Shopnorob media

Shopnorob media Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shopnorob media, News & Media Website, College Road, Bibirhat, Fatikchari.

28/06/2022
15/03/2022

নতুন আঙ্গিকে পদযাত্রায় পাশে থাকুন.........

https://www.facebook.com/BangladeshNews24s/

সুন্দর আগামীর প্রত্যাশা

উত্তর ফটিকছড়ি যুব একতা পরিষদের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ সালেরফাইনাল খেলা সম্পূর্ণ। ====================...
20/02/2022

উত্তর ফটিকছড়ি যুব একতা পরিষদের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ সালের
ফাইনাল খেলা সম্পূর্ণ।
=================================
বাগানবাজার প্রতিনিধি
=================
উত্তর ফটিকছড়ি যুব একতা পরিষদের উদ্যােগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলাটি বালুটিলা স্পোর্টিং ক্লাব বনাম উদয় পাথর একতা সংঘের মধ্যকার খেলাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং বাগানবাজার ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মোঃ শাহাদাত হোসেন(সাজু)সাহেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
অত্র ৯নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য জনাব মোঃ নূর হোসেন (নুরু)।আরো উপস্থিত ছিলেন
৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মোঃ আবুল কাশেম,
২নং দাঁতমারা ইউপির ২নং ওয়ার্ডের ইউপি সদস্য নবনির্বাচিত ইউপি সদস্য সাংবাদিক মোঃ কামাল উদ্দিন। সভাপতিত্ব করেন জনাব মোঃ মিজানুর রহমান(সর্দার)সাহেব।
উক্ত খেলায় উদয় পাথর যুব একতা সংঘের ক্যাপ্টেন প্রবাসী মোহাম্মদ আবদুর রসিদের নেতৃত্বে চ্যাম্পিয়ন ট্রফি উত্তীর্ণ হন।
টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আজিম উদ্দিন।

দুই স্কুল ছাত্রী নিহতের ঘটনায় টিআই বারখাস্ত, সার্জেন্ট ক্লোজড ----------------------------------------------------------...
10/02/2022

দুই স্কুল ছাত্রী নিহতের ঘটনায় টিআই বারখাস্ত, সার্জেন্ট ক্লোজড
-------------------------------------------------------------------------
ফটিকছড়ি পৌরসভা প্রতিনিধি
------------------------------------------
চট্টগ্রামের ফটিকছড়িতে চাঁদের গাড়ী উল্টে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জীবন চাকমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় সার্জেন্ট আল আমিনকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়। এছাড়া ফটিকছড়ি থানায় জীপ চালককে প্রধান আসামী করে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) সকালে ফটিকছড়ি থানায় মামলাটি দায়ের করেন নিহত মিশু আক্তারের চাচা মোহাম্মদ আইয়ুব।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত ককর্মকর্তা (ওসি) রবিউল হোসেন বলেন, ‘থানায় মামলা হয়েছে। জীপ ড্রাইভারকে আসামী করা হয়েছে। তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।’

এর আগে গত বুধবার দুপুরে ফটিকছড়িতে পুলিশের ধাওয়া খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের গাড়ির চাপায় দুই স্কুল ছাত্রী নিহত হয়েছেন। উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফেলাগাজী দিঘী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিশু আকতার (১৬) দক্ষিন পাইন্দং মোল্লার বাড়ির আবুল বশরের কন্যা। নিহত নিশা মনি (১৮) একই এলাকার মোহাম্মদ লোকমানের কন্যা। তারা দুজনই হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী ও ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ধানবাহী একটি জীপটিকে পুলিশের টিআই ও সার্জেন্ট ধাওয়া করলে জীপটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুই স্কুল ছাত্রীকে চাপা দেয় জীপটি। ফায়ারসার্ভিস ও স্থানীয়রা গাড়ির নিচে থেকে উদ্ধার করে তাদের নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনায় জড়িত থাকায় চট্টগ্রাম জেলা হাইওয়ে পুলিশের টিআই নিখীল জীবন চাকমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া সার্জেন্ট আল আমিনকে ক্লোজ করা হয়েছে পুলিশ লাইনে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশীদুল হক।

10/02/2022

ফটিকছড়িতে নিরাপদ সড়ক চাই

█▒▒▒ ব্রেকিং,  নিউজ  ▒▒▒█           █▒▒▒Breaking,news▒▒▒█ মাহফিল স্থগিত।====================================আগামী রবিবার...
28/01/2022

█▒▒▒ ব্রেকিং, নিউজ ▒▒▒█ █▒▒▒Breaking,news▒▒▒█ মাহফিল স্থগিত।
====================================
আগামী রবিবারের ৩০শে জানুয়ারীর'২২ইং এর
উদয় পাথর হোসাইন (রাঃ)নূরানী ও ইবতেদায়ি মাদ্রাসা কর্তৃক আয়োজিত
#মাওলানা মুহাদ্দিস রফিক উল্ল্যাহ আফসারীর মাহফিলটি দেশের বর্তমান ওমিক্রন/করোনা মহামারী পরস্হিতি বিবেচনায়
মাহফিল পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক,
উক্ত মাহফিলটি সাময়িক ভাবে স্থগিত রাখা হয়েছে।

ইনশাআল্লাহ পরবর্তী সময়ে উক্ত মাহফিলের নতুন তারিখ টি দ্রুত জানিয়ে দেওয়া হবে।

20/01/2022

বাগানবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি ও তার ভাইয়ের হাতে শিক্ষক লাঞ্ছিত
------------------------------------------
১নং বাগান বাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি মুসা ও তার ভাই আব্দুর রব-" যায়গা জমিনের সীমানা সংক্রান্ত বিষয় কে কেন্দ্র করে চিকনছড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব ফজলুল করিম এর উপর অমানবিক নির্যাতন করেছে। এই ন্যাক্কার জনক ঘটনা নিয়ে বাগান বাজার জনমহল ও সোস্যাল মিডিয়ায় তোলপাড় চলতেছে, পাশাপাশি এলাকার জনগন ও শিক্ষক মহল এ ঘটনার সুষ্ঠ বিচারের দাবী জানাচ্ছে।

09/01/2022
03/01/2022

রাজধানীতে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে অর্ধ শতাধিক ভ্যান বিতরণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মু...

01/01/2022

নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপ বর্জন করছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন। তবে সংলাপ বর্জন করলেও একগ....

উত্তর ফটিকছড়ি যুব একতা পরিষদের উদ্যােগে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন।===================================উত্তর ফটিকছড়ির ২৫ ট...
30/12/2021

উত্তর ফটিকছড়ি যুব একতা পরিষদের উদ্যােগে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন।
===================================
উত্তর ফটিকছড়ির ২৫ টি সামাজিক সংগঠন নিয়ে গঠিত"উত্তর ফটিকছড়ি যুব একতা পরিষদ" সামাজিক উন্নয়ন মূলককাজের পাশাপাশি বিনোদনের উদ্দেশ্যে এমন একটি উদ্যােগ গ্রহণ করেন।

শোক সংবাদ: ফেনীর জয়নাল হাজারী আর নেই। ==================================চট্টগ্রাম বিভাগীয় আওয়ামী রাজনীতির ইতিহাসের গুরুত...
27/12/2021

শোক সংবাদ: ফেনীর জয়নাল হাজারী আর নেই।
==================================
চট্টগ্রাম বিভাগীয় আওয়ামী রাজনীতির ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ,আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য, ফেনীর সাবেক সাংসদ,বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন হাজারী ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

বরিশালে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী ঐতিহ্যবাহী চরমোনাই মাহফিল
11/12/2021

বরিশালে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী ঐতিহ্যবাহী চরমোনাই মাহফিল

█▒▒▒ সর্বশেষ ▒▒▒█* তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত আওয়ামী লীগের আগামী কার্যনির্বাহী সভা...
07/12/2021

█▒▒▒ সর্বশেষ ▒▒▒█
* তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত আওয়ামী লীগের আগামী কার্যনির্বাহী সভায়: মাহবুবউল আলম হানিফ।

ছেলে হারিয়ে বাবার আর্তনাদ!চট্টগ্রামে জাকির হোসেন সড়কের রেললাইনের ওপরে বাস, সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ডেমু ট্রেনের সংঘর...
04/12/2021

ছেলে হারিয়ে বাবার আর্তনাদ!

চট্টগ্রামে জাকির হোসেন সড়কের রেললাইনের ওপরে বাস, সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ডেমু ট্রেনের সংঘর্ষে নিহত এইচএসসি পরীক্ষার্থী ফটিকছড়ির কিপাইত নগরের সাতরাজ উদ্দিনের বাবা মোহাম্মদ ফজলে করিম কান্নায় ভেঙে পড়েন।

চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গের সামনে, ৪ ডিসেম্বর। ছবি: সৌরভ দাশ

নগরীতে ডেমু ট্রেনের ধাক্কায় নিহতদের দুইজনের বাড়ি ফটিকছড়ির নানুপুর ইউনিয়নে=======================================নাজির হা...
04/12/2021

নগরীতে ডেমু ট্রেনের ধাক্কায় নিহতদের দুইজনের বাড়ি ফটিকছড়ির নানুপুর ইউনিয়নে
=======================================
নাজির হাট প্রতিনিধি:
=================
নাজিরহাট থেকে ছেড়ে যাওয়া ডেমু ট্রেনের সাথে বাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।
শনিবার(৪ডিসেম্বর) সকাল ১১টার দিকে চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন ঝাউতলায় রেল ক্রসিংয়ে এ দূর্ঘটনা ঘটে।
নিহত তিনজনের মধ্যে দুইজনের বাড়ি ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নে।
তাদের মধ্যে একজন এইচএসসি পরীক্ষার্থী
সাতরাজ শাহীন (১৯)।
সে পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী ছিল। বিষয়টি নিশ্চিত করে নিহত সাতরাজের বন্ধু ওমর ফারুক বলেন, কলেজে বিএনসিসি কার্যালয়ে যাচ্ছিলো সাতরাজ। যাওয়ার পথেই এ দুর্ঘটনা ঘটে।
উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইত নগর গ্রামের মুয়াজ্জিম বাড়ীর ফজলে করিমের প্রথম পুত্র শাহীন।
অপরজন একই ইউনিয়নের নানুপুর গ্রামের সৈয়দ পাড়ার সৈয়দ সোহরাব হোসেনের ২য় পুত্র প্রকৌশলী বাহাউদ্দীন সোহাগ।
তিনি ঢালি কনস্ট্রাকশনে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
তাদের দু'জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

04/12/2021

নাজিরহাট থেকে ছেড়ে যাওয়া ট্রেনের সাথে সিএনজি-বাসের সংঘর্ষে তিনজনের মৃত্যু!
নিহত একজনের বাড়ি ফটিকছড়ির কিপাইত নগরে।

01/12/2021

রবিউল হাসান,নিজস্ব প্রতিবেদকঃ ভূজপুর স্টুডেন্টস’ ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর কাউন্সিল-২০২১ সম্পন্ন হয়েছ.....

28/11/2021

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ভোটকেন্দ্র দখল, হামলা, প্রকাশ্যে নৌকায় সীলের নিন্দা
- ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। ফলে দেশ এক চরম পরিণতির দিকে ধাবিত হচ্ছে। দেশের ভবিষ্যৎ নিয়ে সচেতন মহল উদ্বিগ্ন। স্বাধীনতার ৫০ বছরেও মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারছে না। জনগণ তাদের পছন্দের প্রাথীদের প্রতি ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। ইউপি নির্বাচনে সহিংসতায় ৫১ জন মানুষের মৃত্যু হওয়া অশুভ ইঙ্গিত বহন করে।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, আজকের তৃতীয় ধাপের ইউপি নির্বাচনেও বিরোধী দলের এজেন্টদের প্রবেশে বাধা দেয়া হয়েছে। অনেক জায়গায় ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে জাল ভোট দেয়ার মত ঘটনা ঘটেছে। মির্জাপুরের আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদে হাতপাখার চেয়ারম্যান প্রার্থীর বাবাকে সরকার দলীয় সন্ত্রাসীরা বেদড়ক পিটুনি দিয়ে হাসপাতালে পাঠিয়েছে। লক্ষীপুরে অনিয়মের প্রতিবাদ করায় ২জনকে গ্রেফতার করেছে। মধুপুরে প্রকাশ্যে নৌকায় সীল মারার মত ঘটনা ঘটেছে। কালিয়ায় ভোটকেন্দ্র দখল করে নেয়ার মত ঘটনা ঘটেছে।

বিভিন্ন জায়গায়হাতপাখার প্রার্থীকে মারধর করার ঘটনার মধ্য দিয়ে দেশ এক ভয়ঙ্কর পরিণতির দিকে যাওয়ার অশুভ ইঙ্গিত বহণ করে। বর্তমান সরকার নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি শেষ করে দিয়েছে। বলা যায় নির্বাচনী ব্যবস্থাকে নির্বাসনে দিয়েছে সরকার। তিনি বলেন, মানুষের নাগরিক ও ভোটাধিকার আজ চরমভাবে ভুলুণ্ঠিত। এভাবে একটি স্বাধীন সার্বভৌম দেশ চলতে পারে না।

আজ রোববার বিকেলে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে তৃতীয় ধাপে অনুষ্ঠিত নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যালোচনাকালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম, সহকারি মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, প্রচার ও দাওয়াহ বিসয়ষক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারূফ, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মুফতী দেলাওয়ার হোসাইন সাকী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম।

25/11/2021

ফটিকছড়িতে বাস-সি এন জি সংঘর্ষে নিহত ২ আহত ১
____________________________________
হাটহাজারী টু ফটিকছড়ি রোডে
কাটিরহাট বাজারের দক্ষিণ পাশে বাস ও সি.এন.জি সংঘর্ষ।
নিহত ২,গুরুতর আহত ১.

20/11/2021

ফটিকছড়ির ১নং বাগানবাজার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ডাঃ মোঃ শাহাদাত হোসেন সাজুর উদয় পাথর কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

জুমাইরা ছাফা(১৩) নামক মেয়েটি গতকাল থেকে নিখোজ আছে। ও কাতালগন্জে অবস্থিত লিটল জুয়েলস স্কুলে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। গত ১৪/১১...
14/11/2021

জুমাইরা ছাফা(১৩) নামক মেয়েটি গতকাল থেকে নিখোজ আছে। ও কাতালগন্জে অবস্থিত লিটল জুয়েলস স্কুলে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। গত ১৪/১১/২১ তারিখে সকাল ৮.৩০ এ জুমাইরা স্কুলের জন্য বের হয়। এরপর থেকে তাকে আর খুজে পাওয়া যাচ্ছে না। পরিচিত আত্মীয়-স্বজন বন্ধু বান্ধবীদের সাথে যোগাযোগ করা হয়েছে কিন্তু কোন হদিস পাওয়া যায় নি। ওর পরনে ছিল কালো বোরকা ও কামিজ। চেহারা গোলাকার, গায়ের রং শ্যামলা। উচ্চতা ৫ ফুট। এই বিষয়ে পাঁচলাইশ থানায় একটি জিডি ও করা হয়েছে। যদি কোন সহৃদয়বান ব্যক্তি জুমাইরার দেখা পান দয়া করে ওর বাবা আব্দুল কাইয়ুমকে জানানোর বিনীত আবেদন রইল।

মোবাইল: 01711-313039

(সংগৃহিত পোষ্ট)
মানবতার স্বার্থে সবাই শেয়ার করুন পোষ্টটি👉

বাগানবাজার সহ ফটিকছড়িতে অস্ত্রসহ গ্রেপ্তার-৮==================================সূত্র:-বাগানবাজার প্রতিনিধি ==============...
14/11/2021

বাগানবাজার সহ ফটিকছড়িতে অস্ত্রসহ গ্রেপ্তার-৮
==================================
সূত্র:-বাগানবাজার প্রতিনিধি
===================
ফটিকছড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দিনগত রাতে ভূজপুর থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ভুজপুরের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেফতার করে। এসময় তাঁদের স্বীকারোক্তিমতে ১টি এলজি, ২টি সীসা কার্তুজ,১টি লাল রংয়ের শিং বিহীন ষাড় গরু ও ৩০০(তিনশত) গ্রাম গাঁজা উদ্ধার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন,ভূজপুর থানার মামলা নং-০৬(১১)১১ এর এজাহার নামীয় আসামী মোঃ নজরুল ইসলাম(২৮), ভূজপুর থানার মামলা নং-০৭(১১)১১ এর এজাহার নামীয় আসামী নুর মোহাম্মদ রিপন(২১), মোঃ আব্দুল হালিম সবুজ(৩২), ভূজপুর থানার মামলা নং-০৮(১১)১১ এর এজাহার নামীয় আসামী মোঃ বিল্লাল(২৮), মোঃ শাহজাহান(৩০), মোঃ অলি(২৯), ভূজপুর থানার মামলা নং-০৯(১১)১১ এর এজাহার নামীয় আসামী মোঃ শাহাব উদ্দিন(২২), এবং নারী ও শিশু মামলা নং-২০০/২০২১ এর পরোয়ানাভূক্ত আসামী মাঈন উদ্দিন প্রঃ মহি উদ্দিন দেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সবুজ ইতিপূর্বে বাগানবাজারে বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালিত করতো। এলাকায় সবুজ বাহিনী নামে একটি গ্রুপ রয়েছে। যার নেতৃত্ব দেন তিনি। তাঁর বাহিনীর সদস্যরা সদ্য সম্পন্ন হওয়া ইউপি নির্বাচন কালীন বিভিন্ন কর্মকান্ডে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ছিল।
ভূজপুর থানার অফিসার্স ইনচার্য (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন,নিয়মিত মামলার আসামী গ্রেফতার ৭ জন, সিআর পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার ১ জনসহ ৮ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

14/11/2021

উত্তর ফটিকছড়ি ওলামা পরিষদের পক্ষ থেকে
১নং বাগানবাজার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ডাঃ মোঃ শাহাদাত হোসেন (সাজু)কে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়।

13/11/2021

এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী ছোট ভাই-বোন ও পরীক্ষার্থীদের জন্য আন্তরিক দু'আ ও ভালোবাসা রইলো....💖💖

13/11/2021

নুর আহমেদ সিদ্দিকী: ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ জান্নাতুল ইসলাম বলেন, স.....

Address

College Road, Bibirhat
Fatikchari

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shopnorob media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share



You may also like