আমাদের চুমুরদী

  • Home
  • আমাদের চুমুরদী

আমাদের চুমুরদী Stay Home save life

20/01/2025

বিশেষ ঘোষণা :
চুমুরদী ইউনিয়নের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি - ২০২৫ কার্যক্রম শুরু হয়েছে।
০১/০১/২০০৮ সালে কিংবা তার পূর্বে যারা জন্মগ্রহণ করেছে কিন্তু এখনো ভোটার হতে পারেননি তারা অতিসত্বর চুমুরদী ইউনিয়নের ছবিসহ ভোটার তালিকা কাজে নিয়োজিত শিক্ষকদের নিকট যোগাযোগ করুন।

নিম্নোক্ত নিয়ম অনুসরণ করে নির্দিষ্ট ওয়ার্ডের নির্ধারিত শিক্ষকের নিকট যোগাযোগ করুন।
১ ও ২ নং ওয়ার্ড শেখ মোহাম্মদ মাসুদ, সহকারী শিক্ষক, পূর্ব সদরদী স. প্রা. বিদ্যালয়।
৩ ও ৪ নং ওয়ার্ড, মোহাম্মদ আবদুল গফফার, সহকারী শিক্ষক, চুমুরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়,
৫ ও ৬ নং ওয়ার্ড শেখ মোহাম্মদ শহীদুজ্জামান,সহকারী শিক্ষক, চুমুরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়,
৭,৮ ও ৯ নং ওয়ার্ড, নূরুল ইসলাম, সহকারী শিক্ষক, চুমুরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

নতুন ভোটার হতে যেসব কাগজপত্রাদি লাগবে তা নিন্মে দেয়া হলো :
১.অনলাইন জন্ম নিবন্ধন এর ফটোকপি
২.বাবা-মায়ের আইডি কার্ডের ফটোকপি
৩.রক্তের গ্রুপের ফটোকপি
৪.যিনি ভোটার হবেন বিবাহিত হলে স্বামী বা স্ত্রীর আইডি কার্ডের ফটোকপি
৫.বিদ্যুৎ বিলের কাগজ
৬. সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি।
বয়স: যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৮ বা তার পূর্বে ।
নির্ধারিত সময়: ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত।
প্রয়োজনে ম্যাসেঞ্জারে কিংবা কমেন্টস বক্সে যোগাযোগ করতে অনুরোধ করা গেল।

20/01/2025

দৃষ্টি আকর্ষণ! আপনার-আমার বাড়ি বাড়ি গিয়ে ভোটার করতে তথ্য সংগ্রহকারীরা একাধিকবার যাবে,কবে কখন যাবে খোঁজ রাখুন, ভোটার হউন।
আসাদুজ্জামান মিথুন 👍

17/01/2025

আলহাজ্ব রেজাউল করিম মোল্লা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল 🥀👇

অভাবের সংসারে বাবার আয়ে সংসার চলত না। বাধ্য হয়ে অষ্টম শ্রেণিতে থেকে কাজের সন্ধানে নেমে পড়েন। ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ...
08/12/2024

অভাবের সংসারে বাবার আয়ে সংসার চলত না। বাধ্য হয়ে অষ্টম শ্রেণিতে থেকে কাজের সন্ধানে নেমে পড়েন। ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় একটি হার্ডওয়্যারের দোকানে কাজ করতেন। তাঁর আয়েই চলত পরিবারের যাবতীয় খরচ, তিন বোনের পড়াশোনা।

উপার্জনক্ষম একমাত্র ছেলেকে হারিয়ে অঝোরে কেঁদে চলেছেন মা মাহফুজা বেগম। কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার কী সর্বনাশ হয়ে গেল রে। ওরে বাবা, বাবা রে। আমার আর কিছু থাকল না। এখন আমরা বাঁচব ক্যামনে?’

আজকে দুপুরে আওরামাঠ এলাকায় ভাংগা বরিশাল মহাসড়ক ভয়াবহ সড়ক দুর্ঘটনা 😭 অনেকেই আহত হয়েছে 💔
17/10/2024

আজকে দুপুরে আওরামাঠ এলাকায় ভাংগা বরিশাল মহাসড়ক ভয়াবহ সড়ক দুর্ঘটনা 😭 অনেকেই আহত হয়েছে 💔

সবাইকে দূর্গাপূজার শুভেচ্ছা। আপনাদের উৎসব হোক আনন্দের।
08/10/2024

সবাইকে দূর্গাপূজার শুভেচ্ছা। আপনাদের উৎসব হোক আনন্দের।

ফরিদপুর - বরিশাল মহাসড়কের বাবলা তলায় ২ ট্রাক ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে  আমাদের চুমুরদী  পশ্চিমপাড়া নিবাসী কহি কাকা...
27/09/2024

ফরিদপুর - বরিশাল মহাসড়কের বাবলা তলায় ২ ট্রাক ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে আমাদের চুমুরদী পশ্চিমপাড়া নিবাসী কহি কাকা মৃত ও ৩ জন গুরুতর আহত।

আহতদের অবস্থা খুবই খারাপ৷

২য় সেমিফাইনাল বাঘে সিংহ লড়াই।দুই দলের জন্য শুভকামনা রইল।
02/09/2024

২য় সেমিফাইনাল বাঘে সিংহ লড়াই।দুই দলের জন্য শুভকামনা রইল।

ফরিদপুরের গ্রাম অঞ্চলের চির পরিচিত দৃশ্য!সোনালী আঁশে ভরপুর,                          আমাগো বাড়ি ফরিদপুর।
23/08/2024

ফরিদপুরের গ্রাম অঞ্চলের চির পরিচিত দৃশ্য!
সোনালী আঁশে ভরপুর,
আমাগো বাড়ি ফরিদপুর।

“তোমার কথা হেথা কেহ তো বলে না, করে মিছে শুধু কোলাহল”১০ই জুলাই❤️🤲🏾
09/07/2024

“তোমার কথা হেথা কেহ তো বলে না, করে মিছে শুধু কোলাহল”

১০ই জুলাই❤️🤲🏾

 #বাবলাতলা 🥰
29/06/2024

#বাবলাতলা 🥰

সাপের ছো'ব'লে হোসেন ব্যাপারী নামের এক কৃষকের মৃ'ত্যু হয়েছে বলে জানা গেছে"
21/06/2024

সাপের ছো'ব'লে হোসেন ব্যাপারী নামের এক কৃষকের মৃ'ত্যু হয়েছে বলে জানা গেছে"

21/06/2024

শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভাঙ্গা উপকেন্দ্র কাজের স্বার্থে সদরদী ও চুমুরদী এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সুত্র-বিদ্যুৎ অফিস

ফরিদপুরের ভাঙ্গায় হাটে গরুর ছবি তোলার মত একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই...
20/06/2024

ফরিদপুরের ভাঙ্গায় হাটে গরুর ছবি তোলার মত একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই গ্রামের ১০ জন লোক আহত হয়েছে। শুক্রবার ঘারুয়া বাজারে পূর্বের একটি ঘটনাকে কেন্দ্র করে বড় ধরনের সংঘর্ষের রুপ নেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুপুরে কয়েক গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে শান্তির লক্ষ্যে ঘারুয়া ইউনিয়ন পরিষদের হল রুমে বিষয়টি সমাধানের চেষ্টা করেন।
গ্রামবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বাবলাতলা হাটে বিক্রয়ের জন্য আনা পীরেরচর গ্রামের একটা গরুর ছবি মোবাইলে ধারন করে গঙ্গাদরদী গ্রামের আরিফ মুন্সী।
এ সময় চৌকিঘাটা গ্রামের নিরব বিশ্বাস ছবি তুলতে নিষেধ করে। এই নিয়ে চৌকিঘাটা ও গঙ্গাদরদী গ্রামের কয়েক লোকজনের সাথে প্রথমে কথা-কাটাকাটি পরে সংঘর্ষে রুপ নেয়। এসময় চৌকিঘাটা গ্রামের নিরব ও আরিফ বিশ্বাস সহ ৪/৫ জন গুরুতর আহত হয়।
হাটের অপ্রীতিকর ঘটনার জের ধরে শুক্রবার চৌকিঘাটা গ্রামের পলাশ বিশ্বাসের নেতৃত্বে ১৫/২০ জন যুবক ঘারুয়া বাজারে লালন ডাক্তারের দোকানে ঢুকে তাদেরকে মারধর করে। এ সময় দন্ত চিকিৎসক লালন মোড়ল ও সম্রাট মোড়ল সহ ১০ জন লোক আহত হয়।
গঙ্গাদরদী গ্রামের দাঁতের চিকিৎসক লালন মোড়লকে মারধর করার সংবাদ গঙ্গাদরদী গ্রামে ছড়িয়ে পড়লে গ্রামবাসী একত্র হয়ে দেশীয় অস্ত্র, ডাল, সরকি, টেটাঁ, কাতরা নিয়ে চৌকিঘাটা গ্রামের দিকে আসতে থাকে। সংবাদ পেয়ে তখন ভাঙ্গা থানার ওসি সহ বিপুল সংখ্যক পুলিশ তাদের গতিরোধ করে বড় ধরনের সংঘাত থেকে রক্ষা পায়।

বাবলাতলা জামে মসজিদে ঈদের জামাত সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
10/04/2024

বাবলাতলা জামে মসজিদে ঈদের জামাত সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

সবাই কে ঈদের শুভেচ্ছা,, ঈদ মোবারক ❤️
10/04/2024

সবাই কে ঈদের শুভেচ্ছা,,
ঈদ মোবারক ❤️

10/04/2024

প্রবাসীদের ঈদের শুভেচ্ছা
ঈদ মোবারক

মহাসড়কের পাশে কৃষকের তরমুজ-বাঙ্গী বিক্রি।সিন্ডিকেট এর কাছে না কিনে কৃষক এর কাছে কিনুন, "কৃষক বাঁচলে বাঁচবে দেশ।"
05/04/2024

মহাসড়কের পাশে কৃষকের তরমুজ-বাঙ্গী বিক্রি।
সিন্ডিকেট এর কাছে না কিনে কৃষক এর কাছে কিনুন,
"কৃষক বাঁচলে বাঁচবে দেশ।"

Address


Telephone

+8801740963735

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের চুমুরদী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share