Muhammad Samiul Islam

Muhammad Samiul Islam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Muhammad Samiul Islam, Digital creator, Mirzakandi, Faridpur.

27/11/2024
10/11/2024

দেখা না দিলে বন্ধু কথা কইও না 😃😃

সময় কি ভাবে মিলিয়ে দেয়রে বাপু,?

It's our history...... At 5/11/2024
05/11/2024

It's our history......
At 5/11/2024

ওলামা মাশায়েখ আয়োজিত আজকের সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মহাসম্মেলনের সংক্ষিপ্ত ঘোষণাপত্র:১. ফ্যাসিবাদী দোসরদের পক্ষ ...
05/11/2024

ওলামা মাশায়েখ আয়োজিত আজকের সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মহাসম্মেলনের সংক্ষিপ্ত ঘোষণাপত্র:

১. ফ্যাসিবাদী দোসরদের পক্ষ থেকে বিভিন্ন কওমি মাদরাসায় হস্তক্ষেপ বন্ধ করা।
২. সাধারণ শিক্ষা সিলেবাসে ধর্মশিক্ষাকে বাধ্যতামূলক করা।
৩. আলেমদের বিরুদ্ধে বিগত সরকারের যাবতীয় মামলা প্রত্যাহার।
৪. শাপলা চত্বরের গণহত্যায় জড়িত আসামীদের বিচার।
৫. ১৮ সালে টঙ্গী ময়দানে সাদপন্থীদের নৃশংস আক্রমণের বিচার।
৬.ভিন্নমতাবলম্বী মাওলানা সাদকে দেশে আসতে না দেয়া।
৭. আলেমদের নেতৃত্বেই বিশ্ব ইজতেমা সরকারঘোষিত দুই পর্বে করতে দিতে হবে।
৮. কাকরাইল ও বিশ্ব ইজতিমার ময়দান আলেমদের নেতৃত্ব পরিচালনা।
৯. অভিশপ্ত কাদিয়ানিদের অবিলম্বে অমুসলিম ঘোষণা।

উক্ত দাবী গুলোর পাশাপাশি উপস্থিত তাওহিদী জনতার প্রাণের প্রস্তাবিত সম্পূরক দাবী হতে পারে ;
সংখ্যাগরিষ্ট জনগণের চেতনাবান্ধব নতুন সংবিধান রচনা,, বিদেশী মদদপুষ্ট চক্রের কতিপয় হিন্দুত্ববাদী উগ্র সংগঠনের তৎপরতা নিষিদ্ধ, ইসলামবিদ্বেষী মিডিয়া বয়কট এবং শাতেমে রাসূলের মিথ্যা হামলায় গ্রেপ্তার ঈমানদার ভিকটিমদের মুক্তি।

Allah cheyechen tai hoyeche...Alhamdulillah
05/11/2024

Allah cheyechen tai hoyeche...
Alhamdulillah

31/10/2024

অন্য মুসলিম ভাইকে গুনাহ করতে দেখলে তাকে ফেরাতে ইচ্ছে হওয়াটা আমার গুন,আর না হওয়াটা আপনার দোষ।

30/10/2024

একটু চিন্তা ভাবনা মৌনষত্ব পরিবর্তন করতে পারে।

এই আইডির কমেন্টবক্সে কারো বিরোধিতা দেখিনি।
29/10/2024

এই আইডির কমেন্টবক্সে কারো বিরোধিতা দেখিনি।

29/10/2024

শিক্ষক বলতেন।
বুঝা এবং বুঝানো উভয় যোগ্যতা থাকাটা আবশ্যক।

কিন্তু বুঝানোটা খু্ব কঠিন।

29/10/2024

টাকার শূন্যতাটা অতিরিক্ত ভয়ানক।
😮‍💨

ঐ-ঐ তে ঐক্য -ঐক্যগড়ো মুসলমান, শক্ত করো নিজের ঈমান।
27/10/2024

ঐ-ঐ তে ঐক্য -ঐক্যগড়ো মুসলমান, শক্ত করো নিজের ঈমান।

কাজে নেই অলসতা, আনন্দে নেই হিংসা।
25/10/2024

কাজে নেই অলসতা, আনন্দে নেই হিংসা।

মির্জাকান্দী দারুস সূন্নাহ ক্যাডেট মাদরাসার কাজে এলাকার সবাই নিয়জিত। আল্লাহ এলাকার সকলকেই কবুল করুন।
25/10/2024

মির্জাকান্দী দারুস সূন্নাহ ক্যাডেট মাদরাসার কাজে এলাকার সবাই নিয়জিত।
আল্লাহ এলাকার সকলকেই কবুল করুন।

23/10/2024

⭕রক্তদানের পূর্বে করণীয়
১/খালি পেটে না থেকে খাবার গ্রহণের ৩০ মিনিট পর রক্তদান করতে হবে
২/তাড়াহুড়া না করে বিশ্রাম নিয়ে চিন্তামুক্ত প্রফুল্ল মন নিয়ে থাকতে হবে
৩/চা কফি পানিও খাওয়া থেকে বিরত থাকতে হবে
৪/অ্যালকোহল ও ধূমপান থেকে বিরত থাকতে হবে
৫/কোন তথ্য গোপন না করে রক্তদানে উৎসাহিত হতে হবো

রক্তদানের সময় করণীয়
১/হাস্য উজ্জ্বল অবস্থায় নির্ভয়ে সর্ব উত্তম সেবার কথা মনে করতে হবে
২/গায়ের পোশাক ঢিলা ঘরি বেল্ট ও খুলে ফেলতে হবে মোজা
৩/রক্তচাপ নাড়ির গতি স্বাভাবিক হতে হবে যা মেডিকেল টেকনোলজিস্ট কে জানাতে হবে
৪/অ্যাসেপ্টিক ব্যবস্থার মধ্যে রক্ত সংগ্রহ করতে হবে
৫/অসুবিধা বোধ করলে কর্তব্যরত মেডিকেল টেকনোলজিস্ট কে জানাতে হবে
৬/মেডিকেল টেকনোলজিস্ট এর স্বাভাবিক আলাপ করতে হবে

রক্তদানের পর করণীয়
১/রক্তদান করার পর দশ মিনিট অবস্থায় বিশ্রাম গ্রহণ করতে হবে
২/রক্তদানের পর দশ মিনিট বসতে হবে
৩/পরবর্তী পর্যায়ে ডোনার সুস্থবোধ করলে রুম ত্যাগ করবে
৪/ব্লাড ডোনেশন পর পরবর্তী ২৪ ঘন্টা পানি ও অন্যান্য তরল পানীয় অধিক পরিমাণে পান করতে হবে
৫/যদি মনে হয় আপনার মাথা ঘুরাচ্ছে বা অসুস্থ বোধ হচ্ছে তাহলে সাথে সাথে দুই পা উঁচু করে শুয়ে পড়তে হবে
৬/রক্তদানের পর বাড়ি যানবাহন যেমন বাস ট্রাক চালানো যাবে চালানো যাবে না এবং উঁচু স্থানে উঠে করতে হয় এমন কাজ পরবর্তী ২৪ ঘন্টা করা থেকে বিরত থাকতে হবে
৭/আপনি যে হাত থেকে রক্ত দিয়েছেন সে হাত দিয়ে অন্তত ছয় ঘন্টা ভারী কিছু উত্তোলন করা যাবে না
৮/স্বেচ্ছায় রক্তদান করার জন্য আপনাকে ধন্যবাদ

22/10/2024

একদম অসম্ভব জেনেও চেষ্টা করাটা অযথা।

22/10/2024

মারুফাত ছাড়া শরিয়তের মূল্য রয়েছে,কিন্তু শরিয়ত ছাড়া মারুফাতের কোন মূল্য নেই।

22/10/2024

এডুকেশন এর দারুন অনুবাদ।
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

Address

Mirzakandi
Faridpur
7850

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad Samiul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share