Mewos community

Mewos community �������

20/10/2022
15/10/2022

একটু বলচিলো সাঁজিয়ে দিতে বাকিটা ইতিহাস😁

Mom love
23/09/2022

Mom love

14/09/2022

🤣🤣

mewos  selfi📸
25/08/2022

mewos selfi📸

08/08/2022

একটু দুষ্টুমি করলাম কুতাবাচ্চার সাথে😂😂😂

29/07/2022

আমাদের মুরগিকে ফুসকি অনেক ডিস্টার্ব করে বার বার এদের বাচ্ছাদের সাথে ঝগরা করে তাই আজ ফুসকিকে অনেক মারামারি করলো 🥊🐈🐣

25/07/2022

🤣🤣🤣🤣🤣🤣🤣

10 লিটার কোক খাবেন আপনারা🍹
24/07/2022

10 লিটার কোক খাবেন আপনারা🍹

23/07/2022

সাদা 🤍
কালা🖤

আজ বিশ্ব ইঁদুর ধরা দিবস।আমি একটা ধরেছি।উনি ধরার আগে পূজোটা সেরে নিচ্ছেন।আমাদের দুজনের কেউই কিন্তু হ্যামলিনের বাঁশিওলা নই...
23/07/2022

আজ বিশ্ব ইঁদুর ধরা দিবস।
আমি একটা ধরেছি।
উনি ধরার আগে পূজোটা সেরে নিচ্ছেন।
আমাদের দুজনের কেউই কিন্তু হ্যামলিনের বাঁশিওলা নই।
তবে শুনে নিন ইঁদুর নিয়ে সংক্ষেপে দুচার কথা:-
।।ইঁদুর দৌড়।।
আজ ইঁদুর ধরা দিবস । কিন্তু জানেন কি ইঁদুরের দৌড় কত?
প্রথমেই ধরুন অমন শক্তিশালী পশুরাজ সিংহ তাকেও একবার প্রাণে বাঁচিয়ে দিয়েছিল।লেমিং সম্প্রদায়ের ইঁদুর তো দল বেঁধে পাহাড় থেকে সাগর পর্যন্ত দৌড়ায় , অবশ্য মরেও সমুদ্রের জলে ডুবে।ওটা ওদের আত্মহত্যা না নূতন বাসস্থানের সন্ধান করতে গিয়ে পথ ভুল করা সেটা নিয়ে বিতর্কও আছে।
ওরা আমাদের অনেক ক্ষতি করে , কিন্তু যা করে সেগুলো তো ওদের কাজ! ওরা কত কাজ করে। জমিদারের মতো উৎপাদিত ফসলের ভাগ নেয়।প্লেগ, লেপ্টোস্পাইরোসিস,জণ্ডিস, কৃমি প্রভৃতি প্রায় ২০ রকমের রোগ ছড়ায়। রোগ ছড়ানো ছাড়াও জামা -কাপড়, আসবাবপত্র কেটে কুচি কুচি করা ,আন্ডার গ্রাউন্ডে ঢুকে বড় বড় স্ট্রাকচারকে বসিয়ে দেওয়া এইরকম নানা কাজও ওদের করতে হয়। চিঁড়ে, চাল , মুড়ি ইত্যাদিতে দু একটা নাদিও মিশিয়ে দিতে হয়। ওরা এতো কাজের বলেই তো গণেশ বাবাজি বাহন বলে বেছে নিয়েছে। শুধু একটা কাজ ওরা পারে না, সেটি হলো 'বিড়ালের গলায় ঘণ্টা বাঁধতে'।
পৃথিবীর স্তন্যপায়ী প্রাণীদের ৪২%হোল ইঁদুরের জাত। ওরা হোল রোডেন্টসিয়া বর্গের র‍্যাটাস গণভুক্ত ।প্রজাতি সংখ্যা প্রায় ৬৪। দাঁত থাকে ১৬টি।ছেদন দাঁত গজানোর পর আমৃত্যু বাড়তে থাকে । অস্বাভাবিক ভাবে যাতে বেড়ে না যায় সেজন্যই শক্ত জিনিস কেটে ছেদন দাঁত ঠিকঠাক রাখে।
মানুষ বিরক্ত হয়ে ওদের নানাভাবে মেরে ফেলে। ওদের খাবারে জিঙ্ক ফসফাইড বিষ মিশিয়ে , নানা ধরনের কলে ওদের পাকড়াও করে ,গর্তে জল ঢেলে ওদের মারা হয়।
ইঁদুরদের মধ্যে নেংটি আমাদের বেশ দৃষ্টি আকর্ষণ করে। এরা দুমাস বয়সেই সাবালক হয়ে যায়। এদের প্রজনন ক্ষমতা বিশাল ।একটি স্ত্রী নেংটি মরা মানে চল্লিশটি নেংটি মরার সমান।
ইঁদুর কিন্তু আমাদের উপকার করে।ভ্যাকসিনের ট্র্যায়াল ইঁদুরের উপর করা হয়।এরা পরিবেশ বান্ধব। বিড়াল,সাপ, পেঁচার খুব পছন্দের খাবার এরা। এদের মাংস অনেক মানুষের প্রোটিনের অন্যতম উৎস। দক্ষিণ ভিয়েতনামে অতিথি আপ্যায়নে ইঁদুরের মাংস না থাকলে অভদ্রতা করা হয়।
কানাডায় মাংসের জন্য ইঁদুর চাষ করা হয়। সেখানে একজোড়া ইঁদুর থেকে বছরে ১২৫০টি ইঁদুর পাওয়া যায়।
যাক ইঁদুরও থাক, পালিত হোক 'ইঁদুর ধরা দিব

21/07/2022

দেখলে আপনি অবাক হবেন কী করলো এরা ৩টা🐈🐈🐈w.w.w boxing🥊🥊

19/07/2022

দেখুন কিভাবে বিড়ালটা ইঁদুর শিখার করে খেয়ে নিলো 🐈🐀

Address

Sunamganj
Dowara Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Mewos community posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Dowara Bazar

Show All