26/11/2023
সন্দ্বীপে আওয়ামী লীগের মনোনয়নে মিতার গুঞ্জন, জোটের প্রার্থীতা চায় জাসদ
মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি...
চট্টগ্রামের সন্দ্বীপে ভোটের বাতাস বইতে শুরু করেছে। বিএনপি ও সমমনা দলের অবরোধ-হরতালের কোন আভাস নেই এখানে। সপ্তম ধাপের অবরোধ-হরতালে কেবল একটি মামলা রুজু করেছে সন্দ্বীপ থানা পুলিশ।যেখানে গাছুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের এক নেতার মোটরসাইকেল পোড়ানোর অভিযোগে মামলা হয়।
আওয়ামী লীগের হয়ে ১২ জন মনোনয়ন নেয়।মনোনয়নের দৌড়ে সবাইকে ছাপিয়ে আলোচনায় আছে মাহফুজুর রহমান মিতা, ডাঃ জামাল উদ্দিন চৌধুরী, জাফর উল্লাহ টিটু ও মিজানুর রহমান। তবে মাহফুজুর রহমান মিতার মনোনয়ন গুঞ্জন এলাকায় ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও এমন গুঞ্জন চলে এসেছে।
১৪ দলের শরিক দল জাসদ ও বর্তমান মিত্র দল জাতীয় পার্টি(জাপা), বিএনএফ,সুপ্রীম পার্টিও এ আসনে মনোনয়ন নিয়েছে। জাতীয় পার্টির পক্ষে হরিশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালাম, ব্যবসায়ী নুরুল মোস্তফা খোকন ও মজিদ সালেহ নামের একজনও প্রার্থী হতে ইচ্ছা প্রকাশ করেছেন। জাসদের পক্ষে মনোনয়ন পেয়েছেন জাসদ স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় সহ-সভাপতি নুরুল আকতার। তিনি ২৬ নভেম্বর রবিবার সকাল ৮ টায় এক সাক্ষাৎকারে আওয়ামী মিত্র জোটের প্রার্থীতা চান বলে জানান। ১৪ দলের শরিকরা এরই মধ্যে নৌকা চেয়ে চিঠি দিয়েছে আওয়ামী লীগকে। ইসলামী ঐক্যজোটও ভোট করতে চায় নৌকা প্রতীকে। আর আওয়ামী লীগের কাছে কমপক্ষে ৭০টি আসনের নিশ্চয়তা চায় জাতীয় পার্টি (জাপা)। নৌকার এ টিকিটপ্রত্যাশীরা তাকিয়ে আছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দিকে।
নাম প্রকাশ না করার শর্তে সরকারের শীর্ষ এক সূত্র মতে, বিএনপির গতিবিধি লক্ষ রেখে দলের কৌশল নির্ধারণ করেই চলছে আওয়ামী লীগ। এরই মধ্যে ৯টি রাজনৈতিক দলের ১৪ নেতার একটি প্রতিনিধি দল আওয়ামী লীগ সভাপতির সঙ্গে সাক্ষাৎ করেছে। সংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী লীগের জোটসঙ্গীরা নৌকা নিয়ে এবারও নির্বাচনী বৈতরণী পার হতে চান। নির্বাচন কমিশনকে সে কথা জানিয়ে চিঠিও দিয়েছেন তারা। একই চিঠি আওয়ামী লীগকে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ওয়ার্কার্স পার্টি, জাসদ, জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশ সাম্যবাদী দল, তরীকত ফেডারেশন, গণতন্ত্রী পার্টি। ১৪ দলীয় জোটে না থাকলেও গত নির্বাচনে বিকল্পধারা আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনী জোটে ছিল। তারাও নিজ দলের প্রতীকের বাইরে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের ব্যানারে নৌকা প্রতীকে ভোট করার কথা ইসিকে জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৪ দলের শরিকদের মধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ৩০ আসনে দলীয় ফরম বিক্রি করেছে। তবে প্রার্থী চূড়ান্ত করেনি এখনো। জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সারা দেশে ৪২৬টি ফরম বিতরণ করেছে। ১৮১ জনের একটি তালিকা প্রকাশ করেছে। তবে জোটের কাছে তারা ১০টি আসন চাইতে পারে। এছাড়া দিলীপ বড়ুয়ার নেতৃত্বাধীন সাম্যবাদী দল ১০টি ফরম বিতরণ করেছে। তরীকত ফেডারেশন ১৫০ আসনে দলীয় ফরম বিতরণ করেছে। জোটের কাছে তারা ১৫টি আসন চাইবে।
এদিকে গণআজাদী লীগ ও বাসদ আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। এছাড়া গণতন্ত্রী পার্টি ১০-১২ আসন চাইতে পারে।