গাঙচিল TV

গাঙচিল TV News and advertising

https://dailyonusondhan.com/news-view/3456
03/12/2023

https://dailyonusondhan.com/news-view/3456

মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি চট্টগ্রামের সন্দ্বীপে ভোটের বাতাস বইতে শুরু করেছে। বিএনপি ও সমমনা দলের অবরোধ-হরতাল...

30/11/2023
সন্দ্বীপে আওয়ামী লীগের  মনোনয়নে মিতার গুঞ্জন, জোটের প্রার্থীতা চায় জাসদমোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি...চট্টগ্রামের সন্দ্ব...
26/11/2023

সন্দ্বীপে আওয়ামী লীগের মনোনয়নে মিতার গুঞ্জন, জোটের প্রার্থীতা চায় জাসদ

মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি...
চট্টগ্রামের সন্দ্বীপে ভোটের বাতাস বইতে শুরু করেছে। বিএনপি ও সমমনা দলের অবরোধ-হরতালের কোন আভাস নেই এখানে। সপ্তম ধাপের অবরোধ-হরতালে কেবল একটি মামলা রুজু করেছে সন্দ্বীপ থানা পুলিশ।যেখানে গাছুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের এক নেতার মোটরসাইকেল পোড়ানোর অভিযোগে মামলা হয়।

আওয়ামী লীগের হয়ে ১২ জন মনোনয়ন নেয়।মনোনয়নের দৌড়ে সবাইকে ছাপিয়ে আলোচনায় আছে মাহফুজুর রহমান মিতা, ডাঃ জামাল উদ্দিন চৌধুরী, জাফর উল্লাহ টিটু ও মিজানুর রহমান। তবে মাহফুজুর রহমান মিতার মনোনয়ন গুঞ্জন এলাকায় ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও এমন গুঞ্জন চলে এসেছে।

১৪ দলের শরিক দল জাসদ ও বর্তমান মিত্র দল জাতীয় পার্টি(জাপা), বিএনএফ,সুপ্রীম পার্টিও এ আসনে মনোনয়ন নিয়েছে। জাতীয় পার্টির পক্ষে হরিশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালাম, ব্যবসায়ী নুরুল মোস্তফা খোকন ও মজিদ সালেহ নামের একজনও প্রার্থী হতে ইচ্ছা প্রকাশ করেছেন। জাসদের পক্ষে মনোনয়ন পেয়েছেন জাসদ স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় সহ-সভাপতি নুরুল আকতার। তিনি ২৬ নভেম্বর রবিবার সকাল ৮ টায় এক সাক্ষাৎকারে আওয়ামী মিত্র জোটের প্রার্থীতা চান বলে জানান। ১৪ দলের শরিকরা এরই মধ্যে নৌকা চেয়ে চিঠি দিয়েছে আওয়ামী লীগকে। ইসলামী ঐক্যজোটও ভোট করতে চায় নৌকা প্রতীকে। আর আওয়ামী লীগের কাছে কমপক্ষে ৭০টি আসনের নিশ্চয়তা চায় জাতীয় পার্টি (জাপা)। নৌকার এ টিকিটপ্রত্যাশীরা তাকিয়ে আছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দিকে।

নাম প্রকাশ না করার শর্তে সরকারের শীর্ষ এক সূত্র মতে, বিএনপির গতিবিধি লক্ষ রেখে দলের কৌশল নির্ধারণ করেই চলছে আওয়ামী লীগ। এরই মধ্যে ৯টি রাজনৈতিক দলের ১৪ নেতার একটি প্রতিনিধি দল আওয়ামী লীগ সভাপতির সঙ্গে সাক্ষাৎ করেছে। সংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী লীগের জোটসঙ্গীরা নৌকা নিয়ে এবারও নির্বাচনী বৈতরণী পার হতে চান। নির্বাচন কমিশনকে সে কথা জানিয়ে চিঠিও দিয়েছেন তারা। একই চিঠি আওয়ামী লীগকে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ওয়ার্কার্স পার্টি, জাসদ, জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশ সাম্যবাদী দল, তরীকত ফেডারেশন, গণতন্ত্রী পার্টি। ১৪ দলীয় জোটে না থাকলেও গত নির্বাচনে বিকল্পধারা আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনী জোটে ছিল। তারাও নিজ দলের প্রতীকের বাইরে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের ব্যানারে নৌকা প্রতীকে ভোট করার কথা ইসিকে জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৪ দলের শরিকদের মধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ৩০ আসনে দলীয় ফরম বিক্রি করেছে। তবে প্রার্থী চূড়ান্ত করেনি এখনো। জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সারা দেশে ৪২৬টি ফরম বিতরণ করেছে। ১৮১ জনের একটি তালিকা প্রকাশ করেছে। তবে জোটের কাছে তারা ১০টি আসন চাইতে পারে। এছাড়া দিলীপ বড়ুয়ার নেতৃত্বাধীন সাম্যবাদী দল ১০টি ফরম বিতরণ করেছে। তরীকত ফেডারেশন ১৫০ আসনে দলীয় ফরম বিতরণ করেছে। জোটের কাছে তারা ১৫টি আসন চাইবে।
এদিকে গণআজাদী লীগ ও বাসদ আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। এছাড়া গণতন্ত্রী পার্টি ১০-১২ আসন চাইতে পারে।

সন্দ্বীপে ব্যবসায়ীর ১০ লক্ষাধিক টাকা ছিনতাই : গ্রেফতার  ২ ও উদ্ধার ২ লক্ষ ৬ হাজার ৫শ টাকামোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি,সন্...
16/11/2023

সন্দ্বীপে ব্যবসায়ীর ১০ লক্ষাধিক টাকা ছিনতাই : গ্রেফতার ২ ও উদ্ধার ২ লক্ষ ৬ হাজার ৫শ টাকা

মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি,সন্দ্বীপ

চট্টগ্রামের সন্দ্বীপে একটি দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। উপজেলার মুছাপুর ইউনিয়নের গুজুর্ণা মার্কেট এলাকার ফাঁকা রাস্তায় ১২ অক্টোবর রবিবার দুপুর সাড়ে বারোটায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার প্রতিষ্ঠানটির মালিক সাইফুল ইসলাম সূত্রে জানা যায়, তাঁর এক বিশ্বস্ত কর্মচারী ডিস্ট্রিবিউটরের টাকা ব্যাংকে জমা দিতে যাওয়ার মুহূর্তে গতিরোধ করে একটি ছিনতাইকারী দল। অস্ত্রের মুখে ভয় দেখিয়ে টাকা ভর্তি ব্যাগ নিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।

ছিনতাইকারীদের দু'জনই স্থানীয় বখাটে হিসেবে পরিচিত। ডলার ও জীবন নামের দুই জন সরাসরি ছিনতাইয়ে অংশগ্রহণ করে বলে জানান ব্যবসায়ী সাইফুল ইসলাম। ওই দিনই অভিযান চালিয়ে ৩নং আসামি হাছানকে গ্রেফতার করে সন্দ্বীপ থানা পুলিশ।

১৩ অক্টোবর রাত ২ টায় গোপন তথ্যের ভিত্তিতে স্থানীয় বাউরিয়া এলাকায় অভিযান চালিয়ে আরও ১ জনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম রোখসানা বেগম রোজিনা(৩৫)। তিনি বাউরিয়া ৯ নং ওয়ার্ডের জনৈক ওমর ফারুকের স্ত্রী ও আসামি মেহেরাজ প্রকাশ ডোনারের ফুফাতো বোন। তার কাছ থেকে একটি ব্যাগসহ ২লক্ষ ৬হাজার ৫শ টাকা ও ৩০হাজার টাকার একটি চেক উদ্ধার করে সন্দ্বীপ থানা পুলিশ।

ছিনতাই ঘটনা ও আসামি গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ শহীদুল ইসলাম বলেন, রহস্য উন্মোচন হয়েছে। আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

13/11/2023
সন্দ্বীপে নেই হরতাল,নেই অবরোধ!
30/10/2023

সন্দ্বীপে নেই হরতাল,নেই অবরোধ!

18/10/2023

এনামনাহার মোড় এলাকায় ২ টি দোকানভিটা রেডি দোকানসহ ৯০লক্ষ টাকায় বিক্রি হবে।

17/10/2023

উপজেলা কমপ্লেক্স আবাসিক এলাকায় ৪ কড়া জায়গা বিক্রি হবে।

15/10/2023

বিসমিল্লাহির রাহমানির রাহীম

আস্সালামুয়ালাইকুম।
প্রিয় সন্দ্বীপবাসী, আপনাদের একজন বোন করুণ অবস্থায় আপনাদের সকলের কাছে চিকিৎসার জন্য সহযোগিতা চেয়েছেন।
সংক্ষেপে বলি, আমাদের মুছাপুর ৭নং ওয়ার্ডের ( মনু হাজির বাড়ি) বাসিন্দা ফাহিমা বেগম (২৫) একজন গার্মেন্টস কর্মী। তার স্বামী অক্ষম। পিতা মৃত মোঃ সুজন। বলা যায় ফাহিমার টাকায় সংসার চলে। যা আয় হয় তাতেই সংসার কোনো রকম চলে যায়। দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকায় চিকিৎসা খরচ বাবদ সব অর্থ শেষ হয়ে যায়। কিন্তু কোনো সুফল পাওয়া যায়নি তাতে। বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, তাকে বাচাতে হলে পিত পাথর অপারেশন করা লাগবে। ডক্টরের ধারনা মোতাবেক ৫০,০০০ হাজার টাকা হলেই অপারেশন করা যাবে। এই টাকা জোগাড় করা তাদের কোনো ভাবেই সম্ভব না হওয়ায় সন্দ্বীপ অধিকার আন্দোলন টিম এই অনুদান কালেকশন করতে স্বচেষ্ট হয়।
আপনাদের অল্প অল্প সহযোগিতায় বেঁচে যাবে একটি প্রাণ বেঁচে যাবে একটি সংসার। আসুন সকলে সহযোগিতা করে বোনটিকে নতুন ভাবে বাচার সুযোগ করে দিই।

Mohammad Shakil Khan
বিকাশ পারসোনাল : 01795138835.
অনুদান পাঠানো শেষ তারিখ ২০/১০/ ২৩.ইং
বিঃ দ্রঃ টাকা পাঠানোর পরে লাস্ট ডিজিট বললে খুশি হবো।
**পোষ্ট টি শেয়ার করলে হয়তো কোনো মানবিক ভাইয়ের চোখে পড়তে পারে তাই শেয়ার করার অনুরোধ রইলো।

15/10/2023

সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স গেইট এলাকায় আজ সকাল ১১ টায় পথসভা করবে লায়ন মিজানুর রহমান চেয়ারম্যান।

12/10/2023
সন্দ্বীপে পণ্যবাহী ইঞ্জিন বিকল ট্রলারে চুরি: পুলিশী অভিযানে পুকুরের নীচ থেকে চোরাইমাল উদ্ধার মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি...
09/10/2023

সন্দ্বীপে পণ্যবাহী ইঞ্জিন বিকল ট্রলারে চুরি: পুলিশী অভিযানে পুকুরের নীচ থেকে চোরাইমাল উদ্ধার

মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি,সন্দ্বীপ

সন্দ্বীপের মগধরা ইউনিয়ন উপকূলে পণ্যবাহী ইঞ্জিন বিকল ট্রলারে চুরির ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে গত ৪ অক্টোবর বুধবার রাতে । মালামালের মধ্যে টিন, লোহজাত সামগ্রী ও টাইলসহ বিভিন্ন মুদিমাল রয়েছে। এ ঘটনায় স্থানীয় কয়েকটি পুকুরে অভিযান চালিয়ে টিন,টাইলসহ চোরাই পণ্য উদ্ধার করে সন্দ্বীপ থানা পুলিশ।

ওই ঘটনায় মগধরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবুল বশর(৩০) প্রকাশ ডেকারেশন বশর ও ৯ নম্বর ওয়ার্ডের অধিবাসী পিন্টু(২৮) কে আটক করা হয়েছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সায়েদ আহমেদ। তাদের সাতদিনের রিমান্ড আবেদন জানালে আদালত রিমান্ড না মনজুর করে জেল হাজতে প্রেরণ করেন।

গত মঙ্গলবার (৩ অক্টোবর) চট্টগ্রামের চাক্তাই খাল থেকে এমবি রাজমহল নামে একটি মালবাহী ট্রলার নোয়াখালীর হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। সন্দ্বীপের পশ্চিম পাশে অবস্থিত ভাসানচরের দক্ষিণ পাশ দিয়ে হাতিয়ার দিকে যাওয়ার সময় ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায় বলে জানান ট্রলারের মালিক মো. কামরান। ইঞ্জিন বিকল হলে ট্রলারটি ভাসতে ভাসতে সেদিন সন্ধ্যায় সন্দ্বীপের মগধরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব-দক্ষিণ উপকূলের চরে এসে আটকে যায়। সে সময় বৈরী আবহাওয়ার কারণে ট্রলারের তলার কাঠ ফেটে পানি প্রবেশ করলে ট্রলারে থাকা সারেং-খালাসিরা বেড়িবাঁধেরনভিতরে আশ্রয় নেয়। পরদিন বুধবার বিকালে তাদের ট্রলারের কাছে অন্য একটি ট্রলার দেখতে পেয়ে বেড়িবাঁধ থেকে ট্রলারের কাছে গেলে দেখতে পান একদল লোক তাদের দুর্ঘটনা কবলিত বোট থেকে মালামাল নিয়ে যাচ্ছে। এ সময় নতুন টিন, নোঙর, টাইলস, ট্রলারটির পাখা-সেফ, বড় দুইটা ব্যাটারিসহ প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার মালামাল নিয়ে যায় বলে জানান ট্রলারের মালিক পরিচয় দেয়া মো. কামরান। এছাড়া ট্রলারটিতে থাকা প্রায় ১ হাজার বস্তা ইউরিয়া সার ও ২৫০ বস্তা সিমেন্ট পানি ঢুকায় নষ্ট হয়ে যায়।

সন্দ্বীপে স্কুলছাত্রীকে গণধর্ষণের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি,সন্দ্বীপ ...... চট্টগ...
04/10/2023

সন্দ্বীপে স্কুলছাত্রীকে গণধর্ষণের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি,সন্দ্বীপ ......
চট্টগ্রামের সন্দ্বীপে এক স্কুলছাত্রীকে গণধর্ষণের পর হত্যা মামলার যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামী আবুল বশারকে(৪৭) গ্রেফতার করেছে সন্দ্বীপ থানা পুলিশ ।সে স্থানীয় রহমতপুর ৮ নং ওয়ার্ডের আবদুল মান্নানের ছেলে। সন্দ্বীপ থানার এসআই আশিকুর রহমান ও এএসআই মোশাররফ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গত ২৮ আগস্ট চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়নাল আবেদীন এ রায় দেন।যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অন্যান্যরা হলেন— মো. মোশাররফ হোসেন প্রকাশ লিটন (২৫), মো. আকবর হোসেন প্রকাশ হাতকাটা আকবর (২৮), মো. সুমন (৩০), মো. নুরুল আবছার প্রকাশ স্বপন (৩২)।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার রহমপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রী প্রতিদিনের মতো স্কুলে যায়। স্কুল শেষে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা স্কুল-আত্মীয় স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। পরের দিন দুপুরের দিকে এলাকার একটি ডোবা জমিতে ওই ছাত্রীর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ছাত্রীর মুখের বাম পাশে ও চোখের উপরে ফুলা-থেতলানো জখম ছিল।
এ ঘটনায় ছাত্রীর মা পারভিন আক্তার বাদী হয়ে সন্দ্বীপ থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন। মামলায় তদন্ত শেষে পুলিশ ২০১৬ সালের ৬ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। ২০১৭ সালের ২১ আগস্ট পাঁচ আসামির বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলায় ৯ জনের সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় দেন বিচারক। আসামি সুমন এখনও পলাতক।

ICU সেবা চালু কর,করতে হবে।
03/10/2023

ICU সেবা চালু কর,করতে হবে।

Address

Fardabad

Website

Alerts

Be the first to know and let us send you an email when গাঙচিল TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গাঙচিল TV:

Share

Category


Other Fardabad media companies

Show All