:) এর ভবিষ্যৎবাণী কৃত সেই দাজ্জালের সহযোগী নারী । স্পষ্ট মিলে যাচ্ছে আপনি END আর এরকম মেয়েদের সাথে । আমি নারীদের ছোট করছিনা ভুলেও কেউ আমাকে দয়া করে ভুল বুঝবেন না । আমি বোনদের পক্ষে যেগুলা অন্যায় TIME এর হাদিসগুলা পরলে মিলালে হুবুহু মিল খুঁজে পাবেন

সেগুলা ত বলতেই হবে||
BTS the viral word in the world.c

লাইক এসব অসভ্য, বিধর্মী, নাস্তিক উল্টাপাল্টা পপ সিঙ্গারদের যে বাংলাদেশে কি
পরিমান Supporter আর fan মানে এরা কি যে পাইছে????

> Recent কিছুদিন আগে একটা music release 2 BTS থেকে নাম "Mukkbung Remix by Jay park" এই Jay park নামের ছেলেটা "Young God" হিসাবে এইগানে বিখ্যাত। Like seriously??? → সে গানটার একটা লিরিক্সে উল্লেখ করছে

"Worship Me like Allah, Get it done like Wallah".

মানে তুমি আমার ইবাদত করো যেন আমি আল্লাহ, এবং
এমনভাবে আমার বন্দেগী পূরণ করো যেন আমিই ওয়াল্লাহ।

Nawjubillah!

এমনকি BTS এর Junk
Cook নামে একটা singer যে কিনা হাতে ট্যাটু কয়ায়,,,,,,, "One Eyes" যার কুরআনিক অর্থ "It's the main sign of Dajjal"

< এরা নিজেকে শয়তানের সাথেও তুলনা করে এমনকি স্রষ্টার সাথেও। এসব বিকৃত দের সয়ং আল্লাহ পর্যন্ত ধিক্কার দিছে আর তোমরা Muslim হয়েও এদের সমর্থক??বাহ মুসলমান বাহ

#সংগৃহীত

Allah 🖤🖤
13/12/2021

Allah 🖤🖤

06/12/2021

মদীনার বনু কাইনুকা’র বাজারে একজন নারীর শ্লীলতাহানির চেষ্টা করা হলে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার জেরে যুদ্ধে অবতীর্ণ হতেও পিছপা হননি।

নারীকে নিয়ে কেউ বাজে চিন্তা ও অশ্লীল কল্পনা করুক সেটা কোনোভাবেই চায় না ইসলাম। আর সেজন্যই মহান আল্লাহ পুরুষকে দৃষ্টির সংযম এবং নারীকে পর্দার নির্দেশ করেছেন।

মুক্ত করার নামে নারীকে প্রদর্শন ও পণ্যায়নের সংস্কৃতি নারীকে নিছক ভোগ্যপণ্যে পরিণত করে। আর তাই স্বভাবগত লাজ-লজ্জা বিসর্জন দিয়ে তথাকথিত ‘সাহসী’ উপাধী পাওয়া নারীর অসহায়ত্ব ও করুণ চিত্র দু-এক সময় প্রকাশ পেলেও বেশিরভাগ ক্ষেত্রেই থেকে যায় অপ্রকাশিত।

নারীর ইজ্জতের দিকে নোংরা হাত বাড়ানো দূরের কথা, তার দিকে চোখ তুলে তাকাতেও নিষেধ করেছে ইসলাম। নিষেধাজ্ঞার ব্যত্যয় হলে রেখেছে কঠোর শাস্তির ব্যবস্থা।

নারী-পুরুষ সবার জন্য পরিপূর্ণ সম্মান ও মর্যাদা রয়েছে একমাত্র ইসলামের ছায়াতলে। সুতরাং আসুন, আমরা ইসলামের দিকেই ফিরে আসি; পরিপূর্ণ মুমিন হয়ে উঠি। এতেই রয়েছে মুক্তি, সম্মান এবং দুনিয়া ও আখিরাতের সার্বিক সফলতা।
©Ahmadullah

06/12/2021
05/12/2021

প্রকৃত প্রশান্তি আসে কুরআন তিলাওয়াত শুনলে গান নয়। 📌

05/12/2021

এই স্থানটি পৃথিবীতে অবস্থিত একমাত্র জান্নাতের একটি অংশ (রিয়াজুল জান্নাহ) রাসুলুল্লাহ সাঃ বলেন, আমার ঘর এবং আমার মিম্বারের মাঝের জায়গাটি হলো জান্নাতের বাগান গুলোর মাঝে একটি বাগান। সুবহানাল্লাহ 💗💗💗

© Waliullah

28/11/2021

Allah🖤🖤

ALHAMDULILLAH FOR EVERYTHING 🥰
25/11/2021

ALHAMDULILLAH FOR EVERYTHING 🥰

Address

East Para Pagla, Islamiabazar
Fatulla
1421

Alerts

Be the first to know and let us send you an email when Taskin Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Taskin Ahmed:

Share