23/05/2021
আমরা সকলেই কম বেশি জানি যে আগামী ২৬ অথবা ২৭ শে মে বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্নিঝড় "যশ"বা ইয়াস(Yash)।
ঘূর্নিঝড় আসার পূর্বে কিছু কাজ থেকে যায় যেমনঃ
১। রোদের কাজগুলো সেরে নিন। আজ বিকাল পর্যন্ত বা কাল বিকাল পর্যন্ত যতটুকু পারা যায়।
২।ঘর,বাড়ির পাশে যেসব গাছপালা ঘরের উপর পড়তে পারে সেসব গাছের ডালপালাগুলো কেটে দিন।
৩। চার্জ দেওয়া যায় এমন সব জিনিসগুলোতে পর্যাপ্ত চার্জ দিয়ে রাখুন।যেমনঃমোবাইল,টর্চ লাইট,রেডিও,টিভি,আইপিস,ইউপিএস,লাইট ইত্যাদি।
৪।বড় বড় নদী পাড় হওয়ার কাজগুলো সেরে নিন।
৫। নিরাপদ খাবার পানি পর্যাপ্ত তুলে রাখুন।
৬। বৈদ্যুতিক কাজ কর্মগুলো সেরে নিন।
৭। ফলফলালী পেঁকে গেলে সেগুলো পেরে বাজারজাত,বা খেয়ে ফেলুন।
৮। ঘরবাড়ি,গোয়ালঘর মেরামত করে ফেলুন।
৯। শুকনা খাবার মজুত করে রাখুন।
১০। সবাইকে সতর্ক করার চেষ্টা করুন,,সবাইকে সাহস জোগান, গুজব এড়িয়ে চলুন।
১১। নিয়মতি আবহাওয়ার খবর জানতে থাকুন।
১২। পর্যাপ্ত ওষুধ,পানি এনে রাখুন।
১৩। গরু,ছাগলের খাবার জোগাড় করে রাখুন।
১৪। সব কিছুর মূলে "সৃষ্টিকর্তা" সর্বদা তাকে স্মরণ করুন, তিনি যেনো কাউকে বড় কোন বিপর্যয়ের মধ্যে না ফেলেন।