বসন্ত বিকেল

বসন্ত বিকেল যার ব্যবহার এবং ব্যক্তিত্ব আপনাকে ভালো মানুষ হতে উৎসাহিত করে,তাকে ভালোবাসুন
(5)

মানুষের নিন্দায় কখনই নিজের পথ পরিবর্তন করবেন না। কারণ সাফল্য আসে লজ্জা থেকে নয়, সাহস থেকে। 🥰🥀💖
30/12/2024

মানুষের নিন্দায় কখনই নিজের পথ পরিবর্তন করবেন না। কারণ সাফল্য আসে লজ্জা থেকে নয়, সাহস থেকে।
🥰🥀💖

সৃষ্টিকর্তা কাউকে ঠকান না।যাকে গায়ের রং দেননি তাকে মায়াভরা চেহারা দিয়েছেন।যাকে ঘন কালো চুল দেননি তাকে সুন্দর চোখ দিয়েছেন...
30/12/2024

সৃষ্টিকর্তা কাউকে ঠকান না।

যাকে গায়ের রং দেননি তাকে মায়াভরা চেহারা দিয়েছেন।

যাকে ঘন কালো চুল দেননি তাকে সুন্দর চোখ দিয়েছেন।

কাউকে মেধা দিয়েছেন আবার কাউকে দিয়েছেন অসাধারণ গুণ।

একজনকে হয়তো টাকা পয়সা দেননি কিন্তু দিয়েছেন অগাধ ভালোবাসার 'ক্ষমতা।

একজনকে হয়তো কিছুই দেননি তাকে দিয়েছেন সুন্দর মন-মানসিকতা।

কাউকে দিয়েছেন অসীম ধৈর্য সকল পরিস্থিতি মেনে নেওয়ার অসাধারণ ক্ষমতা।

10X

আবার কাউকে কিছুই না দিয়ে দিয়েছেন মানসিক শান্তি:

সৃষ্টিকর্তা কাউকে ঠকান না একদিক দিয়ে ঠিক পূর্ন করে দেন।

629

তাই আপনি যেমনি হোন না কেন কোনো আফসোস নয়। রবের প্রতি সর্ব অবস্থায় শুকরিয়া করে বলুন 'আলহামদুলিল্লাহ"

30/12/2024

স্বামী, রাতে দেরি করে পৌছেছিল??

মানুষের ভাগ্য ততোবার পরিবর্তন হয়...!-যতবার সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে..!-আলহামদুলিল্লাহ...!🥰🥰
29/12/2024

মানুষের ভাগ্য ততোবার পরিবর্তন হয়...!

-যতবার সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে..!

-আলহামদুলিল্লাহ...!🥰🥰

28/12/2024

যৌবন কাল??

মানুষের নিন্দায় কখনই নিজের পথ পরিবর্তন করবেন না। কারণ সাফল্য আসে লজ্জা থেকে নয়, সাহস থেকে। 🥰🥀💖  #বসন্তবিকেল
28/12/2024

মানুষের নিন্দায় কখনই নিজের পথ পরিবর্তন করবেন না। কারণ সাফল্য আসে লজ্জা থেকে নয়, সাহস থেকে।
🥰🥀💖 #বসন্তবিকেল

رَبَّنَا لَا تُزِغۡ قُلُوۡبَنَا بَعۡدَ اِذۡ هَدَیۡتَنَا وَ هَبۡ لَنَا مِنۡ لَّدُنۡکَ رَحۡمَۃً اِنَّکَ اَنۡتَ الۡوَهَّابُ...
27/12/2024

رَبَّنَا لَا تُزِغۡ قُلُوۡبَنَا بَعۡدَ اِذۡ هَدَیۡتَنَا وَ هَبۡ لَنَا مِنۡ لَّدُنۡکَ رَحۡمَۃً اِنَّکَ اَنۡتَ الۡوَهَّابُ
হে আমাদের রব, আপনি হেদায়াত দেওয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। নিশ্চয় আপনি মহাদাতা।♥️ (সুরা আলে ইমরান: ৮)

#বসন্তবিকেল

রিজিকঃ এর চারটি স্তর।১. রিজিকের সর্বনিম্ন স্তরঃ টাকা, পয়সা, অর্থ,  সম্পদ ।২. সর্বোচ্চ স্তরঃ শারীরিক ও মানসিক সুস্থতা।৩. ...
26/12/2024

রিজিকঃ এর চারটি স্তর।

১. রিজিকের সর্বনিম্ন স্তরঃ টাকা, পয়সা, অর্থ, সম্পদ ।

২. সর্বোচ্চ স্তরঃ শারীরিক ও মানসিক সুস্থতা।

৩. সর্বোত্তম স্তরঃ পুণ্যবান স্ত্রী ও পরিশুদ্ধ নেক সন্তান

৪. পরিপূর্ণ স্তরঃ মহান আল্লাহর সন্তুষ্টি। #বসন্তবিকেল

ধরুন, বাসের ভাড়া দিয়ে নেমে দেখলেন, ভাংতি হিশেবে হেল্পার আপনাকে যে বিশ টাকার নোটটা ধরিয়ে দিয়েছে সেটাতে তিনটা তালিজোড়া। আপ...
24/12/2024

ধরুন, বাসের ভাড়া দিয়ে নেমে দেখলেন, ভাংতি হিশেবে হেল্পার আপনাকে যে বিশ টাকার নোটটা ধরিয়ে দিয়েছে সেটাতে তিনটা তালিজোড়া। আপনাকে নিতান্তই অসাবধান এবং সরল পেয়ে বেচারা হাসতে হাসতেই তার ‘চালাতে না পারা’ নোটখানা ধরিয়ে দিয়ে হাওয়া হয়ে গেছে।

বাস থেকে নেমে আপনি রিক্সায় উঠলেন। রিক্সা ভাড়া চল্লিশ টাকা। মোক্ষম একটা সুযোগ এলো আপনার হাতে—হেল্পারের ধরিয়ে দিয়ে যাওয়া ছেঁড়া বিশ টাকার নোটটাকে অন্য একটা বিশ টাকার নোট, কিংবা দুটো দশ টাকার নোটের সাথে মিশিয়ে দিয়ে রিক্সাওয়ালার কাছে আপনি তা অনায়েশে চালিয়ে দিতে পারেন। বেচারা টের পেলে তো পেলোই, না পেলে নির্বিঘ্নে আপদটা অন্যের ঘাঁড়ে উঠিয়ে দেওয়া গেল!

কিন্তু, সেই ছেঁড়া বিশ টাকার নোট অন্য নোটের সাথে মিশিয়ে রিক্সাওয়ালাকে গছাতে গিয়ে শেষ পর্যন্ত পারলেন না।

আপনি ভাবলেন—কেউ একজন আমার সাথে অন্যায় করেছে বলে সেই একই অন্যায় আমি অন্য একজনের সাথে করতে পারি? এমনও তো হতে পারে—এই ছেঁড়া নোট রিক্সাওয়ালাটা কোথাও চালাতে পারল না। এই নোট চলবে না বলে তাকে দোকানদার চাল না দিতে পারে, ওষুদের দোকানদার ওষুদ না দিতে পারে, এমনকি—নিজের মেয়ের জন্য একটা খেলনা কিনতে গেলেও এই ছেঁড়া নোটের কারণে তাকে ফেরত আসতে হতে পারে।

মানিব্যাগ থেকে নোটটা বের করতে গিয়েও শেষ পর্যন্ত বের করা হলো না আপনার। রিক্সাওয়ালাকে চকচকে দুটো বিশ টাকার নোট দিয়ে ছেঁড়া নোটটাকে মানিব্যাগের অবহেলিত কোণটায় গুঁজে রাখলেন।

এই যে শেষ মুহূর্তের এই বোধ—এটার নাম হলো তাকওয়া। এই কাজটার সাক্ষী কেবল আপনি আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুনিয়ার আর কেউ এই ব্যাপারে জানে না। না আপনাকে ধোঁকা দিয়ে যাওয়া সেই বাসের হেল্পার, না যে রিক্সাওয়ালাকে আপনি ধোঁকায় ফেলতে যাচ্ছিলেন সে—কেউ না।

হতে পারে, কেবল এমন একটা অতি-ক্ষুদ্র কাজের জন্য আখিরাতে আপনি জান্নাতে পৌঁছে যাবেন। হতে পারে আপনার সেদিনকার এই কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এতো পছন্দ হয়ে যায় যে—তিনি আপনার পূর্বের আর পরের সমস্ত গুনাহ মাফ করে দেবেন।

কখনোই কোন ভালো কাজকে তুচ্ছ জ্ঞান করে এড়িয়ে যাবেন না। হয়তো, ওই কাজটাই হয়ে উঠবে আখিরাতে আপনার নাজাতের চাবিকাঠি।

যৌবনে চাচাও সুন্দরী,    শ্রাবণে নদীও কুমারী,    ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী,        শক্তি আর টাকা থাকলে মূর্খও জ্ঞানী ...
24/12/2024

যৌবনে চাচাও সুন্দরী,

শ্রাবণে নদীও কুমারী,

ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী,

শক্তি আর টাকা থাকলে মূর্খও জ্ঞানী

রাসূলুল্লাহ ﷺ বলেছেন, কোন মহিলা ঐ সময় অবধি ঈমানের স্বাদ  বা তৃপ্ততা পাবে না, যতক্ষন পর্যন্ত নিজের স্বামীর হক্ব আদায় না ক...
23/12/2024

রাসূলুল্লাহ ﷺ বলেছেন, কোন মহিলা ঐ সময় অবধি ঈমানের স্বাদ বা তৃপ্ততা পাবে না, যতক্ষন পর্যন্ত নিজের স্বামীর হক্ব আদায় না করবে। [সহীহ আত-তারগীব-১৯৩৯] #বসন্তবিকেল

তিন বন্ধু মিলে সিঙ্গাপুরে বেড়াতে গেলেন। তারা সেখানে একটি হোটেলে উঠলো এবং রুম পেয়েছেন ৭০ তলায়।তবে হোটেলের নিয়ম অনুযায়...
22/12/2024

তিন বন্ধু মিলে সিঙ্গাপুরে বেড়াতে গেলেন। তারা সেখানে একটি হোটেলে উঠলো এবং রুম পেয়েছেন ৭০ তলায়।
তবে হোটেলের নিয়ম অনুযায়ী,রাত ১২ টার পর লিফ্ট বন্ধ থাকে!
একদিন তারা ঘুরতে বের হল। কিন্তু তারা ফিরতে দেরি হয়ে গেল। হোটেলে এসে দেখে লিফ্ট বন্ধ, তারা চিন্তায় পড়ে গেলেন, কিভাবে ৭০ তলায় হেঁটে উঠবে!
পরে সিদ্ধান্ত নিয়ে তারা উপরে উঠতে লাগল। তাদের মধ্যে একজন গল্প আরম্ভ করল!
তার গল্প শেষ হতে হতে তারা,২৫ তলায় পৌঁছাতে সক্ষম হলো !
এরপর আরেক জন
গানকরা আরম্ভ করল। গান শুনতে শুনতে দেখে ৫০ তলায় এসে গেছে !
এখন কি করা যায়?
তারপর তৃতীয় জন, গান , গল্প কিছুই পারেন না, তাই তার জীবনের ঘটে যাওয়া দুঃখ-কষ্ঠের কথা শুরু করলেন । তার সব ঘটনা যখন বলা শেষ হয়, তখন তারা ৭০ তলায় গিয়ে পৌছে!

তারা যখন দরজা খুলতে গেল,দুর্ভাগ্য ক্রমে দেখা গেল ,চাবিটা রিসেপশনে!
তবে এখনকি আর সম্ভব! নিচে গিয়ে চাবি নিয়ে আসা?
এমনি ভাবে, আমরা যখন জীবনের তিনটি ধাপ পার করে, কবরে গিয়ে পৌছবো , যখন জান্নাতের সামনে গিয়ে দেখবো চাবিতো(নামাজ) দুনিয়ায় থেকে আনতে পারিনি , তখন কি আর দুনিয়ায় ফিরে যাওয়া সম্ভব হবে?
তাই প্রতিদিন জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, জান্নাতের চাবিটা সাথে রাখার প্রয়োজন নয় কি?
মহান রাব্বুল আল আমিন, আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুন, (আমিন)

ফজরের নামাজে ঘুমের ঘর আর এশার নামাজে অলসতা!!!আমাদের অনেকেরই এই দুই জিনিসের জন্য এশার এবং ফজরের সালাত ছুটে যায়"!!রসূল (সা...
20/12/2024

ফজরের নামাজে ঘুমের ঘর আর এশার নামাজে অলসতা!!!
আমাদের অনেকেরই এই দুই জিনিসের জন্য এশার এবং ফজরের সালাত ছুটে যায়"!!

রসূল (সাঃ) বলেছেন....
"এশার ও ফজরের নামাজের মত আর কোন নামাজ মুনাফিকদের কাছে বেশি ভয়াবহ মনে হয় না। তবে যদি তাঁরা জানতো এই দুই নামাজের মধ্যে কি (ফজিলত) আছে: তাহলে তাঁরা হামাগুরি দিয়ে হলেও নামাজে আসতো"!
[বুখারী ও মুসলিম]
(সহীহ্ বুখারী-৩৮৬১)

আরও বলা হয়েছে "মৃত্যুর পর তাদের মাথা পাথর দিয়ে ভাঙ্গা হবে যারা ফরজ নামাজ না পড়ে ঘুমিয়ে ছিলো।"
[বুখারী -৭০৪৭]

~আল্লাহ সবাইকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুক। #বসন্তবিকেল

ধার্মিক এক যুবক দ্বীনদার এক মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। কিন্তু মেয়ের বাবা প্রস্তাব মেনে নেন নি; কারণ ছেলেটা ছিল গরীব।...
09/12/2024

ধার্মিক এক যুবক দ্বীনদার এক মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। কিন্তু মেয়ের বাবা প্রস্তাব মেনে নেন নি; কারণ ছেলেটা ছিল গরীব।

কিছুদিন পরে আরেকজন যুবক বিয়ের প্রস্তাব দেয়। যদিও সে ধনী ছিল, কিন্তু তার পাপের কথা লোকদের অজানা ছিল না। অথচ মেয়ের বাবা প্রস্তাবটি সাথে সাথে মেনে নেন।

মেয়ে বিয়েতে অমত পোষণ করলে বাবা তাকে বার বার বোঝাতে লাগলেন। বললেন, "দেখ, আল্লাহ চাইলে তাকে হেদায়েত দিতে পারেন।"

একথা শুনে মেয়েটি বলল, "যিনি হেদায়েত দানের মালিক, তিনি কি রিযিক দানের মালিক নন?"🍂🌸

[শায়খ আল মুনাজ্জিদ (হাফি.)

Address

Faridpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when বসন্ত বিকেল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বসন্ত বিকেল:

Videos

Share