02/12/2024
ভোরের আকাশ মানেই এক অপূর্ব সৌন্দর্যের দৃশ্য। দিনের প্রথম আলো যখন ধীরে ধীরে অন্ধকারকে বিদায় জানায়, তখন আকাশে মেলে ধরে নানা রঙের খেলা। হালকা লাল, কমলা, হলুদ আর নীলের মিশ্রণে তৈরি সেই আকাশ যেন প্রকৃতির এক মহৎ চিত্রকর্ম। পাখিদের ডাক, ঠান্ডা হাওয়ার স্পর্শ, আর চারপাশের নীরব পরিবেশ ভোরের আকাশকে আরও মনোমুগ্ধকর করে তোলে।
ভোরের আকাশের এই সৌন্দর্য আমাদের মনকে প্রশান্ত করে, নতুন দিনের জন্য আশাবাদী করে তোলে।