ღসাদিয়া আক্তারღ

  • Home
  • ღসাদিয়া আক্তারღ

ღসাদিয়া আক্তারღ ღজীবন কারো জন্য থেমে থাকে নাღ

02/03/2024

শেষমেষ সবাই চলে যায়, শুধু পড়ে থাকে কিছু ছবি নাম্বার আর পুরোনো মেসেজ গুলো!❤️‍🩹🥹

25/02/2024

তোমার শত শত দিন কেটে যাবে অপরিচিত একটা লোকের সাথে। অথচ হাসতে হাসতে তুমি বলতে আমি তোমার প্রিয় মুখ। কপালে চুমু দিয়ে বলতাম তুমি থেকো আমি রেখে দিবো। এক গাল হাসি দিয়ে জড়িয়ে ধরতে। মন খারাপ হলে কল দিয়ে কান্না করতে, দেখা করার জন্য শত কিলোমিটার জার্নি করে আসতে। এখন আর কথা হয়না,দুজনেই ব্লক লিস্টে। তুমি আর ডাকবে না, আমি ও আর তোমার অপেক্ষা করবো না। তুমি আমি বেঁচে থাকবো ঠিকই, তবে ভিন্ন মানুষ আর অন্য কারো গল্পে! 😊💔

Rafikul Islam Sohag

23/02/2024
22/02/2024

সরাসরি তিশাও তার বাবাকে ধুয়ে দিলেন আরাভ খান | মোস্তাক তিশার বিয়ে সম্পর্কে

22/02/2024

সরাসরি তিশাও তার বাবাকে ধুয়ে দিলেন আরাভ খান | মোস্তাক তিশার বিয়ে সম্পর্কে।

21/02/2024

খুব বাজে রকম ভাবে নিজেকে বদলে নিয়েছি এখন। খুব বেশি খারাপ লাগা, কষ্ট লাগা কাউকে বুঝতে দেই না। এখন আর মন খারাপ হলে কাউকে বলা হয়না , কথা খরচ করতে আগের মতো ভালো লাগেনা যেনো হয়তো বা আর পারিনা..!!-
আবেগ গুলো ভীষণ রকম অবহেলিত , অনুভূতিরাও মূল্যহীন , চাহিদা গুলোও তুচ্ছ হয়েছে অনেকবার বলতে গেলে প্রতিবার ই..!!-
কষ্ট রা যখন একসাথে এসে জানান দেয়-ঘন কালো মেঘের ন্যায় আকার নেয় , জমাট হয় মনে মন খারাপ দানা বাঁধতে থাকে চোঁখের কোণে ঠিক তখন ই নিজেকে চরম ব্যস্ততার চাদরে মুড়ে ফেলি..!!-
জমানো মন খারাপ গুলোকে যত্ন করে তুলে রাখি একাকীত্বের ঘরে কিংবা পুনরায় আবারও নিজেকে ব্যস্ত রাখার তাগিদাতে ই ।তীব্র রকমের কষ্ট ও এখন হজম করতে শিখে গেছি...!!-
মানুষ বোধ হয় সহ্য করার ক্ষমতা হয়ে গেলে তখন আর কোন কষ্টই তাকে স্পর্শ করতে পারে না। কেউ হাজার অপমান করে কথা বললেও গায়ে লাগে না। কারণ একটা মানুষ যখন তীব্র কষ্টের সময় গুলো পার করে তার সাথে সাথে সে মানুষটা মনের দিক থেকে অনেক স্ট্রং হয়...!!-
যে মানুষ একবার খারাপ সময় জয় করতে সক্ষম হয়েছে সে তার লক্ষ্যে পৌঁছাতে কোন বাঁধা আসবে না।সব খারাপ সময়ে জীবন শেষ হয়ে যায় না, বরং খারাপ সময় আপনার জীবনের সেরা পথটি তৈরি করে দেয়...!!-

11/02/2024

মানসিক ঝড়গুলো অতিক্রান্ত করতে করতে! মানুষ গুলো বেঁচে থেকেও, ফুরিয়ে যায়।💔

05/08/2022

তুমি থাকবে কিভাবে থাকা তো সম্ভব না😅😅
অন্য কারো মায়ায় জড়িয়ে আছো, অন্য এক জন মাথার মধ্যে সারাক্ষণ ঘুরে আর উপরে উপরে আমার সাথে ভালাবাসার না'ট'ক করো, কেমনে থাকবে, এখন তো আর থাকা সম্ভব না 🙂🥀

01/08/2022

ভালোবাসা এমনই। ঠকানো হয়েছে জেনেও মানুষটাকে ঠক, প্রতারক ভাবতে ইচ্ছে করে না। বিশ্বাস ভেঙেছে, বারবার ক্ষত জায়গায় আঘাত করেছে, অসম্মান করেছে জেনেও তাকে নিয়ে দুটো খারাপ কথা বলতে ইচ্ছে করেনা। ইচ্ছে করেনা গোল টেবিলে বসে সবার সামনে তার ভুল ঠিকের বিচার করতে। ভীষন বাজেভাবে ঠকে যাওয়ার পরেও অন্যের মুখে তাকে নিয়ে দুটো বাজে কথা শুনলে প্রতিবাদী গলা বারবার কেঁপে ওঠে। দিনের পর দিন অবহেলা,অবজ্ঞা,অসম্মান পেয়েও নির্বোধের মতন তারজন্য একটা সফ্ট কর্ণার রাখা থাকে।
মানুষটা থাকে না,তার স্মৃতিটুকু যত্নে রাখা থাকে।থাকে ছোট্ট একটা চাওয়া.. "যেখানেই যেভাবে আছে ভালো থাকুক"। ভালোবাসা এমনই! অপমান শেখায় না,.. শেখায় সহমর্মিতা,ধৈর্য, অপেক্ষা ও সম্মানবোধ!

30/07/2022

সময়ের সাথে সাথে যে স'ম্পর্ক গুলো পরিবর্তন হয়, সেগুলো কোন স'ম্পর্ক নয় প্রয়োজন মাত্র💔

27/07/2022

যে মা!নুষটাকে ভু'লার জন্য আজ নিজের সাথে ল'ড়াই করছি, একটা সময় সেই মা!নুষটাকে ধরে রাখার জন্য পুরো পৃথিবীর সাথে যু!দ্ধ করেছি 💔

আমি হে'রে গিয়েছি 🥺😰

14/07/2022

মা!নুষ চলে গেলে খা!রাপ লাগে। কিন্তু চলে গিয়ে অন্যের হয়ে গেলে ভেতর টা চারভাগ হয়ে যায়। অদ্ভুত এক কারণে আমরা অধিকার টা কখনই ছাড়তে চাইনা, ছাড়তে পারিনা।💔

14/07/2022

বাসায় একের পর এক ভালো ভালো সম্বন্ধ ফিরিয়ে দিয়ে আমি বেকার আপনার হাতে হাত রেখে বলেছিলাম।। আপনি প্রতিষ্ঠিত হতে যদি আরও এক যুগ সময় লাগে আমি অপেক্ষা করবো। তবুও অন্য কারো সাথে ঘর বাঁধবো না।। অথচ আপনি প্রতিষ্ঠিত হওয়ার পর সংকোচ ছাড়াই বলে দিলেন।। আমাকে আপনার বাসায় মেনে নিবে না।। অতঃপর আমার স্থান হলো ব্লকলিস্টে।।
আপনাকে ভুলে থাকতে পারতাম না।। যাকে সবটা দিয়ে ভালোবাসতাম তাকে কীভাবে ভুলে যাই বলুন..? তাইতো ফেইক আইডি দিয়ে আপনার খোঁজ রাখতাম।। একদিন আপনার একটা পোস্ট দেখে আমার স্পন্দন যেন থেমে যায়।। আপনি ব্যঙ্গ করে লিখলেন -- সম্পর্ক থাকা কালীন প্রাক্তনের প্রতিদিন বিয়ের জন্য লোক আসতো।। আজ সাত বছর হয়ে গেলো এখনো প্রাক্তনের বিয়েই হলো না।।
জানেন প্রিয়।
বিচ্ছেদে যতটা না ব্যথিত হয়েছি তার থেকেও বেশি আপনার এই কথায় আহত হয়েছি।।
- সবাইকে না না বলতে বলতে কাউকে আর হ্যা বলা হয়ে উঠেনি।। আপনার প্রস্থানে দেহের সাথে সাথে ভেতরের রঙটাও ফ্যাকাসে হয়ে গিয়েছে!! তাইতো আর কারো নীড়ে বসা হয়নি।। একলা একাই কাটিয়ে দিয়েছি বিষাদে ঘেরা সময়গুলো।💔

12/07/2022

- বি-শ্বা-স, ভালোবাসা দুইটা আলাদা জিনিস!সবাইকে ভালোবাসা যায়,কিন্তু সবাইকে বি-শ্বা-স করা যায় না।বি-শ্বা-স রাখা মানুষটা থাকে সবার কাছে স্পেশাল! আমি তোমাকে ভালোবাসি বলার চেয়ে আমি তোমাকে বি-শ্বা-স করি কথাটা বেশি দামী!যে বি-শ্বা-স ধরে রাখতে পারে সে তার চেয়ে ও বেশি দামী!'🖤

09/07/2022

যার মন মানসিকতা ভালো, আচরণ ব্যাবহার ভালো, খুব সহজে যে মানুষকে ভালোবাসতে জানে, আপন করতে জানে! বিশ্বাস করে ফেলে। দিন শেষে সেই মানুষটা সবার কাছে ঠকে যায়, কষ্ট পায়, একাকিত্ব হয়, তাকে বোঝার এবং ভালোবাসার মতো কেউই থাকে না।🙂

08/07/2022

অপেক্ষাটা তার জন্য করতে হয়..!🖤
যে দূরে থেকেও পাশে থাকার উপলব্ধি করায়..!🌸

06/07/2022

- যতো বড়ো হবে ততো বুঝতে পারবে.☺

- পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না.!🙂💔

Address


Alerts

Be the first to know and let us send you an email when ღসাদিয়া আক্তারღ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ღসাদিয়া আক্তারღ:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share