Nufais Nur

Nufais Nur I Want To Spread The Glorious Messages Of The Quran At All Levels With The Aim Of Liberating Humanity

সে যেনো কোনো এক গভীর চিন্তায় মগ্ন 🌺মা শা আল্লাহ্ 💐
18/12/2023

সে যেনো কোনো এক গভীর চিন্তায় মগ্ন 🌺
মা শা আল্লাহ্ 💐

আর তোমরা নিজ হাতে নিজেদের ধ্বং"সে'র মুখে ঠেলে দিও না 📛
18/12/2023

আর তোমরা নিজ হাতে নিজেদের ধ্বং"সে'র মুখে ঠেলে দিও না 📛

হে আল্লাহ্ আপনি আমাদেরকে হেপাজত করুন 💝
18/12/2023

হে আল্লাহ্ আপনি আমাদেরকে হেপাজত করুন 💝

সবই আল্লাহর পরিকল্পনা 💝
17/12/2023

সবই আল্লাহর পরিকল্পনা 💝

17/12/2023
ফি লি স্তি নি ফুল 🌺
16/12/2023

ফি লি স্তি নি ফুল 🌺

যেমনটা আমরা সমাজে দেখতে পাচ্ছি বর্তমানে 💔
15/12/2023

যেমনটা আমরা সমাজে দেখতে পাচ্ছি বর্তমানে 💔

◽আ'গু'ন যেভাবে সোনা-রুপার ময়লা দূর করে দেয় তদ্রুপ মহান আল্লাহ কোনো মুসলিমের রোগের দ্বারা তার গুনাহসমূহ দূর করে দেন !!  [...
14/12/2023

◽আ'গু'ন যেভাবে সোনা-রুপার ময়লা দূর করে দেয় তদ্রুপ মহান আল্লাহ কোনো মুসলিমের রোগের দ্বারা তার গুনাহসমূহ দূর করে দেন !!

[ সুনানে আবূ দাঊদ - ৩০৯২ ]

জান্নাতে কেবল মুসলিমরাই থাকবে 🥰
14/12/2023

জান্নাতে কেবল মুসলিমরাই থাকবে 🥰

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের লোগো থেকে কুরআনের একটি আয়াতকে সরিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ, ধর্মহ...
12/12/2023

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের লোগো থেকে কুরআনের একটি আয়াতকে সরিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ, ধর্মহীন দেশ নয়। ‘হে প্রভু তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও’— বাক্যটি খুবই ইনক্লুসিভ। কারো ধর্ম বিশ্বাসের সাথেই কথাটি সাংঘর্ষিক নয়।

এ বাক্যটি শুধু কুরআনের আয়াতকে প্রতিনিধিত্ব করে না, বরং এটা প্রতিনিধিত্ব করে গোটা দেশের সকল ধর্মের মানুষের মৌলিক ধর্ম বিশ্বাসের। জ্ঞান তো প্রভুর কাছেই চাইতে হবে।

কেবল সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা নয়; হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ নির্বিশেষে যেকোন ধর্মের শিক্ষার্থীরা একই সুরে একই সাথে নির্দ্বিধায় বলতে পারে— ‘হে প্রভু তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও’। হোক না ধর্ম বিশ্বাস ভিন্ন ভিন্ন। কিন্তু এ বাক্যটিতে কারো আপত্তি থাকার কথা নয়। তবুও সুকৌশলে ইসলামের চমৎকার এ নিদর্শনগুলো মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। চাইলে মদীনা সনদেই চলতে পারে যে দেশ; সেখানে এমনটা কেন হচ্ছে?

রবের কাছে চান তিনি আপনার হৃদয়ে ঈমানের নূর দান করবেন🙂তবেই মিলবে ইবাদতে আত্মতৃপ্তি🥰
10/12/2023

রবের কাছে চান তিনি আপনার হৃদয়ে ঈমানের নূর দান করবেন🙂

তবেই মিলবে ইবাদতে আত্মতৃপ্তি🥰

নিঃসন্দেহে🙂তো অর্ধেক দ্বীনকে কবে পূর্ণতা দিচ্ছেন?
08/12/2023

নিঃসন্দেহে🙂
তো অর্ধেক দ্বীনকে কবে পূর্ণতা দিচ্ছেন?

আলহামদুলিল্লাহ! জেল থেকে মুক্তির পোস্ট তো সবাই করছেন। আমি একটু তার মানসিক মুক্তির কথা বলি। তিনি দীর্ঘদিন যাবত বন্দিশালায...
08/12/2023

আলহামদুলিল্লাহ! জেল থেকে মুক্তির পোস্ট তো সবাই করছেন। আমি একটু তার মানসিক মুক্তির কথা বলি। তিনি দীর্ঘদিন যাবত বন্দিশালায় ছিলেন। পরিবার-পরিজন, কলিজার টুকরা সন্তান থেকে দূরে ছিলেন। মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন। সুতরাং তাকে এখন একটু মানসিক প্রশান্তি দিন। পরিবারকে সময় নিতে দিন। মুক্ত বাতাসে কিছুদিন ঘোরাঘুরি করতে দিন। নতুন করে কিতাবাদি স্টাডি করতে দিন। তারপরে মাহফিলে দাওয়াত দিন। ইনশাআল্লাহ! আমরা সবাই উপকৃত হবো। ইতিপূর্বে দুই একজনের ক্ষেত্রে দেখা গিয়েছে, জেল থেকে বের হয়েই মাহফিলের প্রোগ্রাম শুরু করতে এবং অপ্রাসঙ্গিক কথা বেশি বলতে। এটা তাদের দোষ নয়; কারণ তারা কোরআন হাদিস থেকে যে দুটি কথা আমাদের বলবে, সেই সুযোগই আমরা দিচ্ছি না। এজন্য তারা কিতাব মুতালা করার সময়ও পাচ্ছেন না। নিরুপায় হয়ে জেলখানার কারগুজারি বলেই সময় কাটিয়ে দিচ্ছেন। সুতরাং আবার বলছি- সদ্য মুক্তিপ্রাপ্ত আলেমদেরকে মানসিক প্রশান্তি দিন।

#সদ্য_কারামুক্ত মযলুম আলেমেদ্বীন মুফতি আমির হামজা দা.বা.

কি ভাবছেন?আগামী প্রজন্ম নিয়ে?
07/12/2023

কি ভাবছেন?
আগামী প্রজন্ম নিয়ে?

কখনো কি রাতে ঘুমানোর সময় ভয় লাগেনি?যদি নতুন দিনের দেখা না পায়?
03/12/2023

কখনো কি রাতে ঘুমানোর সময় ভয় লাগেনি?
যদি নতুন দিনের দেখা না পায়?

ভূমিকম্পের সময় যেন দিনদিন বাড়ছে৷ ছোটবেলায় দেখতাম দুই তিন সেকেন্ডের ভূমিকম্প। পাঁচ সাত বছর আগে দেখতাম চার পাঁচ সেকেন্ডের।...
02/12/2023

ভূমিকম্পের সময় যেন দিনদিন বাড়ছে৷ ছোটবেলায় দেখতাম দুই তিন সেকেন্ডের ভূমিকম্প। পাঁচ সাত বছর আগে দেখতাম চার পাঁচ সেকেন্ডের। ইদানীং আট দশ সেকেন্ড। আমাদের পাপের সাথেসাথে সতর্কবার্তার সময়সীমাও বাড়ছে৷ আরও বেশি পাপ করতে করতে হয়তো ভবনের স্তুপের নিচে পড়ে যাই কবে!

আস্তাগফিরুল্লাহ!

সত্য করে একটা উত্তর দেন তো?আপনি সত্যি সত্যিই নামাজে খুশুখুজু আদায় করে নামাজ পড়তে পারছেন?
30/11/2023

সত্য করে একটা উত্তর দেন তো?

আপনি সত্যি সত্যিই নামাজে খুশুখুজু আদায় করে নামাজ পড়তে পারছেন?

দুনিয়া সাজাতে গিয়ে নিজের আখেরাত অগোছালো করছেন না তো?
28/11/2023

দুনিয়া সাজাতে গিয়ে
নিজের আখেরাত
অগোছালো করছেন না তো?

তাঁরাই হবে জাহান্নামের অধিবাসী😭🥺
27/11/2023

তাঁরাই হবে জাহান্নামের অধিবাসী😭🥺

সে যেন মানুষের ব্যাপারে ভালো ধারণা পোষণ করে🥀
27/11/2023

সে যেন মানুষের ব্যাপারে ভালো ধারণা পোষণ করে🥀

ভালো থাকার সূত্র😌
25/11/2023

ভালো থাকার সূত্র😌

আপনি কি জানেন কেন বিপদগ্রস্তদের প্রতি বারবার বিপদ ঢেউয়ে আসে?কারণ আমার রব তাদের বড্ড বেশিই ভালোবাসেন আর বারবারই সেই ভালোব...
24/11/2023

আপনি কি জানেন কেন বিপদগ্রস্তদের প্রতি বারবার বিপদ ঢেউয়ে আসে?
কারণ আমার রব তাদের বড্ড বেশিই ভালোবাসেন আর বারবারই সেই ভালোবাসার পরীক্ষা নেন।

আপনি কি জানেন?কখন আপনি শ্রেষ্ঠ বিজয়ী হবেন?ঠিক তখনই- যখন আপনি নিজের ক্রোধ ও সহস্র ব্যর্থতা হাসিমুখে গ্রহণ করে সেটাকে সংব...
24/11/2023

আপনি কি জানেন?
কখন আপনি শ্রেষ্ঠ বিজয়ী হবেন?

ঠিক তখনই- যখন আপনি নিজের ক্রোধ ও সহস্র ব্যর্থতা হাসিমুখে গ্রহণ করে সেটাকে সংবরণ করতে সক্ষম হন। পরিশেষে রবের করুনা কামনা করবেন।

তাহলেই বুঝবেন আপনি সফলদের অন্তর্ভুক্ত এবং শ্রেষ্ঠ বিজয়ী।

✍️ #মজলুম_লেখক

হতাশ না হয়ে রবের কাছে চান,তিনি কখনোই বান্দাকে নিরাশ করেন না🙂
23/11/2023

হতাশ না হয়ে রবের কাছে চান,
তিনি কখনোই বান্দাকে নিরাশ করেন না🙂

16/11/2023

সব কিছুর জন্যই الحمد الله🥰

হে রব আমাকে সকল অনিষ্ট থেকে হেফাজত করুন🤲

সবকিছুর জন্য ই আলহামদুলিল্লাহ 🖤☺️
12/11/2023

সবকিছুর জন্য ই আলহামদুলিল্লাহ 🖤☺️

আল্লাহকে পাওয়ার অজস্র পথ রয়েছে,তার মধ্যে আমি প্রেমকেই বেছে নিলাম।-আল্লামা জালালুদ্দিন রুমি রহ.
11/11/2023

আল্লাহকে পাওয়ার অজস্র পথ রয়েছে,
তার মধ্যে আমি প্রেমকেই বেছে নিলাম।

-আল্লামা জালালুদ্দিন রুমি রহ.

দুনিয়াতে এমনভাবে থাকো,যেন তুমি রোজাদার। আর মৃত্যু হচ্ছে তোমার সে রোজার ইফতার! উক্তিঃ দাউদ আত-তায়ি (রহ)
11/11/2023

দুনিয়াতে এমনভাবে থাকো,যেন তুমি রোজাদার।
আর মৃত্যু হচ্ছে তোমার সে রোজার ইফতার!

উক্তিঃ দাউদ আত-তায়ি (রহ)

10/11/2023

আমার কোন বিষয়ই আপনার কাছে “গোপন নেই”🥺

أَقِمِ الصَّلَاةَ لِدُلُوكِ الشَّمْسِ إِلَىٰ غَسَقِ اللَّيْلِ وَقُرْآنَ الْفَجْرِ ۖ إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُ...
10/11/2023

أَقِمِ الصَّلَاةَ لِدُلُوكِ الشَّمْسِ إِلَىٰ غَسَقِ اللَّيْلِ وَقُرْآنَ الْفَجْرِ ۖ إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُودًا

অনুবাদ: সূর্য ঢলে পড়ার সময় থেকে রাত্রির অন্ধকার পর্যন্ত নামায কায়েম করুন এবং ফজরের কোরআন পাঠও। নিশ্চয় ফজরের কোরআন পাঠ মুখোমুখি হয়। (বানী-ইসরাঈল - ৭৮)



#শুভসকাল

09/11/2023

বর্তমান সময়ের বিশ্ব নন্দিত ৬ জন ক্বারী। যাদের তেলাওয়া মুগ্ধ সারা বিশ্ব✅

আখিরাত তালাশ করার জন্য আল্লাহ তোমাদের দুনিয়া দিয়েছেন! 🙂
09/11/2023

আখিরাত তালাশ করার জন্য আল্লাহ তোমাদের দুনিয়া দিয়েছেন! 🙂

🥰🥀
13/08/2023

🥰🥀

Address

A/10
Faridpur
7788

Telephone

+8801888303150

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nufais Nur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nufais Nur:

Videos

Share