এটা তাদের জন্য উপদেশ স্বরূপ
যারা অযথা মেয়েদের পিছে ঘুরে নিজের ক্যারিয়ার নষ্ট করে।
এটা ওই সমস্ত ছেলেদের জন্য যারা অযথা উদ্দেশ্যহীন মেয়েদের পেছনে ঘুরে নিজের কেরিয়ার টাকে নষ্ট করে,
,,,
আসুন না আমরাও গল্প বলতে বলতে আমাদের সন্তানদেরকে ইসলামের মহামান্বিত বাণী শিখিয়ে ফেলি?
,,,
ছোট থেকেই আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন
ইনশাআল্লাহ..! 🤍🌼
তাহলে দুনিয়ার জীবনটা সম্মানের সাথে কাটিয়ে আখেরাতের কাঙ্ক্ষিত অর্জন জান্নাত লাভ করতে পারবেন।আমিন,,,
এ সমস্ত ঘটনা দেখে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত,
তা সত্ত্বেও আমরা অজুহাত দেখিয়ে নামাজ থেকে বিরত থাকি,,,
ব্যস্ততাও নামাজী ব্যক্তিকে সময় বের করে দেয়।
যা ব্যস্ত ব্যক্তিকে নামাজের কথা স্মরণ করিয়ে দেয় ।
,,,
হাদিয়া গ্রহণ করার সুন্নত ,,,
একজন দীনের কিংবদন্তি,
একজন বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের বিদায়!
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আল্লাহ তাআলা তাঁর দ্বীনের একনিষ্ঠ এ খাদেমকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করুন। আমিন,,,
মায়ের সম্মান রক্ষার্থে বাচ্চাটি পিতার সমস্ত
অভিযোগ প্রত্যাখান করেছে!cute baby,,,
সুইডেনের যে জায়গায় কুরআন কারীম পোড়ানো (নাউযুবিল্লাহ) হয়েছিল, সে জায়গা কিনে, মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছে মুসলিম যুবকরা।
আলহামদুলিল্লাহ,,,
জীবন থেকে এক এক করে অনেক সময় অতিবাহিত হয়ে গেছে।
অথচ আমাদের মধ্যে অনেকেরই বয়স প্রায় ২৫ তারপরে আমরা ইসলাম কে মেনে চলতে শিখিনি?
স্বপ্নের মাধ্যমে পাদ্রী মুসলিম হতে পারে অথচ আমরা মুসলিম হয়েও নামাজ পড়ি না,,,😭😭😭
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ধ/র্ম*/ জা*/ য* /ক। তিনি ১৫ বছর ধরে একটি গী*/ র্জা* /র প্রধান পা*/ দ্রী*/ র দায়িত্বে ছিলেন। তার অধীনে লক্ষাধিক অনুসারী ছিল।
তিন মাস আগের ঘটনা।
একদিন তিনি গী*/ র্জা*/ র ছোট একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। তখন স্বপ্ন দেখলেন, কেউ একজন ডেকে বলছে;
"তুমি তোমার অনুসারীদেরকে সাদা পোশাক পরিধান করতে বলো।"
সে বুঝতে পারলো, এটা মুসলমানদের পোশাক। তখন সে মনে মনে ভাবলো, এটা তো নিছক স্বপ্ন। সুতরাং গুরুত্ব দেয়ার কিছু নেই।
অতঃপর সে আবার স্বপ্ন দেখলো। এরপর আবার স্বপ্ন দেখলো। শেষ বার তাকে খুব কঠোর ভাষায় বলা হলো, তোমার অনুসারীদেরকে সাদা পোশাক পরিধান করতে বলো।
তখন সে এই ঘটনা তার অনুসারীদের কাছে খুলে বললো। তার অনুসারীরা সকলেই বিশ্বাস করলো এবং মেনে নিলো।
পরের দিন সকলেই সাদা পোশাক পরিধান
আমাদের পদ্মা সেতুর
অসাধারণ দৃশ্যমান!❤️
মানুষ বিবাহ কেন করে,,,
ইসলাম কি বলে আর আপনার ধারণা কি?
ইমানদার ব্যক্তি কখনো মৃত্যুকে ভয় পান না!❤️💛💚💙💜
কেমন যেন একজন মুসাফির ,,,
আমাদেরকে কুরআন নিয়ে চিন্তা করতে হবে!!