Shahadat Kazi

Shahadat Kazi প্রকৃতির সঙ্গে মেতে রূপসী বাংলায় হারিয়ে,অনুভূতির পূর্ণতায় ভিন্নতার খোঁজে যেতে চায় মন বহুদূর!

ভোরের আকাশ মানেই এক অপূর্ব সৌন্দর্যের দৃশ্য। দিনের প্রথম আলো যখন ধীরে ধীরে অন্ধকারকে বিদায় জানায়, তখন আকাশে মেলে ধরে নান...
02/12/2024

ভোরের আকাশ মানেই এক অপূর্ব সৌন্দর্যের দৃশ্য। দিনের প্রথম আলো যখন ধীরে ধীরে অন্ধকারকে বিদায় জানায়, তখন আকাশে মেলে ধরে নানা রঙের খেলা। হালকা লাল, কমলা, হলুদ আর নীলের মিশ্রণে তৈরি সেই আকাশ যেন প্রকৃতির এক মহৎ চিত্রকর্ম। পাখিদের ডাক, ঠান্ডা হাওয়ার স্পর্শ, আর চারপাশের নীরব পরিবেশ ভোরের আকাশকে আরও মনোমুগ্ধকর করে তোলে।

ভোরের আকাশের এই সৌন্দর্য আমাদের মনকে প্রশান্ত করে, নতুন দিনের জন্য আশাবাদী করে তোলে।

23/10/2024

300fit.

  are forever companions.
20/12/2023

are forever companions.

25/05/2023

Fakir Majnu Shah Bridge, Kapasia, Gazipur

সুখের চাঁদরমানুষ বড়ো আজব প্রাণী সুখের সাগর কূলে বাড়ি। তবুও অজছ্র সপ্ন বুনে,হাল ধরে সে তরীর। দুঃখের সাগর দেবে পারি।দুঃখের...
21/03/2023

সুখের চাঁদর

মানুষ বড়ো আজব প্রাণী
সুখের সাগর কূলে বাড়ি।
তবুও অজছ্র সপ্ন বুনে,
হাল ধরে সে তরীর।
দুঃখের সাগর দেবে পারি।
দুঃখের হাওয়া লাগলে প্রাণে,
পাল তুলতে তার হয়না দেরি।
কস্টের ঘানি টানতে রাজি,
তবু সুখের চাঁদরে মুরবেনা সে!
মনের মধ্যে শক্ত তার আড়ি।
দুঃখের প্রবন্তায় ক্লান্ত দেহে,
হাল ধরে সে শক্ত হাতে।
মনে তার সপ্ন ভিশন,
দুঃখের সাগর দেবে পারি।
দুঃখের তিব্র হাওয়ায়,
পাল ছিড়ে বেহাল দশা তরীর।
তবুও তার ক্লান্তি পূর্ণ সান্ত দেহে,
সপ্ন গুলো পড়ছে মনে।
ভাবছে ভিশন মনে মনে,
কি আছে সপ্ন পূরণে সঙ্গ দেবে?
হা হা হা সুখের চাঁদর হেসে বলে!
আমিতো আছি, ছিলম সর্ব কালে।
তুই তো আমায় গেছিস ভুলে,
পর্ন করেছিস শক্ত করে।
দুঃখের সাগর নাকি দিবি পাড়ি?
মোহ-মায়ার ঘোড় অন্ধকারে তুই।
আপন মনে ক্যান করেছিস আড়ি?
যদি হয় সপ্ন পূরণ কি এমন পাবি?
ঐ পাড়ে যে সুখের সাগর,
তার কূলেই তোর বাড়ি।
মিথ্যে মোহে থাকিসনে আর,
ভেঙে দে তোর আড়ি।
পাল হয়ে তরীর সঙ্গ দেব তোর।
দুখের সাগর দিব পারি।
সপ্ন গুলো সব পূর্ণ হবে তোর,
ভুলে যাসনে সুখের সাগর কূলে তোর বাড়ি ।

অল্প জ্ঞানী লাফায় বেশী , মধ্য জ্ঞানী চুপ ! পূর্ণ জ্ঞানী বিনয়ী বেশী শান্ত তাঁহার রূপ !
12/03/2023

অল্প জ্ঞানী লাফায় বেশী , মধ্য জ্ঞানী চুপ ! পূর্ণ জ্ঞানী বিনয়ী বেশী শান্ত তাঁহার রূপ !

ঘুম কি অসাধারণ জিনিস , যদি আসে সবকিছু ভুলিয়ে দেয় , আর যদি না আসে তো সবকিছু মনে করিয়ে দেয় ।
12/03/2023

ঘুম কি অসাধারণ জিনিস , যদি আসে সবকিছু ভুলিয়ে দেয় , আর যদি না আসে তো সবকিছু মনে করিয়ে দেয় ।

12/03/2023

সময়ের সাথে পরিস্থিতি বুঝে যে নিজেকে মানিয়ে নিতে পারে , সে সব চাইতে সুখী মানুষ !!
09/02/2023

সময়ের সাথে পরিস্থিতি বুঝে যে নিজেকে মানিয়ে নিতে পারে , সে সব চাইতে সুখী মানুষ !!

একটা পাখি উড়ে যাওয়ার গপ্ল আমিও জানি।
06/02/2023

একটা পাখি উড়ে যাওয়ার গপ্ল আমিও জানি।

17/01/2023
05/07/2022

এই অবেলায় তোমারি আকাশে

03/07/2022

জীবনের কিছু কিছু সময় মানুষ একা থাকতে.....

30/06/2022

আমাদের আবারও দেখা হবে কোন এক রাস্তার মোড়ে!

15/06/2022

Nodi

Address

Faridpur

Telephone

+8801790820047

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shahadat Kazi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shahadat Kazi:

Videos

Share