Fahad Fahim

Fahad Fahim Please Like this page and invite your friends fahim

█▒▒▒ ব্রেকিং/Breaking ▒▒▒█**তৃতীয় টি-টোয়েন্টিতে ১৬ রানের জয় টাইগারদের।✌️**ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ🤭**স্কোর: ...
14/03/2023

█▒▒▒ ব্রেকিং/Breaking ▒▒▒█
**তৃতীয় টি-টোয়েন্টিতে ১৬ রানের জয় টাইগারদের।✌️
**ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ🤭
**স্কোর: বাংলাদেশ ১৫৮/২, ইংল্যান্ড ১৪২/৬
**টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নকে হোয়াইটওয়াশ 🤗

14/03/2023

অন্যের বিপদ দেখে হেসো না।
কেননা, আল্লাহ চাইলে এটা
তোমার সাথেও ঘটতে পারতো।

ব্যাস্ত শহর রাজবাড়ী। ❤️ছবিঃ বায়েজিদ মাহমুদ নীল।
13/07/2022

ব্যাস্ত শহর রাজবাড়ী। ❤️
ছবিঃ বায়েজিদ মাহমুদ নীল।

ব্যাস্ত শহর রাজবাড়ী।ছবিঃ Md Sajjad
14/04/2022

ব্যাস্ত শহর রাজবাড়ী।
ছবিঃ Md Sajjad

২১শে ফেব্রুয়ারী ১৯৫২ সালে কি ঘটেছিলো?কেনো আমরা শহীদ মিনারে ফুল দেই?অজানা নিদর্শন...!! ১৯৫৩ সালের ভাষা আন্দোলনে প্রাণ দিয়...
20/02/2022

২১শে ফেব্রুয়ারী ১৯৫২ সালে কি ঘটেছিলো?
কেনো আমরা শহীদ মিনারে ফুল দেই?
অজানা নিদর্শন...!!

১৯৫৩ সালের ভাষা আন্দোলনে প্রাণ দিয়েছেন শত শত ভাইয়েরা। সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউল সহ আরো অনেকের রক্তের বিনিময়েই আজকে আমরা মা ডাকতে পারছি।

ভারিবৃষ্টি এর সতর্কতা!!আগামীকাল ৪ ঠা ফেব্রুয়ারি সকাল ১০ টা থেকে পরবর্তী ৩৬ ঘন্টার ভেতরে পর্যায়ক্রমে রংপুর, রাজশাহী, খুলন...
03/02/2022

ভারিবৃষ্টি এর সতর্কতা!!
আগামীকাল ৪ ঠা ফেব্রুয়ারি সকাল ১০ টা থেকে পরবর্তী ৩৬ ঘন্টার ভেতরে পর্যায়ক্রমে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা ও ময়মনসিং বিভাগের অনেক এলাকায় দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতেপারে একটানা। এবং সেইসঙ্গে এইসকল বিভাগের কিছু কিছু এলাকায় অতি ভারিবৃষ্টির সম্ভাবনা আছে শিলা সহ।
এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় মাঝারি থেকে ভারিবৃষ্টি হতেপারে দমকা হাওয়া সহ।

নোট : দেশের উত্তর পশ্চিম অংশ আগে আক্রান্ত হবে এর পর পর্যায়ক্রমে মেঘ শেষ পর্যায়ে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে আঘাত করবে।

নোট : যেহেতু বৃষ্টি সকল এলাকায় একসঙ্গে শুরু না হয়ে পর্যায়ক্রমে দেশের এক এক অঞ্চল আক্রান্ত করতে করতে আসবে সুতরাং আপনার এলাকার অবস্থান অনুয়ায়ী পোস্ট এ উল্যেক করা সময়ের ভেতরেই আগে পরে আপনার এলাকা আক্রান্ত হতেপারে।

আজ ৩ রা ফেব্রুয়ারি কার কার এলাকায় কেমন বৃষ্টি হলো ও হচ্ছে দয়াকরে কমেন্ট করুন।
ধন্যবাদ : Bwot weather.
পোস্ট আপডেট : ৩ রা ফেব্রুয়ারি সন্ধ্যায়।

 . ⚠️✊একদিকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা অন্যদিকে ২০২৩ সালে নির্ধারিত সময়ে এসএসসি পরীক্ষা গ্রহণের পরিকল্পনা 😎শিক্ষা-প...
21/01/2022

. ⚠️✊

একদিকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা অন্যদিকে ২০২৩ সালে নির্ধারিত সময়ে এসএসসি পরীক্ষা গ্রহণের পরিকল্পনা 😎
শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ না করে আমাদের এই অদ্ভুত শিক্ষা ব্যবস্থা বন্ধ করাটাই উত্তম। ☺️
.

23/10/2021

Gf আছে বলে অহংকার করার
কিছু নেই ভায়া।🙃🙃
একটু খোঁজ নিয়ে দেখো, ওটা তোমার না কি
গোটা পৌরসভার।
😁😁😁

Bangladesh win by 84 Runs..   Team
21/10/2021

Bangladesh win by 84 Runs..
Team

এরকম আরো নতুন নতুন অজানা তথ্য সবার আগে পেতে পেজটিকে ফলো করুন।😁😁🥰
17/10/2021

এরকম আরো নতুন নতুন অজানা তথ্য সবার আগে পেতে পেজটিকে ফলো করুন।😁😁🥰

        .
17/10/2021


.

মাছে ভাতে বাঙ্গালি।
27/08/2021

মাছে ভাতে বাঙ্গালি।

৬ই আগস্ট। সাকিব শুরু করেছিলেন তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার। আরে সেই ৬ই আগস্টেই তার প্রিয় ক্লাবের প্রিয় ফুটবলার ক্লা...
06/08/2021

৬ই আগস্ট। সাকিব শুরু করেছিলেন তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার। আরে সেই ৬ই আগস্টেই তার প্রিয় ক্লাবের প্রিয় ফুটবলার ক্লাব ছাড়লেন।

 #ফেসবুকের_বিকল্প_এপস  #যোগাযোগ
31/07/2021

#ফেসবুকের_বিকল্প_এপস #যোগাযোগ

25/07/2021

উদ্দোক্তা হতে যে কোনো নির্দিষ্ট বয়স লাগে নাহ সেইটা প্রমাণ করে দিলো চৌদ্দ বছরের তিলক মেহতা। এখন তিনি প্রায় ১০০ কোটি টাকার সফল ব্যবসার মালিক।

প্রতিটি বাইকার ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি। বাইক চালাও ভালো কথা, তবে স্পিড যেনো নিজের কন্ট্রোলে থাকে। এই ভাইটার মতো যেনো কা...
23/07/2021

প্রতিটি বাইকার ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি। বাইক চালাও ভালো কথা, তবে স্পিড যেনো নিজের কন্ট্রোলে থাকে।
এই ভাইটার মতো যেনো কারো অবস্থা না হয়।

একজন স্মার্ট মানুষের চেয়ে😊, একজন আনস্মার্ট দায়িত্ববান মানুষ বেশি সুন্দর 💯❤️💞
23/07/2021

একজন স্মার্ট মানুষের চেয়ে😊, একজন আনস্মার্ট দায়িত্ববান মানুষ বেশি সুন্দর 💯❤️💞

১১ তারিখে সকাল ৬টায়,আর্জেন্টিনা বনাম ব্রাজিল।শুভ কামনা রইলো প্রিয় দল আর্জেন্টিনার জন্য।
08/07/2021

১১ তারিখে সকাল ৬টায়,
আর্জেন্টিনা বনাম ব্রাজিল।

শুভ কামনা রইলো প্রিয় দল আর্জেন্টিনার জন্য।

05/07/2021

aktu Ride

টেকনোলোজির খেলা।অপেক্ষা শুধু সময়ের।
25/06/2021

টেকনোলোজির খেলা।
অপেক্ষা শুধু সময়ের।

22/06/2021

📛ব্রডব্যান্ড ইন্টারনেট বিল বেশি নিলে অভিযোগ করবেন যেভাবে:

⭕️সরকার ঘোষণা দিয়েছে সারাদেশের ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীরা এক রেটে একই পরিমাণ ইন্টারনেট সেবা কিনতে পারবেন। গ্রাহকদের জন্য সরকার তিনটি স্তর ঠিক করে দিয়েছে ৫ এমবিপিএস ৫০০, ১০ এমবিপিএস ৮০০ ও ২০ এমবিপিএস এক হাজার ২০০ টাকা। ঘোষণার দিন (৬ জুন) থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়েছে।

⭕️যদি কোনও আইএসপি (ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান) মাসিক বিল সরকার ঘোষিত দামে না নেয়, ঘোষিত গতি না দেয় তাহলে তিনি টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থায় অভিযোগ জানাতে পারবেন। শুধু ঢাকা শহর নয়, প্রত্যন্ত এলাকার একজন গ্রাহকও যদি আইএসপি’র দেওয়া প্রতিশ্রুত গতি না পান তাহলে তিনি অভিযোগ জানাতে পারবেন।
বিটিআরসি হটলাইন ১০০ নম্বরে ফোন করে টেলিকম ও সেবা নিয়ে অভিযোগ জানানো যাবে। এছাড়া বিটিআরসির এই লিংকে ( লিঙ্ক ১ম কমেন্টে ) ঢুকেও অভিযোগ জানানো যাবে।

⭕️এদিকে দেশে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম জানিয়েছেন, গ্রাহক ঘোষিত গতি, নির্ধারিত দামে ইন্টারনেট সেবা না পেলে আইএসপিএবিকেও অভিযোগ জানাতে পারবেন। [email protected] মেইলে আইডিতে অভিযোগ জানালে সংগঠনটি গ্রাহকের সমস্যা সমাধানের উদ্যোগ নেবে।

বিষয়টি গুরুত্বপূর্ণ মনে হলে আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না কিন্তু 😊।

অপেক্ষায় আছি....আবারো বিজয় আসবে ইনশা-আল্লাহ।
21/06/2021

অপেক্ষায় আছি....আবারো বিজয় আসবে ইনশা-আল্লাহ।

21/06/2021

- তোমার ভালো লাগায় আমি
অপ্রিয়।
- আমি তোমায় ভালোবাসি
তবুও...

আলহামদুলিল্লাহ। ধন্যবাদ বাংলাদেশ প্রশাসনকে।
18/06/2021

আলহামদুলিল্লাহ। ধন্যবাদ বাংলাদেশ প্রশাসনকে।

Inshaallah
08/06/2021

Inshaallah

হেরে গেছি কিন্তু খেলার আগেই হারিনি। শেষ পর্যন্ত লড়াই করেছি ।  #বাফুফে #বাংলাদেশ_ফুটবল_ফেডারেশন।
07/06/2021

হেরে গেছি কিন্তু খেলার আগেই হারিনি। শেষ পর্যন্ত লড়াই করেছি । #বাফুফে
#বাংলাদেশ_ফুটবল_ফেডারেশন।

30/05/2021
29/05/2021

করোনা সংক্রমণের হার ৫ শতাংশের নিচে নামলে ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু ম...

26/05/2021

বাংলাদেশে ঘূর্ণিঝড় 'ইয়াস' এর আঘাত
হানার কোনো সম্ভাবনাই নেই, সম্পূর্ণ
ঝুঁকিমুক্ত দেশবাসী: আবহাওয়া
অধিদপ্তর।

নিজে সতর্ক থাকুন। আর অন্যদের সতর্ক করতে পোষ্টটা বেশি বেশি শেয়ার করুন।
26/05/2021

নিজে সতর্ক থাকুন। আর অন্যদের সতর্ক করতে পোষ্টটা বেশি বেশি শেয়ার করুন।

আমরা সকলেই কম বেশি জানি যে আগামী ২৬ অথবা ২৭ শে মে বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্নিঝড় "যশ"বা ইয়াস(Yash)।ঘূর্নিঝড় আসার পূর...
23/05/2021

আমরা সকলেই কম বেশি জানি যে আগামী ২৬ অথবা ২৭ শে মে বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্নিঝড় "যশ"বা ইয়াস(Yash)।
ঘূর্নিঝড় আসার পূর্বে কিছু কাজ থেকে যায় যেমনঃ
১। রোদের কাজগুলো সেরে নিন। আজ বিকাল পর্যন্ত বা কাল বিকাল পর্যন্ত যতটুকু পারা যায়।
২।ঘর,বাড়ির পাশে যেসব গাছপালা ঘরের উপর পড়তে পারে সেসব গাছের ডালপালাগুলো কেটে দিন।
৩। চার্জ দেওয়া যায় এমন সব জিনিসগুলোতে পর্যাপ্ত চার্জ দিয়ে রাখুন।যেমনঃমোবাইল,টর্চ লাইট,রেডিও,টিভি,আইপিস,ইউপিএস,লাইট ইত্যাদি।
৪।বড় বড় নদী পাড় হওয়ার কাজগুলো সেরে নিন।
৫। নিরাপদ খাবার পানি পর্যাপ্ত তুলে রাখুন।
৬। বৈদ্যুতিক কাজ কর্মগুলো সেরে নিন।
৭। ফলফলালী পেঁকে গেলে সেগুলো পেরে বাজারজাত,বা খেয়ে ফেলুন।
৮। ঘরবাড়ি,গোয়ালঘর মেরামত করে ফেলুন।
৯। শুকনা খাবার মজুত করে রাখুন।
১০। সবাইকে সতর্ক করার চেষ্টা করুন,,সবাইকে সাহস জোগান, গুজব এড়িয়ে চলুন।
১১। নিয়মতি আবহাওয়ার খবর জানতে থাকুন।
১২। পর্যাপ্ত ওষুধ,পানি এনে রাখুন।
১৩। গরু,ছাগলের খাবার জোগাড় করে রাখুন।
১৪। সব কিছুর মূলে "সৃষ্টিকর্তা" সর্বদা তাকে স্মরণ করুন, তিনি যেনো কাউকে বড় কোন বিপর্যয়ের মধ্যে না ফেলেন।

𝗜 𝗮𝗺 𝗳𝗿𝗼𝗺 𝗕𝗮𝗻𝗴𝗹𝗮𝗱𝗲𝘀𝗵 𝗮𝗻𝗱 𝘀𝘂𝗽𝗽𝗼𝗿𝘁 𝗣𝗮𝗹𝗲𝘀𝘁𝗶𝗻𝗲 🇵🇸 🇵🇸 🇵🇸
20/05/2021

𝗜 𝗮𝗺 𝗳𝗿𝗼𝗺 𝗕𝗮𝗻𝗴𝗹𝗮𝗱𝗲𝘀𝗵 𝗮𝗻𝗱 𝘀𝘂𝗽𝗽𝗼𝗿𝘁 𝗣𝗮𝗹𝗲𝘀𝘁𝗶𝗻𝗲 🇵🇸 🇵🇸 🇵🇸


















Alex Fahim পেইজের পক্ষ থেকে সবাইকে ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা।
13/05/2021

Alex Fahim পেইজের পক্ষ থেকে সবাইকে ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা।

 # .....2k19....😍😍
20/06/2020

# .....2k19....😍😍

Address

Aladipur
Faridpur
SAMSUNGGALAXYJ2FAHIM

Telephone

+8801950664104

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fahad Fahim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fahad Fahim:

Videos

Share

Category

Nearby media companies