Nayon Sheikh DM

  • Home
  • Nayon Sheikh DM

Nayon Sheikh DM This is a digital marketing page.

ফ্রিল্যান্সিং করে ইনকাম ডাবল করুন!🥰ধরা যাক, আপনার জব স্যালারি ২০,০০০ টাকা। ফ্রিল্যান্সিং করে আপনি ইনকাম করেন কমপক্ষে আরো...
05/08/2022

ফ্রিল্যান্সিং করে ইনকাম ডাবল করুন!🥰

ধরা যাক, আপনার জব স্যালারি ২০,০০০ টাকা। ফ্রিল্যান্সিং করে আপনি ইনকাম করেন কমপক্ষে আরো ২০,০০০ টাকা!

তাহলে আপনার ইনকাম হয়ে গেল ডাবল ৪০,০০০ টাকা!

জবের পাশাপাশি ফ্রিল্যান্সিং করে আপনার ইনকাম ডাবল করতে পারেন।

এমনকি আপনার জব চলে গেলেও ফ্রিল্যান্সিং টা থাকবেই!




😇💙🌼

ফ্রিল্যান্সারদের উৎসাহ বাড়াতে প্রাথমিকভাবে ৫৫টি বিদেশি স্বীকৃত প্ল্যাটফর্ম নির্বাচন করে দিয়েছে বাংলাদেশ সরকার। এসব অনলাই...
04/08/2022

ফ্রিল্যান্সারদের উৎসাহ বাড়াতে প্রাথমিকভাবে ৫৫টি বিদেশি স্বীকৃত প্ল্যাটফর্ম নির্বাচন করে দিয়েছে বাংলাদেশ সরকার। এসব অনলাইন মার্কেটপ্লেসে কাজ করে আয় করলে চলতি ২০২১-২২ অর্থবছর থেকে ৪ শতাংশ নগদ প্রণোদনা পাবেন ফ্রিল্যান্সাররা।
বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে নিচের কমেন্ট চেক করুন:


বর্তমান যুগে অতি প্রচালিত একটা প্রোফেশন হলো ফ্রিল্যান্সিং । ✨ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা । বর্তমানে বেকারত্বের হার যে...
02/08/2022

বর্তমান যুগে অতি প্রচালিত একটা প্রোফেশন হলো ফ্রিল্যান্সিং । ✨

ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা । বর্তমানে বেকারত্বের হার যেভাবে বেড়েছে সেখানে এই ফ্রিল্যান্সিং প্রোফেশনে যুবকেরা আশার আলো খুজে পেয়েছে । 😇

ফ্রিল্যান্সিং কোন একক পেশা নয় । এটা একাধিক পেশার সমন্বিত একটা রূপ ।
🌟
এখন আমাদের অনেকের মনে প্রশ্ন আসছে যে ফ্রিল্যান্সিং কি এবং কীভাবে করে ?🤔

আসুন আজকে আমি ফ্রিল্যান্সিং সম্পর্কে কিছু আলোচনা করি -😲

কোন নিদিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে মুক্তভাবে কাজ করাকে ফ্রিল্যান্সিং বোঝায় । অর্থাৎ ঘরে বসে অনলাইনকে কাজে লাগিয়ে নিজেকে যেকোন সেক্টরে স্কিল আপ করা এবং নিজেকে মুক্তপেশায় রাঙ্গিয়ে নেওয়াকে ফ্রিল্যান্সিং বোঝায় । ✨☘️👩‍💻

সত্যি বলতে ফ্রিল্যান্সিং একটা মহাসাগর । মহাসাগরের যেমন ছোটো ছোটো উপমহাসাগর আছে ঠিক তেমনি ফ্রিল্যান্সিং এর ও অনেক গুলা সেক্টর আছে । 💫👩‍💻

তাই এখনি সঠিক সময় বেকারত্বের খাতায় আমরা নিজে্দের নাম না লিখে নিজেকে স্কিল আপ করে সবার আগে নিজেকে এগিয়ে রাখি এবং নিজেকে মুক্ত পেশায় রাঙ্গিয়ে তুলি । 🌸



💦মেয়েদের জন্য ফ্রিল্যান্সিং পেশাটি কেমন?আমার মতে সবচেয়ে বেস্ট একটা অপশন। এতে আপনার দৌড়াদৌড়ি বা পরিশ্রম করতে হচ্ছে না। ঘর...
02/08/2022

💦মেয়েদের জন্য ফ্রিল্যান্সিং পেশাটি কেমন?

আমার মতে সবচেয়ে বেস্ট একটা অপশন। এতে আপনার দৌড়াদৌড়ি বা পরিশ্রম করতে হচ্ছে না। ঘরে বসে বাসার কাজের সাথে এইটাও চালিয়ে নিত পারেন।

💦একজন মেয়ে হিসেবে ফ্রিল্যান্সিং সাইটে কী কী কাজ করা যেতে পারে?

আমি তো কোথায়ও দেখিনি যেখানে বলা হয়েছে শুধু পুরুষ/ছেলেরাই কাজ করতে পারবে মেয়েরা পারবে না। আপনি ছেলে হোন বা মেয়ে তাতে কোন সমস্যা নেই বলেই আমি মনে করি। আপনার যা জানা লাগবে তা হলো কাজ এবং কিভাবে মার্কেটপ্লেসে কাজ পেতে হয়।

💦এতে কী ধরনের ঝুঁকি থাকতে পারে?

বিন্দুমাত্র ঝুঁকি নেই বললেই চলে। আপনার যদি কাজের স্কিল থাকে তো আপনি অবশ্যই সাফল্য অর্জন করতে পারবেন।


ইচ্ছা শক্তি আর ধৈর্য থাকলে অবশ্যই আপনি সফলতার চুড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ।  ুক্ত_পেশা_ফ্রিল্যান্সিং
02/08/2022

ইচ্ছা শক্তি আর ধৈর্য থাকলে অবশ্যই আপনি সফলতার চুড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ।

ুক্ত_পেশা_ফ্রিল্যান্সিং

ভালোলাগা,,ভালোবাসার মানুষগুলো ❤❤❤
31/07/2022

ভালোলাগা,,ভালোবাসার মানুষগুলো ❤❤❤

2,3 বছরের আগের ছবি 😊
31/07/2022

2,3 বছরের আগের ছবি 😊

29/07/2022
আগামি কাল শুক্রবার রাত ১০.০০ টায় আমাদের মেগা স্পেশাল ও সাপোর্ট ক্লাসটি হবে। সকলে স্টুডেন্টরা প্রস্তুত থাকবেন।
28/07/2022

আগামি কাল শুক্রবার রাত ১০.০০ টায় আমাদের মেগা স্পেশাল ও সাপোর্ট ক্লাসটি হবে। সকলে স্টুডেন্টরা প্রস্তুত থাকবেন।

✨বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে চাইলে এবং সকল প্রফেশনে নিজেকে সবার এগিয়ে রাখতে চাইলে এবং বেকার_মুক্ত জীবন চাইলে এখনি...
28/07/2022

✨বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে চাইলে এবং সকল প্রফেশনে নিজেকে সবার এগিয়ে রাখতে চাইলে এবং বেকার_মুক্ত জীবন চাইলে এখনি আমাদের স্কিল_ডেভেলপমেন্ট করা দরকার৷ ⏳

📣📣 আর তাই # #২৫ জুলাই সোমবার সন্ধ্যা_৭ঃ৩০মিনিটে ফ্রিল্যান্সিং এর (A-Z) বিস্তারিত লাইভ ক্লাস এ আলোচনা করা হবে।

তাই আসুন এই সুযোগকে কাজে লাগাই।
দেরি না করে এখনি #রেজিস্ট্রেশন করি। ??👇
সিট_লিমিটেড ( সবাই সুযোগ পাবে না)

প্রয়োজনে ইনবক্স করুন।
lopment


1/ ফেসবুক কি ?= বেসিক্যালি ফেসবুকে একটা অ্যান্ড্রয়েড অ্যাপস  বা ওয়েবসাইট  যেটাকে আমরা সামাজিক মাধ্যম বলে ও থাকি !2/ ফে...
28/07/2022

1/ ফেসবুক কি ?
= বেসিক্যালি ফেসবুকে একটা অ্যান্ড্রয়েড অ্যাপস বা ওয়েবসাইট যেটাকে আমরা সামাজিক মাধ্যম বলে ও থাকি !
2/ ফেইসবুক মারকেটিং কি ?
=ফেসবুক মার্কেটিং হলো এমন একটি যোগাযোগ মাধ্যম যার দ্বারা ব্যবসার পণ্য এবং সেবার ব্যাপারে ফেসবুক ব্যবহারকারীদের কাছে জানান দেয়া হয়ে থাকে। ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে বেশি সংখ্যক লোকের কাছে পণ্য সম্পর্কে ধারণা দেয়া হয় এবং বেশি পরিমাণ পণ্য বিক্রি নিশ্চিত করা হয়।

3/এমনিতে ফেসবুক থেকে ইনকাম করার জন্য আপনার ফেইসবুক পেজ এর জনপ্রিয়তা কতটা অধিক সেটা হলো মূল বিষয়। Facebook পেজ থেকে টাকা আয় করার জন্য সবচে প্রথমে আপনাকে নিজের Facebook account থেকে একটি পেজ তৈরি করতে হবে। এবার, ফেসবুক পেজে নিয়মিত মজার কনটেন্ট পোস্ট করতে থাকতে হবে এবং কমেও ১০ হাজার active ফলোয়ার জোগাড় করতে এবং দুই মাসের মধ্যে 30 হাজার ওয়াচ টাইম হতে হবে .

4/ ফেসবুক মার্কেটিং কত প্রকার ?
= দুই প্রকার 1/ অর্গানিক মারকেটিং 2/ পেইড মার্কেটিং
5/ organic মার্কেটিং কি ?
=নিজেস্ব পন্য বা নিজস্ব সার্ভিস একান্তই নিজস্ব ভাবে প্রচার করাকেই অর্গানিক মার্কেটিং বলা যায়। অর্থাৎ আপনার পণ্য বা সার্ভিসকে বিনামূল্যে মার্কেটিং করাই হচ্ছে অর্গানিক মার্কেটিং।-নানা ধরনের মিডিয়া ব্যাবহার করে এইসব মার্কেটিং করা যায়। যেমন ধরুন- ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব সহ অন্যান্য প্ল্যাটফর্ম। আপনি যদি সঠিক পদ্ধতিতে স্ট্রাটেজি ফলো করে অর্গানিক মার্কেটিং করতে পারেন, তাহলে অবশ্যই আ পনার পন্য বা ব্র্যান্ড পরিচিতি ও অডিয়েন্স রিচ করতে পারবেন।.

6/ Paid মার্কেটিং কি ?
=সাধারণত টাকার বিনিময়ে প্রডাক্ট প্রমোট বা বিক্রি করার পক্রিয়াকে পেইড মার্কেটিং বলা হয়।

7/ ফেসবুকে টাকা কাটে কয় কিভাবে ?
= তিন ভাবে 1/Cpv 2/Cpc 3/Cpa

8/ এক ডলারের বিনিময় একটি প্রোডাক্ট কতজন মানুষের কাছে পৌঁছায় ?
= মিনিমাম 1000 ম্যাক্সিমাম 3000
9/ ডলারের বিনিময়ে আপনি কতটা এনগেজড করাতে পারবেন ?
= 100 মিনিমাম 1000 ম্যাক্সিমাম

10/ একজনের বিনিময় কয়টি একশন করতে পারি ?
= তিনটি মিনিমাম 61 ম্যাক্সিমাম

11/ পেইড মার্কেটিং এর সময় টার্গেট লোকেশন কয়টি স্টেপ ফলো করতে হবে ?
=4টি,1/ লোকেশন 2/ বয়স 3/ জেন্ডার বিহীন মার্কেটিং 4/ লোকেশন টার্গেট .

➡ ️Fiver কি?          Fiver হলো একটি International Marketplace. যেখানে শুধু Buyer(ক্রেতা) ও Seller(বিক্রেতা) এর উপস্থিতি...
27/07/2022

➡ ️Fiver কি?
Fiver হলো একটি International Marketplace. যেখানে শুধু Buyer(ক্রেতা) ও Seller(বিক্রেতা) এর উপস্থিতি লক্ষ্য করা যায়।

➡️ Buyer কাকে বলে?
Marketplace এ যারা কাজ করিয়ে নেওয়ার জন্য আসে তারাই হলেন Buyer(ক্রেতা)।
Buyer বা ক্রেতারা অর্থের বিনিময়ে একজন Seller এর কাছ থেকে Online এ তার প্রয়োজনীয় service বা সেবা ক্রয় করে থাকেন।

➡ Seller কাকে বলে?
Marketplace এ যারা কাজ করার জন্য আসে মূলত তারাই হলেন Seller(বিক্রেতা)।
Marketplace এ কাজ করা প্রতেকটা Freelancer হলেন Seller(বিক্রেতা)।
Seller বা বিক্রেতারা অর্থের বিনিময়ে একজন Buyer কে Online এ তার প্রয়োজনীয় service বা সেবা দিয়ে থাকেন।

👉একটি লক্ষ্য ঠিক করো । সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো । চিন্তা করো , স্বপ্ন দেখো , তোমার মস্তিষ্ক , পেশী , র...
26/07/2022

👉একটি লক্ষ্য ঠিক করো ।
সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো । চিন্তা করো , স্বপ্ন দেখো , তোমার মস্তিষ্ক , পেশী , রক্তনালী পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও , আর বাকি সবকিছু ভুলে যাও । —–এটাই সাফল্যের পথ!

ইনশাআল্লাহ  এর মধ্যে অবদান আমারও থাকবে
14/07/2022

ইনশাআল্লাহ
এর মধ্যে অবদান আমারও থাকবে

ডিজিটাল মার্কেটিং হলো ফ্রিল্যান্সিংয়ের সব চেয়ে ভালো সেক্টর নতুন দের জন্য।কারণ এখান থেকে আপনি নিজেকে খুব কম সময়ে দক্ষ করা...
05/07/2022

ডিজিটাল মার্কেটিং হলো ফ্রিল্যান্সিংয়ের সব চেয়ে ভালো সেক্টর নতুন দের জন্য।
কারণ এখান থেকে আপনি নিজেকে খুব কম সময়ে দক্ষ করার পাশাপাশি ইনকাম করতে পারবেন এবং সবচেয়ে বড় ব্যাপার হলো প্রাথমিকভাবে ডিজিটাল মার্কেটিং এর কাজ মোবাইল ফোন দিয়ে শুরু করা যায়।
আগ্রহী হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন,ইনশাল্লাহ সহযোগিতা করার চেষ্টা করবো 🥰🥰


#ফ্রিল্যাসিং
#ক্যারিয়ার_গড়ুন

যদি বড় কিছু হতে চাও তাহলে ফ্রিল্যান্সার হও৷
30/06/2022

যদি বড় কিছু হতে চাও তাহলে ফ্রিল্যান্সার হও৷

30/06/2022

ফ্রিল্যান্সিং বিষয়ক রিমার্কেবল লাইভ ক্লাস

ফ্রিল্যান্সিং কি?
ডিজিটাল মার্কেটিং কি?
মার্কেটপ্লেস কি?
ফ্রিল্যান্সিং এ ডিজিটাল মার্কেটিং কতটা গুরুত্বপূর্ণ?
ফ্রিল্যান্সিং কে ক্যারিয়ার হিসেবে নেওয়া যায় কিনা?
উপরিউক্ত বিষয় গুলো নিয়ে বিস্তারিত জানতে ০১/০৭/২২ তারিখে রাত ০৭:৩০ মিনিটে আয়োজিত ফ্রিল্যান্সিং এর ওপর সম্পূর্ণ লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে পারেন।

Alhamdulillah ❤️❤️Level 1 complete ..💪Coming soon Level 2..🙌🙌
27/06/2022

Alhamdulillah ❤️❤️
Level 1 complete ..💪
Coming soon Level 2..🙌🙌

Address


Telephone

+8801304977313

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nayon Sheikh DM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nayon Sheikh DM:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share