ফরিদপুর পরিবার

ফরিদপুর পরিবার আপনি যদি ফরিদপুরিয়ান হন তাহলে আমাদের পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।
ধন্যবাদ
(3)

24/12/2023

এই মাসের শেষের তারিখটা কিন্তু একদম জোস। (12/31/23) সবগুলো একত্রে করলে 123123.

দিনটা স্মরণীয় করতে চাইলে বিয়ে করে ফেলুন।🤭🤭

দুর্দান্ত টিম কোতয়ালী থানা ফরিদপুর এবং নবাগত অফিসার ইনচার্জ মোঃশহিদুল ইসলাম স্যারের  সফলতা।ফরিদপুরে সাম্প্রতিক সময়ে  ডিস...
21/12/2023

দুর্দান্ত টিম কোতয়ালী থানা ফরিদপুর এবং নবাগত অফিসার ইনচার্জ মোঃশহিদুল ইসলাম স্যারের সফলতা।ফরিদপুরে সাম্প্রতিক সময়ে ডিসি অফিসের রেকর্ড রুমে চুরি হওয়া ১২ টি ল্যাপটপের মধ্যে মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে সব কয়টি ল্যাপটপ উদ্ধার।ধন্যবাদ বন্ধু Sujan Biswas কে তোমার দুর্দান্ত পারফরমেন্স দিয়ে প্রমাণ করলে পুরান চাল ভাতে বলে।ধন্যবাদ আমাদের টিমের সবাইকে যারা এই অভিযানের সাথে থেকে সবসময় পরামর্শ ও দিকনির্দেশনা দিয়েছে।

ছেলেটি  ভৈরব বাজার রেলওয়ে স্টেশনে সারাদিন ঘোরাঘুরি করছে সাহায্য চাচ্ছে। সে বলছে সবাই ৫/১০ টাকা দিয়ে দেয়।কেউ আমাকে হাসপা...
19/12/2023

ছেলেটি ভৈরব বাজার রেলওয়ে স্টেশনে সারাদিন ঘোরাঘুরি করছে সাহায্য চাচ্ছে। সে বলছে সবাই ৫/১০ টাকা দিয়ে দেয়।কেউ আমাকে হাসপাতালে নিয়ে যায় না,আমি বললাম হাসপাতাল যাও নাই সে বলল গিয়েছিলাম তারা বলে এখানে কোন চিকিৎসা নাই বলে বের করে দিয়েছে।সে বলছে মাথার ব্যাথায় অনেক দিন ধরে ঘুমাতে পারছে না।আর এই মাথা দেখে কোন হোটেলে খেতে দিচ্ছে না। দেশে অনেক স্বেচ্ছাসেবক দল আছে অনেক মানবতার ফেরিওয়ালা আছে।দেখেন না সবার সহযোগিতায় যদি সে বেঁচে যায় । কেউ যদি ঢাকা মেডিকেল কলেজ ভর্তি করিয়ে দিত?????যদি কিছু করতে না পারি অন্তত শেয়ারের মাধ্যমে মানবিক ফেরিওয়ালাদের পাশে খবরটা পৌছিয়ে দিয়েন।


Admin: Naimul Islam Naim

এই মন্দির ভাঙচুর নিয়ে আমাদের অনেক হিন্দু ভাইয়েরা হতাশা জনক পোস্ট দিয়েছে।সেই পোস্টে উনারা বুঝাতে চেয়েছে এটা মুসলিমরা ...
18/12/2023

এই মন্দির ভাঙচুর নিয়ে আমাদের অনেক হিন্দু ভাইয়েরা হতাশা জনক পোস্ট দিয়েছে।

সেই পোস্টে উনারা বুঝাতে চেয়েছে এটা মুসলিমরা করেছে আমাদের ওই হিন্দু ভাইদেরকে বলতে চাই প্রকৃত মুসলিমরা কখনোই আর একজনের স্বাধীনতা কিংবা ধর্ম নিয়ে বাড়াবাড়ি
কিংবা অন্যের ধর্মকে নিয়ে হস্তক্ষেপ করে না।

আর একটা কথা বলি সেটা হচ্ছে দেশ আমারও দেশ আপনারও ঢালাওভাবে একটা জাতি কিংবা একজন একটা ধর্মের উপরে দোষ না চাপিয়ে দিয়ে

আসল ঘটনা তুলে ধরাই বেটার তাহলেই আমরা সুন্দর মত মিলেমিশে বসবাস করতে পারবো।

একটি বাচ্চা মেয়ে পাওয়া গেছেযারা চিনেন তারা একটু মেয়েটার বাড়ির কারো সাথে যোগাযোগ করেন।01752799972 যোগাযোগ নামবার ০১৯৯৬৬৬১...
17/12/2023

একটি বাচ্চা মেয়ে পাওয়া গেছে
যারা চিনেন তারা একটু মেয়েটার বাড়ির কারো সাথে যোগাযোগ করেন।
01752799972
যোগাযোগ নামবার ০১৯৯৬৬৬১০০৪
Name মায়া আরিফা
মায়ের নাম ফারজানা
বাবার নাম ইমদাদুল
বাসা জয়কাইল
নানি বাড়ি বাহিরবাগ

আই লাগি🫰✊
16/12/2023

আই লাগি🫰✊

শ্রদ্ধা ভরে স্মরণ করছি সে সকল শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই বিজয় ও গৌরবগাঁথা বাংলাদেশ 🇧🇩সবাইকে মহান বিজয় দি...
16/12/2023

শ্রদ্ধা ভরে স্মরণ করছি সে সকল শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই বিজয় ও গৌরবগাঁথা বাংলাদেশ 🇧🇩
সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ❤



১০ টাকায় দিলেও আর কিনবো না। আরেক দিকে বয়কটে স্টারবাকসের ১২ বিলিয়ন ডলারের লস হয়েছে যা প্রায় আমাদের দেশের রিজার্ভের সমান। ...
09/12/2023

১০ টাকায় দিলেও আর কিনবো না।

আরেক দিকে বয়কটে স্টারবাকসের ১২ বিলিয়ন ডলারের লস হয়েছে যা প্রায় আমাদের দেশের রিজার্ভের সমান। কোকাকোলা বার বার মোড়ক চেন্জ করছে। মুসলিম দেশগুলোতে KFC প্রায় ক্রেতাশূন্য।

বয়কটের বড় প্রভাব রয়েছে। আমি না কিনলে আর কি হবে এমন মনে করবেন না। কিপ বয়কটিং......

গতকাল ৮/১২/২৩ ইং রোজ শুক্রবার সকাল ৮ ঘটিকায় ভাঙ্গা বাজার পাড় কুমার নদীর ব্রিজের নিচ থেকে যুবকের লাশ উদ্ধার আজ সকালে ভা...
09/12/2023

গতকাল ৮/১২/২৩ ইং রোজ শুক্রবার সকাল ৮ ঘটিকায় ভাঙ্গা বাজার পাড় কুমার নদীর ব্রিজের নিচ থেকে যুবকের লাশ উদ্ধার

আজ সকালে ভাঙ্গা বাজার বাস স্ট্যান্ডের বড় ব্রীজের নিচ থেকে ফরিদপুর রাজেন্দ্র কলেজে অধ্যায়নরত সৌরভ মালো(২০) পিতা স্বপন মালো নামে এক ছাত্রের লাশ উদ্ধার। জানা যায়,
যুবকের বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা থানার পোড়াদিয়ার মাঝিকান্দা গ্রামে।🥹

02/12/2023

মাত্রই ভূমিকম্প হল ঢাকায়
আর কোথাও কি হয়েছে?
কেউ কি বুঝতে পেরেছেন?

সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত ডিউটি করেও দিনে ১ হাজার আয় নাই।আর তাড়া আসছে দিনে ১২০০+ দিবে। এইগুলা লিংকে আমি কখনও যাইন...
30/11/2023

সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত ডিউটি করেও দিনে ১ হাজার আয় নাই।আর তাড়া আসছে দিনে ১২০০+ দিবে। এইগুলা লিংকে আমি কখনও যাইনা। আপনিও সাবধান---- 👍👍

অভিশপ্তদের পণ্যে মূল্য ছাড় চলছে..☺️এখনো যারা তাদের পণ্য বয়কট করেন নাই,বয়কট করার আহ্বান জানাচ্ছি।
29/11/2023

অভিশপ্তদের পণ্যে মূল্য ছাড় চলছে..☺️
এখনো যারা তাদের পণ্য বয়কট করেন নাই,
বয়কট করার আহ্বান জানাচ্ছি।

আল্লাহ আপনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন🤲🤲 এডমিনঃ Naimul Islam Naim
21/11/2023

আল্লাহ আপনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন🤲🤲

এডমিনঃ Naimul Islam Naim

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আজ চার পাঁচ দিন হলো এই লাশটি এইভাবে আছে কেউ চিনে থাকলে,সন্ধান দি...
20/11/2023

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আজ চার পাঁচ দিন হলো এই লাশটি এইভাবে আছে কেউ চিনে থাকলে,
সন্ধান দিয়ে লাসটি নিয়ে যান।

সেয়ার প্লিজ....!

কেন্দে দিয়েছি 😭  #কেন্দে  #দিয়েছি মুজিব একটি জাতির রুপকার এই ছবিটি দেখার পর আমি খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম 🥺 তখন আমার খুব...
04/11/2023

কেন্দে দিয়েছি 😭 #কেন্দে #দিয়েছি
মুজিব একটি জাতির রুপকার এই ছবিটি দেখার পর আমি খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম 🥺 তখন আমার খুব কান্না পায় 😥 আর এটাই আমি বলতে যেয়ে কেন্দে দিয়েছি বলে ফেলেছিলাম, এই সামান্য কথাটা এতো ভাইরাল হয়ে যাবে এটা আমি নিজেও ভাবতে পারিনা, আমি একটা ছোট মেয়ে আমি নাহয় একটু অন্য ভাবেই বলে ফেলেছি কেন্দে দিয়েছি, তাই বলে আমার এই কথাটা এতো ট্রল করা লাগবে? 🥹
#মুজিব Simrin Lubaba

ফরিদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে পুলিশ সুপার।ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে মা ইলিশ সংরক্ষণে ফরিদপুরে পদ্মা নদীতে অভ...
02/11/2023

ফরিদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে পুলিশ সুপার।

ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে মা ইলিশ সংরক্ষণে ফরিদপুরে পদ্মা নদীতে অভিযান পরিচালিত হয়েছে।
অদ্য ০২-১১-২০২২ খ্রিঃ বৃহস্পতিবার বিকালে ফরিদপুর সদর উপজেলা, চরভদ্রাসন উপজেলার অন্তর্গত পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়। বাস্তবায়নে ছিলো জেলা প্রশাসন, জেলা পুলিশ ও মৎস্য অধিদপ্তর। এ অভিযানে উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুল আহসান তালুকদার, পিএএ, জেলা প্রশাসক, ফরিদপুর এবং জনাব মোঃ শাহজাহান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, ফরিদপুর, জনাব প্রশান্ত কুমার সরকার, জেলা মৎস্য কর্মকর্তা, ফরিদপুরসহ জেলার বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

[মিডিয়া এন্ড পিআর, জেলা পুলিশ, ফরিদপুর]

লোকটা অসহায়ত্বের কথা বলে চিকিৎসার জন্য টাকা চাইলে নিজে এবং অন্যের থেকে টাকা তুলে দেই প্রায় ৩৬০০।পরে জানতে পারি ধোঁকাবাজ।...
31/10/2023

লোকটা অসহায়ত্বের কথা বলে চিকিৎসার জন্য টাকা চাইলে নিজে এবং অন্যের থেকে টাকা তুলে দেই প্রায় ৩৬০০।পরে জানতে পারি ধোঁকাবাজ। ঘটনাটি ৪/৫ বছর আগের। আজকে দেখি সেই একই গল্প বলে আমারই এলাকায় আবার সাহায্য চাইতে এসেছে। অনেক রাগ হচ্ছিল হাতের কাছে পেয়ে কিন্তু শেষ পর্যন্ত কিছুই বলিনি। দেখি এত সুন্দর অভিনয় করেছে যে ৩/৪ জন মহিলাকে গল্পেই কাঁদিয়ে ফেলেছে। অবশ্য আমিই আগের বার প্রায় কেঁদে দিয়েছিলাম। তাই সমাজ সেবা যারা করেন যাচাই ছাড়া করবেন না।

@পোস্ট কপি রাহাত বিশ্সাস

আমাদের সকলের প্রিয় তরুণ ইসলামী আলোচক-মুফতি মানসুরুল হাসান নূরী সাহেব ইন্তেকাল করেছেন | ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র...
28/10/2023

আমাদের সকলের প্রিয় তরুণ ইসলামী আলোচক-
মুফতি মানসুরুল হাসান নূরী সাহেব ইন্তেকাল করেছেন | ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন |
আল্লাহ হযরতকে জান্নাতের উঁচু মাকাম দান করুক আমিন |

ফরিদপুর পরিবারের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারকে জানাই গভীর সমবেদনা
28/10/2023

ফরিদপুর পরিবারের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারকে জানাই গভীর সমবেদনা

26/10/2023

১ লা নভেম্বর থেকে নিয়মিত ট্রেন
চলাচল করবে ফরিদপুর থেকে ঢাকা।

ভাড়া ➡️শোভন -২২৫ টাকা
শোভন চেয়ার ২৬৫,এসি ৪৪৫ টাকা।

৯০ দশকের সিনেমায় বিভিন্ন রকম চরিত্রে চমৎকার অভিনয় করেছেন করিম চাচা।আমি যতগুলো উনার সিনেমা দেখেছি সবগুলোই অত্যন্ত কষ্টে...
26/10/2023

৯০ দশকের সিনেমায় বিভিন্ন রকম চরিত্রে চমৎকার অভিনয় করেছেন করিম চাচা।
আমি যতগুলো উনার সিনেমা দেখেছি সবগুলোই অত্যন্ত কষ্টের এবং বাস্তব মনে হয়েছে ।

দীর্ঘ বছর আর কোন সিনেমা দেখা হয়নি আমার।

এদের সারির সিংহভাগ অভিনয় শিল্পীরা আজ দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে!!
এর সাথে বিদায় নিয়েছে মার্জিত অভিনয়গুলো ।

আমার প্রিয় জন্মভূমি ফরিদপুরে, আমাদের সালথা থানায়, আপনাকে স্বাগতম🥰 🌺মানবতার ফেরিওয়ালা We Are Bangladesh (WAB) Backup  গ্...
23/10/2023

আমার প্রিয় জন্মভূমি ফরিদপুরে, আমাদের
সালথা থানায়, আপনাকে স্বাগতম🥰 🌺

মানবতার ফেরিওয়ালা
We Are Bangladesh (WAB) Backup গ্রুপের সম্মানিত এডমিন কবিরুল সাগর স্যার।

ইনশাআল্লাহ আপনার মাধ্যমে সালথায় মানবতা এগিয়ে যাবে। দুয়া ও ভালোবাসা রইল কবিরুল সাগর - Kabirul Sagor স্যারের জন্য।

Admin: Naimul Islam Naim

১৬ /১০/ ২০২৩ ইং সোমবার । ফরিদপুর, কোমরপুর, আ: আজিজ ইনস্টিউট সকাল ১০ ঘটিকায়,১০ম শ্রেণির এক জন ছাএী কে অপহরন করার জন্য, বি...
16/10/2023

১৬ /১০/ ২০২৩ ইং সোমবার । ফরিদপুর, কোমরপুর, আ: আজিজ ইনস্টিউট সকাল ১০ ঘটিকায়,১০ম শ্রেণির এক জন ছাএী কে অপহরন করার জন্য, বিধান দেব পিং (নিমাই দেব) ধুলদি, ৪/৫ পাচ সহ যোগী সহ,মাইক্রো বাস এ উঠানোর চেস্টা কালে,ছাত্র ছাএী দের প্রতিরোধে মুখে পড়ে, উত্তেজিত ছাত্র ছাত্রীরা মাইক্রো বাস টিকে আগুন ধরিয়ে দেয়,এবং তিন জন অপহরণ কারিকে আটক করে এবং বিধান দেব
পালিয়ে যায়। বিধান দেব এর গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি ফরিদ পুর পুলিশ প্রশাসনকে।

আসুন এরে ভাইরাল করে দিই, ওর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেখুক, লেখাপড়া করে সে উপজেলা নির্বাহী কর্মকর্তা হইছে ঠিক কিন্তু ...
15/10/2023

আসুন এরে ভাইরাল করে দিই, ওর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেখুক, লেখাপড়া করে সে উপজেলা নির্বাহী কর্মকর্তা হইছে ঠিক কিন্তু সে মানুষ হয়নি, সভ‍্যতা শিখেনি, তার পুরো শরীরে অহংকার ইগোতে ভরা। একটু সরে যেতে বলছে এটাও সে সহ‍্য করতে পারেনি।

মসজিদে জুমার নামাজের খুতবা চলছিল। শার্ট প্যান্ট পরা একজন ভদ্রলোক এসে ইমামের বরাবর প্রথম কাতারে (সারি) বসেন। ইকামত দিয়ে নামাজ শুরুর আগে মুয়াজ্জিন সেই ভদ্রলোককে ইমাম বরাবরে জায়গা থেকে একটু সরে জায়গা করে দিতে বললেন। কিন্তু ভদ্রলোক সরতে আপত্তি করায় ইমামও তাকে সামান্য সরতে অনুরোধ করেন। নামাজ শেষে মসজিদ থেকে বের হয়েই ওই ইমাম জানতে পারেন তিনি আর সেই মসজিদের ইমাম নেই। যাকে সরতে বলা হয়েছিল তিনি ছিলেন কুমিল্লার লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফোরকান এলাহি অনুপম।

নোট: ছবিটি কুমিল্লার লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফোরকান এলাহি অনুপমের।

[ সংগৃহীত ]

হাসিমুখে শহীদ সন্তানের লাশ কাধে নিলেন মা🌹ইতিহাসে সাক্ষী হয়ে রইলেন এই ফিলিস্তিনি মা🇵🇸❤️আল্লাহু আকবার।🇵🇸
15/10/2023

হাসিমুখে শহীদ সন্তানের লাশ কাধে নিলেন মা🌹

ইতিহাসে সাক্ষী হয়ে রইলেন এই ফিলিস্তিনি মা🇵🇸❤️
আল্লাহু আকবার।🇵🇸

14/10/2023

৫৬ বছর পর আল আকসা মসজিদের
গেইটের চাবি ফিরিয়ে দিল ইহুদি সেনারা।
আলহামদুলিল্লাহ🥰

ফিলিস্তিন জিন্দাবাদ
13/10/2023

ফিলিস্তিন জিন্দাবাদ

ফরিদপুর প্রতিনিধি:ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের বোটানি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আছাদুজ্জামান নূর তুরাগকে (২০) কুপি...
12/10/2023

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের বোটানি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আছাদুজ্জামান নূর তুরাগকে (২০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ অক্টোবর) রাত ৯টার দিকে সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের একটি মেহগনি বাগান থেকে তুরাগের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আছাদুজ্জামান নূর তুরাগ শহরের মধ্য আলীপুর এলাকার আলাউদ্দিন হাওলাদারের ছেলে। দুই ভাই ও দুই বোনের মধ্যে তুরাগ সবার ছোট।

স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যার পরে সদর উপজেলার গোবিন্দপুর এলাকার জামাল মোল্যা নামের এক ব্যক্তির মেহগনি বাগানে একটি ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে ইউপি চেয়ারম্যানকে খবর দেয়। পরে চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে থানায় ফোন দিলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

তুরাগ বিকালে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। এ কারণে তার পরিবারের সদস্যরা তাকে খুঁজছিল। একটি মরদেহ পড়ে রয়েছে এমন খবর পেলে তুরাগের ভাই আবুল কালাম আজাদ সেখানে গিয়ে তার ভাইয়ের মরদেহ শনাক্ত করে।

তুরাগের ভাই আজাদ বলেন, আমি সকালে ব্যাংকে চলে আসি। এরপর আমার স্ত্রীকে দুপুরে ফোন দিলে সে জানায় তুরাগ দুপুরের পর বাসা থেকে বের হয়েছে। আমি তুরাগের মোবাইলে যোগাযোগ করলে ফোন বন্ধ পাওয়া যায়। আমি ও পরিবারের লোকজন সকলেই তুরাগকে খুঁজতে থাকি। একপর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে খবর পাই গোবিন্দপুরের একটি মেহগনি বাগানের মধ্যে একটি মরদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে গিয়ে দেখি আমার ভাইয়ের মরদেহ।

এদিকে খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, শৈলেন চাকমা ও কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিলসহ সিআইডির ক্রাইমসিন ও পিবিআই’র কর্মকর্তাবৃন্দ।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল বলেন, মরদেহের বাম হাত শরীর থেকে বিচ্ছিন্ন, ডান হাতে কোপের দাগ, দুই হাঁটুতে কোপের আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। নির্মমভাবে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মরদেহর সুরতহাল রিপোর্টে কাজ করছে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।

ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান বলেন, নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে কলেজছাত্র তুরাগকে। এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে পুলিশ ইতোমধ্যেই অভিযান শুরু করেছে।

12/10/2023

২০২১ সালের এপ্রিলে গাযা থেকে মাত্র ৩৬টা রকেট ছোঁড়ে হামাস। যেগুলো আইরনডোম ইন্টারসেপ্ট করে।
ইন্টারসেপ্টের ভিডিও ঈজ্রাইলি মিডিয়া প্রকাশ করে, কীভাবে তারা একটা রকেটকেও ভূমিতে পড়তে দেয়নি, সেটা নিয়ে গর্ব করে। গাযা থেকে আসা সস্তা রকেটগুলো নিয়ে হাসাহাসি করে।

এই সময় তারা আইরন ডোমের সেলস বাড়ানোর জন্য আইরন ডোম কী সুন্দরভাবে রকেট ইন্টারসেপ্ট করে আকাশেই ধ্বংস করে সে ভিডিও প্রকাশ করে। আইরন ডোম কীভাবে কাজ করে সেটা এক্সপ্লেইন করে। গাযা থেকে আসা হোমমেইড সস্তা রকেট গুলোর তুলনায় তাদের সিস্টেম কত দামী, আর কতটা কার্যকরী সেটা তারা দেখায়।
আমার এখনো মনে আছে, সে সময় দেশের কিছু জ্ঞানী ইনফ্লুয়েন্সার যারা নিয়মিত জ্ঞান দিয়ে জাতির জন্য ভিডিও বানায়, তারা বলেছিল- হামাস মূলত রকেট ছূঁড়ে আইরন ডোমের বিজ্ঞাপনের কাজই করছে।

এর মধ্যে হা*মা*স আবিষ্কার করে তাদের ছোঁড়া রকেটগুলো ঈজ্রাইলের ভূমিতে আঘাত করেনা ঠিকই, কিন্তু ঈজ্রাইলীদের প্রচুর খরচ করায়।

গাযায় বানানো রকেটগুলো বানানোর খরচ দেড় থেকে দুইশ ডলার সর্বোচ্চ ধরা হয়।
এখন এই ২০০ ডলারের রকেট ঈজ্রাইলের আকাশে ধ্বংস করার জন্য আইরন ডোম তামির নামে এন্টি মিসাইল ছুঁড়ে সেটার খরচ ৫০ হাজার থেকে ১ লাখ ডলার।
আকাশ সীমায় ঢুকে পড়া একটি রকেটকে ইন্টারসেপ্ট করে ধ্বংস করতে দুটি করে তামির মিসাইল ছোঁড়া হয়।

অর্থাৎ মিনিমাম ৫০ হাজার ডলার ধরলেও গাযার ২০০ ডলারের রকেট ইন্টারসেপ্ট করতে আইরন ডোমের খরচ ১ লাখ ডলার বা বাংলাদেশী টাকায় এক কোটি টাকা।

ব্যাপারটা বুঝতে পারার পর তার পরের মাস, অর্থাৎ ২০২১ এর মে মাসের ১০ থেকে ১৮ তারিখে গাযা থেকে সাড়ে ৪ হাজারের বেশী রকেট ঈজ্রাইলের উদ্দেশ্যে ছোঁড়ে হা*মা*স।

আইরন ডোম ৪৩৪০টি রকেট ইন্টারসেপ্ট করে। বাকীগুলো আঘাত হানে। ১০জন ঈজ্রাইলী পটল তুলে।

৪৩৪০টি রকেট ইন্টারসেপ্ট করতে আইরন ডোমের মিনিমাম খরচ হয় ৪৩৪ মিলিয়ন ডলার (প্রায় সাড়ে চারশ মিলিয়ন ডলার)।

এরপর থেকে ফি লি স্তিনীরা ব্যাপক হারে রকেট ছুঁড়ে। এর ফলে দুটো জিনিস হয়। হাজার হাজার রকেট একসাথে দেখে আইরন ডোম সিস্টেম কনফিউজড হয়ে পড়ে। ফলে অনেকগুলো সে সাকসেসফুলি ইন্টারসেপ্ট করতে পারে না।
আর যেগুলো পারে, সেগুলোর জন্য কোটি কোটি ডলার খরচ হয়ে যায়।

ঈজ্রাইলের টাকার খনি নাই। আমেরিকা যতই সহায়তা দিক, তারাও আনলিমিডেট টাকা দেবে না।
ফলে দীর্ঘমেয়াদী যুদ্ধে ঈজ্রাইলের যে মানি ড্রেইন হবে, সেটা তারা অ্যাফোর্ড করতে পারবে না।
তাছাড়া ইউএস পলিসির কারণে জো বাইডেন ঈজ্রাইলের পক্ষে থাকলেও ডোনাল্ট ট্রাম্পের মত আনকন্ডিশনাল সাপোর্ট তার কাছ থেকে পাবে না। এছাড়া নেতানিয়াহুকে বাইডেন পছন্দ করে না। আবার নেতানিয়াহু নিজেই আছে তার জীবনের সবচেয়ে বড় রাজনৈতিক সংকটে। ঈজ্রাইলীরা প্রতিদিন তার পদত্যাগ চেয়ে টুইট করছে, কলাম লিখছে।
এবারে সে যতই 'আমরা এই যুদ্ধে জিতব' বলে ঘোষণা দিক, ভিডিওতে দেখবেন তার চেহারা ফ্যাকাশে হয়ে আছে। আগের মত আত্মবিশ্বাসী, শয়তানী হাসি তার মুখে নাই।
যুদ্ধবিরতিতে না গিয়ে হামাস এভাবে রকেট ছুঁড়তে থাকলে ঈজ্রাইলের টাকা ড্রেইনের পানির মত বের হয়ে যেতে থাকবে, আর নেতানিয়াহুর সংকট তীব্র হতে থাকবে। যার কোনোটাই তারা বেশীদিন অ্যাফোর্ড করতে পারবে না।
আর ফিলিস্তিনীদের এমনিতেই হারানোর কিছু নাই। প্রাণটা বাদে বাকী সব তারা আগেই হারিয়েছে। প্রাণও দুইদিন পর পর ঈজ্রাইলীদের হাতে এমনিতেই হারায়। যাস্ট দুইদিন নাহয় আগে আর পরে হলো।

06/10/2023

ব্রেকিং নিউজ
ফরিদপুরে এক মিনিটের ঘূ'র্ণি'ঝড়ে ল'ন্ড'ভ'ন্ড
হলো ৬ গ্রাম..!

03/10/2023

লক্ষ টাকা দিয়ে বাচ্চাকে ইংরেজি শিখাও
কিন্তু কোরআন শিখাতে হুজুরকে
500 টাকা দিতে পারো নাই
তুমি বৃদ্ধাশ্রমে যাবেনা তো কোথায় যাবে?

নেট বিল ডিস বিল দাও ৫০০/১০০০
আর মসজিদে দাও ৫০/১০০ এটাই তোমার ইমানের পরিচয়?

28/09/2023

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সাঃ) উপলক্ষ্যে জেলা পুলিশের নিরাপত্তা নির্দেশনা।

• পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সাঃ) উপলক্ষ্যে ঐ দিন এবং পরের দিন ধর্মীয় অনুষ্টান ছাড়া অন্যান্য অনুষ্ঠান (যেমন- যাত্রা, জারিগান, আতশবাজি ইত্যাদি) বন্ধ রাখতে হবে।
• পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে অনুষ্ঠিতব্য জশনে জুলুস (আনন্দ র‌্যালি) তে অংশগরহণকারী ধর্মপ্রাণ মুসল্লিদের বহনকারী যানবাহনসমূহ মুসল্লীদের নামিয়ে দিয়ে সুবিধাজনক নিকটবর্তী স্থানে পার্কিং করবে।
• জনসাধারণের চলাচলের পথে কোন আনন্দ র‌্যালি, দোয়া মাহফিল করা যাবে না।
• কোন অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা দেখা দিলে দ্রুত জেলা পুলিশ বা জাতীয় জরুরী সেবা ৯৯৯ -এ অবহিত করুন।

জেলা পুলিশ কন্ট্রোল রুমের মোবাইল নাম্বার- ০১৩২০-০৯৮২৯৮

আপনাদের নিরাপত্তায় জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ।

28/09/2023
🤣 লে মেনশন বন্ধু
26/09/2023

🤣 লে মেনশন বন্ধু

23/09/2023

এক বন্ধু ইমামতি করে, কিন্তু পোলার পরিবার প্রতিষ্ঠিত, শুধু পোলা এখনো পড়াশোনা করে, হাফেজ+পড়ে+ইমামতি করে।

তার পছন্দের মানুষ টাকে বিয়ের প্রস্তাব দিলাম মেয়ের মায়ের কাছে----

মেয়ের মা জিজ্ঞেস করসে
ছেলে কি করে
বলসি ইমামতি করে--
মেয়ের মা কি বলে জানেন??
"হুজুরের কাছে কোন পাগলে মেয়ে বিয়ে দেয়" হুজুর নিজে খাইতে পারেনা।
আমার মেয়েরে কি খাওয়াইবো?"

22/09/2023

অনেকেই ফ্রী মিক্সিং বিষয় নিয়ে শুধু নারীকেই ধুয়ে দিচ্ছেন।
বিষয়টা আসলে এমন না।

ফ্রী মিক্সিংয়ে অভ্যস্ত নারী-পুরুষ উভয়ই দোষী।এখানে শুধু নারী বা শুধু পুরুষকে দোষ দিলে বিষয়টা পক্ষপাতদুষ্ট হয়ে যায়। যেটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও দৃষ্টিকটু।

ফ্রী মিক্সিংয়ে অভ্যস্ত একজন নারী যেমন একজন লজ্জাশীল মা হতে পারেন না, তেমনিভাবে একজন পুরুষও লজ্জাশীল বা আদর্শ বাবা হতে পারেন না।

হ্যাপি ফেসবুকিং ❤

স্বামী বিবেকানন্দ কি তবে নারীবিদ্বেষী ছিলেন? স্বামীজী — দেশে কি এখনও ঐরূপ স্ত্রীলোক নেই? এ সীতা সাবিত্রীর দেশ, পুণ্যক্ষে...
20/09/2023

স্বামী বিবেকানন্দ কি তবে নারীবিদ্বেষী ছিলেন?

স্বামীজী — দেশে কি এখনও ঐরূপ স্ত্রীলোক নেই? এ সীতা সাবিত্রীর দেশ, পুণ্যক্ষেত্র ভারতে এখনও মেয়েদের যেমন চরিত্র সেবাভাব, স্নেহ, দয়া, তুষ্টি ও ভক্তি দেখা যায়, পৃথিবীর কোথাও তেমন দেখলুম না।

ওদেশে (পাশ্চাত্যে) মেয়েদের দেখে আমার অনেক সময় স্ত্রীলোক বলেই বোধ হত না — ঠিক যেন পুরুষ মানুষ! গাড়ী চালাচ্ছে, অফিসে বেরুচ্ছে, স্কুলে যাচ্ছে, প্রফেসরি করছে! একমাত্র ভারতবর্ষেই মেয়েদের লজ্জা, বিনয় প্রভৃতি দেখে চক্ষু জুড়ায়।

[স্বামী বিবেকানন্দের বানী ও রচনা, নবম খণ্ড, পৃঃ ৭৮।]

আপডেট
19/09/2023

আপডেট

Address

Faridpur
Faridpur
7802

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফরিদপুর পরিবার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ফরিদপুর পরিবার:

Videos

Share

Category


Other Publishers in Faridpur

Show All