Md Tarek Hosen Page

Md Tarek Hosen Page ক্রিকেট এর সকল খবর

Happy retirement 🫡 Mr.Dependable Mushfiqur Rahim ❤️‍🩹Thanks for everything.And we hope you will be consistent in ODI & T...
04/09/2022

Happy retirement 🫡 Mr.Dependable Mushfiqur Rahim ❤️‍🩹
Thanks for everything.
And we hope you will be consistent in ODI & Test Cricket 🤲💖

19/08/2022

ছোট বেলায় ফিরে যেতে ইচ্ছে করে ❤️❤️
মিস করি সেই সময় গুলোকে❤️😥

11/08/2022

গ্রামের প্রকৃতিক দৃশ্য দেখে চোখ জোড়ে গেলো আহা❤️❤️🥰

ক্যাপ্টেন ঘোষণার আগেই নিজের দল নিজে সাজিয়ে নিচ্ছেন সাকিব❤এই তিনজনকে ফেরানোর চেষ্টায় যার উদাহরণ শুভ কামনা বাংলাদেশের জন্য...
09/08/2022

ক্যাপ্টেন ঘোষণার আগেই নিজের দল নিজে সাজিয়ে নিচ্ছেন সাকিব❤
এই তিনজনকে ফেরানোর চেষ্টায় যার উদাহরণ
শুভ কামনা বাংলাদেশের জন্য এবং সাকিবের জন্য।

On this day in 2021, history was made. Still the only man in history to complete the set of 1000 runs and 100 Wickets in...
09/08/2022

On this day in 2021, history was made.

Still the only man in history to complete the set of 1000 runs and 100 Wickets in T20 Internationals.

এই দিনে, নতুন এক ইতিহাস রচিত হলো।

ইতিহাসে একমাত্র ব্যক্তি যিনি পুরুষ দলের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০০ রান এবং ১০০ উইকেটের মাইলফলক স্থাপিত করেন।


07/08/2022

ছোট কালের দিনগুলা খুব মিস করি🥰😑😐🙂🥰

28/06/2022

Personal blog

29/09/2021


..... রাজার রাজত্ব শুরু 🤗🤘

মেসিরা কখনো ফুড়িয়ে যায়না🥰🔥

উচলের বিগ ম্যাচে সিটির বিপক্ষে পিএসজি জার্সিতে অভিষেক গোল আদায় করে নিলেন লিও মেসি ⤵️⤵️🔥

নতুন ইতিহাসের জন্য রেডি থাকো বিশ্ব ☺☺

Leo Messi 🥰🔥🥰

শেষ বাশটা এত ভালো ভাবে দিবে তা  কখনও কল্পনা করি নাই।অভিনন্দন টিম টাইগার্স ❤️🏆🎖️অসাধারণ সাকিব, সাইফ,নাচুম💪💪💪💪বাংলাদেশ-১২২...
09/08/2021

শেষ বাশটা এত ভালো ভাবে দিবে তা কখনও কল্পনা করি নাই।
অভিনন্দন টিম টাইগার্স ❤️🏆🎖️
অসাধারণ সাকিব, সাইফ,নাচুম💪💪💪💪
বাংলাদেশ-১২২-৮
অস্ট্রলীয়া-৬২-১০🙊
সাকিব - ৪ উইকেট

অভিনন্দন বাংলাদেশ ♥অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সিরিজ জয়!ধন্যবাদ সবাইকে।।।
06/08/2021

অভিনন্দন বাংলাদেশ ♥
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সিরিজ জয়!
ধন্যবাদ সবাইকে।।।

অভিনন্দন Bangladesh Cricket : The Tigers🥀দ্বিতীয় টি-টোয়ান্টিতে অজি বধের সাক্ষী হয়ে রইলাম🤙স্পেশালি থ্যাংকস আফিফ এবং সোহান...
04/08/2021

অভিনন্দন Bangladesh Cricket : The Tigers🥀
দ্বিতীয় টি-টোয়ান্টিতে অজি বধের সাক্ষী হয়ে রইলাম🤙
স্পেশালি থ্যাংকস আফিফ এবং সোহানকে🤝

আজ সন্ধ্যা ৬ টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।   বাংলাদেশ ক্রিকেট দলের জন্য ...
03/08/2021

আজ সন্ধ্যা ৬ টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।
বাংলাদেশ ক্রিকেট দলের জন্য সবচেয়ে বড় সুযোগ যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জয়ের হাতছানি ।
মন থেকে বিশ্বাস করি সাকিব ভাই রিয়াদ ভাই মোস্তাফিজ ভাইয়ের মতো ক্রিকেটার আছেন বলে আমরা কোটি ভক্ত অপেক্ষায় আছি প্রথম ম্যাচ জয়ের সাক্ষী হবে বলে।
শুভ কামনা রইল প্রিয় টিমের জন্য।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি তে বিশ্বকাপজয়ী দলের বিপক্ষে সাব্বির রহমান ম্যাচ খেলেছেন ১৭ টিরান করেছেন ৪৮২ গড় প্রায় ৩৩, স্ট্রাই...
02/08/2021

আন্তর্জাতিক টি-টোয়েন্টি তে বিশ্বকাপজয়ী দলের বিপক্ষে সাব্বির রহমান ম্যাচ খেলেছেন ১৭ টি
রান করেছেন ৪৮২
গড় প্রায় ৩৩, স্ট্রাইকরেটও অন্য যেকোনো বাংলাদেশিদের তুলনায় যথেষ্ট ভালো ১২৭। আজকে সাব্বিরের যে অবস্থা আর মনে হয় না জাতীয় দলে খেলতে পারবে।। এই দায় কি শুধুই সাব্বিরের??? এরকম একটা প্লেয়ারও হারিয়ে যায়,, শুধু বাংলাদেশ বলেই হয়তো সম্ভব।

©Sabbir Rahman

মাশআল্লাহ্ ভদ্রলোকের খেলা ক্রিকেটের সৌন্দোর্য আরও বেড়ে গেলো।🥰🥰নারী ক্রিকেটের আইডল আবতাহাক্রিকেটের সর্বকনিষ্ঠ সংস্করণ দ্য...
02/08/2021

মাশআল্লাহ্ ভদ্রলোকের খেলা ক্রিকেটের সৌন্দোর্য আরও বেড়ে গেলো।🥰🥰

নারী ক্রিকেটের আইডল আবতাহা
ক্রিকেটের সর্বকনিষ্ঠ সংস্করণ দ্য হান্ড্রেড। ইংল্যান্ডের মাটিতে পুরুষ ও নারীদের আলাদা দুটি টুর্নামেন্ট চলমান রয়েছে। বার্মিংহাম ফনিক্সের জার্সিতে অভিষেক হয়েছে আবতাহা মাকসুদের। মাঠে হিজাব পরে নেমে স্কটল্যান্ড জাতীয় দলের এই স্পিনার শিরোনাম হয়েছেন।
১৯৯৯ সালে স্টকল্যান্ডের গ্ল্যাসগোতে জন্ম আবতাহার। ২০১৮ সালের জাতীয় দলের হয়ে অভিষেক হয় তার। ১৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৩টি উইকেট তুলেছেন তিনি।

১০১ তম ডিমান্ড অস্ট্রেলিয়ার। " খেলা শেষে বাংলাদেশ দলের কারো সাথে হাত মেলাবেন না অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা।"
02/08/2021

১০১ তম ডিমান্ড অস্ট্রেলিয়ার।
" খেলা শেষে বাংলাদেশ দলের কারো সাথে হাত মেলাবেন না অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা।"

ক্রিকেটের ধ্বংসের জন্য যে দল তিনটি দ্বায়ী তার মধ্যে অন্যতম অস্ট্রেলিয়া। এদের জন্য ক্রিকেটের নতুন কোনো দল তৈরি হয়না৷ যেখা...
02/08/2021

ক্রিকেটের ধ্বংসের জন্য যে দল তিনটি দ্বায়ী তার মধ্যে অন্যতম অস্ট্রেলিয়া। এদের জন্য ক্রিকেটের নতুন কোনো দল তৈরি হয়না৷ যেখানে ফুটবল বিশ্বকাপে ৩২ দল খেলে তার বিপরীতে ক্রিকেটে ৮-১০ টা দল খেলে। এই ৮-১০ টা দলের মধ্যে আবার ৩-৪ টা দলের কোনো মূল্যই নাই আইসিসির কাছে। আরে আইসিসি তো তিন মোড়লের কাছে বিক্রি হয়ে গেছে। ওরা নতুন দল তো দূর বর্তমানে যে দলগুলো নিচের সারিতে রয়েছে তাদেরই ভয় পাই।
এই যে অস্ট্রেলিয়া, এদের মতো বেয়াদব আর কে আছে বলুন তো। গত চার বছরে ৩ বার খেলতে আসতে চেয়েছে বাংলাদেশে। একবার ওদের পাতলা হয় নয়তো একবার কষা। সে জন্য তারা সফর বাতিল করে। যত্তসব। তোদের এতো সমস্যা কিসের ভাই? ফুটবলে দেখ, ৮০ নম্বর দলের সাথে ১ নম্বর দল অনায়েসে খেলতেসে। আর তোরা ৫ নম্বর দল হয়ে ১০ নম্বর দলের সাথে খেলতে এসে এত তাল তামাসা করিস। আইপিএল খেলতে গেল ভরা করোনা তখন ভারতে, তখন তাল তামাসা কোথায় ছিল? টাকা দেখলে সব ঠান্ডা হয়ে যায় তাই না? শুধু ভালো খেললে হয় না, একটু মানুষও হ। বেয়াদবের দল।

বড় টিম মানেই যেমন খরচ তেমন আয়জকদের আর্থিক ইনকাম lঅষ্টেলিয়া ক্রিকেট টিম বাংলাদেশে আসার পর তাদের তিন দিনের কোয়ারেন্ট পালন ...
30/07/2021

বড় টিম মানেই যেমন খরচ তেমন আয়জকদের আর্থিক ইনকাম lঅষ্টেলিয়া ক্রিকেট টিম বাংলাদেশে আসার পর তাদের তিন দিনের কোয়ারেন্ট পালন করতে তাদেরকে রাখা হয়েছে বাংলাদেশের সবচেয়ে ব্যায়বহুল এবং উন্নতমানের হোটেল ইন্টারকন্টিনেন্টাল হোটেল lঅজিদের এই হোটেলে তিন দিনের কোয়ারেন্টে বিসিবির খরচ হবে প্রায় ৭ কোটি টাকা l যা বিসিবির বড় একটা আর্থিক খরচ।আর অষ্টেলিয়ার সাথে এই সিরিজটি সম্পর্ন ভাবে আয়জন করতে পারলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির আয় হবে প্রায় ৯৪ কোটি টাকা! এবং সিরিজটি যদি বাংলাদেশ জিততে পারে তাহলে বিসিবির আয় বেড়ে দাঁড়াবে ১০০ কোটি টাকা

বাবর ও কোহলির মধ্যে তুলনাই হয় না : পাকিস্তানের সাবেক অধিনায়ক~~বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান পাকিস্তানের অধিনায়ক ...
30/07/2021

বাবর ও কোহলির মধ্যে তুলনাই হয় না : পাকিস্তানের সাবেক অধিনায়ক~~

বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তিন ফরম্যাটে সমান তালে রান করে যান তিনি। তাই স্বাভাবিকভাবেই তার সঙ্গে চলে আসে ভারতের অধিনায়ক বিরাট কোহলির তুলনা। যিনি গত এক দশকের বেশি সময় ধরে আধিপত্য বিস্তার করে খেলছেন।

তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বাঁহাতি ব্যাটসম্যান সালমান বাটের মতে, বাবর ও কোহলির মধ্যে কোনো তুলনাই হয় না। কেননা একজন আন্তর্জাতিক ক্রিকেটে অনেকদিন ধরে খেলছেন। আর অন্যজন তুলনামূলকভাবে নতুন ক্রিকেটার।

নিজের ইউটিউব চ্যানেলে বাট বলেছেন, ‘বাবর আজম ও বিরাট কোহলির মধ্যে কোনো তুলনাই হয় নাই। ভারতের অধিনায়ক অনেক অভিজ্ঞ। অন্যদিকে বাবর আজম তুলনামূলক নতুন। পাকিস্তানের অধিনায়ক দারুণ পারফরম্যান্স করছে। তবে তাকে আরও অনেকদূর যেতে হবে।’

এসময় বাট জানান, মূলত সতীর্থদের কাছ থেকে যথাযথ সমর্থন পান না বলে বাবর আজমের করা রানগুলো প্রায়ই কাজে লাগে না। ভারতের অধিনায়ক কোহলি রান না করলেও, অন্যরা ভালো খেলে দলকে জিতিয়ে দেয়। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে তা হয় না বলে মনে করেন বাট।

শ্বশুরের অসুস্থতার কারনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টুয়েন্টি সিরিজে খেলবেন না লিটন দাস,  তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন মোহাম...
29/07/2021

শ্বশুরের অসুস্থতার কারনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টুয়েন্টি সিরিজে খেলবেন না লিটন দাস, তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন মোহাম্মদ মিথুন।
এই মানুষটাকে যতই দেখি ততই অবাক হই, কখনো সাকিবের রিপ্লেস, কখনো মুশফিক, তামিম, লিটনের রিপ্লেস, টিমকে একটা মানুষ আর কত ব্যাকআপ দিবে !!! মানুষটার না আছে কোনো ইনজুরি না আছে পারিবারিক সম্যাসা না আছে কোনো পিছুটান। যদি একাদশে নাও থাকে তারপর ও সাইড বেঞ্চে বসেও দলের প্রয়োজন মেটাতে চান।এমন মানুষটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সেতো সবার প্রিয় মিথুন আলী।

29/07/2021

Boss❤️❤️❤️

শুনে রাখো অস্ট্রেলিয়া -👉🇭🇲তোমাদের এ্যারন ফিঞ্চ নাই-- আমাদের লিটন দাস নাই তোমাদের ডেবিট ওয়ার্নার নাই -- আমাদের তামিম ইকবা...
29/07/2021

শুনে রাখো অস্ট্রেলিয়া -👉🇭🇲
তোমাদের এ্যারন ফিঞ্চ নাই-- আমাদের লিটন দাস নাই
তোমাদের ডেবিট ওয়ার্নার নাই -- আমাদের তামিম ইকবাল নাই
তোমাদের স্টিভেন স্মিথ নাই -- আমাদের মুশফিকুর রহিম নাই
অর্থাৎ হীসাব বরাবর --তোমাদের দুই ওপেনার নাই -

★ আমাদের দুই ওপেনার নাই
তোমাদের মিডল অর্ডার নাই
★ আমাদেরও মিডেল অর্ডার নাই

তোমরা সমান আমরাও সমান- খেলা হবে আসো খেলবো 🤣🤣💪💪

শুভ জন্মদিন, প্রেম ও দ্রোহের কবি, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম...'আমারে সকল ক্ষুদ্রতা হতেবাঁচাও প্রভু উদার।হে প...
25/05/2021

শুভ জন্মদিন, প্রেম ও দ্রোহের কবি,
বাংলাদেশের জাতীয় কবি
কাজী নজরুল ইসলাম...

'আমারে সকল ক্ষুদ্রতা হতে
বাঁচাও প্রভু উদার।
হে প্রভু! শেখাও -নীচতার চেয়ে
নীচ পাপ নাহি আর।

যদি শতেক জন্ম পাপে হই পাপী,
যুগ-যুগান্ত নরকেও যাপি,
জানি জানি প্রভু, তারও আছে ক্ষমা-
ক্ষমা নাহি নীচতার।'🤲

23/05/2021

এটা তোমার পথ, তোমার একার। অনেকেই তোমার সাথে হাঁটবে কিন্তু কেউ তোমার জন্য হাঁটবেনা।

আপাতত ফিলিস্তিনের প্রবণতা দুই মিলিয়ন একশো হাজারে পৌঁছেছে, আর ইসরাইলি দখলদারিত্ব দুই মিলিয়ন তিনশো হাজার বিশ্বব্যাপী.......
17/05/2021

আপাতত ফিলিস্তিনের প্রবণতা দুই মিলিয়ন একশো হাজারে পৌঁছেছে, আর ইসরাইলি দখলদারিত্ব দুই মিলিয়ন তিনশো হাজার বিশ্বব্যাপী......
অলস হয়ো না, অলস হয়ো না এবং প্রবণতা উড়িয়ে দাও...
সারা বিশ্বে প্রথম প্রবণতা হতে হলে আপনাকে অবশ্যই পাঁচ মিলিয়ন ছাড়িয়ে যেতে হবে...

ফিলিস্তিন যদি তোমার প্রথম ইস্যু না হয়, তাহলে তোমার কোন ইস্যু নেই এবং কোন নীতি নেই।

🇵🇸
🇬🇧
🇺🇸
🇷🇺
🇹🇷
🇩🇪

🇪🇦
🇮🇹






#أنقذوا_حي_الشيخ_جراح

#فلسطين

সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক❤️❤️❤️
13/05/2021

সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক❤️❤️❤️

🇧🇩🎂💓🏏✌️💞শুভ জন্মদিন প্রিয়  Mushfiqur Rahim  ভাই, জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো ভাই। 💞✌️💓🏏🎂
08/05/2021

🇧🇩🎂💓🏏✌️💞
শুভ জন্মদিন প্রিয় Mushfiqur Rahim ভাই, জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো ভাই। 💞✌️💓🏏🎂

অভিনন্দন  বাংলাদেশ গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে  শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি--------------- গিনেজ বুক অব ওয়ার্ল্ড র...
17/03/2021

অভিনন্দন
বাংলাদেশ

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে
শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি
---------------
গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালো শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। মঙ্গলবার (১৬ মার্চ) এ ঘোষণা দেয়া হয়।

এর আগের রেকর্ডটি ছিল চীনের দখলে, ২০১৯ সালে ৭৯ হাজার ৫০৫ বর্গমিটার জমিনে কাউফিশের ছবি ফুটিয়ে তুলেছিল দেশটির সাংহাইয়ের লেজিদাও ট্যুরিজম ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড।

বগুড়ার শেরপুর উপজেলার বালেন্দা গ্রামে এক লাখ ১৯ হাজার ৪৩০ বর্গমিটার জমিনে ফুটিয়ে তোলা হয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। চীন থেকে আনা হয়েছে বেগুনি রঙের এফ-ওয়ান জাতের ধানের চারা।

কয়েক মাসের প্রস্তুতি শেষে গত মাসের প্রথম দিকে কাজ শুরু হয় মাঠে। শস্যক্ষেতে একজন মানুষের প্রতিকৃতি ফুটিয়ে তুলে গিনেস রেকর্ড দখলে নেয়াই ছিল লক্ষ্য।

শেরপুরের বালেন্দা গ্রামে দেখা যায়, বাংলার জমিনে বঙ্গবন্ধুকে দেখতে আসেন শতাধিক মানুষ। অনেকেই এসেছেন দূর-দূরান্ত থেকে। ইতিহাসের অংশ হতে পেরে যেমন আনন্দিত স্থানীয়রা, তেমনি এই শিল্পকর্মটি দেখতে পেয়ে আনন্দিত দর্শনার্থীরাও।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এই পুরো প্রকল্পের ভাবনা, নকশা এবং বাস্তবায়ন করেছে এক্সপ্রেসিভ কমিউনিকেশনস লিমিটেড। প্রকল্পে অর্থায়ন করেছে ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ।

ন্যাশনাল এগ্রিকেয়ার জানিয়েছিল, বঙ্গবন্ধু যেহেতু কৃষকবান্ধব নেতা ছিলেন, তাই তার জন্মশতবার্ষিকী উপলক্ষে তাকে সম্মান জানাতেই এই শিল্পকর্মটি করা।

গত ডিসেম্বরে প্রকল্পটির প্রাথমিক কাজ শুরু হয়। এরপর ২৯ জানুয়ারি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ স্থানীয় আওয়ামী লীগের জনপ্রতিনিধিরা প্রকল্পটির উদ্বোধন করেন।

গত ১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থানীয় ১৪০ নারী শ্রমিক ধানের চারা রোপণ করেছেন। এর আগে বগুড়ার বিভিন্ন স্কুল-কলেজের ১০০ শিক্ষার্থী ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সদস্যরা শুকনো জমিতে প্রায় এক হাজার ২০০ খুঁটি পুঁতে প্রতিকৃতিটির লে-আউট করেন।

ওই ১০০ বিঘা জমি কৃষকদের কাছ থেকে উপযুক্ত মূল্য দিয়ে সাত মাসের জন্য লিজ নেয়া হয়েছে। এই ফসল উঠে গেলে কৃষকরা আবার তাদের জমি ফেরত পাবেন।

boss 75❤️❤️
11/02/2021

boss 75❤️❤️

ছোট দলের বড় তারকা,কথাটির যেন যথার্থ উদাহরন এই জিম্বাবুয়ের উইকেট কিপার ব্যাটসম্যান।আজ ও পাকিস্তানের সাথে ১১২ রানের অসাধার...
30/10/2020

ছোট দলের বড় তারকা,কথাটির যেন যথার্থ উদাহরন এই জিম্বাবুয়ের উইকেট কিপার ব্যাটসম্যান।

আজ ও পাকিস্তানের সাথে ১১২ রানের অসাধারন ইনিংস খেলেন বেন্ডন টেইলর,এটা নিয়ে ওয়ানডেতে ক্যারিয়ারের ১১ তম সেঞ্চুরীর দেখা পেলেন এই জিম্বাবুয়ান।

অভিনন্দন ম্যান।

Happy birthday Miraz❤️
25/10/2020

Happy birthday Miraz❤️

Address

ফটিকছড়ি
Fatikchari
৪৩৫৩

Telephone

+8801865940445

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Tarek Hosen Page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Tarek Hosen Page:

Videos

Share

Category

Nearby media companies


Other Video Creators in Fatikchari

Show All