31/08/2022
কেন করব?
মুক্তপেশা''' (Freelancing), কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে মুক্তভাবে কাজ করাকে বোঝায়। যারা এধরণের কাজ করেন তাদের বলা হয় "মুক্ত পেশাজীবী" (Freelancer)।
প্রথমত ফ্রিল্যান্সিং একটি লাভলনক ক্যারিয়ার। বাংলাদেশ সরকার ফ্রিল্যান্সিং খাতে বলেন বিনিয়োগ করছে ও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নতুন নতুন ফ্রিল্যান্সার তৈরিতে জোড় দিচ্ছে। তাই ফ্রিল্যান্সিং একটি সম্ভাবনাময় পেশা।
দ্বিতীয়ত, এই পেশায় ভালো পরিমানের টাকা আয়ের সুযোগ রয়েছে। চাকরি করে মাসে ১ লক্ষ টাকার সেলারি পেতে আপনার ৫-৮ বছর বা তারো বেশি সময় লাগবে। কিন্তু এই পেশায় সফলভাবে নামতে পারলে আপনি ২-৩ বছরে লক্ষ টাকা আয় করার উপযোগী ফ্রিলান্সার হতে পারেন।