
13/11/2023
ফটিকছড়ির নাজিরহাটে সিজল শো রুমে
ভ্রাম্যমান আদালতের অভিযান
১০ হাজার টাকা জরিমানা
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি।
ফটিকছড়ির নাজিরহাটে সিজল শো রুমে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে।
১৩ নভেম্বর সোমবার বিকালে এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) এটি এম কামরুল ইসলাম।
অভিযানে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন পণ্য এবং মিষ্টি জাতীয় দ্রব্য সামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আলী নেওয়াজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
অভিযান চলাকালে ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন ফটিকছড়ি।থানা পুলিশের একটি টীম।
জানতে চাইলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল ইসলাম বলেন নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আজকের অভিযান। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।