মেধার কেল্লা

মেধার কেল্লা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন, মেধার কেল্লা পেজে স্বাগতম। শিবিরকে ভালোবাসি ❤️❤️

01/01/2026

আন্তর্জাতিক মিডিয়া রয়টার্স–কে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে রয়টার্সের একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেন—ভারত যেহেতু আপনাদের প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ আছে কি না, কোনো কথাবার্তা বা বৈঠক হয় কি না।

আমি তখন বলেছিলাম, গত বছরের মাঝামাঝি সময়ে আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি, তখন দেশ-বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। অন্যান্য দেশের সম্মানিত কূটনৈতিকবৃন্দ যেমন এসেছেন, তেমনি তখন ভারতের দুজন কূটনীতিকও আমাকে দেখতে আমার বাসায় এসেছিলেন। অন্যান্যদের মতো তাদের সঙ্গেও আমার কথা হয়েছে।

আমরা তাদের সঙ্গে আলাপ-আলোচনার সময় বলেছিলাম, যত কূটনীতিক এখানে এসেছেন, তাদের সকলের বিষয়েই আমরা পাবলিসিটিতে দিয়েছি। আপনাদের এই সাক্ষাৎও আমরা পাবলিসিটিতে দিতে চাই। তখন তারা আমাকে এটি না দেওয়ার জন্য অনুরোধ করেন। আমরা বলেছিলাম, পরবর্তীতে যখনই আপনাদের সঙ্গে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হবে, তা অবশ্যই পাবলিসিটিতে যাবে। এখানে গোপনীয়তার কিছু নেই।

আমি বিস্মিত যে, আমাদের কিছু দেশীয় মিডিয়া ভারতের সঙ্গে জামায়াত আমীরের গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশন করেছে। আমি এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে প্রকৃত বিষয় না জেনে এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই।

এক টেবিলে আগামীর বাংলাদেশ♥️🤩
01/01/2026

এক টেবিলে আগামীর বাংলাদেশ♥️🤩

01/01/2026

আলহামদুলিল্লাহ,২০২৬ সেশনের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সেটআপ সম্পন্ন

সভাপতি : মুজাহিদ ফয়সাল
সেক্রেটারি : হাফেজ মেহেদী হাসান

Choose your Prime Minister wisely...
01/01/2026

Choose your Prime Minister wisely...

31/12/2025

নারায়ে তাকবির বলায় আমার মাইক কেড়ে নেয়া হয়েছে, নারায়ে তাকবির বলা যদি অপরাধ হয় তাহলে আমি এই অপরাধে অপরাধী। আমি ঘোষণা করছি আজ থেকে আমার স্লোগান হলো নারায়ে তাকবির,আল্লাহু আকবার।

#নারায়েতাকবির
#আল্লাহুআকবার

এক জীবনে এতো ভালোবাসা, মর্যাদা, সম্মান এবং সর্বোচ্চ দায়িত্ব লাভের পাশাপাশি ইতিহাসের অন্যতম বৃহৎ সত্যিকার অর্থেই "অগনিত ...
31/12/2025

এক জীবনে এতো ভালোবাসা, মর্যাদা, সম্মান এবং সর্বোচ্চ দায়িত্ব লাভের পাশাপাশি ইতিহাসের অন্যতম বৃহৎ সত্যিকার অর্থেই "অগনিত মানুষের" 'সালাতুল জানাযা' সবার ভাগ্যে জোটে না! আল্লাহ তায়ালা, আপনি বেগম খালেদা জিয়াকে মানবীয় ভুলভ্রান্তি ক্ষমা করে পরকালীন জীবনকেও মর্যাদাময় করুন। তাঁর যে কোনো নেক আমলের ওসীলায় আপনার অপার দয়ায় 'ফেরদৌসের মেহমান' হিসেবে জান্নাতে তাঁকে স্থান করে দিন।

31/12/2025
30/12/2025

বেগম জিয়ার বাড়ির সামনে বালুর ট্রাক দেওয়া সেলিব্রেট করা লোকজন, হাসিনারে কোকোর লাশ দেখতে না দেওয়ায় বেগম জিয়ার ভদ্রতার বিচার বসানো মিডিয়া, বেগম জিয়ার হাতে বোমা দিয়ে তারে জঙ্গি বানানো শাহবাগ, সকলেই আজ বেগম জিয়ার পরমাত্মীয়।

অথচ, ২০১৩ সালের ২৯ ডিসেম্বর বেগম জিয়ার ডাকা মার্চ ফর ডেমোক্রেসিতে মনসুর আহমেদ নামে একজন শহিদ হয়েছিল..... সেসব আলাপ কখনো শুনবেন না।

30/12/2025

>>>ব্রেকিং

ফরিদপুর ০৪ শহিদুল ইসলাম বাবুল আওয়ামী লীগের সকল নেতা কমী পূর্ণবাসন  করেছেন।  আপনারা মতামত জানাবেন আর এই পোস্ট শেয়ার দিবেন...
29/12/2025

ফরিদপুর ০৪ শহিদুল ইসলাম বাবুল আওয়ামী লীগের সকল নেতা কমী পূর্ণবাসন করেছেন। আপনারা মতামত জানাবেন আর এই পোস্ট শেয়ার দিবেন।

ফরিদপুর ০৪
29/12/2025

ফরিদপুর ০৪

29/12/2025

No Indian politics
No Pakistani politics

"Only Bangladesh"

Address

Faridpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when মেধার কেল্লা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share