আমি আয়শা,
এখনও নিজের সম্পর্কে পুরোপুরি বুঝে উঠতে পারিনি। নিজেকে জানার সময় আরো অনেক আছে। কারন সময় নাকি নিজের সম্পর্কেও অনেক কিছু বলে দেয়।
তবে আমি খুব সাধারন একটি ছেলে। সাধারণ বলে সবার সাথে খুব ভালোভাবে মিশি। আর সেটাই অনেক সময় আমার জন্যে কাল হয়ে দাঁড়ায়। তবুও আমি আমার বন্ধুদের ভালোবাসি। ভালোবাসি তাদের সাথে আড্ডা দিতে। কিছুটা সময় কাটাতে। সুখ-দুঃখগুলোকে ভাগাভাগি করতে।
ভালোলাগে কোথায় ঘুরতে। মনে হয় ডা
না লাগিয়ে দুনিয়াটাকে চক্কর দিয়ে দেখতে পেতাম।
ভালো লাগে মুক্ত প্রকৃতির মধ্যে নিজেকে ভাসিয়ে দিতে। ভালো লাগে মধ্য রাতকে, মধ্যরাতের ওই তারা গুলোকে, আর ওই বিশাল চাঁদ কে। ভালো লাগে নিজের মনের মানুষকে ওই স্থির ধ্রুবতারা ভাবতে। সে যেন ধ্রুবতারার মত সত্য।
ভালো লাগে গান শুনতে। ভালোলাগে মনের মানুষকে নিয়ে আপন মনে গানের দুই-একটা লাইন বানাতে।
ভালো লাগে বৃষ্টিভেজা পিচের রাস্তায় হাটতে। ভালো লাগে শিশির ভেজা ঘাস খালি পায়ে মাড়াতে।
ভালো লাগে ঘুমানোর আগে প্রিয় মানুষটাকে নিয়ে ভাবতে। তার ভালোবাসায় নিজেকে ডুবিয়ে দিতে ইচ্ছে করে।
আরো অনেক কিছু। মানুষের সময় সংক্ষিপ্ত কিন্তু ইচ্ছের ঝুলি অনেক বড়। সবার সব ইচ্ছে পুরন হয় না। আমারো হবে না। তবুও প্রতিদিন একটা নতুন ইচ্ছে পুরনের স্বপ্ন নিয়ে ঘুম থেকে উঠি। আর সেই স্বপ্নটাকে লালন করে ঘুমোতে যাই।
এটাই সংক্ষিপ্ত আমি...