04/09/2024
'আখেরি চাহার সোম্বা'
খুব অবাক হই যে অনেকেই এইটা সম্পর্কে তেমন কিছুই জানেনা।
আজ বুধবার একটা সরকারি (ধর্মীয়) ছুটি আছে। কিন্ত মজার ব্যাপার হইলো অধিকাংশ মানুষ জানেই না যে এই ছুটিটা কি কারনে দেয়া হয়! আখেরিব চাহার সোম্বা মানে কি!
'আখেরি চাহার সোম্বা' মুসলিম ধর্মাবলম্বীদের জন্য একটা খুশির দিন। 'আখেরি চাহার সোম্বা' মানে হইলো শেষ বুধবার। আমরা সবাই জানি যে নবীজি হযরত মোহাম্মদ (সা:) ইন্তেকালের আগে খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। অনেক দিন অসুস্থ থাকার পর সফর মাসের 'শেষ বুধবার'(আখেরি চাহার সোম্বা) নবীজি সাময়িকভাবে অনেকটা সুস্থ হয়ে উঠেন এবং গোসল করেন এবং ইমামমতি করেন। নবীজির এই সুস্থতায় সমগ্র মক্কায় আনন্দের বন্যা বয়ে যায়। তখন থেকেই মুসলিমধর্মাবলম্বীরা এই দিন কে ব্যাপক খুশির সাথে পালন করে আসছে।
মুসলিম হিসেবে এইটুকু নলেজ থাকা জরুরি।©