Md Rubel Pk Bd

Md Rubel Pk Bd আসসালামু আলাইকুম......
আমি নিরপেক্ষ,তবে সত্যের বিপক্ষে বা মিথ্যার পক্ষে নয়।

11/05/2024

শনিবার স্কুল খোলা নাকি বন্ধ???

01/05/2024

কর্ম কোনদিন ছোট বড় হয়না, সব কর্মই সমান..!!
সেটা ডক্টর হোক বা দিন মজুর, ইন্জিনিয়ার হোক বা মেথর," কারণ আমরা সকলেই দুমুঠো অন্যের জন্যই প্রতিনিয়ত প্ররিশ্রম করে চলি।

22/04/2024

সিরাজগঞ্জের বিখ্যাত মাঠা এখন দুপচাঁচিয়াতে।
যোগাযোগঃ ০১৭৫৭৯৫৮১৬৮

সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন।"ঈদ মোবারক"
11/04/2024

সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন।
"ঈদ মোবারক"

06/04/2024

আজকে আমাদের সাধন কান্ত বরই ভাই কই,খলিল ভাই কই,আর ফেইসবুক লাইভ করা নেতা মানে মজিবর ভাই কই???

02/04/2024

বাংলাদেশ কি খেলাই না দিল!
মেজাজ খারাপ

চলতি বছরের ১ জুলাইয়ের পর থেকে স্বশাসিত, স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার চাকরিতে যাঁরা নতুন যোগ দেবেন, তাঁরা বিদ্য...
31/03/2024

চলতি বছরের ১ জুলাইয়ের পর থেকে স্বশাসিত, স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার চাকরিতে যাঁরা নতুন যোগ দেবেন, তাঁরা বিদ্যমান ব্যবস্থার মতো আর অবসরোত্তর পেনশন সুবিধা পাবেন না। তার বদলে নতুনদের বাধ্যতামূলক সর্বজনীন পেনশনের আওতাভুক্ত করা হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের সব স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীন অঙ্গপ্রতিষ্ঠানগুলোর চাকরিতে যেসব কর্মকর্তা বা কর্মচারী চলতি বছরের ১ জুলাইয়ের পর যোগ দেবেন, সরকার তাঁদের সর্বজনীন পেনশনের আওতাভুক্ত করল।
সরকারি কর্মচারীরা বর্তমানে সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) এবং স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো প্রদেয় ভবিষ্য তহবিলে (সিপিএফ) টাকা জমা রাখেন, যার বিনিময়ে সরকার ১১ থেকে ১৩ শতাংশ হারে সুদ দেয়। এ টাকা পেনশনে যাওয়ার পর অবসরভোগীরা পেয়ে থাকেন। যেসব সরকারি কর্মচারী রাজস্ব খাত থেকে বেতন পান, তাঁরা টাকা রাখেন জিপিএফে। আর যাঁরা রাজস্ব খাতের বাইরে থেকে বেতন পান, তাঁরা টাকা রাখেন সিপিএফে।
স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীন অঙ্গপ্রতিষ্ঠান মিলে প্রায় ৪০০ সংস্থা রয়েছে, যেগুলোর কর্মকর্তা-কর্মচারী রয়েছেন ৪ লাখের বেশি। এ ধরনের সংস্থা ও প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়, সাধারণ বীমা করপোরেশনসহ সব করপোরেশন, পেট্রোবাংলা, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), বিএসটিআই ইত্যাদি।
চারটি আলাদা কর্মসূচি (স্কিম) নিয়ে সর্বজনীন পেনশন ব্যবস্থার যাত্রা শুরু হয় গত বছরের ১৭ আগস্ট, উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এগুলো হচ্ছে প্রগতি, সুরক্ষা, প্রবাস ও সমতা। প্রগতি বেসরকারি প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীদের জন্য। সমতা দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী (যাঁদের আয়সীমা বার্ষিক অনূর্ধ্ব ৬০ হাজার টাকা) স্বল্প আয়ের মানুষের জন্য। প্রবাস শুধু প্রবাসী বাংলাদেশিদের জন্য। আর সুরক্ষা রিকশাচালক, কৃষক, শ্রমিক, কামার, কুমার, জেলে, তাঁতি ইত্যাদি স্বকর্মে নিয়োজিত নাগরিকদের জন্য।
সর্বজনীন পেনশনে ১৮ থেকে ৫০ বছর বয়সী একজন সুবিধাভোগী ৬০ বছর বয়স পর্যন্ত এবং ৫০ বছরের বেশি বয়সের সুবিধাভোগী ন্যূনতম ১০ বছর চাঁদা দেওয়া সাপেক্ষে আজীবন পেনশন সুবিধা ভোগ করবেন।

আমাদের বোনাস বন্ধ রেখে কিভাবে ঈদের আনন্দ উপভোগ করবেন আপনারা???
30/03/2024

আমাদের বোনাস বন্ধ রেখে কিভাবে ঈদের আনন্দ উপভোগ করবেন আপনারা???

30/03/2024

চালকের আসনে শ্রীলঙ্কা

27/03/2024

আমি একজন দপ্তরী, সরকারি প্রতিষ্ঠানে প্রতিদিন স্বাধীনতার প্রতীক জাতীয় পতাকা উত্তলন সহ নিজের উপর অর্পিত দায়ীত্ব পালন করি। প্রায় ১০থেকে১১ বছর হলো সরকারি সকল সুভিধা থেকে বঞ্চিত।নেই কোন ঈদ বোনাস,বৈশাখি ভাতা,নৈমিত্তিক ছুটি,কর্মঘন্টা,ইনক্রিমেন্ট,শিক্ষা ভাতা,সরকার নির্ধারিত প্রণোদনা না পাওয়া। 😭

27/03/2024

প্রেস ক্লাবের সামনে মানববন্ধন সর্বশেষ সহকর্মি ভাইদের এখন কি অবস্তা কারো জানা থাকলে আপডেট জানাবেন

জন্মের পর থেকেই দেখতেছি ওরা দুইজন পড়তেই আছে কিন্তু,পরিক্ষা দিতে দেখলাম না😀
27/03/2024

জন্মের পর থেকেই দেখতেছি ওরা দুইজন পড়তেই আছে কিন্তু,পরিক্ষা দিতে দেখলাম না😀

I've received 2,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
27/03/2024

I've received 2,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

27/03/2024

🏏ক্রিকেট না ফুটবল ⚽️ কোনটা বেশি উত্তেজনাকর???

আমার বুকের ডানে তামিম ইকবাল,আর বামে সাকিব আল হাসান,দুটোই ভালোবাসার মানুষ। 😍
23/03/2024

আমার বুকের ডানে তামিম ইকবাল,আর বামে সাকিব আল হাসান,দুটোই ভালোবাসার মানুষ। 😍

23/03/2024

এর শেষ কোথায়? আবারো জাতীয় দলে তামিম ইকবাল!সাকিব ও ফিরছেন ৩০ মার্চ!

আসসালামু আলাইকুম......, চাকরির পাশাপাশি নতুন ব্যাবসা শুরুকরলাম,সবাই দোয়া করবেন।
23/03/2024

আসসালামু আলাইকুম......, চাকরির পাশাপাশি নতুন ব্যাবসা শুরুকরলাম,সবাই দোয়া করবেন।

21/03/2024

আজকে 🇧🇩 বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা 🇱🇰 প্রথম টেষ্ট ম্যাচ সময় সকাল ১০;০০ ঘটিকা ভেনু সিলেট

21/03/2024

আসসালামু আলাইকুম....
জুম্মা মোবারক সবাইকে

21/03/2024

Play your rool.rijik is figst

🕙 সময় একটি মূল্যবান সম্পদ। যা আমরা তৈরী করতে,কিনতে বা পরিবর্তন করতে পারিনা।সময় তার নিজশ্ব গতিতে চলে কখনই বিরতি বা অপেক্ষ...
21/03/2024

🕙 সময় একটি মূল্যবান সম্পদ। যা আমরা তৈরী করতে,কিনতে বা পরিবর্তন করতে পারিনা।সময় তার নিজশ্ব গতিতে চলে কখনই বিরতি বা অপেক্ষা করে না, প্রতিটি মুহুর্ত কেঁটেযায় চিরতরে চলে যায়!অথএর্ব,সময়ের গুরুত্ব বাড়াবাড়ি করা যাবে না,কার্যকরি সময় ব্যবস্হাপনা আমাদেরকে স্বপ্প সময়ের মধ্যে আরো বেশি কিছু অর্জন করতে দেয়,যার ফলে আরোও বেশি বিনামূল্যে সময় পাওয়া যায়,যা আমাদের শেখার সুযোগের সদ্ধহার করতে দেয় আমাদের চাপ কমায় এবং আমাদের ফোকাস করতে সাহায্য করে।এটি আমাদের কাজ,অবসর,সম্পর্ক এবং আত্ম - উন্নতির জন্য সময়ের সাথে ভারসাম্যপূণ্য জীবনযাপন করতে
সমক্ষ করে।বিলম্ব সময়ের চোর।সময় নষ্ট করা জীবনকে নষ্ট করেছে কারণ আমাদের জীবনের
দৈর্ঘ্য সীমিত,এবং প্রতিটি সেকেন্ড গণনা করে।
অযাথা ব্যয় করা সময়ে কোন ফেরত নেই,
উপসংহারে, সময়ের মূল্য বুঝা দক্ষতা এবং
সাফল্যের দিকে পরিচালিত করে। তাই আসুন সময়কে সম্মান করি।

20/03/2024

স্কুল বন্ধ!
বাট আমার কোন বন্ধ নেই, অবশ্য আমাদের মধ্যে অনেক ভাইয়েরা আছে বন্ধের মধ্যে ও ২৪ ঘন্টা ডিউটি করবে,আবার অনেক ভাইয়েরা আছে নাকে তেল দিয়ে ঘুমাবে কোন টেনশানই নেই। কিছু সুভিধা ভোগি কিছু অসুভিধা ভোগি! মানে হচ্ছে কিছু ভাইয়েরা কষ্টে থাকবে, কিছু ভাইয়েরা শান্তিতে থাকবে,তো যারা শান্তিতে থাকবে তাদের প্রতি কোন অভিযোগ নেই, যে ভাইয়েরা কষ্টে থাকবে তাদের প্রতি বলার কোন ভাষা নেই, সবার প্রতিই সম্মান জানাই। আমারা সবাই ভাই ভাই আমার কথায় কেউ কষ্ট পেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন,সবসময় সত্য বলার চেষ্টা করি বলে যাবো ইনশাআল্লাহ্। পরিশেষে একটা কথায় বলতে চাই স্কুল বন্ধ হলেই কি আর না হলেই কি, কি বলেন???

18/03/2024

খেলা কিন্তু ১০;০০ টায়

17/03/2024

আমাদের যে সকল সহকর্মি ভাইয়েরা পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহ্ র ডাকে সাড়া দিয়ে চলে গেছেন আল্লাহ্ তাদের কে জান্নাতের উচ্চ মাকাম দান করুন,ও তাদের পরিবার পরিজনদের ধর্য্য ধরার তৌফিক দিন (আমিন)

ডু অর ডাইবিজয় নাকি জাকের??? কাল খেলবেন কে?আবারো ওপেনিং ভাবনায় মেহেদী মিরাজ!
17/03/2024

ডু অর ডাই
বিজয় নাকি জাকের??? কাল খেলবেন কে?আবারো ওপেনিং ভাবনায় মেহেদী মিরাজ!

17/03/2024

ভাগ্যের লিখন না যায় খন্ডন চিরন্তন সত্য এই প্রবাদটি কার না জানা!

17/03/2024

ভবিষতের কথা চিন্তা করে দপ্তরী চাকরি করা যাবে কি?

16/03/2024

নামে কাম হবে না!
লিটন আউট!হাতুরুর খবরদারিতে লিপুর লাগাম!

16/03/2024

I've received 1,100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

Address

Dupchanchia
5880

Telephone

+8801326770315

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Rubel Pk Bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Rubel Pk Bd:

Videos

Share



You may also like