Jummar Khudba

Jummar Khudba "Embracing the serenity of Jumma prayers, finding peace in faith's embrace. and growing reflections."

02/01/2025

*বিসমিল্লাহির রহমানির রহীম*,
*মহান আল্লাহ তায়ালার বাণীর অ'থ সহ*
وَ اِذْ اَخَذَ رَبُّكَ مِن ۢ ْ بَنِیْۤ اٰدَمَ مِنْ ظُهُوْرِهِمْ ذُرِّیَّتَهُمْ وَ اَشْهَدَهُمْ عَلٰۤى اَنْفُسِهِمْ اَلَسْتُ بِرَبِّكُمْ ؕ قَالُوْا بَلٰى ۛ ۚ شَهِدْنَا ۛ ۚ اَنْ تَقُوْلُوْا یَوْمَ الْقِیٰمَةِ اِنَّا كُنَّا عَنْ هٰذَا غٰفِلِیْنَۙ

আর হে নবী! লোকদের স্মরণ করিয়ে দাও সেই সময়ের কথা, যখন তোমাদের রব বনী আদমের পৃষ্ঠদেশ থেকে তাদের বংশধরদের বের করেছিলেন এবং তাদেরকে তাদের নিজেদের ওপর সাক্ষী বানিয়ে জিজ্ঞেস করেছিলেন, “আমি কি তোমাদের রব নই?” তারা বলেছিল, “নিশ্চয়ই তুমি আমাদের রব, আমরা এর সাক্ষ্য দিচ্ছি।” এটা আমি এ জন্য করেছিলাম যাতে কিয়ামতের দিন তোমরা না বলে বসো, “আমরা তো একথা জানতাম না।”
সুরা- আল- আরাফ,আয়াত -১৭২
*আজ*-
*০২ রজব-১৪৪৬ হিজরি*
*১৮ পৌষ -১৪৩১ বঙ্গাব্দ*,
*০২-জানুয়ারী-বৃহস্পতিবার- ২০২৫*

31/12/2024

*বিসমিল্লাহির রহমানির রহীম*,
*মহান আল্লাহ তায়ালার বাণীর অ'থ সহ*
وَ الَّذِیْنَ یُمَسِّكُوْنَ بِالْكِتٰبِ وَ اَقَامُوا الصَّلٰوةَ ؕ اِنَّا لَا نُضِیْعُ اَجْرَ الْمُصْلِحِیْنَ

যারা কিতাবের বিধান যথাযথভাবে মেনে চলে এবং নামায কায়েম করে, নিঃসন্দেহে এহেন সৎকর্মশীল লোকদের কর্মফল আমি নষ্ট করবো না।
সুরা- আল-আরাফ,আয়াত-১৭০
*আজ*-
*২৯ জমাদিউস সানী -১৪৪৬ হিজরি*
*১৬ পৌষ -১৪৩১ বঙ্গাব্দ*,
*৩১-ডিসেম্বর- মঙ্গলবার - ২০২৪*

30/12/2024

*বিসমিল্লাহির রহমানির রহীম*,
*মহান আল্লাহ তায়ালার বাণীর অ'থ সহ*

فَخَلَفَ مِن ۢ ْ بَعْدِهِمْ خَلْفٌ وَّرِثُوا الْكِتٰبَ یَاْخُذُوْنَ عَرَضَ هٰذَا الْاَدْنٰى وَ یَقُوْلُوْنَ سَیُغْفَرُ لَنَا ۚ وَ اِنْ یَّاْتِهِمْ عَرَضٌ مِّثْلُهٗ یَاْخُذُوْهُ ؕ اَلَمْ یُؤْخَذْ عَلَیْهِمْ مِّیْثَاقُ الْكِتٰبِ اَنْ لَّا یَقُوْلُوْا عَلَى اللّٰهِ اِلَّا الْحَقَّ وَ دَرَسُوْا مَا فِیْهِ ؕ وَ الدَّارُ الْاٰخِرَةُ خَیْرٌ لِّلَّذِیْنَ یَتَّقُوْنَ ؕ اَفَلَا تَعْقِلُوْنَ

তারপর পরবর্তী বংশধরদের পর এমন কিছু অযোগ্য লোক তাদের স্থলাভিষিক্ত হয়, যারা আল্লাহর কিতাবের উত্তরাধিকারী হয়ে এ তুচ্ছ দুনিয়ার স্বার্থ আহরণে লিপ্ত হয় এবং বলতে থাকে আশা করা যায়, আমাদের ক্ষমা করা হবে। পরক্ষনেই সেই ধরনের পার্থিব সামগ্রী যদি আবার তাদের সামনে এসে যায়, তাহলে তৎক্ষনাৎ দৌড়ে গিয়ে তা লুফে নেয়। তাদের কাছ থেকে কি কিতাবের অঙ্গীকার নেয়া হয়নি যে, তারা আল্লাহর নামে কেবলমাত্র সত্য ছাড়া আর কিছুই বলবে না? আর কিতাবে যা লেখা আছে তাতো তারা নিজেরাই পড়ে নিয়েছে। আখেরাতের আবাস তো আল্লাহর ভয়ে ভীত লোকদেরই জন্য ভাল -এতটুকু কথাও কি তোমরা বুঝো না?
সুরা- আল-আরাফ,আয়াত-১৬৯
*আজ*-
*২৮ জমাদিউস সানী -১৪৪৬ হিজরি*
*১৫ পৌষ -১৪৩১ বঙ্গাব্দ*,
*৩০-ডিসেম্বর- সোমবার - ২০২৪*

29/12/2024

*বিসমিল্লাহির রহমানির রহীম*,
*মহান আল্লাহ তায়ালার বাণীর অ'থ সহ*

وَ قَطَّعْنٰهُمْ فِی الْاَرْضِ اُمَمًا ۚ مِنْهُمُ الصّٰلِحُوْنَ وَ مِنْهُمْ دُوْنَ ذٰلِكَ ٘ وَ بَلَوْنٰهُمْ بِالْحَسَنٰتِ وَ السَّیِّاٰتِ لَعَلَّهُمْ یَرْجِعُوْنَ

আমি তাদেরকে পৃথিবীতে খন্ড বিখন্ড করে বহু সংখ্যক জাতিতে বিভক্ত করে দিয়েছি। তাদের মধ্যে কিছু লোক ছিল সৎ এবং কিছু লোক অন্য রকম। আর আমি ভাল ও খারাপ অবস্থায় নিক্ষেপ করার মাধ্যমে তাদেরকে পরীক্ষা করতে থাকি, হয়তো তারা ফিরে আসবে।
সুরা- আল-আরাফ,আায়াত-১৬৮
*আজ*-
*২৭ জমাদিউস সানী -১৪৪৬ হিজরি*
*১৪ পৌষ -১৪৩১ বঙ্গাব্দ*,
*২৯-ডিসেম্বর- রবিবার - ২০২৪*

28/12/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

28/12/2024

বিসমিল্লাহির রহমানির রহীম,
মহান আল্লাহ তায়ালার বাণীর অ'থ সহ
وَ اِذْ تَاَذَّنَ رَبُّكَ لَیَبْعَثَنَّ عَلَیْهِمْ اِلٰى یَوْمِ الْقِیٰمَةِ مَنْ یَّسُوْمُهُمْ سُوْٓءَ الْعَذَابِ ؕ اِنَّ رَبَّكَ لَسَرِیْعُ الْعِقَابِ ۖ ۚ وَ اِنَّهٗ لَغَفُوْرٌ رَّحِیْمٌ

আর স্মরণ করো যখন তোমাদের রব ঘোষণা করেন কিয়ামত পর্যন্ত তিনি সবসময় বনী ইসরাঈলীদের ওপর এমন সব লোককে চাপিয়ে দিয়ে যেতে থাকবেন যারা তাদেরকে দেবে কঠিনতম শাস্তি।” নিঃসন্দেহে তোমাদের রব দ্রুত শাস্তিদানকারী এবং নিশ্চিতভাবেই তিনি ক্ষমাশীল ও করুণাময়ও।
সুরা- আল-আরাফ,আায়াত-১৬৭
আজ-
২৬ জমাদিউস সানী -১৪৪৬ হিজরি
১৩ পৌষ -১৪৩১ বঙ্গাব্দ,
২৮-ডিসেম্বর-শনিবার - ২০২৪

28/12/2024

আসসালামুয়ালাইকুম।

শুভ সকাল

22/12/2024

বিসমিল্লাহির রহমানির রহীম,
মহান আল্লাহ তায়ালার বাণীর অ'থ সহ

وَ اِذْ قِیْلَ لَهُمُ اسْكُنُوْا هٰذِهِ الْقَرْیَةَ وَ كُلُوْا مِنْهَا حَیْثُ شِئْتُمْ وَ قُوْلُوْا حِطَّةٌ وَّ ادْخُلُوا الْبَابَ سُجَّدًا نَّغْفِرْ لَكُمْ خَطِیْٓئٰتِكُمْ ؕ سَنَزِیْدُ الْمُحْسِنِیْنَ

স্মরণ করো সেই সময়ের কথা যখন তাদেরকে বলা হয়েছিল যে, এ জনপদে গিয়ে বসবাস করো, সেখানে উৎপাদিত ফসল থেকে নিজেদের ইচ্ছামত আহার্য সংগ্রহ করো, ‘হিত্তাতুন’ ‘হিত্তাতুন’ বলতে বলতে যাও এবং শহরের দরজা দিয়ে সিজদাবনত হয়ে প্রবেশ করতে থাকো। তাহলে আমি তোমাদের গুনাহ মাফ করে দেবো এবং সৎকর্মপরায়ণদেরকে অতিরিক্ত অনুগ্রহ দান করবো।
সুরা- আল-আরাফ,আায়াত-১৬১
আজ-
২০ জমাদিউস সানী -১৪৪৬ হিজরি
০৭ পৌষ -১৪৩১ বঙ্গাব্দ,
২২-ডিসেম্বর- রবিবার - ২০২৪

18/12/2024

*বিসমিল্লাহির রহমানির রহীম*,
*মহান আল্লাহ তায়ালার বাণীর অ'থ সহ*

اَلَّذِیْنَ یَتَّبِعُوْنَ الرَّسُوْلَ النَّبِیَّ الْاُمِّیَّ الَّذِیْ یَجِدُوْنَهٗ مَكْتُوْبًا عِنْدَهُمْ فِی التَّوْرٰىةِ وَ الْاِنْجِیْلِ ٘ یَاْمُرُهُمْ بِالْمَعْرُوْفِ وَ یَنْهٰىهُمْ عَنِ الْمُنْكَرِ وَ یُحِلُّ لَهُمُ الطَّیِّبٰتِ وَ یُحَرِّمُ عَلَیْهِمُ الْخَبٰٓئِثَ وَ یَضَعُ عَنْهُمْ اِصْرَهُمْ وَ الْاَغْلٰلَ الَّتِیْ كَانَتْ عَلَیْهِمْ ؕ فَالَّذِیْنَ اٰمَنُوْا بِهٖ وَ عَزَّرُوْهُ وَ نَصَرُوْهُ وَ اتَّبَعُوا النُّوْرَ الَّذِیْۤ اُنْزِلَ مَعَهٗۤ ۙ اُولٰٓئِكَ هُمُ الْمُفْلِحُوْنَ۠

(আজ তারাই এ রহমতের অংশীদার) যারা এ প্রেরিত উম্মী নবীর আনুগত্য করে, যার উল্লেখ নিকট এখানে তাওরাত ও ইনজীলে লিখিত অবস্থায় পাওয়া যায়। সে তাদের সৎকাজের আদেশ দেয়, অসৎকাজ থেকে বিরত রাখে, তাদের জন্য পাক পবিত্র জিনিসগুলো হালাল ও নাপাক জিনিসগুলো হারাম করে এবং তাদের ওপর থেকে এমন সব বোঝা নামিয়ে দেয়। যা তাদের ওপর চাপানো ছিল আর এমন সব বাঁধন থেকে তাদেরকে মুক্ত করে যাতে তারা আবদ্ধ ছিল। কাজেই যারা তার প্রতি ঈমান আনে, তাকে সাহায্য সহায়তা দান করে এবং তার সাথে অবতীর্ণ আলোক রশ্মির অনুসরণ করে তারাই সফলতা লাভের অধিকারী।
সুরা- আল-আরাফ,আায়াত-১৫৭
*আজ*-
*১৬ জমাদিউস সানী -১৪৪৬ হিজরি*
*০৩ পৌষ -১৪৩১ বঙ্গাব্দ*,
*১৮-ডিসেম্বর- বুধবার- ২০২৪*

16/12/2024

*বিসমিল্লাহির রহমানির রহীম*,
*মহান আল্লাহ তায়ালার বাণীর অ'থ সহ*,
وَ اخْتَارَ مُوْسٰى قَوْمَهٗ سَبْعِیْنَ رَجُلًا لِّمِیْقَاتِنَا ۚ فَلَمَّاۤ اَخَذَتْهُمُ الرَّجْفَةُ قَالَ رَبِّ لَوْ شِئْتَ اَهْلَكْتَهُمْ مِّنْ قَبْلُ وَ اِیَّایَ ؕ اَتُهْلِكُنَا بِمَا فَعَلَ السُّفَهَآءُ مِنَّا ۚ اِنْ هِیَ اِلَّا فِتْنَتُكَ ؕ تُضِلُّ بِهَا مَنْ تَشَآءُ وَ تَهْدِیْ مَنْ تَشَآءُ ؕ اَنْتَ وَلِیُّنَا فَاغْفِرْ لَنَا وَ ارْحَمْنَا وَ اَنْتَ خَیْرُ الْغٰفِرِیْنَ

আর মূসা (তার সাথে) আমার নির্ধারিত সময়ে হাযির হবার জন্য নিজের জাতির সত্তর জন লোককে নির্বাচিত করলো। যখন তারা একটি ভয়াবহ ভূমিকম্পে আক্রান্ত হলো তখন মূসা বললোঃ “হে প্রভু! তুমি চাইলে আগেই এদেরকে ও আমাকে ধ্বংস করে দিতে পারতে। আমাদের মধ্য থেকে কিছু নির্বোধ লোক যে অপরাধ করেছিল সেজন্য কি তুমি আমাদের সবাইকে ধ্বংস করে দেবে? এটি তো ছিল তোমার পক্ষ থেকে একটি পরীক্ষা, এর মাধ্যমে তুমি যাকে চাও পথভ্রষ্ট করো আবার যাকে চাও হেদায়াত দান করো। তুমিই তো আমাদের অভিভাবক। কাজেই আমাদের মাফ করে দাও এবং আমাদের প্রতি অনুগ্রহ করো। ক্ষমাশীলদের মধ্যে তুমিই শ্রেষ্ঠ।
সুরা- আল-আরাফ,আায়াত-১৫৫
*আজ*-
*১৪ জমাদিউস সানী -১৪৪৬ হিজরি*
*০১ পৌষ -১৪৩১ বঙ্গাব্দ*,
*১৬-ডিসেম্বর- সোমবার- ২০২৪*

15/12/2024

*বিসমিল্লাহির রহমানির রহীম*,
*মহান আল্লাহ তায়ালার বাণীর অ'থ সহ*

وَ لَمَّا سَكَتَ عَنْ مُّوْسَى الْغَضَبُ اَخَذَ الْاَلْوَاحَ ۖ ۚ وَ فِیْ نُسْخَتِهَا هُدًى وَّ رَحْمَةٌ لِّلَّذِیْنَ هُمْ لِرَبِّهِمْ یَرْهَبُوْنَ

তারপর মূসা (আ:) ক্রোধ প্রশমিত হলে সে ফলকগুলি উঠিয়ে নিল। যারা নিজেদের রবকে ভয় করে তাদের জন্য ঐ সব ফলকে ছিল পথনির্দেশ ও রহমত।
সুরা- আল-আরাফ,আায়াত-১৫৪
*আজ*-
*১৩ জমাদিউস সানী -১৪৪৬ হিজরি*
*৩০ অগ্রহায়ন -১৪৩১ বঙ্গাব্দ*,
*১৫-ডিসেম্বর- রবিবার - ২০২৪*

13/12/2024

*বিসমিল্লাহির রহমানির রহীম*,
*মহান আল্লাহ তায়ালার বাণীর অ'থ সহ*
اِنَّ الَّذِیْنَ اتَّخَذُوا الْعِجْلَ سَیَنَالُهُمْ غَضَبٌ مِّنْ رَّبِّهِمْ وَ ذِلَّةٌ فِی الْحَیٰوةِ الدُّنْیَا ؕ وَ كَذٰلِكَ نَجْزِی الْمُفْتَرِیْنَ

(জওয়াবে বলা হলো) “যারা বাছুরকে মাবুদ বানিয়েছে তারা নিশ্চয়ই নিজেদের রবের ক্রোধের শিকার হবেই এবং দুনিয়ার জীবনে লাঞ্ছিত হবে। মিথ্যা রচনাকারীদেরকে আমি এমনি ধরনের শাস্তিই দিয়ে থাকি।
*আজ*-
*১১ জমাদিউস সানী -১৪৪৬ হিজরি*
*২৮ অগ্রহায়ন -১৪৩১ বঙ্গাব্দ*,
*১৩-ডিসেম্বর- শুক্রবার - ২০২৪*

I have reached 1.5K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
12/12/2024

I have reached 1.5K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

30/09/2024

বিসমিল্লাহির রাহমানির রাহীম,
মহান আল্লাহ তায়ালার বাণীর বাংলা অ'থ-,
তোমরা কামেচ্ছা পূরণের জন্য নারীদেরকে ছেড়ে পুরুষের কাছে গিয়ে থাক (আর এটা তো কোনও আকস্মিক ব্যাপার নয়;) বরং তোমরা এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।
সুরা—আল আ'রাফ - ৮১
আজ-
২৬ রবিউল আউয়াল-১৪৪৬ হিজরি
১৫ আশ্বিন-১৪৩১ বঙ্গাব্দ,
৩০- সেপ্টেম্বর - সোমবার -২০২৪

08/08/2024

১. বিকল্প আছে? বা বিকল্প দেখান!
উত্তর: বিকল্প তৈরি হচ্ছে। সময় হলে দেখতে পাবেন।

২. সব একই।
উত্তর: সব এক নয়। অতীতে যা হয়েছে, বর্তমান ও ভবিষ্যতে তা হবে না।

৩. এক দল খেয়েছে ১৭ বছর আর আরেক দল খাবে ১৭ বছর।
উত্তর: সেই সুযোগ আর দেয়া হবে না।

৪. আগেই তো ভালো ছিল।
উত্তর: আগের ভালোটা শুধুমাত্র সুবিধাভোগীদের জন্য ছিল। আপনি কি তাদের মধ্যে একজন?

৫. এইজন্যই কি দেশ স্বাধীন করলাম?
উত্তর: দেশ স্বাধীন করা হয়েছে উন্নয়ন ও সংস্কারের জন্য। এটা রাতারাতি হয় না, সময় লাগে। ১৫ বছর ধরে স্বৈরাচারের শাসন সহ্য করেছেন, সংস্কারের জন্য কিছু সময় ধৈর্য ধরুন।

৬. জাতি হিসেবে আমরা অসভ্যই থেকে গেলাম!
উত্তর: প্রতিটি জাতির মধ্যে কিছু অসভ্য মানুষ থাকে। কিন্তু এর জন্য পুরো জাতি অসভ্য হয় না। আমাদের সমাজে হয়তো অসভ্য বেশি, কিন্তু এর দায়ভার পূর্ববর্তী শাসকদের, যারা সমাজকে উন্নত করতে পারেনি। নতুনদের মাধ্যমে পরিবর্তন আসছে, আসবেই।

আপনার সব প্রশ্ন ও শঙ্কার উত্তর হচ্ছে: একটু ধৈর্য ধরুন, সময় দিন। পরিবর্তনে বিশ্বাস করুন এবং সহযোগিতা করুন। শুরুটা করুন নিজের মন-মানসিকতার পরিবর্তন দিয়ে।
The change starts from You.Stop being conventional and thinking the conventional way of supporting the symbol...that's called a CULT. দেশকে আরও ৫০-১০০ বছর পিছাবেন না........সামনের দিকে হাটেন...... পিছনের রাস্তায় পচা গোবর.....প্যান্টে লেগে যাবে
- Collected

02/08/2024
🇧🇩🇧🇩🇧🇩
31/07/2024

🇧🇩🇧🇩🇧🇩

23/03/2024

*বিসমিল্লাহির রাহমানির রাহীম*,
*মহান আল্লাহ তায়ালা বাণী*-
যারা আমার আয়াতের সমালোচনায় রত থাকে, তাদেরকে যখন দেখবে তখন তাদের থেকে দূরে সরে যাবে, যতক্ষণ না তারা অন্য বিষয়ে প্রবৃত্ত হয়। যদি শয়তান কখনও তোমাকে (এটা) ভুলিয়ে দেয়, তবে স্মরণ হওয়ার পর জালিম লোকদের সাথে বসবে না।
সুরা—আল আনআম - ৬৮
*আজ*-
*১২ রমাযান -১৪৪৫ হিজরি*
*০৯ চৈত্র -১৪৩০ বঙ্গাব্দ*,
*২৩- মা'চ - শনিবার -২০২৪*

Address

Faridpur
7830

Telephone

+8801881559468

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jummar Khudba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jummar Khudba:

Videos

Share