Maria's Paradise

Maria's Paradise আলহামদুলিল্লাহ।

সচেতন থাকুন, Scabies প্রতিরোধ করুন! শেয়ার  করে দিন। আপনাকে সচেতন করা আমার লক্ষ। Scabies (বাংলায় খোশ/পাচড়া) বর্তমানে বাংল...
16/01/2025

সচেতন থাকুন, Scabies প্রতিরোধ করুন! শেয়ার করে দিন। আপনাকে সচেতন করা আমার লক্ষ।

Scabies (বাংলায় খোশ/পাচড়া) বর্তমানে বাংলাদেশে একটি ভয়াবহ সংক্রামক ব্যাধি হিসেবে ছড়িয়ে পড়েছে।
🔹 এটি Sarcoptes scabiei নামক ক্ষুদ্র পরজীবি দ্বারা সৃষ্ট, যা শরীরের তীব্র চুলকানি, জ্বালাপোড়া, অস্বস্তি, এবং রাতে ঘুমের ব্যাঘাত ঘটায়।
🔹 রোগটি খুব দ্রুত একজন থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ে, এমনকি আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র থেকেও সংক্রমিত হয়।
Scabies-এর ভয়াবহতা....

★এটি অস্বস্তিকর অবস্থার সৃষ্টি করে এবং অনেক পরিবার এই রোগের চিকিৎসা পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করতে পারে না।

★যদিও চিকিৎসার খরচ কম, তবে পদ্ধতিটি অনেকের জন্য জটিল।

★আপনার করণীয়:
✅ ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন।
✅ আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত পোশাক, বিছানার চাদর ইত্যাদি আলাদা রাখুন।
✅ চিকিৎসকের পরামর্শ নিয়ে দ্রুত ব্যবস্থা নিন।
✅ আশেপাশের মানুষদের সচেতন করুন।

জাতীয় পর্যায়ে প্রয়োজন:
➡️ সরকারিভাবে জনগণকে সচেতন করা।
➡️ আক্রান্ত পরিবারগুলোকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান।

Scabies প্রতিরোধে আমরা সবাই একসাথে সচেতন হই এবং অন্যদের সহযোগিতা করি।
#স্বাস্থ্যসচেতনতা

15/01/2025

don’t no,,,,,,,,,, কেন কেন কেন,,,, answer loading


মাঝে মাঝে নিজের উপরে ভীষণ বিরক্ত লাগে,,, এমন লাগে হয়তো খোলা আকাশটা আমার হলেও হতে পারতো,,,, কিন্তু কেন হলোনাআমিও চেয়েছিলা...
15/01/2025

মাঝে মাঝে নিজের উপরে ভীষণ বিরক্ত লাগে,,,
এমন লাগে হয়তো খোলা আকাশটা আমার হলেও হতে পারতো,,,, কিন্তু কেন হলোনা

আমিও চেয়েছিলাম রবের কাছে,,,,, যেখানে কোন কিছুর কমতি নাই,,,,,,
আচ্ছা না পাওয়া বা কস্টেই কি রবকে সবার বেশি মনে পরে?

আচ্ছা রবকে কি আমরা পূর্নতাতেও মনে করে শুকরিয়া আদায় করতে পারিনা

আমি চোখের বিন্দু বিন্দু পানিকে খুব ভয় পাই
আমি চাইনা কস্টের সাক্ষী হয়ে তারা আমার কাছে আসুক
তারা আনন্দের পূর্নতা হয়ে আমার চোখের কোনায় জমা হোক,,, আর বিন্দু বিন্দু করে আমার গাল বেয়ে গড়িয়ে পরুক

কথা জমা হয়,,,,,,,,,,, লিখাও হয়,,,,,,,, আবার একটা ব্যাক স্পেস চেপে সব মুছেও ফেলা হয়,,,,,,,,,,

দিন শেষে তো কথার বোঝাই ভাড়ি হয়,,,,,, যা বয়ে বেড়ানো কঠিন

কলমে : মারিয়া- Maria Akter
উদ্ভট বেমানান লিখা লিখি আমার 💌

"ভুল সঙ্গী আপনাকে শেখাবে যে আপনি সবকিছু নিজে নিজে পরিচালনা করতে পারেন। "সঠিক সঙ্গী জানে তুমি পারবে কিন্তু তোমাকে দিতে দি...
13/01/2025

"ভুল সঙ্গী আপনাকে শেখাবে যে আপনি সবকিছু নিজে নিজে পরিচালনা করতে পারেন। "

সঠিক সঙ্গী জানে তুমি পারবে কিন্তু তোমাকে দিতে দিবে না।

তারা আপনার পাশে থাকবে, লোড ভাগ করবে, এবং আপনাকে একসঙ্গে উন্নতি করতে সাহায্য করবে।

একটি সত্যিকারের অংশীদারিত্বের মধ্যে, ঐক্যতে শক্তি পাওয়া যায়, বিচ্ছিন্নতা নয়। 🤍

collected

সুকুনের তালাশে আমরা মরিয়া হয়ে যাইকিন্তু সুকুনের দেখা মেলেনা কোথাওআর এটাই হয়তো বাস্তব জীবনে হয়,,,,,সুকুনের সাথে জিন্দেগী ...
11/01/2025

সুকুনের তালাশে আমরা মরিয়া হয়ে যাই
কিন্তু সুকুনের দেখা মেলেনা কোথাও

আর এটাই হয়তো বাস্তব জীবনে হয়,,,,,
সুকুনের সাথে জিন্দেগী পার করার মজা একমাত্র ভাগ্যবানরাই উপলব্ধি করতে পারেন।
🥀💝

11/01/2025

হাসলে হাসো না হাসলে দাত গুলান ব্যাংকে জমা রাখো
😁😁😁😁😁😁😁😁
নানা নাতীনের কার্যকলাপ 🤭🤭😵‍💫😵‍💫

The best form of patience is when you choose to remain silent even though your emotions are struggling to be heard.And t...
11/01/2025

The best form of patience is when you choose to remain silent even though your emotions are struggling to be heard.

And the best strength is when you choose to smile even though the tears can no longer be stopped 🥀

মানুষ হঠাৎ করেই কঠিন হয়ে যায়-অনেকটা কঠিন!কেনো হয় জানেন? ইচ্ছে করে..?উমহু,,,,, একেবারেই না।তাকে পরিস্থিতিতে ফেলে জোড় করে ...
10/01/2025

মানুষ হঠাৎ করেই কঠিন হয়ে যায়-
অনেকটা কঠিন!
কেনো হয় জানেন?
ইচ্ছে করে..?
উমহু,,,,, একেবারেই না।
তাকে পরিস্থিতিতে ফেলে জোড় করে
কঠিন বানিয়ে দেওয়া হয়!
ওই মানুষগুলোই বানিয়ে দেয়
যারা অন্যের অনুভূতি বোঝে না-
খারাপ লাগা বোঝে না-
একটা কথা বললে
সেই কথার আঘাত কোথায় গিয়ে দাঁড়ায়
তা বোঝে না-
কাউকে ভেঙে দিলে
ওই মানুষটার বেঁচে থাকা কতটা দুর্বিসহ হয়
সেটা বোঝে না!
তারাই সহজ সরল মানুষদের
বাস্তবতা শিখিয়ে কঠিন বানিয়ে দেয়!

কলমে: সন্ধ্যাবাতি

আমি কি ছিলাম কি হইছি কি হবোকি কি কি এর ব্যাড়াজালে আটকে থাকার দরকার কিসবারই একটা নিজস্ব গন্ডি আছে,,,,,লোকে কি বলবে সেই চি...
09/01/2025

আমি কি ছিলাম কি হইছি কি হবো

কি কি কি এর ব্যাড়াজালে আটকে থাকার দরকার কি

সবারই একটা নিজস্ব গন্ডি আছে,,,,,
লোকে কি বলবে সেই চিন্তায় সয়ে নেওয়া, আর সইতে সইতে মরে যাওয়ার কি কোন দরকার আছে?

আরেহ সমাজের লোকের মুখে তো লেহাজ নাই, তাই যা মুখে আসবে তাই বলবে🥹

খারাপ ব্যাপার গুলাতে প্রতিবাদ করলে যদি দুই কথা লোকে শুনায় শান্তি পায় তাহলে আমাদেরও উচিৎ তাদের শান্তি দেওয়া

এক দ্বীনি বোনের মৃত্যুর সংবাদ নিউজফিড জুড়ে আছে,,,,,,
পোস্ট গুলা পড়ে পড়ে অন্তরে ব্যাথা অনুভব হচ্ছে
আমার রব উত্তম পরিকল্পনাকারী ও প্রতিদানকারী
নিশ্চয়ই বোনটাকে উত্তম প্রতিদান দান করবেন দোজাহানের মালিক🤲

একটা সম্পর্ক ভালোভাবে টিকিয়ে রাখার জন্য কিছু বিষয় মেনে চলতে হয়... #বিশ্বাস - আপনার ভালোবাসার মানুষটির বিশ্বাস অর্জন করুন...
08/01/2025

একটা সম্পর্ক ভালোভাবে টিকিয়ে রাখার জন্য কিছু বিষয় মেনে চলতে হয়...

#বিশ্বাস - আপনার ভালোবাসার মানুষটির বিশ্বাস অর্জন করুন। দেখবেন সব ভালো ভাবে চলবে। কখনোই যেন সন্দেহ সৃষ্টি না হয় দুজনার মাঝে। একটা সম্পর্কে যদি সন্দেহ চলেই আসে তবে নিজে নত হোন। বুঝিয়ে বলুন। দেখবেন মানুষটা আপনাকে বুঝবে।

#ত্যাগ - আপনার সম্পর্ক মধুর করে গড়ে তোলার জন্য অনেক ত্যাগ করতে হবে। হয়ত ভাববেন সে তো করছে না, কিন্তু মনে রাখবেন আপনাকে দেখেই সে ত্যাগ করা শিখবে।

#সময় - ভালোবাসার মানুষটিকে সময় দিতে শিখুন। তার সাথে নিজের কথা বলুন। তাকে বুঝতে পারলেই আপনি সফল। আর এই সফলতা আনার জন্য সময় দিতেই হবে।

#বুঝা - অনেক সময় নানা সমস্যার জন্য আপনার ভালোবাসার মানুষটা মন খারাপ করে থাকবে। কিন্তু সে আপনাকে কিছু না বলতে পারে। এক্ষেত্রে আপনার তাকে বুঝতে হবে। তার মনকে আপনার মন দিয়ে পড়ুন। দেখবেন তার মনের সব কথা আপনার সামনে চলে আসবে।

#পবিত্রতা - আমি এই যুগের ছেলে, কিন্তু তবু বলবো, এখন প্রেম মানেই মানুষ শারীরিক সম্পর্কের কথা ভাবে। ভুলেও এসব করবেন না। প্রথমত আপনার ধর্ম তা আপনাকে করতে না করেছে। আর দ্বিতীয়ত আপনার এই লালসার জন্য একটা সুন্দর সম্পর্কের ইতি ঘটিয়ে ফেলতে পারেন নিজের অজান্তেই।

#উপহার - হ্যা, আপনি ভাবতে পারেন অনেক দামী কিছু কিনে দিলেই হলো। তাই যদি ভাবেন তাহলে বলবো আপনি ভুল। কাচা ফুলের চাইতে কিন্তু নকল ফুলের দাম বেশি। তাও মানুষ কাচা ফুল ভালোবাসে। তাই সে কি দিলে খুশি হবে সেটা ভাবুন।

#যত্ন - ভুলেও আপনার ভালোবাসাকে এতটুকুও অবহেলা করবেন না। যত্ন করতে শিখুন। মনে রাখবেন প্রিয় মানু্ষের অবহেলার চেয়ে কষ্টের আর কিছু নাই।

#ভালোকথা - তাকে ভালো কথা বলুন। যাতে করে সে বুঝতে পারে আপনি একজন ভালো মানুষ। তাকে ধর্ম নিয়ে কথা বলুন। তার পড়াশোনা নিয়ে কথা বলুন। ভালো থাকবে সম্পর্ক।

মূলত আপনার সম্পর্ক কেমন যাবে সেটা আপনার উপরে নির্ভর করে। সে আগে এটা সেটা করবে এমনটা ভাববেন না। নিজেকে আগে তুলে ধরুন দেখবেন সেও আপনার মত হয়ে যাবে।

পৃথিবীর প্রতিটা সম্পর্ক হোক মধুর। এক হয়ে যাক সকল ভালোবাসা 💏💝
🥀❤️🥀

কালেক্টেড,,, বাট শিক্ষনীয় তাই টুক করে শেয়ার করে দিলাম 👍

motivation যখন আপনি আপনার জীবনের প্রতিটি বিষয় বন্ধুদের জানানো বন্ধ করবেন, তখন শত্রুরা তথ্যের অভাবে অসহায় হয়ে পড়বে।কো...
08/01/2025

motivation
যখন আপনি আপনার জীবনের প্রতিটি বিষয় বন্ধুদের জানানো বন্ধ করবেন, তখন শত্রুরা তথ্যের অভাবে অসহায় হয়ে পড়বে।

কোনো গসিপ ছড়ানোর সুযোগ থাকবে না।আপনার সিদ্ধান্ত নিয়ে কেউ কটাক্ষ করতে পারবে না।

সবাই, যাদের আপনি বন্ধু মনে করেন বা বন্ধু বলে ডাকেন, তারা সত্যিকারের বন্ধু নয়।

কিছু মানুষ কেবল শত্রুদের খবর পৌঁছানোর জন্যই আপনার বন্ধু সাজে।

আপনার কাকে বন্ধু মনে করবেন, সে বিষয়ে সতর্ক থাকুন, কারণ পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক শত্রুদের মধ্যে একজন হলো সেই ব্যক্তি, যিনি বন্ধু সেজে আপনার আস্থা অর্জন করে।

গোপনীয়তাই আপনার শক্তি মানুষ যা জানে না তা তারা নষ্ট করতে পারবে না।

কপি

❝ দুঃখ পুষতে নেই,চায়ের ধোঁয়া'র সাথে উড়িয়ে দিতে হয়!  দুঃখ পুষলে মানুষ কাঁদতে ভুলে যায়,পাথর হয়ে যায়, অনুভূতি মরে যায় সযত্ন...
07/01/2025

❝ দুঃখ পুষতে নেই,
চায়ের ধোঁয়া'র সাথে উড়িয়ে দিতে হয়!

দুঃখ পুষলে মানুষ কাঁদতে ভুলে যায়,
পাথর হয়ে যায়,
অনুভূতি মরে যায় সযত্নে ❞ 💔✨

আমরা মাঝে মাঝে এতোটাই সপ্ন দেখে ফেলি,,,,,যে সপ্ন হুট করে ভেজ্ঞে গেলে যেই পরিমান কস্ট হয়,,,, তা কোন কিছুতেই পোষানো যায়না,...
06/01/2025

আমরা মাঝে মাঝে এতোটাই সপ্ন দেখে ফেলি,,,,,
যে সপ্ন হুট করে ভেজ্ঞে গেলে
যেই পরিমান কস্ট হয়,,,, তা কোন কিছুতেই পোষানো যায়না,,,,,
দুনিয়া সপ্নের জগত,,,, তাই আমরা হয়তো সপ্ন দেখি

আল্লাহ'র ইচ্ছায় অর্থ মানুষের প্রায় সকল চাহিদা পুরণ করতে পারলেও ১০০% মানসিক শান্তি দিতে পারেনা।কিন্তু এই অর্থই জীবনের অবি...
05/01/2025

আল্লাহ'র ইচ্ছায় অর্থ মানুষের প্রায় সকল চাহিদা পুরণ করতে পারলেও ১০০% মানসিক শান্তি দিতে পারেনা।

কিন্তু এই অর্থই জীবনের অবিচ্ছেদ্য অংশ বিশেষ

মানুষ আসলে কোথায় বন্দী
অর্থের কাছে নাকি মুল্যায়নের কাছে?

--মানুষের যত্ন আর প্রায়োরিটি পাওয়া'ও একটা রিজিক, যেটা সবার কপালে থাকে না..!!🙂🌸
17/12/2024

--মানুষের যত্ন আর প্রায়োরিটি পাওয়া'ও একটা রিজিক, যেটা সবার কপালে থাকে না..!!🙂🌸

কিচেন টিপস। কাঁচা মরিচ তো প্রায় সব তরকারিতেই দেয়া লাগে..এই জিনিস টার দাম ও উঠে নামে.. একসাথে বেশি করে আনলে নরমালে রাখলে ...
30/09/2024

কিচেন টিপস।

কাঁচা মরিচ তো প্রায় সব তরকারিতেই দেয়া লাগে..
এই জিনিস টার দাম ও উঠে নামে..
একসাথে বেশি করে আনলে নরমালে রাখলে পঁচে যায় বা আস্ত ডিপ করে রাখলে নামানোর পর কেটে তরকারি তে দিতে দিতে কালো হয়ে যায়..
তাই একটা সহজ জিনিস হলো এভাবে কেটে রাখবেন.. বেশ কয়েক টা উপকার হবে এতে

১.প্রতিদিন কাটার ঝামেলা থাকবেনা।
২.পঁচে যাওয়ার চান্স নাই।
৩.তরকারি তে দেয়ার সাথে সাথে আবার ডিপে রাখতে হবে কালো হয়ে যাবেনা।
৪. স্বাদ পারফেক্ট পাবেন ইন শা আল্লাহ।

টিপস টা ভালো লাগলে দোয়া দিয়ে দিয়েন

কপি.....

#পিওরপার্কবিডি

゚ #ভাইরাল

মাসনা নিয়ে তোলপার বাংলাদেশ,,,,,,,আল্লাহর বিধান কিছুতেই অস্বীকার করবো না,,,,ইনবক্সে এই লিংক মেলাগুলা আসছে,,,, কিন্তু আমার...
28/09/2024

মাসনা নিয়ে তোলপার বাংলাদেশ,,,,,,,
আল্লাহর বিধান কিছুতেই অস্বীকার করবো না,,,,

ইনবক্সে এই লিংক মেলাগুলা আসছে,,,,
কিন্তু আমার প্রশ্ন,,,
ছবিটাতে সবাইকে একসঙ্গে দেখিয়েছে,,,,,
আপনি পারবেন না এই ছবির মতোন জীবন গড়তে অথচ কত্তো কত্তো খোয়ায়েস,😑😑😑

এ জানবেনা, ও জানবেনা, সে জানবেনা,,,,
এটা বাংলাদেশ,,, মধ্যপ্রাচ্যে না,,,,,,,,,

চুলাচুলি লাগানোর পায়তাড়া খালি,,,
মাসনা করতে বেশি শখ হলে বা নবীর সুন্নাহ পালন করার অধীক আগ্রহ থাকলে বীরের মতোন সুন্নাহ পালন করবেন,,
আমার নবী বীরের মতোন দ্বায়ীত্ব নিয়েছিলেন,,,, তার স্ত্রীদের,,,,,, লুকিয়ে না,,,

সিস্টার্স গ্রুপ গুলোতে মাসনার স্বীকার হওয়া ভুক্তভোগী আপুদের কাহিনী শুনলে চোখের পানি ধরে রাখা যায়না,,,,,,

লম্বা লম্বা দাড়ি নিয়ে কি ধোকাটাই না দেয়,,,, আগের পরিবারকে না জানিয়ে বিয়ে করে 🥹🥹
আমাদের দেশের মেয়েরা এই কাহিনি শোনার পরে সাহসই করতে পারেনা এই স্টেপ নিতে,,,

কিন্তু মেয়েদের শোনায়, আপনারা কি সুন্নাহ পালন করবেন না,,,আগ্রহীনা,,কেমন মুসলিমাহ আপনি,,,,,,😥

জানি আমার কথায় ১০১ টা ভুল ধরবেন কেউ কেউ,,,,,ভাইরে আমি কোন আলেম উলামা ফ্যামিলির মেয়ে না,,,
কিন্তু প্রতিনিয়তই বাস্তবতা দেখি,,,,,দেখছি,

বিচ্ছেদের ডাক যদি একবার এসে যায়,,,,,তাহলে একেরপর এক বিচ্ছেদের বন্যা বয়ে যায়,,,,,,,,,,,,সব সম্পর্কেরই
24/09/2024

বিচ্ছেদের ডাক যদি একবার এসে যায়,,,,,
তাহলে একেরপর এক বিচ্ছেদের বন্যা বয়ে যায়,,,,,,,,,,,,সব সম্পর্কেরই

Address

Faridpur
7800

Telephone

+8801674330340

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maria's Paradise posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Maria's Paradise:

Videos

Share

Category