দেশ বার্তা

দেশ বার্তা সত্য ও সাহসের পথে অবিচল

ফটিকছড়ির নাজিরহাটে সিজল শো রুমে ভ্রাম্যমান আদালতের অভিযান ১০ হাজার টাকা জরিমানা ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি।ফটিকছড়ির ন...
13/11/2023

ফটিকছড়ির নাজিরহাটে সিজল শো রুমে
ভ্রাম্যমান আদালতের অভিযান

১০ হাজার টাকা জরিমানা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি।

ফটিকছড়ির নাজিরহাটে সিজল শো রুমে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে।

১৩ নভেম্বর সোমবার বিকালে এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) এটি এম কামরুল ইসলাম।

অভিযানে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন পণ্য এবং মিষ্টি জাতীয় দ্রব্য সামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আলী নেওয়াজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

অভিযান চলাকালে ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন ফটিকছড়ি।থানা পুলিশের একটি টীম।

জানতে চাইলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল ইসলাম বলেন নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আজকের অভিযান। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফটিকছড়িতে সড়ক দূর্ঘটনায় গৃহবধূর  মৃত্যু------------------------------------------------------------দৌলত শওকত।..............
25/08/2023

ফটিকছড়িতে সড়ক দূর্ঘটনায় গৃহবধূর মৃত্যু
------------------------------------------------------------
দৌলত শওকত।.......................
ফটিকছড়িতে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় জাহানারা বেগম (৩৮) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে চট্টগ্রাম -খাগড়াছড়ি মহাসড়কের নাজিরহাট পৌরসভার সৈয়দ সৈয়দা স্কুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহানারা ফটিকছড়ি পৌরসভার ২ নং ওয়ার্ডের উত্তর রাঙ্গামাটিয়া গ্রামের হাজি তুফান আলী ফল্লান বাড়ির জাগির আহমদের স্ত্রী এবং তিন কন্যা সন্তানের জননী।

প্রত্যক্ষ্যদর্শীরা জানায় জাহানারা বেগম রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রাম অভিমূখী একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দিলে তিনি মারাত্বক ভাবে আহত হয়ে রাস্তার উপর পড়ে যান। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে তৎক্ষনাৎ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাজিরহাট হাইওয়ে থানার ওসি আদিল মাহমুদ বলেন ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

ফটিকছড়িতে অস্ত্রসহ দুই যুবককেআটক করেছে ভূজপুর থানা পুলিশ --------------------------------------------------দৌলত শওকত।......
22/06/2023

ফটিকছড়িতে অস্ত্রসহ দুই যুবককে
আটক করেছে ভূজপুর থানা পুলিশ
--------------------------------------------------
দৌলত শওকত।.......................
ফটিকছড়ির ভূজপুর থানাধীন হারুয়ালছড়ি ইউনিয়নে অভিযান চালিয়ে দেশীয় তৈরী দুইটি একনালা বন্দুকসহ দুই যুবককে আটক করেছে ভূজপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে ইউনিয়নের সুজানগর চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো সুনিল মাঝি (২৫) পিতা মৃত নিরঞ্জন মাঝি, বাবুল মাঝি (২৮) পিতা নিরু মাঝি।
উভয়ের বাড়ি একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাঁওতাল পাড়ায়।

থানা সূত্রে জানাযায়, স্থানীয় সুজানগর চা বাগানের পশ্চিম পাশে একটি বাড়িতে স্থানীয় দুই যুবকের নিকট অবৈধ অস্ত্র মজুদ রয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে অভিযান পরিচালনা করে ভূজপুর থানা পুলিশ। ওসির নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে।

এসময় উল্লেখিত দুইজনকে আটক করা হয়।তাদের স্বীকারোক্তি মতে বসত ঘরে লুকানো অবস্থায় দুইটি এক নালা দেশীয় বন্দুক উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে ভূজপুর থানার ওসি হেলাল উদ্দিন ফারুকী বলেন গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি হারুয়ালছড়ির সুজানগর চা বাগান এলাকায় দুই ব্যাক্তির কাছে অবৈধ অস্ত্র মজুদ রয়েছে। এসপি এবং এএসপির সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করা হয়। তাদের দেখানো স্থান থেকে দুইটি দেশীয় তৈরী একনালা বন্দুক উদ্ধার করা হয়েছে। বর্তমানে আটককৃতরা থানা হেফাজতে। আইনী প্রক্রিয়া শেষে তাদের জেল হাজতে প্রেরন করা হবে।

লক্ষীছড়ির দুই পাহাড়ি সন্ত্রাসী অস্ত্রসহ ফটিকছড়িতে আটক----------------------------------------দৌলত শএকত।....................
17/06/2023

লক্ষীছড়ির দুই পাহাড়ি সন্ত্রাসী
অস্ত্রসহ ফটিকছড়িতে আটক
----------------------------------------
দৌলত শএকত।.......................
ফটিকছড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ লক্ষীছড়ির দুই পাহাড়ি সন্ত্রাসীকে আটক কনেছে র্যাব ৭ এর একটি টীম।
১৬ জুন শুক্রবার রাতে উপজেলার পাইন্দং ইউনিয়নের পেলা গাজির দীঘি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন অভি চাকমা প্রকাশ বিজয় (১৯), পিতা- সুশীল চাকমা, রান্যামা ছড়া, লক্ষীছড়ি, কৃতি বিকাশ চাকমা (২৪), পিতা- সাধন রঞ্জন চাকমা, মেম্বার পাড়া,লক্ষীছড়ি।
এ সময় আসামীদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগাজিন এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র্যাবের অভিযানিক দল জানায় আটককৃতরা আগ্নেয়াস্ত্র রাখার বিষয়ে বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি। তবে অস্ত্রের ভয় দেখিয়ে তারা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ফটিকছড়ির  আলোচিত  মাসুদ হত্যা-যুবলীগ নেতা আকতার কারাগারে---------------------------------------------------দৌলত শওকত।---...
11/06/2023

ফটিকছড়ির আলোচিত মাসুদ হত্যা-
যুবলীগ নেতা আকতার কারাগারে
---------------------------------------------------
দৌলত শওকত।
-----------------------
ফটিকছড়ির আলোচিত মাসুদ মির্জা হত্যা মামলার অন্যতম আসামী দাতঁমারা ইউনিয়ন যুবলীগের সভাপতি আকতার হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আজিজ আহমেদ ভূইয়া( রবিবার) ১১ জুন সন্ধ্যায় আসামীর জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

এর পূর্বে আসামী আকতার এ মা'মলায় জামিন আবেদন করে সংশ্লিষ্ট আদালতে আত্নসমর্পণ করেন।

আলোচিত এ মামলায় আসামী আকতারকে হুকুমদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছেন মামলার বাদী।
উল্লেখ্য গত ২৫ মার্চ রাত সাড়ে ৯টার দিকে মসজিদ থেকে তারাবির নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে ইউনিয়নের বালুটিলা বাজারে প্রকাশ্যে চুরিকাঘাত করে হত্যা করা হয় প্রবাস ফেরত যুবক মাসুদ মির্জাকে।

পরদিন এ ঘটনায় আকতার হোসেনসহ ৬ জনের নাম উল্লেখ করে ভূজপুর থানায় হত্যা মা'মলা দায়ের করা হয়। ঘটনার পর উত্তেজিত জনতা দুই আসামীকে হাতে নাতে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। সম্প্রতি আদালতের নির্দেশে মামলাটি নতুন করে তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বিয়ের পিঁড়িতে বসা হলো না ওমান প্রবাসী  রাশেদের ----------------------------------দৌলত শওকত।........................মধ্...
06/06/2023

বিয়ের পিঁড়িতে বসা হলো না
ওমান প্রবাসী রাশেদের
----------------------------------
দৌলত শওকত।........................
মধ্য প্রাচ্যের দেশ ওমানের বারকা এলাকায় ৫ জুন দিবাগত রাতে ঘুমের মধ্যে মৃত্যু বরণ করেন ফটিকছড়ির যুবক রাশেদ।

উপজেলার নাজিরহাট পৌরসভার সুয়াবিল ভাঙ্গাদিঘীর পাড়ের মৃত মাহাবুল আলমের পূত্র সে। পরিবারে চার ভাই, দুই বোনের মধ্যে রাশেদ সবার ছোট। শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ দেশে নিয়ে আসার প্রস্তুতি চলছে।

পরিবারিক সূত্রে ছয় বছর পর ওমানে থেকে কিছু দিনের মধ্যে দেশে এসে বিয়ের পিড়িতে বসার কথা ছিল তার।

জানাগেছে ৫ জুন সোমবার সকালে রাশেদ যথা সময়ে ঘুম থেকে জেগে না উঠায় কক্ষের সহকর্মীরা ঘুম ভাঙ্গানোর চেষ্টা করেন।
দীর্ঘক্ষণ ডাকাডাকির পর সাড়া শব্দ না পেয়ে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে, ওমান প্রবাসী যুবক রাশেদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।

ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুই জনের জেল---------------------------------------------দৌলত শওকত।.....................
15/05/2023

ফটিকছড়িতে অবৈধ বালু
উত্তোলনের দায়ে দুই জনের জেল
---------------------------------------------
দৌলত শওকত।.......................
ফটিকছড়িতে হালদা নদী থেকে অবৈধ ভাবে বালুউত্তোলনের দায়ে আরাফাত উদ্দীন (২৩) ও মোহাম্মদ শাহজাহান (১৯) নামের দুই জনকে আটক করে ভ্রাম্যমান আদালত।

১৫ মে দুপুরে অভিযান চালিয়ে উপজেলার নারায়নহাট ইউনিয়নের জুজখোলা এলাকার কুলাল পাড়া বাজার সংলগ্ন হালদা নদী থেকে বালু উত্তোলনের সময় তাদের হাতেনাতে আটক করা হয়।

আটকৃতরা অপরাধ স্বীকার করায় মোবাইল কোর্ট আরাফাতকে ৬ মাস ও শাহজাহানকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়।

ভুজপুর থানা পুলিশের সহায়তায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে পরিচালনার সময় নারায়নহাট ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদারসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিট্টেষ্ট কামরুল ইসলাম বলেন অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফটিকছড়িতে গোলামুর রহমান  মাইজভান্ডারীর ওরশের প্রস্তুতি সভা অনুষ্ঠত++++++++++++++++++++++++++++++দৌলত শওকত।................
26/03/2023

ফটিকছড়িতে গোলামুর রহমান
মাইজভান্ডারীর ওরশের প্রস্তুতি সভা অনুষ্ঠত
++++++++++++++++++++++++++++++
দৌলত শওকত।.......................
মাইজভান্ডারী ত্বরিকার প্রবক্তা হযরত সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভান্ডারীর বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাসহ সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে পূর্ব প্রস্তুতিমূলক এক সভা ২৭ মার্চ রাতে দরবার শরীফের গাউছিয়া রহমান মঞ্জিলের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রাহমান সানির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ত্বরিকত ফেডারেশনের ভাইস চেয়ারম্যান শাহজাদা সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী।

এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আরেফীব আজিম, ফটিকছড়ি থানার ওসি কাজী মাসুদ ইবনে আনোয়ার, বাগান বাজার ইউপি চেয়ারম্যান শাহদাত হোসেন সাজু, জাফতনগর ইউপি চেয়ারম্যান জিয়া উদ্দীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় আগামী ৪ এপ্রিল অনুষ্ঠিতব্য বাবা ভান্ডারীর ওরশ সুষ্টুভাবে সম্পন্ন করতে একাধিক সীদ্ধান্ত গৃহীত হয়।

নাজিরহাট পৌর নির্বাচন ------------------------------------পাশার জন্য মাঠে হেফাজত নেতারা! -------------------------------...
09/03/2023

নাজিরহাট পৌর নির্বাচন
------------------------------------
পাশার জন্য মাঠে হেফাজত নেতারা!
--------------------------------------------------
আলোচনায়-
মসজিদে মসজিদে দোয়া চাওয়া
খেজুর বিতরণ
-----------------------------------------------

দৌলত শওকত / ওমর ফয়সাল।
-----------------------------------------------

ভোটের দিন যতই ঘনিয়ে আসছে, নাজিরহাট পৌর নির্বাচনে ততই উত্তাপ বাড়ছে। নির্বাচন উপলক্ষে গতকাল সার্কিট হাউজে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় সুষ্ঠু ভোটের ইঙ্গি পেয়ে স্বস্তিতে প্রার্থী ও ভোটাররা।

এদিকে, স্বতন্ত্র প্রার্থী আনোয়ার পাশার পক্ষে হঠাৎ নিরাবাচনী প্রচারণায় মাঠে নামলেন হেফাজত নেতারা।
৮ মার্চ বুধবার সন্ধ্যায় বাবুনগর মাদ্রাসা সংলগ্ন বাঁধের পাড় এলাকায় মোবাইল প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- হেফাজত আমীর আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর পুত্র মুফতি মইনুদ্দীন, নাতি মাওলানা রহমত উল্লাহ, স্থানীয় হেফাজত নেতা মাওলানা হাফেজ রশিদ আহমদ, মাওলানা ফজলুল হক।
এ সময় পাশার নির্বাচনী মঞ্চে বসা ছিলেন বেশ কয়েকজন হেফাজত নেতা।

বক্তব্যে হেফাজত নেতারা আনোয়ার পাশাকে একজন ইসলামের খেদমতগার উল্লেখ করে মোবাইল প্রতীকে ভোট দিয়ে তাকে মেয়র নির্বাচিত করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তাঁরা।

অন্যদিকে, শবেবরাতের রাতে পৌরসভার অধিকাংশ মসজিদে আনোয়ার পাশার জন্য দোয়া চাওয়ার পাশাপাশি মুসল্লিদের জন্য খেজুর বিতরণ করার খবর পাওয়া গেছে।

নির্বাচন পূর্ব মুহুর্তে পাশার এমন তৎপরতা ভোটের মাঠে অনেকটা নতুন মাত্রা যোগ করেছে। সবকিছু মিলিয়ে ভোটের মাঠে আনোয়ার পাশা এখন টক অব দ্যা পৌরসভায় পরিণত হয়েছেন।

নির্বাচনী  টুকিটাকি ++++++++++++++নারিকেল গাছ আল্লাহর নেয়ামত বললেন স্বতন্ত্র মেয়র প্রার্থী নাছির! ----------------------...
28/02/2023

নির্বাচনী টুকিটাকি
++++++++++++++
নারিকেল গাছ আল্লাহর নেয়ামত
বললেন স্বতন্ত্র মেয়র প্রার্থী নাছির!
------------------------------------------------
দৌলত শওকত।.......................
আজ ছিল নাজিরহাট পৌর নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্ধের দিন। সকাল থেকে প্রতিদ্বন্ধি প্রার্থীদের মাঝে প্রতীক প্রদান করেন রির্টার্নিং অফিসার। প্রতীক পাওয়ার পর উপস্থিত সাংবাদিকদের অনুভুতি জানান প্রার্থীরা।

এ সময় অধিকাংশ প্রার্থী অভিন্ন মতামত ব্যাক্ত করে গেলেও প্রতীক পাওয়া নিয়ে ভিন্ন রকম মন্তব্য করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী।

প্রতীক পাওয়ার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে নাছির উদ্দিন বলেন মেয়র পদে নারিকেল গাছে ছাড়া সবকটি প্রতীকই মানুষের তৈরী। তিনি আরো বলেন নারিকেল গাছ সরাসরি প্রাকৃতিক। যা আল্লাহর নেযামত।

নাজিরহাট পৌর নির্বাচন------------------------------------------সরে দাঁড়ালেন তরিকতের জালালস্বতন্ত্রের শফি, কাউন্সিলরে নাছ...
27/02/2023

নাজিরহাট পৌর নির্বাচন-
-----------------------------------------
সরে দাঁড়ালেন তরিকতের জালাল
স্বতন্ত্রের শফি, কাউন্সিলরে নাছির!

----------------------------------------------
দৌলত শওকত।........................
ফটিকছড়ির নাজিরহাট পৌরসভা নির্বাচনে সোমবার (২৭ ফেব্রুয়ারি) ছিল প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।
দুই দিনে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মেয়র ও সাধারণ কাউন্সিলর পদে মোট ৩ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন।

নির্বাচন অফিস সূত্রে জানাযায় মেয়র পদে তরিকত ফেডারেশন মনোনীত মো: শাহ জালাল, স্বতন্ত্র প্রার্থী এস এম শফিউল আলম এবং ৯ নং ওয়ার্ড হতে সাধারণ কাউন্সিলর প্রার্থী মো: নাছির উদ্দিন নিজেদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।
এদিকে,মনোনযন পত্র যাচাই বাছাইয়ে বাতিল হওয়া দুই কাউন্সিলর প্রার্থী আপিলের মাধ্যমে প্রার্থীতা ফিরে পেয়েছেন।

এ নিয়ে নির্বচনে বৈধ প্রার্থী সংখ্যা ৫৪ জন। তন্মোধ্যে মেয়র পদে ৫, সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ৮ এবং সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন প্রার্থী নির্বাচনে থাকছেন।

জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার অরুন উদয় ত্রিপুরা বলেন প্রত্যাহারের শেষ দিনে মেয়র পদে দুই এবং সাধারণ কাউন্সিলর পদে একজনসহ মোট তিন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।

ফটিকছড়ি-----------------মাটি -বালু খেকোদের বিরুদ্ধেপ্রশাসনের  অভিযান +++++++++++++++++++++++++৩টি স্কেভেটরসহ ড্রেজার মেশ...
22/02/2023

ফটিকছড়ি-
----------------
মাটি -বালু খেকোদের বিরুদ্ধে
প্রশাসনের অভিযান
+++++++++++++++++++++++++
৩টি স্কেভেটরসহ ড্রেজার মেশিন জব্দ
--------------------------------------------------
দৌলত শওকত।

ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ টি স্কেভেটরসহ ড্রেজার মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২২ ফেব্রুয়ারী) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাব্বির রাহমান সানি ।

ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত অভিযানের শুরুতে ভূজপুর ইউনিয়নের হরিনাকুল এলাকা থেকে অবৈধ বালু বহন কাজে নিয়োজিত ২ টি ড্রাম ট্রাক জব্দ করা হয়।

পরে পাইন্দং ইউনিয়নের আঁধার টেক এলাকায় হালদা নদী থেকে বালু উত্তোলনের কাজে নিয়োজিত একটি ড্রেজার মেশিন জব্দ করা হয।

এছাড়াও একই ইউনিয়নের ফকিরাচান এলাকায় কয়েকটি স্থানে মাটি কাটার আলামত পাওয়া গেলেও কাউকে পাওয়া যায়নি।

অন্যদিকে, হারুয়ালছড়ি ইউনিয়নের ৩ ও ৪ নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে মাটি কাটায় ব্যবহৃত ৩ টি এস্কেভেটর জব্দ করে অন্য একটি এস্কেভেটর বিকল করে দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রাহমান সানি বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনটি এস্কেভেটর, দুটি ড্রাম ট্রাক আটক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী কর্মকর্তা।

ফটিকছড়িতে যুবলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপদযাত্রার নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, সহিংস রাজনীতি,জনগণ ও পুলিশের উপর হামল...
19/02/2023

ফটিকছড়িতে যুবলীগের
বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

পদযাত্রার নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, সহিংস রাজনীতি,জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে ফটিকছড়ি উপজেলা যুবলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

১৯ ফেব্রুয়ারি রবিবার বিকালে বিক্ষোভ মিছিলটি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে শুরু বিবিরহাট বাজারে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাস স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুল বশর
উপজেলা যুবলীগ নেতা শফিউলর আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নাজিহাট পৌর যুবলীগের সভাপতি মোহাম্মদ হাসান, যুবলীগ নেতা সাহেদুল আলম সাহেদ, জাহাঙ্গীর মোহাম্মদ আজম,মোহাম্মদ মুনাফ, শাহদাৎ হোসেন, মাসুদ, রাসেল, আসিফ,আজাদ, অভি প্রমূখ।

নাজিরহাট পৌর নির্বাচন------------------------------------মেয়র পদে ইসমাইল গণির মনোনয়ন জমা -------------------------------...
18/02/2023

নাজিরহাট পৌর নির্বাচন
------------------------------------
মেয়র পদে ইসমাইল
গণির মনোনয়ন জমা
------------------------------------
দৌলত শওকত।........................
আগামী ১৬ মার্চ অনুষ্ঠিতব্য ফটিকছড়ির নাজিরহাট পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদ প্রার্থী এডভোকেট ইসমাইল গণি মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
শনিবার, ১৮ ফেব্রুয়ারি বিকালে উপজেলা নির্বাচন কার্যালয়ে উপস্থিত হয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার তারিফুজ্জামানের নিকট এ মনোনয়নপত্র জমা দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন রফিকুল আলম,আবুল হাসেম,জহুর আহমদ চৌধুরী, এডভোকেট নজরুল ইসলাম, আলহাজ্ব আমির আলী সওদাগর, নাজিম উদ্দীন চৌধুরী, মোঃ হাসেম উদ্দীন, হাবিবুর রহমান, মোঃ ইয়াকুব ও মো: এনামসহ বিভিন্ন ওয়ার্ডের গণ্য-মান্য ব্যক্তিবর্গ।
পরে প্রার্থী হওয়া নিয়ে উপস্থিত সাংবাদিকদের প্রশ্সের জবাব দেন এডভোকেট ইসমাইল গনি

নাজিরহাট পৌর নির্বাচন-------------------------------------উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা -------...
16/02/2023

নাজিরহাট পৌর নির্বাচন-
------------------------------------
উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে
প্রার্থীদের মনোনয়ন পত্র জমা
------------------------------------------------------------------
দৌলত শওকত।
-----------------------
আগামী ১৬ মার্চ অনুষ্ঠিতব্য ফটিকছড়ির নাজিরহাট পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিতে শুরু করছেন প্রার্থীরা।

ব্যাপক উৎসাহ -উদ্দীপনা ও উৎসব মূখর পরিবেশের মধ্যে দিয়ে ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে মেয়র - কাউন্সিলর পদের প্রার্থীরা উপজেলা নির্বাচন কার্যালয়ে উপস্থিত হয়ে সহকারী আঞ্চলিক কর্মকর্তা ও রির্টানিং অফিসার তারিকুজ্জামানের কাছে মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীরা।

নির্বাচনে মনোনয়ন পত্র জমাদানকারীরা হলেন মেয়র পদে নাছির উদ্দিন চৌধুরী ও আনোয়ার পাশা।
কাউন্সিলর পদে ৮ নং ওয়ার্ডে মোহাম্মদ আলী, মো: আলী নেওয়াজ, বেলাল উদ্দিন, ৫ নং ওয়ার্ডে মোস্তফা কামাল, ৬ নং ওয়ার্ডে দিদারুল আলম,৭ নং ওয়ার্ডে মোহাম্মদ ইসমাইল।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৪, ৫,৬ নং ওয়ার্ড থেকে নাজমা সুলতানা এবং ৭,৮,৯ নং ওয়ার্ড থেকে হাসিনা মমতাজ মনোনয়ন জমা দিয়েছেন।

এদিকে, মনোনয়নপত্র জমাদান উপলক্ষে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নিজেদের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জড়ো হন।
এ সময় বাদ্য বাজিয়ে মিছিল-স্লোগানে মূখরিত হয়ে উঠে পরিষদ প্রাঙ্গন।

পরে প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহন নিয়ে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলে প্রতিক্রিয়া জানান।

নাজিরহাট পৌর নির্বাচন -জাহেদ চৌধুরীতেই ঐক্য ফিরছে আ' লীগে?------------------------------------------------------------দৌ...
15/02/2023

নাজিরহাট পৌর নির্বাচন -
জাহেদ চৌধুরীতেই ঐক্য ফিরছে আ' লীগে?
------------------------------------------------------------
দৌলত শওকত।
------------------------
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফটিকছড়ির গেইটওয়ে খ্যাত নাজিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামীলীগের সদস্য এ. কে জাহেদ চৌধুরী।

এদিকে, স্বজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত জাহেদ চৌধুরীকে নৌকার মাঝি ঘোষণা করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিন্দন জানাচ্ছেন তাঁর ভক্ত ও দলের কর্মী সমর্থকেরা।

পাশাপাশি এ কে জাহেদ চৌধুরী মনোনয়ন পাওয়ায় দলের বিপরীত মেরুর অনেককে সমান তালে অভিনন্দন জানাতে দেখা যাচ্ছে। বিশেষ করে পৌর আওয়ামীলীগের সভাপতি হোসেন শহীদ জাফর আলম, পৌর যুবলীগের সভাপতি মোহাম্মদ হাসানসহ এ নির্বাচনে নৌকা প্রত্যাশী বেশ কয়েকজন ইতিমধ্যে জাহেদ চৌধুরীকে অভিন্দন জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন। হাল সময়ে মনোনয়ন বঞ্চিত কিংবা গ্রুপিং রাজনীতির ক্ষেত্রে যা সচারাচর চোখে পড়েনা।

এ বিষয়ে পৌর আওয়ামী রাজনীতির সাথে সংশ্লিষ্ট বেশ কয়েকজনের সাথে কথা হলে তাঁরা জানান প্রার্থী বাছাইয়ে দল বিচক্ষনতার পরিচয় দিয়েছে। স্বচ্ছ ভাবমূর্তির নেতা জাহেদ চৌধুরী গ্রুপিং রাজনীতিতে নেই। তারা হলফ করে বলেন জাহেদ চৌধুরীতেই ঐক্য ফিরছে আওয়ামীলীগে।

নাজিরহাট পৌরসভা নির্বাচন -----------------------------------------কাউন্সিলর প্রার্থীর  উঠান বৈঠক জনসভায় পরিনত ----------...
13/02/2023

নাজিরহাট পৌরসভা নির্বাচন
-----------------------------------------
কাউন্সিলর প্রার্থীর উঠান
বৈঠক জনসভায় পরিনত
-------------------------------------
দৌলত শওকত।
------------------------+
নাজিরহাট পৌরসভা নির্বাচন সামনে রেখে ৪ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী ও বর্তমান কাউন্সিলর মইন উদ্দিনের সমর্থনে আয়োজিত উঠান বৈঠক সর্ব সাধারণের উপস্থিতিতে জনসভায় পরিনত হয়েছে। ১১ ফেব্রুয়ারী রাতে স্থানীয় বটতল এলাকায় বিশাল এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে এবং ইব্রাহিম ফরহাদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষক রুহুনি কুমার শীল, ফটিকছড়ি পৌরসভার প্যানেল মেয়র গোলাপ মওলা, ইউপি সদস্য জানে আলম মেম্বার, বিশিষ্ট ব্যবসায়ী জাফর আলম, আওয়ামী লীগ নেতা শাহ আলম, নুর হোসেন, সমাজ সেবক আকরব হোসেন, ব্যবসায়ী দিদার সওদাগর, তাহের সওদাগর, আবুল বশর, জাফর, ফেরদৌস আলম আরজু, আবছার বাবুর্চি, মোহাম্মদ আলমগীর, আবুল বশর, আবছারসহ আরো অনেকে।

হঠাৎ আলোচনায় বিচারপতি মোজাম্মেল হোসেন------------------------------------------------------------------নতুন রাষ্ট্রপতিও ...
07/02/2023

হঠাৎ আলোচনায় বিচারপতি মোজাম্মেল হোসেন
------------------------------------------------------------------
নতুন রাষ্ট্রপতিও কিশোরগঞ্জের?
--------------------------------------------------

স্পিকার শিরিন শারমীন, ড. মশিউর রহমান, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনকে পেছনে ফেলে নতুন রাষ্ট্রপতি পদে আলোচিত হচ্ছে সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নাম।

সবকিছু ঠিকটাক থাকলে আজ সন্ধ্যার মধ্যে ঘোষণা আসতে পারে কে যাচ্ছেন বঙ্গভবনে।

এদিকে, অতীতের হিসাব মিলিয়ে দেখা যায়, রাষ্ট্রের সর্বোচ্চ এ পদে আইনজ্ঞরাই প্রাধান্য পেয়ে থাকেন।

দেশের সার্বিক পরিস্থিতি সহ সবদিক বিবেচনায় এনে ধারণা করা হচ্ছে, বিচারপতি মোজাম্মেল হোসেনই দেশের ২২ তম রাষ্ট্রপ্রধান নির্বাচিত হতে যাচ্ছেন।

মোজাম্মেল হোসেন যদি বঙ্গভবনে যান সেক্ষেত্রে কিশোরগঞ্জ আরো একজন রাষ্ট্রপতি পাবে। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদ দুইজনই কিশোরগঞ্জের সন্তান। যা অনেকটা ব্যাতিক্রমই বটে।

ফটিকছড়িতে টিলা কেটে লেক খননএবার  নাদের খানের বিরুদ্ধে মামলা দায়ের ++++++++++++++++++++++++++++++দৌলত শওকত।এবার অবৈধভাবে ...
30/01/2023

ফটিকছড়িতে টিলা কেটে লেক খনন
এবার নাদের খানের বিরুদ্ধে মামলা দায়ের
++++++++++++++++++++++++++++++
দৌলত শওকত।

এবার অবৈধভাবে টিলা কেটে জলাশয় খনন করার দায়ে পেডরোলো গ্রুপের চেয়ারম্যান নাদের খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

২৯ জানুয়ারি রবিবার রাতে ভূজপুর থানায় মামলাটি দায়ের করেন নারায়ণহাট ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি হেলাল উদ্দিন ফারুকী।

এদিকে,শিল্পপতি নাদের খানের মালিকানাধীন হালদা ভ্যালী চা বাগানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বাগান এলাকায় জবর দখল ও টিলা কাটার অভিযোগ থাকলেও এত দিন ধরা ছোঁয়ার বাইরে ছিলেন।
অন্যদিকে,২০১৭ সালে বন বিভাগের জায়গা অবৈধ দখলে নেয়ায় হালদা ভ্যালীর তৎকালীন ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম ও সহকারী ব্যবস্থাপক রাজিব আহম্মদ জেল কাটেন।
এছাড়াও বিভিন্ন সময় বাগান এলাকায অবৈধ উপায়ে টিলা ও বনের গাছ কাটায় স্থানীয় নারায়নহাট রেঞ্জ অফিস ২১ টি মামলা রজু করা হয়েছিল।

উল্লেখ্য গতকাল ২৯ জানুয়ারী রবিবার বাগানের অভ্যন্তরে অবৈধ ভাবে টিলা কেটে লেক খননের খবর পেয়ে হালদা ভ্যালি চা বাগানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রহমান সানি।
এ সময় টিলা কাটা প্রমানিত হওয়ায় বাগানের সহকারী ব্যবস্থাপক মহসিনকে এক বছর এবং এস্কেভেটর চালক গৌতমকে এক মাসের সাজা দেন ভ্রাম্যমান আদালত। রাতে একই অপরাধে বাগান মালিক শিল্পপতি নাদের খানের বিরুদ্ধে ভূজপুর থানায় মামলা দায়ের করা হয়।

ফটিকছড়িতে টিলা কেটে পুকুর খনন করায়চা বাগান কর্মকর্তাকে এক বছরের কারাদন্ড।++++++++++++++++++++++++++++++দৌলত শওকত।..........
29/01/2023

ফটিকছড়িতে টিলা কেটে পুকুর খনন করায়
চা বাগান কর্মকর্তাকে এক বছরের কারাদন্ড।
++++++++++++++++++++++++++++++
দৌলত শওকত।........................
ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কেটে পুকুর খনন করায় চা বাগান কর্মকর্তাকে এক বছরের দন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

২৯ জানুয়ারী রবিবার দুপুরে উপজেলার নারায়নহাট ইউনিয়নস্থ হালদা ভ্যালী চা বাগানে অভিযান চালিয়ে এ দন্ড দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাব্বির রহমান সানি।

জানাযায় , হালদা ভ্যালী চা বাগানের অভ্যন্তরে বাদুড়খিল নামক স্থানে টিলা কেটে অবৈধভাবে পুকুর খনন করছিল বাগান কতৃপক্ষ।
এ সময় টিলা কাটায় জড়িত থাকায় বাগানের সহকারী ব্যবস্থাপক মহসিন হোসেন (৩০), পিতা- আবদুল হাসেম, গ্রাম: উত্তর চর ভৈরবী, জেলা: চাঁদপুরকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
এছাড়াও খনন কাজে নিয়োজিত এক্সক্যাভেটর চালক স্থানীয় বাসিন্দা গৌতম দাশকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

এ ছাড়া বাগান এলাকায় সরকারি রাস্তার উপর গেইট নির্মাণ করে প্রতিবন্ধকতা তৈরি করায় মোবাইল কোর্ট চলাকালীন সময়ে তা উন্মুক্ত করে গেইটটি সার্বক্ষণিক খোলা রাখার জন্য নির্দেশনা দেয়া হয়।

অভিযান পরিচালনায় সহায়তা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলাম, ভুজপুর থানা পুলিশের একটি টীম ও স্থানীয় বন বিভাগের কর্মকর্তরা।

ফটিকছড়িতে-নাজিরহাট পৌর যুবলীগের কম্বল বিতরণ---------------------------------------------------------দৌলত শওকত।.............
20/01/2023

ফটিকছড়িতে-
নাজিরহাট পৌর যুবলীগের কম্বল বিতরণ
---------------------------------------------------------
দৌলত শওকত।........................

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভা যুবলীগ।

১৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে নাজিরহাট আহমদিয়া মাদ্রাসা প্রাঙ্গণে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সহস্রাধিক মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

পৌর যুবলীগের সভাপতি মুহাম্মদ হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছদর উল্লাহ পারভেজের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক বোরহান আহমেদ, পৌর আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক আবু তাহের মিঞ্চা, আওয়ামী লীগ নেতা আনোয়ার পাশা, মুহাম্মদ ইউসুফ, মুহাম্মদ হোসেন, নাছির উদ্দীন, ইকবাল হোসেন, যুবলীগ নেতা মুহাম্মদ হারুন, এরশাদ উল্লাহ, শ্রমিক লীগ নেতা দিদারুল আলম, করিম উদ্দিনসহ স্থানীয় আ' লীগ,যুবলীগ ও ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নাজিরহাট পৌরসভা নির্বাচন------------------------------------------এক ডজন প্রার্থী মাঠে-কে হচ্ছেন নৌকার মাঝি!  ----------...
19/01/2023

নাজিরহাট পৌরসভা নির্বাচন
------------------------------------------
এক ডজন প্রার্থী মাঠে-
কে হচ্ছেন নৌকার মাঝি!
----------------------------------------------------
হঠাৎ আলোচনায় তালেব চেয়ারম্যান!
প্রার্থী হতে এক পায়ে খাড়া গতবারের পাশা!
++++++++++++++++++++++++++++++

স্বতন্ত্র প্রস্তুতি বিএনপি নেতা নাছিরের
পর্যবেক্ষণে ছালামত উল্লাহ চৌধুরী..................................................

সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে নাজিরহাট পৌরসভার নির্বাচন। আগামী কয়েকদিনের মধ্যেই ঘোষণা করা হতে নির্বাচনের তফসিল, এমনটা জানাগেল নির্বাচন অফিস সূত্রে।
এদিকে ভোটের সময় ঘনিয়ে আসায় প্রার্থীতা নিয়ে আলোচনা চলছে পৌর এলাকার সর্বত্র। তবে কাউন্সিলর চাইতে মেয়র পদের আলোচনা কিছুটা বেশী।
আলোচনায় প্রাধান্য পাচ্ছে কে হচ্ছেন নৌকার মাঝি। দলটির স্থানীয় পর্যায়ের অন্তত ডজন খানেক নেতা দলীয় মনোনয়ন পেতে মাঠে তৎপর।

অন্যদিকে, নৌকা পাওয়ার দৌঁড়ে যাদের নাম বেশী আলোচিত হচ্ছে তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য একে জাহেদ চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি হোসেন শহীদ জাফর আলম, পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মোহাম্মদ আলী, আওয়ামী লীগ নেতা এডভোকেট সাজ্জাদ হোসেন, আনোয়ার পাশা মেম্বার, আলী আজম ছাদেক, আনোয়ার হোসেন আজম পৌর যুবলীগের সভাপতি মোহাম্মদ হাসান অন্যতম।

এছাড়া সুয়াবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা আবু তালেব চৌধুরী নির্বাচনে লড়তে ভোটার স্থানান্তর করেছেন বলে জানা গেছে। হঠাৎ তাঁর এ ভোটার স্থানান্তর নিয়ে নানা কানাঘুষা চলছে।
পাশাপাশি ভোটের মাঠে আলোচনায থাকা আনোয়ার পাশা আবারো প্রার্থী হতে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন।
এদিকে, বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচনে যাবে না, এমন সিদ্ধান্তের কারণে আসন্ন নাজিরহাট পৌর নির্বাচনেও দলীয় প্রার্থী দেবে না বিএনপি, তা অনেকটা নিশ্চিত বলা যায়। তবে স্থানীয় বিএনপির তিন নেতা সাবেক ইউপি চেয়ারম্যান ছালামত উল্লাহ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী নাছির উদ্দিন চৌধুরী এবং সুয়াবিল এলাকার শফি মেম্বারের যেকোন একজন স্বতন্ত্রভাবে নির্বাচন করতে পারেন বলে গুঞ্জন রয়েছে।
এ বিষয়ে ছালামত উল্লাহ ও শফির বক্তব্য পাওয়া না গেলেও নাছির উদ্দিন বলেন, নির্বাচনের ব্যপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। তবে তৃণমূলের কর্মীরা চাচ্ছে নেতৃত্ব হাতছাড়া না করতে। সেক্ষেত্রে সুষ্ঠু নির্বাচনের পরিবেশে সৃষ্টি হলে ভোটে নামার ইঙ্গিত দিলেন নাজিরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি নাছির চৌধুরী।

প্রতিবেদন : দৌলত শওকত।

শিল্পপতির  ব্যক্তিগত উদ্যোগ---------------------------------------ফটিকছড়ির দাঁতমারা................................কয়লা ...
15/01/2023

শিল্পপতির ব্যক্তিগত উদ্যোগ
---------------------------------------
ফটিকছড়ির দাঁতমারা................................
কয়লা খালে কাঠের সেতু নির্মাণ
দুই উপজেলার সেতু বন্ধন!
++++++++++++++++++++++++
মুহাম্মদ দৌলত।

পাশাপাশি দুটি উপজেলা ফটিকছড়ি ও মীরসরাই। দুই উপজেলাকে বিভক্ত করে রেখেছে বড় একটি খাল। স্থানীয়দের কাছে এটি কয়লা খাল নামে পরিচিত।
খালের এপারে ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়ন। ওপারে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ।
নৌকাই হলো দুই জনপদের অর্ধলক্ষাধিক মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম। পারাপারে শুষ্ক মৌসুমে যেন তেন হলেও বর্ষায় কষ্টের সীমা থাকেনা বাসিন্দাদের। বিশেষ করে চরম দূর্ভোগ পোহাতে হয় স্কুল কলেজ মাদ্রাসাগামী শিক্ষার্থীদের।

এলাকাবাসীর দীর্ঘ দিনের প্রাণের দাবী স্থানীয় কয়লা খালের জিলতলী এলাকায় একটি সেতু নির্মানের। এ জন্য স্থানীয়রা বিগত দুই দশক ধরে সরকারী -বেসরকারী বিভিন্ন দপ্তরে ধর্ণা দিলেও এতদিন আলোরমূখ দেখেনি।

সম্প্রতি ব্যাক্তিগত উদ্যেগে সেতু নির্মানে এগিয়ে এসেছেন দাঁতমারার বাসিন্দা, তরুণ শিল্পোদ্যোগতা মেহেদী হাসান বিপ্লব।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দাঁতমারা ইউনিয়নের জিলতলী বাজার সংলগ্ন এলাকায় ৬০ ফুট দীর্ঘ একটি সেতু তৈরী করা হয়েছে। কাঠ দিযে তৈরী এ সেতু দিয়ে মানুষজন ছাড়াও তিন চাকার বাহন অনায়াসে যাতায়াত করতে পারবে।
এদিকে,দীর্ঘদিন পর কয়লা খালের উপর সেতু নির্মিত হওয়ায় দুই অঞ্চলের মানুষের মধ্যে এক প্রকার উৎসবের আমেজ বিরাজ করছে। অনেকে সেতু নির্মাণকে দুই উপজেলার সেতু বন্ধন হিসেবে দেখছেন।

১৪ জানুয়ারী শনিবার বিকালে এলাতার গন্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে সেতুটির আনুষ্ঠানিক উদ্ভোধন করেন মেহেদী হাসান । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন স্থানীয় জনপ্রতিনিধ।

এ বিষয়ে মেহেদী হাসানের মন্তব্য জানতে চাইলে বলেন কিছুদিন আগে ফেসবুকের মাধ্যমে জানতে পারি কয়লা খালে একটি সেতুর অভাবে এলাকার মানুষ কষ্ট পাচ্ছে। এরপর স্থানীয় কয়েক জনের সাথে কথা বলে সেতু নির্মানের উদ্যোগ গ্রহণ করি।

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাকে কবর দেওয়াতে বাধা প্রদানের অভিযোগ   +++++++++++++++++++++++++++++ ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধ...
13/01/2023

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাকে
কবর দেওয়াতে বাধা প্রদানের অভিযোগ
+++++++++++++++++++++++++++++
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাকে কবর দেওয়ায় বাধা প্রদানের অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে।

উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের বাসিন্দা, বীর মুক্তিযোদ্ধা আহমুদুল হকের পরিবার প্রতিবেশী মান্নান চৌধুরীর বিরুদ্ধে এ অভিযোগ তুলেন।

জানা গেছে, মুক্তিযোদ্ধা আহমদুল হক ১২ জানুয়ারী বৃহস্পতিবার বিকেল ৪ দিকে বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেন।
১৩ই জানুয়ারি শুক্রবার সকালে লাশ দাফনের জন্য সামাজিক গোরস্থানে কবর খনন করা হয়। গোরস্থানে জায়গা পাবে দাবী করে খননকৃত কবরে লাশ দাফনে লোক মারফত বাঁধা প্রদান করেন জনৈক মান্নান চৌধুরী।
বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে উত্তেজনার সৃষ্টি হয়।

পরে বিকাল ৪ টার দিকে পশ্চিম কাঞ্চননগর সরকারি বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্বা আহমুদুল হককে রাষ্ট্রীয় সম্মাননা জানানোর মধ্যে দিয়ে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে উপজেলা সহকারী কমিশনার এটিএম কামরুল ইসলামের হস্তক্ষেপে খননকৃত কবরে তাঁকে দাফন করা হয়।
জানাজা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য মনজুর মোরশেদ ফিরোজ, ইউপি চেয়ারম্যান শাহনওয়াজ, কাজী দিদারুল আলম, বীর মুক্তিযোদ্ধা খায়রুল বশর এবং মরহুমের সন্তান সাফওয়ানুল করিম।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুল মন্নান চৌধুরী লাশ দাফনে বাঁধা দেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন কবরস্থানটির জায়গা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। একটি পক্ষ জায়গার চলমান বিরোধকে কাজে লাগিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

ফটিকছড়ির খিরাম----------------------------নতুন বছরে ইউপিচেয়ারমানের  উপহার ! ---------------------------------দৌলত শওকত।....
01/01/2023

ফটিকছড়ির খিরাম-
---------------------------
নতুন বছরে ইউপি
চেয়ারমানের উপহার !
---------------------------------

দৌলত শওকত।.......................

নতুন বছরের প্রথম দিনে ইউনিয়নের একটি সড়কের উন্নয়ন কাজ উদ্ভোধন করেছেন ফটিকছড়ির খিরাম ইউপি চেয়ারম্যান সোহরাব হোসন সৌরভ।
স্থানীয় ৫নং ওয়ার্ড়ের বহরম পাড়া সড়ক ব্রিক সলিন দ্বারা উন্নয়নের মাধ্যমে ইউনিয়নবাসীকে তিনি এ উপহার দেন।

১ জানুয়ারী, রবিবার,সকালে জনগুরুত্বপূর্ণ এ সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন চেয়ারম্যান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য নুরুল আবছার , সমাজসেবক মোহাম্মদ হোসনে , জানে আলম, ক্বারী ওসমান,সাবেক ছাত্র নেতা নরুল আমিন, জিয়া উদ্দিন বাবলু, যুবলীগ নেতা আবু তৈয়ুব ,জসিম, আব্দুস সালাম, এবাদুল্লাহ, মোবারকসহ এলাকার গন্যমান্য বর্গ।
জানতে চাইলে চেয়ারম্যান সৌরভ বলেন বহরম পাড়া সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ সড়কটি দীর্ঘদিন ধরে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত ছিল।
এটিকে অগ্রাধিকার ভিত্তিতে ডাবল ব্রিক সলিন করে উন্নয়নের আওতায় আনা হয়েছে। তিনি আরো বলেন বলাচলে বছরের প্রথমদিনে ইউনিয়নবাসীর জন্য এটি আমার উপহার।

উল্লেখ্য ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিল হতে পাঁচ লক্ষ টাকা বরাদ্দের ভিত্তিতে সড়কের ৩৫০ মিটার অংশের উন্নয়ন করা হচ্ছে।

দেশে সাংবাদিক থেকে সম্পাদক  হয়েছেনএমন সংখ্যা  হাতেগোনা।এ রকম যে কজন রয়েছেনতাঁদের মধ্যে অন্যতম - ভোরের কাগজ সম্পাদকশ্যামল...
30/12/2022

দেশে সাংবাদিক থেকে সম্পাদক হয়েছেন
এমন সংখ্যা হাতেগোনা।

এ রকম যে কজন রয়েছেন
তাঁদের মধ্যে অন্যতম -

ভোরের কাগজ সম্পাদক
শ্যামল দত্ত।

আগামীকাল ৩১ ডিসেম্বর
জাতীয় প্রেসক্লাবের নির্বাচন।

নির্বাচনে
সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন
আমাদের চট্টগ্রাম তথা বাংলাদেশের অহংকার
শ্যামল দত্ত।

শুভ কামনা-
শ্রদ্ধেয় দাদার জন্য।

ফটিকছড়িতে বাল্য বিয়ে বন্ধ করলো প্রশাসন+++++++++++++++++++++++++++++++মেয়ের মাকে ৬ মাসের জেল  বর পক্ষকে  ৫০ হাজার টাকা অ...
29/12/2022

ফটিকছড়িতে বাল্য বিয়ে বন্ধ করলো প্রশাসন
+++++++++++++++++++++++++++++++
মেয়ের মাকে ৬ মাসের জেল
বর পক্ষকে ৫০ হাজার টাকা অর্থদন্ড
++++++++++++++++++++++++++
দৌলত শওকত।........................

ফটিকছড়িতে ১৪ বছর বয়সী এক কিশোরীর বিয়ে বন্ধ করে দিয়েছে প্রশাসন। একই সাথে অপ্রাপ্ত বয়সে বিবাহ দেয়ার অপরাধে মেয়ের মাকে ৬ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়া একই আইনে বর পক্ষকে অর্থদন্ড দেয়া হয়েছে।

২৮ ডিসেম্বর রাত সাড়ে ১০ দিকে ফটিকছড়ি পৌরসভার সানমুন কমিউনিটি সেন্টারে আয়োজিত এ বিয়ের অনুষ্ঠানে অভিযান পরিচালানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাব্বির রহমান সানি।

অভিযানকালে বাল্য বিয়ে দেয়ার অপরাধে মেয়ের মা হোসনে আরা বেগমকে ৬ মাসের কারাদন্ড এবং বরের পিতা নুরুল হুদাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

এ বিষয়ে নির্বাহী অফিসার সাব্বির রাহমান সানি বলেন উপজেলার সুন্দরপুর ও ফটিকছড়ি পৌরসভা এলাকার একটি বাল্য বিয়ে অনুষ্টিত হচ্ছে, এমন খবর পেয়ে অনুষ্ঠানস্থলে অভিযান পরিচালনার মাধ্যমে বিয়েটি বন্ধ করে জড়িতদের শাস্তির আওতায় আনা হয়েছে। তিনি আরো বলেন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্রেখ্য- সাজাপ্রাপ্ত হোসনে আরার বাড়ি সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া গ্রামে এবং সামশুল আলমের বাড়ি ফটিকছড়ি পৌরসভার উত্তর ধূরুং গ্রামে।

ফটিকছড়ি -বিএনপি নেতা কর্নেল বাহারের মেজবানে নেতা কর্মীদের ঢল!  ++++++++++++++++++++দৌলত শওকত---------------------- গতকাল...
24/12/2022

ফটিকছড়ি -
বিএনপি নেতা কর্নেল বাহারের
মেজবানে নেতা কর্মীদের ঢল!
++++++++++++++++++++

দৌলত শওকত
----------------------
গতকাল শুক্রবার ফটিকছড়িতে বিএনপি নেতা কর্নেল অব: আজিম উল্লাহ বাহারের পারিবারিক মেজবানে নেতা কর্মীদের ঢল নেমেছে। নাজিরহাট পৌরসভার বাবুনগরের গ্রামের বাড়িতে অনুষ্ঠিত মেজবানে উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়ন থেকে বিএনপির নেতা কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এসময় বিপুল সংখ্যক নেতা কর্মীকে মাইক্রোবাস কিংবা মোটর সাইকেলের মাধ্যমে শোডাউন করে মেজবানে উপস্থিত হতে দেখা যায়।
অন্যদিকে, দীর্ঘদিন পর দূর- দুরান্তের কর্মীরা একে অপরকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। এসময় একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি করতেও দেখা যায়। এছাড়াও আশে পাশের এলাকা থেকে হাজার হাজার সাধারণ মানুষকে মেজবানে অংশ নিতে দেখা যায়।

মেজবানটি কর্নেল বাহারের মেয়ের বিয়ে উপলক্ষে আয়োজন করা হলেও বেলা গড়ার সাথে সাথে উপস্থিতি বাড়তে থাকে। যা অনেকটা দলীয় শোডাউনে রূপনেয়।

ফটিকছড়িতে পাগলা  কুকুরেরকামড়ে  আহত -৩০--------------------------------------------দৌলত শওকত।....................... ফটি...
23/12/2022

ফটিকছড়িতে পাগলা কুকুরের
কামড়ে আহত -৩০
--------------------------------------------
দৌলত শওকত।.......................
ফটিকছড়িতে পাগলা কুকুরের আক্রমণের শিকার হয়ে আহত হয়েছেন শিশুসহ অন্তত ৩০ ব্যক্তি। ২৩ ডিসেম্বর শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত রাস্তায় চলাচলরত মানুষের উপর ঝাপিয়ে কামড় দিতে থাকে একটি পাগলা কুকুর।

জানাযায় উপজেলার ধুরুং, দৌলতপুর, ইমামনগর, বাবুনগর, ফকিরহাট এলাকার চার শিশুসহ অন্তত ৩০ ব্যক্তিকে কামড় দিয়ে মারাত্বকভাবে আহত করে কুকুরটি।

স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ভ্যাকসিন দেয়া হয়। তবে স্থানীয়দের মধ্যে এনিয়ে আতংকে রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য সহকারী নিরঞ্জন বলেন, সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বিভিন্ন এলাকায় শিশুসহ ৩০ জন মানুষ কুকুরের আক্রমন শিকার হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে সরকারিভাবে ভ্যাকসিন দেয়া হয়েছে।

Address

Nazirhat
Fatikchhari

Telephone

+8801821783057

Website

Alerts

Be the first to know and let us send you an email when দেশ বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দেশ বার্তা:

Videos

Share


Other Fatikchhari media companies

Show All