19/11/2024
কিছু মানুষ আছে যে নিজে অন্যর মনে কষ্ট দিলে কিছুই মনে করেনা। কিন্তু যখন নিজে কষ্ট পাই তখন তার খুব রিদয়ে লেগে যাই। আগে যে অন্যকে কষ্ট দিয়েছে সেটা সে ভাবেনা। সে মানুষ টা কতটা কষ্ট পেল। যাইহোক আপনি মানুষের হাজার টা উপকার করবেন আর একটা ভুলকরবেন সে ভুলটাই দেখবে। যার জন্য এত কিছু করা দিন শেষে সামনের মানুষটার কাছে আমরাই স্বার্থপর। দোয়াকরি ভালো থাকুক নতুন মানুষ নিয়ে।