প্রিয় বাগান বাজার, চট্টগ্রাম।

প্রিয় বাগান বাজার, চট্টগ্রাম। Stay connected for the latest news and developments in this vibrant area.

Priyo Bagan Bazar page, a vibrant area in
Fatikchhari, Chattogram, is a trusted source for news and updates about the local community, businesses, events and happenings.

02/02/2025

বাগান বাজারে ইউনিয়ন পরিষদ থেকে যথা সময় প্রয়োজনীয় সার্টিফিকেট পাচ্ছে না, ভোটার কার্যক্রম ব্যাহত। আজকেও অনেকে গিয়ে ফিরে এসেছেন। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ইউনিয়ন পরিষদের দায়িত্বশীল সবার প্রতি অনুরোধ রইলো।

বাগান বাজারের হলুদিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আধুনিক ঘর নির্মাণে বাংলাদেশ সেনাবাহিনীহলুদিয়া, বাগান বাজার ই...
01/02/2025

বাগান বাজারের হলুদিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আধুনিক ঘর নির্মাণে বাংলাদেশ সেনাবাহিনী

হলুদিয়া, বাগান বাজার ইউনিয়ন—বাংলাদেশ সেনাবাহিনীর সরাসরি সহযোগিতা ও তত্ত্বাবধানে হলুদিয়া গ্রামের একটি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আধুনিক সেমি-পাকা ঘর নির্মাণের কাজ শুরু হয়েছে। ২৪ ফুট বাই ২১.৩ ফুট মাপের ঘরটি নির্মাণে রাখা হয়েছে একটি বারান্দা, দুইটি বেডরুম, একটি রান্নাঘর, একটি বাথরুম এবং একটি ডাইনিং রুম।

উল্লেখ্য, বাগান বাজার ইউনিয়নে আরেকটি ঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগটি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য এক নতুন আশার আলো হয়ে উঠেছে।

এই মহতী কার্যক্রমের পেছনে বিশেষ অবদান রেখেছেন বাগান বাজারের গজারিয়ার গর্বিত সন্তান মেজর হাসান সোহাগ। বাংলাদেশ সেনাবাহিনী শুধু দুর্গতদের পাশে দাঁড়িয়েই নয়, বরং তাদের জীবনযাত্রার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখছে।

এ প্রসঙ্গে স্থানীয় জনগণ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা মনে করছেন, এই উদ্যোগ দুর্গত এলাকার মানুষদের মানসিক ও শারীরিক স্বস্তি দেবে এবং পুনর্বাসনের পথে এক বড় পদক্ষেপ।

🌟 Join Our Priyo Bagan Bazar Team! 🌟Are you passionate about social media and love keeping up with what people are talki...
31/01/2025

🌟 Join Our Priyo Bagan Bazar Team! 🌟

Are you passionate about social media and love keeping up with what people are talking about? Do you have a knack for collecting interesting information and identifying what catches everyone’s attention?

We’re looking for enthusiastic individuals to contribute to our Priyo Bagan Bazar page from Bagan Bazar! Whether it’s helping us grow on social platforms, sharing unique ideas, or curating engaging content, your knowledge and creativity can make a real difference.

📌 What You’ll Do:

Share insights about trending topics.

Help create engaging posts for our community.

Collaborate to grow our page and connect with more people.

📌 Why Join Us?

Be part of an amazing and growing community.

Showcase your skills and creativity.

Build connections with like-minded individuals.

If you’re excited to be a part of our journey, comment below or message us directly! Let’s make Priyo Bagan Bazar even better—together!

👉 Tag your friends who might be interested!

জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক দেব চৌধুরীর ইসলাম গ্রহণজনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক দেব চৌধুরী আজ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ঢাকার দা...
31/01/2025

জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক দেব চৌধুরীর ইসলাম গ্রহণ

জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক দেব চৌধুরী আজ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ঢাকার দারুসসালাম সাহি মসজিদে, জামাতের নামাজের পর, সহযাত্রীদের উপস্থিতিতে তিনি ইসলাম ধর্মে প্রবেশ করেন।

শাহাদাহ (ইসলামিক বিশ্বাসের ঘোষণাপত্র) গ্রহণের আগে দেব চৌধুরী বলেন, “আমি কারো প্রভাব ছাড়া নিজের ইচ্ছায় মুসলিম হচ্ছি। আমি আরবি পড়তে পারি না, তবে আমার ঘরে তিনটি বাংলা অনুবাদিত কুরআন রয়েছে। আমি সেগুলো পড়েছি এবং ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করেছি।” তার বক্তব্য তার সৎ এবং বিনম্র মনোভাবকে প্রতিফলিত করে।

শাহাদাহ গ্রহণের পর, উপস্থিত মুসল্লিরা তাকে উষ্ণ অভিনন্দন জানান। অনেকে তাকে আলিঙ্গন করেন এবং উপহার হিসেবে ফুল ও পোশাক দেন। মসজিদের ইমাম তাকে নতুন জীবনের জন্য দোয়া করেন।

দেব চৌধুরীর এই সিদ্ধান্ত তার জীবনের নতুন অধ্যায় সূচনা করেছে। তার এই যাত্রা অনেকের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে।

Source: Local / Sozoo Today

মঙ্গলবার (২৮ জানুয়ারি) মাইক্রোব্লগিং সাইট এক্সে প্রকাশিত এক বার্তায় আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র এ তথ্য জানিয়েছে।
30/01/2025

মঙ্গলবার (২৮ জানুয়ারি) মাইক্রোব্লগিং সাইট এক্সে প্রকাশিত এক বার্তায় আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

করালিয়া তাকিয়া নেছারিয়া সুন্নিয়া দাখিল মাদরাসায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণআজ বাগান বাজারের ঐতিহ্যবাহী করা...
30/01/2025

করালিয়া তাকিয়া নেছারিয়া সুন্নিয়া দাখিল মাদরাসায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আজ বাগান বাজারের ঐতিহ্যবাহী করালিয়া তাকিয়া নেছারিয়া সুন্নিয়া দাখিল মাদরাসায় দরিদ্র শিক্ষার্থীদের জন্য শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক ও মাদরাসা পরিচালনা কমিটির সাবেক শিক্ষানুরাগী সদস্য জনাব কামরুল হাসান ভূঁইয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং বাগান বাজার ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক জনাব আবুল কাশেম মেম্বার, যুবদলের সাধারণ সম্পাদক জনাব লোকমান হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মহিউদ্দিন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আবদুস ছাত্তার এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব কামরুল হাসান ভূঁইয়া বলেন, “শীতবস্ত্র বিতরণের এই উদ্যোগ সমাজের অবহেলিত ও দরিদ্র শিক্ষার্থীদের প্রতি আমাদের দায়িত্ব ও মানবিকতার প্রতিফলন। আমরা চাই, তারা যেন শীতের কষ্ট থেকে মুক্ত থেকে পড়ালেখায় মনোযোগ দিতে পারে।”

এ সময় অতিথিরা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং মাদরাসা কর্তৃপক্ষের এই মহতী প্রচেষ্টার প্রশংসা করেন।

অনুষ্ঠানের শেষ দিকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়, যা উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি করে। শীতবস্ত্র পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানায়।

স্থানীয় জনগণও এ উদ্যোগের প্রশংসা করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে, ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

গজারিয়া জেবুন্নেছা পাড়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিতচট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগান বাজার ইউনিয়নের গজার...
30/01/2025

গজারিয়া জেবুন্নেছা পাড়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগান বাজার ইউনিয়নের গজারিয়া জেবুন্নেছা পাড়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এই শিক্ষা সফর সম্পন্ন হয়।

সফরের অংশ হিসেবে শিক্ষার্থীরা চট্টগ্রাম চিড়িয়াখানা, ডিসি পার্ক এবং পতেঙ্গা সমুদ্র সৈকত ভ্রমণ করেন। সকালবেলা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীরা উচ্ছ্বাসের সঙ্গে রওনা দেন যার অন্যতম গন্তব্য ছিল চট্টগ্রাম চিড়িয়াখানা, যেখানে তারা বিভিন্ন প্রাণী দেখার মাধ্যমে জীববিজ্ঞানের জ্ঞান অর্জনের সুযোগ পান। শিক্ষার্থীরা ডিসি পার্কে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন এবং দলবদ্ধভাবে বিভিন্ন শিক্ষামূলক আলোচনায় অংশগ্রহণ করেন।

ট্যুরের অন্যতম গন্তব্য ছিল পতেঙ্গা সমুদ্র সৈকত। সেখানে তারা সমুদ্রের অপরূপ দৃশ্য উপভোগ করেন এবং দলবদ্ধ খেলাধুলা ও বিনোদনে অংশ নেন। পুরো দিনজুড়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দের এক অনন্য অনুভূতি বিরাজ করছিল।

বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন এবং পুরো সফরটি পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সফরের শেষে শিক্ষার্থীরা এই ধরনের আয়োজনের জন্য বিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের শিক্ষা সফরের আশা প্রকাশ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশ এবং প্রকৃতির সঙ্গে পরিচিত করার জন্য এ ধরনের শিক্ষা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এই বার্ষিক শিক্ষা সফর শিক্ষার্থীদের জন্য শুধু একটি বিনোদনের মাধ্যমই ছিল না, বরং প্রকৃতি, বিজ্ঞান ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার একটি সুযোগও করে দিয়েছে।

বাগান বাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাহমুদ ও তার বন্ধুরাচট্টগ্রামের ফ...
30/01/2025

বাগান বাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাহমুদ ও তার বন্ধুরা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগান বাজার ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মাস্টার পাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত এক অসহায় পরিবারের জন্য নতুন ঘর নির্মাণের কাজ চলছে। ঘরটি ১৫ হাত লম্বা এবং ৮ হাত প্রস্থের টিনের তৈরি, যা বন্যায় ঘরহারা পরিবারটিকে মাথা গোঁজার নতুন আশ্রয় দেবে।

এই উদ্যোগে অর্থায়ন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রিয় মাহমুদ এবং তার বন্ধুরা। তাদের এই মানবিক সহায়তা স্থানীয়দের মধ্যে এক উদাহরণ তৈরি করেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি এই দৃষ্টান্তমূলক সহযোগিতা অনেককেই অনুপ্রাণিত করবে বলে মনে করছেন এলাকাবাসী।

মাস্টার পাড়ার ৭ নং ওয়ার্ডটি সাম্প্রতিক বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অনেক পরিবার তাদের ঘরবাড়ি হারিয়ে বিপাকে পড়েছে। এমন পরিস্থিতিতে মাহমুদ ও তার বন্ধুরা যেভাবে এগিয়ে এসেছেন, তা সত্যিই প্রশংসনীয়।

স্থানীয় বাসিন্দারা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে, এ ধরনের সহায়তামূলক কার্যক্রম সমাজের অন্যান্য সামর্থ্যবান মানুষদেরও অনুপ্রাণিত করবে।

ফটিকছড়ির কৃতি সন্তান মাতৃহীন তানজিনা আলমের জন্য উপজেলা প্রশাসনের অভিনন্দন ও উপহারফটিকছড়ির কৃতি সন্তান এবং মাতৃহীন অদম্য ...
29/01/2025

ফটিকছড়ির কৃতি সন্তান মাতৃহীন তানজিনা আলমের জন্য উপজেলা প্রশাসনের অভিনন্দন ও উপহার

ফটিকছড়ির কৃতি সন্তান এবং মাতৃহীন অদম্য মেধাবী তানজিনা আলম সম্প্রতি মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এলাকার গর্বে পরিণত হয়েছেন। তার এই সাফল্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মোজাম্মেল হক চৌধুরী আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই মেধাবী শিক্ষার্থীর জন্য একটি বিশেষ উপহার তুলে দিয়ে ইউএনও বলেন, "তানজিনার এই অসাধারণ সাফল্য ফটিকছড়ির জন্য গর্বের বিষয়। তার অধ্যবসায় ও মেধা অন্য শিক্ষার্থীদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।"

মাতৃহীন হয়ে বেড়ে উঠলেও তানজিনা তার স্বপ্নপূরণে অটুট ছিল। তার এই অদম্য মানসিকতা এবং কঠোর পরিশ্রম তাকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। এসময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও তানজিনাকে উৎসাহ প্রদান করেন এবং তার ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান।

তানজিনার এই অর্জনে পরিবার, শিক্ষক এবং এলাকাবাসী গর্বিত। তাকে নিয়ে সবাই উজ্জ্বল ভবিষ্যতের আশাবাদ ব্যক্ত করেছেন।

দ্য লিভিং লিজেন্ড প্রফেসর কামরুল ঢাকা মেডিকেল কলেজের কে ৪০তম ব্যাচের শিক্ষার্থী। ১৯৯০ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে ৮টি মে...
29/01/2025

দ্য লিভিং লিজেন্ড

প্রফেসর কামরুল ঢাকা মেডিকেল কলেজের কে ৪০তম ব্যাচের শিক্ষার্থী। ১৯৯০ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে ৮টি মেডিকেল কলেজের সম্মিলিত ভর্তি পরীক্ষায় তিনি প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদকসহ এমবিবিএস ডিগ্রি লাভ করেন। ১৯৯৫ সালে এফসিপিএস এবং ২০০০ সালে বিএসএমএমইউ থেকে ইউরোলজিতে এমএস ডিগ্রি অর্জন করেন।

এ পর্যন্ত বিনা পারিশ্রমিকে ১৫০০ র অধিক কিডনী ট্রান্সপ্লান্ট করেছেন তিনি।

মানুষটার সাক্ষাতকার কেউ নিতে গেলে উনি সাক্ষাতকার দিতে চাননা, অনেক কষ্ট করে কয়েকটা মিডিয়া তাঁকে রিচ করার পর, উনি খুব লজ্জিত হয়ে বলেছেন - " দুনিয়ার সব প্রশংসায় আমাকে ভাসিয়ে দিয়ে আখিরাত থেকে বঞ্চিত কইরেন না। আপনাদের প্রশংসায় আমি ভীত, আল্লাহর কাছে লজ্জিত। "

টাকার হিসেব করলে ১৫০ কোটি টাকার অপারেশন উনি ফ্রী করে দিয়েছেন, বিনিময়ে চান ওনার প্রশংসাটুকুও মানুষ কম করুক !

আহ ...... মানুষ ! দ্যা লিভিং লিজেন্ড ❤️

©আসিফ সৈকত

বাগান বাজারের শাহজাহান ও আল আমিন চুয়েটে মাস্টার্সে ভর্তির সুযোগ পেয়েছেনশাহজাহান এবং আল আমিন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্ত...
29/01/2025

বাগান বাজারের শাহজাহান ও আল আমিন চুয়েটে মাস্টার্সে ভর্তির সুযোগ পেয়েছেন

শাহজাহান এবং আল আমিন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর দুর্যোগ প্রকৌশল ও ব্যবস্থাপনা (Disaster Engineering and Management) বিষয়ে স্নাতকোত্তর প্রোগ্রামে (মাস্টার্স) ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি প্রকাশিত চুয়েটের ২০২৩-২৪ সেশনের ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ২৬ জন শিক্ষার্থী এই প্রোগ্রামের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এই তালিকায় শাহজাহান এবং আল আমিন জায়গা করে নিয়েছেন।

দুর্যোগ প্রকৌশল ও ব্যবস্থাপনা একটি অত্যন্ত প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ শাখা, যা বর্তমান বিশ্বে পরিবেশ ও প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা রাখে। শাহজাহান এবং আল আমিনের এই সুযোগ তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তাদের এই সাফল্যের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। চুয়েট কর্তৃপক্ষ উল্লেখ করেছে, নির্বাচিত শিক্ষার্থীদের ২৬ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারির মধ্যে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

চিকন ছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব কান্তি বড়ুয়া ফটিকছড়ি স্কাউটের সহ-সভাপতি নির্বাচিতবাংলাদেশ স্কাউট ফটিকছড়ি ই...
28/01/2025

চিকন ছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব কান্তি বড়ুয়া ফটিকছড়ি স্কাউটের সহ-সভাপতি নির্বাচিত

বাংলাদেশ স্কাউট ফটিকছড়ি ইউনিটের তিন বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চিকনছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বিপ্লব কান্তি বড়ুয়া।

জনাব বিপ্লব কান্তি বড়ুয়া একজন দক্ষ প্রধান শিক্ষক। তার নেতৃত্বে ফটিকছড়ি স্কাউটের কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

এ উপলক্ষে প্রিয় বাগান বাজার, চট্টগ্রাম। পেইজের পক্ষ থেকে জনাব বিপ্লব কান্তি বড়ুয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

নতুন কমিটির মাধ্যমে স্কাউট কার্যক্রমে নতুন দিক উন্মোচিত হবে এবং যুব সমাজের মধ্যে স্কাউটের মূলমন্ত্র, শৃঙ্খলা ও সেবার আদর্শ আরও প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

জীবনে আমার বড় কোন প্রাপ্তি নেই তবে চেষ্টা করি সাধ্যমত মানুষের উপকার করার। যদিও আমি বড় প্রাপ্তি মনে করি, মানুষের উপকার কর...
28/01/2025

জীবনে আমার বড় কোন প্রাপ্তি নেই তবে চেষ্টা করি সাধ্যমত মানুষের উপকার করার। যদিও আমি বড় প্রাপ্তি মনে করি, মানুষের উপকার করতে পারায়। কারন আমি মানুষের দোয়ায় বিশ্বাসী। কল্পনার কথা মনে আছে নিশ্চয়ই, ভয়াবহ নির্যাতনের শিকার কল্পনা এখন সুস্থ। ১০০ দিনের চিকিৎসা শেষে কল্পনা এখন বাড়ির পথে। নতুন একটা সুন্দর জীবন হোক কল্পনার। এই লড়াইয়ে পাশে থাকা প্রতিটা মানুষের প্রতি কৃতজ্ঞতা। শেষ ছবিটা কল্পনাকে উদ্ধারের সময় তোলা। বাকি গল্প একাত্তর টিভিতে..

© ইশতিয়াক আহমেদ

পরিবেশবাদী যুব সংগঠন "গ্রীন ভয়েসের" চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক নির্বাচিত হয়েছেন হেয়াকোর সন্তান আহমেদ হানিফপরিবেশবাদী যুব ...
27/01/2025

পরিবেশবাদী যুব সংগঠন "গ্রীন ভয়েসের" চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক নির্বাচিত হয়েছেন হেয়াকোর সন্তান আহমেদ হানিফ

পরিবেশবাদী যুব সংগঠন "গ্রীন ভয়েস" এর চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক পদে আহমেদ হানিফ নির্বাচিত হয়েছেন। তিনি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার হেয়াকো এলাকার সন্তান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

আহমেদ হানিফের এই সাফল্য তাঁর অধ্যবসায় এবং কর্মপ্রচেষ্টার স্বীকৃতি। পরিবেশ সুরক্ষায় কাজ করে যাওয়া এ যুব সংগঠনের মাধ্যমে তিনি তরুণ সমাজকে পরিবেশ সচেতন করতে বিশেষ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

অভিনন্দন বার্তায় গ্রীন ভয়েসের পক্ষ থেকে জানানো হয়েছে, "হানিফের নেতৃত্বে চট্টগ্রাম বিভাগের কার্যক্রম আরও গতিশীল হবে এবং পরিবেশ সংরক্ষণে নতুন দিগন্ত উন্মোচন করবে।"

উল্লেখ্য, হানিফ দীর্ঘদিন ধরে পরিবেশ সুরক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

প্রিয় বাগান বাজার, চট্টগ্রাম। পেইজের পক্ষ থেকেও আহমেদ হানিফকে অভিনন্দন ও তাঁর সফল নেতৃত্বের জন্য শুভকামনা।

১৪ দিনের সংসার, ১৬ বছরের অপেক্ষা!ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী জোতপাড়া গ্রামের বাসিন্দা মোতাহার হ...
27/01/2025

১৪ দিনের সংসার, ১৬ বছরের অপেক্ষা!

ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী জোতপাড়া গ্রামের বাসিন্দা মোতাহার হোসেন মানিক ২০০৯ সালে বিডিআরে যোগদান করেন। প্রশিক্ষণ শেষে ছুটিতে বাড়ি এসে পরিবারের পছন্দে পাশের গ্রামের ববি আক্তারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের মাত্র ১৪ দিন পর কর্মস্থলে ফিরে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার হন তিনি। এরপর বিনা বিচারে দীর্ঘ ১৬ বছর কারাভোগের পর সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে নিজ বাড়িতে ফেরেন মোতাহার।

বাড়ি ফিরে বাবার অনুপস্থিতি দেখে কান্নায় ভেঙে পড়েন মোতাহার; তিন বছর আগে তার বাবা আবুল হোসেন মারা যান। তবে এই দীর্ঘ সময়ে যে মানুষটি তাকে ছেড়ে যাননি, তিনি হলেন তার স্ত্রী ববি আক্তার। বিয়ের মাত্র ১৪ দিনের সংসার জীবনের পর ববি আক্তার ১৬ বছর ধরে স্বামীর মুক্তির অপেক্ষায় ছিলেন। স্বামীকে ফিরে পেয়ে আবেগাপ্লুত ববি বলেন, "বিয়ের ১৪ দিনের মাথায় স্বামী কারাগারে চলে যান। তখন থেকে স্বামীর অপেক্ষায় ছিলাম। দিন গড়িয়ে বছর হয়েছে, বছর গড়িয়ে দশক হয়েছে, তবু তার মুক্তি মেলেনি। ১৬ বছর পর সেই দিন এলো।"

মোতাহার হোসেন তার স্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "আমি তার প্রতি গর্বিত, তার প্রতি আমি কৃতজ্ঞ। এত ত্যাগ তিনি স্বীকার করেছেন শুধুমাত্র আমার জন্য, আমার পরিবারের জন্য।" তিনি আরও বলেন, "১৬ বছর পর মায়ের কোলে ফেরা অন্যরকম এক অনুভূতি। এটা বলে বোঝানো যাবে না। এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই।"

মোতাহার হোসেনের এই দীর্ঘ কারাভোগ এবং তার স্ত্রীর অবিচল অপেক্ষার গল্প সমাজে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। তাদের এই ত্যাগ ও ধৈর্যের কাহিনী আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস।

সড়ক সংস্কার নাকি মরণ ফাঁদ?রাস্তাঘাটের উন্নয়ন একটি দেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ নির্দেশক। কিন্তু যখন সেই উন্নয়ন মানুষের জী...
27/01/2025

সড়ক সংস্কার নাকি মরণ ফাঁদ?

রাস্তাঘাটের উন্নয়ন একটি দেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ নির্দেশক। কিন্তু যখন সেই উন্নয়ন মানুষের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তখন তা বিবেচনার দাবি রাখে।

গতকাল রাত ১২টা। সোনাই ফুল কাজিবাড়ি মাদ্রাসার মাহফিল থেকে মোটরসাইকেলে করে তিনজন শিক্ষার্থী ও শিক্ষক ফিরছিলেন। বড় বিল ব্রিজ পার হওয়ার পর রাস্তা সংস্কারের জন্য খোঁড়া ৪ ফুট গভীর গর্তে পড়ে গিয়ে তারা মারাত্মকভাবে আহত হন। ওই স্থানে কোনো নিরাপত্তা ব্যারিকেড না থাকায় এ দুর্ঘটনা ঘটে। তাদের মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আহতদের দ্রুত রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

রাস্তার সংস্কার কাজ চলাকালীন সময়ে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা একটি মৌলিক দায়িত্ব। কিন্তু দেখা যাচ্ছে, প্রায়ই এই দায়িত্বে অবহেলা করা হয়। যেসব শ্রমিক বা কর্তৃপক্ষ রাস্তা সংস্কারের কাজ করছেন, তারা প্রয়োজনীয় ব্যারিকেড বা সতর্কতা চিহ্ন না দিয়ে রাস্তার পাশে এই ধরনের মরণ ফাঁদ তৈরি করছেন। এর ফলে সাধারণ পথচারী ও যানবাহনের চালকদের জীবন ঝুঁকির মুখে পড়ছে।

এছাড়াও রাস্তার সংস্কার কাজের ধীরগতির কারণে ধুলাবালির সমস্যা প্রকট আকার ধারণ করছে। এটি শুধুমাত্র পরিবেশ দূষণের কারণ নয়, বরং এটি শ্বাসকষ্ট, চক্ষু রোগসহ নানাবিধ স্বাস্থ্য ঝুঁকির জন্ম দিচ্ছে।

প্রায় সময় এমন দুর্ঘটনার খবর শুনেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা তেমন লক্ষণীয় নয়। সড়ক ও জনপদ বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়ে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। রাস্তা সংস্কারের সময় সঠিক ব্যারিকেড ও সতর্কতা চিহ্ন স্থাপন এবং কাজ দ্রুত সম্পন্ন করার ব্যবস্থা করা উচিত।

এই ধরনের দুর্ঘটনা মানুষের জীবন কেড়ে নিচ্ছে, অথচ এর জন্য কারো কোনো জবাবদিহিতা নেই। সড়ক উন্নয়নের নামে এই অবহেলা বন্ধ করা এখন সময়ের দাবি। সড়ক ও জনপদ বিভাগের প্রতি আহ্বান—তারা যেন নিরাপত্তা নিশ্চিত করে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করেন এবং জনসাধারণের জীবনের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন।

26/01/2025

আমৃত্যু ৩০০ টাকা ভিজিট নেওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন জনপ্রিয় অভিনেতা ও ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার এজাজ। এত বড় মাপের একজন অভিনেতা ও ডাক্তার হয়েও কত সহজ-সরল আর সৎ চিন্তা ভাবনা!
এমন সোনার মানুষে ছেয়ে যাক পুরো দেশ।

১৪৩২ বঙ্গাব্দে হাট-বাজার ইজারা বিজ্ঞপ্তি:এতদ্দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উ...
26/01/2025

১৪৩২ বঙ্গাব্দে হাট-বাজার ইজারা বিজ্ঞপ্তি:

এতদ্দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলাধীন নিম্নবর্ণিত সরকারি হাট-বাজারসমূহ ১৪৩২ বঙ্গাব্দের ০১ বৈশাখ হতে ৩০ চৈত্র পর্যন্ত ০১ (এক) বছরের জন্য অস্থায়ীভাবে ইজারা প্রদানের নিমিত্ত সিডিউলে উল্লিখিত শর্ত সাপেক্ষে বন্ধ খামে দরপত্র আহবান করা যাচ্ছে।

০২। হাট-বাজারসমূহের তালিকা সংশ্লিষ্ট ইউনিয়নের নাম, সরকারি মূল্য এবং সিডিউল মূল্য নিম্নরূপঃ-

Address

Fatikchari
4440

Alerts

Be the first to know and let us send you an email when প্রিয় বাগান বাজার, চট্টগ্রাম। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রিয় বাগান বাজার, চট্টগ্রাম।:

Videos

Share